এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২৩ জুন ২০০৯ ১৭:০৯ | 144.160.5.25
  • দীপুবাবু কিসব থিওরী দিচ্ছেন? আমি তো ৪৫ দিনের জন্যই গেছিলাম। দিব্বি লাগত তো। ভার্জিনিয়ার রিচমন্ড খুব বোদা শহর। আর বেলজিয়ামের ব্রাসেলসও তেমন সুবিধের না।
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৭:০৯ | 203.91.207.30
  • যেকোনো রাস্তায় কিছুক্ষন অটো বা বাসে গেলে এখানে আমার শ্বাসকষ্ট হয়, বা চোখ জ্বালা করে।
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৭:০৭ | 203.91.207.30
  • লোকের সাথে কথা বলার প্রয়োজন আমার চ্যাটেও মিটে যায়। কিংবা ফোনে। তারজন্য কলকাতায় সেদ্ধ হওয়ার কি দরকার।
  • r | ২৩ জুন ২০০৯ ১৭:০৭ | 198.96.180.245
  • আমি পাক্কা সাড়ে তিন বছর বেঙ্গালুরুতে ছিলাম। তিরুপতির দিব্যি, সচেতন বা অবচেতনে কোনো প্রেম জাগে নাই। ;-)
  • shrabani | ২৩ জুন ২০০৯ ১৭:০৬ | 124.30.233.105
  • যেমন যদি পৃথিবীর সব চেয়ে সুন্দর আর ভাল শহরের সাথে কলকাতার অপশন দেওয়া হয় আমি কলকাতাই বাছব, এনিটাইম!
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৭:০৬ | 160.83.96.81
  • দীপু, পুরো সেন্টেন্সটা ঠিক ছিল, তবে রিপ্লেস "এক্সকিউজ' উইথ "অ্যাটাচমেন্ট'। বাকিটা ঠিক। অ্যান্ড অ্যাপ্লিকেবল টু আস অল। ঃ-)
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৭:০৫ | 59.160.206.226
  • দীপু আর রঙ্গন, দুজনকেই ডিট্টো। বাংলায় কথ অবলা যায়, আলাপ ন অথাকলেও অন্যের আলুচানায় নাক গলিয়ে দেওয়া যায়, মন্তব্য পাস করা যায়।

    এতদিন হয়ে গেল, আমি আজও হিন্দিতে কারুর সাথে আড্ডা মেরে উঠতে পারলাম না।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৭:০৫ | 216.52.215.232
  • আর কদ্দিন থাকবো জানিও না। সুযোগ পেলেই কলকাতা চলে আসবো! ;-)
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৭:০৪ | 216.52.215.232
  • দীপু, আমার দেড় বছরও হয়নি। ঃ-))
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৭:০৪ | 59.160.206.226
  • বেঙ্গালুরু তথা সাউথ ইন্ডিয়া চোখে দেখি নি। তবে মুম্বই আর কোলকাতার মধ্যে কেমন যেন সিমিলারিটি পাই।

    আর সত্যি ব্যাংডেল যাবো ভাবলেই কত দুশ্চিন্তা মাথায় আসে, হাওড়া স্টেশনে নেমে আবার টিকিট কাটো রে, লোকাল ট্রেনে ওঠো রে, ব্যান্ডেলে নেমে রিক্সার সাথে দরাদরি করো রে, সারারাস্তা লাফাতে লাফাতে সরু রাস্তা দিয়ে চলো রে ... কিন্তু দিল্লি ফিরলেই একগাল হাসিতে মুখ ভরে যায়। স্টেশন থেকে বেরোলেই এখন প্রিপেড অটো বা মেট্রো। নামলেই সামনে বাড়ি, বড়জোর একটা রিক্সা।
  • shrabani | ২৩ জুন ২০০৯ ১৭:০৪ | 124.30.233.105
  • আমি কোনো সার্টি দিচ্ছিনা, আমার ভালো লাগেনি সেটা বললাম। আর সত্যিই তো অনেকদিন না থাকলে, বসবাস না করলে তো কোনো জায়গার সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়া সম্ভবই নয়। তবে অনেকসময় একটা প্রথম দেখায় ভাল লেগে যায় ট্যুরিস্ট হিসেবেও, সেরকমটা হয়নি।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৭:০৩ | 216.52.215.232
  • চেন্নাই ঘর্মাক্ত নগরী। অক্টোবর মাসের শেষে বিকেলবেলা ট্রেন থেকে নামামাত্র আমার চোখের চশমার কাঁচ ঘামে ঢেকে গেল। ভাগ্যিস অফার পেয়েও নেইনি।
  • r | ২৩ জুন ২০০৯ ১৭:০৩ | 198.96.180.245
  • কলকাতার আর একটা ভালো জিনিষ হল- সবার সাথে বাংলায় কথা বলা যায়।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৭:০২ | 207.179.11.216
  • কোনো শহরে অনেকদিন থাকলে আর ভবিষ্যতে আরো অনেকদিন থাকার ব্যাপার থাকলে সেই শহরের পক্ষে অবচেতনে অনেক এক্সকিউজ তৈরী হয়ে যায়। এই হচ্ছে মোদ্দা কথা।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৭:০১ | 61.95.144.123
  • মাছ-দুগ্গাপুজো-বইমেলা ইত্যাদি নিয়ে অত নস্টালজিয়া নাই, তবে মিষ্টি...মিষ্টি আর নিউক্যাসল ইউনাইটেড এই দুইয়ের চয়েজ বড় কঠিনঃ-(
  • d | ২৩ জুন ২০০৯ ১৭:০০ | 144.160.5.25
  • ১৯৯৭ সালে আমি ৪৫ দিন ব্যাঙ্গালোরে ছিলাম। আমার দিব্বি লাগত।
  • r | ২৩ জুন ২০০৯ ১৭:০০ | 198.96.180.245
  • সারা বাড়িতে একমাত্র টয়লেটেই প্রাণের আরাম, আত্মার শান্তি। আরও অনেক কিছুরই শান্তি- সেটা থাক। ;-)
  • Bhuto | ২৩ জুন ২০০৯ ১৬:৫৯ | 203.91.193.5
  • আলসুর লেক? সে তো পচা পুকুর? ওর সঙ্গে নদীর তুলনা?

    সায়ন্দা,
    ইয়ার্কি মারবেক লাই। বাপ বলে আমি যখন জন্মেছিলাম তার পরে বেডে যখন শুয়ে তখন গায়ে বিন্দু বিন্দু ঘাম ছিল। ঘাম তো জন্ম থেকে হয়ে আসছে। ঘাম লিয়ে কতা হবেক লাই। ঘাম আমার প্রিয়, এই ঘামেই জীবন, এই ঘামেই মরণ আমাদের....

    সবুজের কেসটা আমি ও দেখেছি, কিন্তু সেটা ধানজমি বলে? হবে হয়তো (মাম্মাম্মা)।

    Sags এক কথায় সেরে দিয়েছে। একদম ঠিক। অবশ্য সবার মনে নাও হতে পারে। সে যাক.... সব ওকে।

    মুম্বাই = বাণিজ্য নগরী
    দিল্লী = রাজনীতির কেন্দ্র
    কলকাতা = সাংস্কৃতিক কেন্দ্র
    বেঙ্গালুরু = তথ্যপ্রযুক্তি কেন্দ্র।
    চেন্নাই = গরম নগরী (এখানে কি আছে? জানিনা)
    ব্যস , ভারতবর্ষের চাট্টি বড় শহর। বিদেশের লোকেরা দেখে হেসে ফেলেবে ঃ(
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৬:৫৮ | 160.83.96.81
  • তাও ভালো "বাড়ির' টয়লেট বলেছে। ;-))
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৬:৫৮ | 59.160.206.226
  • হা হা হা। এটা ভালো কয়েছে দময়ন্তী। এখন মাঝে মাঝে ভাবি, এই যে বাংলার মাছ বাংলার মিষ্টি বাঙালির দুগ্‌গাপুজো করে এত টান, সারাবছর হেদিয়ে মরি, আমি যদ্দিন বাংলায় ছিলাম তদ্দিন কি আর এসবের প্রতি এত টান ছিল?

    এখন কদিনের জন্য ঘুরে আসতেই ভালো লাগে। থাকার জন্যে দিল্লি এনসিআর, মস্ত্‌ জায়গা।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৬:৫৮ | 216.52.215.232
  • কে বা কারা?
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৬:৫৮ | 207.179.11.216
  • কি চরম পোতিক্কিয়াশীল!!
  • d | ২৩ জুন ২০০৯ ১৬:৫৬ | 144.160.5.25
  • কলকাতা হল বাড়ীর টয়লেটের মত। ওখানে ২৪ ঘন্টা বাস করা যায় না। গিয়ে নির্দিষ্ট কাজ সেরে ফেরত চলে এসো। ব্যাস।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৬:৫৫ | 160.83.96.81
  • অজ্জিদ্দা, খ্যামা দিলাম। তবে এখানে এলে পেটপুরে মিষ্টি খাওয়াবো এটুকু অঙ্গীকার রইল। ঃ)

    স্যাগ্‌স, একমত। মাস্তিনেক আগে পুণে গিয়ে শহরটার প্রেমে পড়েছি। মোটামুটি ব্যাঙ্গালোরের মত। ইফ ইট ওয়াজন্ট ব্যাঙ্গালোর, ইট ডেফিনিটলি উড হ্যাভ বিন পুণে।
    দিল্লী তে কখনও থাকি নি। তবে মাত্র দু সপ্তা থেকে সাট্টিফিকেট ও দিতাম না। ঃ-))
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৬:৫৪ | 207.179.11.216
  • btw, কালকে আমার ব্যাঙ্গালোরে পুরো একবছর পূর্ণ হবে।
  • Sags | ২৩ জুন ২০০৯ ১৬:৫০ | 203.201.225.35
  • কোলকাতা, মুম্বাই - এই শহরগুলোর মধ্যে একটা প্রাণ আছে যেটা ব্যাঙ্গালুরুতে পাইনি। সব শহরের-ই কিছু ভালো-মন্দ আছে। তবু পুণে শহরটা আমার বড্ড ভালো লেগেছিল। জানিনে কেনো।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:৫০ | 61.95.144.123
  • আনকমন - সেটাই হল কী-ওয়ার্ড;-)
  • shrabani | ২৩ জুন ২০০৯ ১৬:৫০ | 124.30.233.105
  • গত জুলাইয়ে দু হপ্তা ব্যাঙ্গালোরে কাটিয়ে এসে মনে হল দিল্লী আর নয়ডার মত সুন্দর জায়গা (কলকাতার পরেই) আর দুনিয়ায় নেই। রোজ ঐ ট্র্যাফিকে, ধোঁয়ায় শহর আর ইলেকট্রনিক সিটী করতে করতে পুরো চেটে গেছিলাম। শেষে আর মুখে হাসি ছিলনা, দিল্লী এয়ারপোর্টে নেমে সকলের মুখে আবার হাসি ফিরে এল।
    একটাই ভাল ব্যাপার ছিল, শাড়ী কেনাটা।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৬:৪৯ | 207.179.11.216
  • ব্রিগেড রোড, এমজি রোড আমি প্রায় যাইনা বল্লেই চলে। মারাথাল্লিটা ভালো চিনি কারণ অফিস এখানে আর প্রচুর বন্ধুও থাকে এ তল্লাটে। বহুত ঝাঁটের জায়গা। আমি জীবনবিমা নগরে থাকি। সেটা বেশ ভালো জায়গা, তবে মন্দির-মসজিদ-গির্জা এবং ভক্তিমূলক আহ্বানের একটু বাড়বাড়ন্ত (নো অফেন্স)। সবচেয়ে ভালো জায়গা আমি যা দেখেছি তা হল ইন্দিরানগর। কিন্তু আমার ওখেনে থাকার খ্যামতা নেই।

    কলকাতাতেও আর্মি ক্যান্টনমেন্টের আশেপাশের জায়গাগুলো মনে হয় তূলনামূলক শান্ত আর পরিষ্কার।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৬:৪৯ | 160.83.96.81
  • আরেঃ, যেটা যেখানে আনকমন সেটা একটু খুঁজতে হবে না! তুমি কোলকাতায় কোথায় ক'টা সাউথ ইন্ডিয়ান রেস্টুর‌্যান্ট সেগুলো ঠিকঠাক জানো কি?
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:৪৬ | 61.95.144.123
  • তবে সেক্টর ফাইভ নো ডাউট বোরিং।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:৪৫ | 61.95.144.123
  • মিষ্টির দোকান খুঁজতে হবে? তাইলে আর কি হল...ধুৎ।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৬:৪৩ | 160.83.96.81
  • হুম্‌ম্‌ম্‌।

    বাঙালী মিষ্টির দোকান - এখন এরিয়া সাপেক্ষে প্রচূর সংখ্যায়। শুধু একটু খুঁজে নিতে হবে এই যা।

    বাচ্চাদের জন্য ইস্কুল - প্লে স্কুল? না নার্সারি/কেজি? একটু আইডিয়া আছে। খুব্যাক্টা সুখপ্রদ নয়। এ ব্যাপারে একমত।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৬:৪১ | 216.52.215.232
  • জীভনবিমা নগরও বেশ ভাল।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৬:৩৮ | 160.83.96.81
  • দীপুকে একটু গ্যান দিই।

    ডিয়ার, মারাথাল্লি ইত্যাদি জায়গা এগুলো আউটস্কার্ট, ডেভেলপিং এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আশেপাশে আর্টারিয়াল/ইন্টারস্টেট রোডস যেমন আউটার রিং রোড, ওল্ড ম্যাড্রাস রোড ইত্যাদি তাই HTV'র উপদ্রব বেশি হেন্স তদ্‌জনিত ধূলো ধোঁয়া পলিউশান। মারাথাল্লি ও আশেপাশের জায়গায় বেশীরভাগ লোকজনই বাইরের সুতরাং সেন্স অফ বিলঙ্গিংনেস অনেক কম বা মিসিং। এটা একটা কারণ। সেদিক থেকে, মারাথাল্লি থেকে একটু পূবে এইসিএস লে-আউট, অনেক বেটার।

    এবার, শহরের ভেতরে এসো। মানে পুরনো এরিয়াগুলোতে। কখনও জয়নগরে গিয়েছো? ফোর্থ ব্লক ইত্যাদি। অথবা ভিদ্যারণ্যপুরম। সদাশিভনগর? এমন এরিয়া আরও প্রচূর। পশ এরিয়া নয় কিন্তু। পরিচ্ছন্ন, সিভিক অ্যামেনিটি ও পরিচ্ছন্নতাবোধ সম্পন্ন। পার্থক্য খুব সহজেই ধরতে পারবে।

    ব্রিগেড রোড/ এম জি রোড এর বাইরেও অন্য ব্যাঙ্গালোর আছে। কখনও পদব্রজে এক্সপ্লোর কোরো। ঃ)
  • r | ২৩ জুন ২০০৯ ১৬:৩৮ | 198.96.180.245
  • বেঙ্গালুরুর আর এক প্রবল চাপ হল বাচ্চাদের ইস্কুল। বড় হলে বুঝতে পারবে।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:৩৬ | 61.95.144.123
  • কলকাতা কঠিন জায়গা সন্দেহ নাই - তবে বেঙ্গালুরুর চে ভালোই হবে - অ্যাটলিস্ট হাত বাড়ালেই চাড্ডি মিষ্টির দোকান তো পাওয়া যায়।
  • r | ২৩ জুন ২০০৯ ১৬:৩৪ | 198.96.180.245
  • রনদিভে লাইন। ;-)
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:৩৩ | 61.95.144.123
  • ইইইইইইইইইইইইইইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স কি বলে। ম্মাম্মাম্মাকে অপমান।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৬:৩৩ | 65.194.243.232
  • কী নয়, কি। সিঁফো হবে কি হবে না তাই জিগ্যেস করেছে। ;-)
  • h | ২৩ জুন ২০০৯ ১৬:৩৩ | 206.195.19.42
  • ধুস, ব্যাংগালোর আর কলকাতা খুব ই বাজে জায়গা। কঠিন বোরিং। ইন্টারেস্টিং হল মুম্বাই।
  • r | ২৩ জুন ২০০৯ ১৬:৩৩ | 198.96.180.245
  • আমি তো দক্ষিণ চব্বিশ পরগণায় থাকি। পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি এত সেতেরা। পাশেই পাখিরালয়। বেঙ্গালুরুর লোক ভাবতেই পারবে না।
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৬:৩২ | 203.91.207.30
  • না মানে, ধানজমি দিয়ে তো আর শহরে পলিউশন কমবে না।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:৩০ | 61.95.144.123
  • কি আবার হবে - ধান হবে। ধানজমিতে আপেল হয় এ আবার কে কবে শুনেছে।
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৬:৩০ | 203.91.207.30
  • পরিবারের কারনেই তো ঃ((
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৬:২৯ | 203.91.207.30
  • কলকাতার সাথে ব্যাঙ্গালোরের তুলনা সবুজ নিয়ে। রদা মাইরি চুপচাপ পক্ষপাতিত্ব করছে। কার্পেট যেটা দ্যাখো প্লেন থেকে সেটা ধানজমি, তাই দিয়ে কি হবে?
  • r | ২৩ জুন ২০০৯ ১৬:২৮ | 198.96.180.245
  • আমি হার্ডকোর ক্রিটিক কই? শুধু বলেছি অসহ্য বোরিং। বাকি সব তো ভাল। ঃ-P
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৬:২৭ | 219.64.11.35
  • দিল্লিও বেশ সবুজ।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৬:২৬ | 216.52.215.232
  • মারাথাল্লি একটা থাকার জায়গা হল?

    তাও ধোঁয়া আর ধুলো শুধু ব্রিজের ওপরটায়। এইবার একবার বাগুইহাটির মোড়ে গিয়ে দাঁড়া। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত