আমাকে কিছু সিনেমা দাও না। আগামী দশ বছর ধরে দেখবো তাইলে...দশ বছর বাঁচবো আশা করি।
Blank | ১৯ জুন ২০০৯ ১২:১৫ | 203.99.212.224
অ্যামেলি তো ছিলো আমার কাছে। দীপু আনে কেনো কষ্ট করে?
Arijit | ১৯ জুন ২০০৯ ১২:১৪ | 61.95.144.123
নেগেটিভ ইনফ্লেশন নিয়ে কেউ একটা লিখেছিলো - কোন টই মনে আছে?
h | ১৯ জুন ২০০৯ ১২:১৩ | 206.195.19.50
এই কনফ্রন্টেশন গুলোর সবচেয়ে বাজে দিক হল, সবাই একটা পক্ষ নিয়ে ম্যাচ দেখতে বাধ্য হয়। গ্ল্যাডিয়েটোরিয়াল স্পোর্টে পরিণত হয়েছে।
sinfaut | ১৯ জুন ২০০৯ ১২:০২ | 203.91.193.5
আমারও আগে একটা এরকম ইস্পিসাল টরেন্ট সাইটের মেম্বারশিপ ছিল। তখন বোকার মত সীড না করার ফলে আমার মেম্বারশিপ কেটে গেছিল। তারপর ওরা শুধুমাত্র অন রিকোয়েস্ট মেম্বারশিপ শুরু করে। কি ভালো ভালো সিনেমা যে ছিল সেখানে, কিন্তু সাইটটার নাম মনে পড়ছেনা। ঃ-((
dipu | ১৯ জুন ২০০৯ ১১:৫৪ | 207.179.11.216
এই কারাগর্গ খুব ভালো জিনিস তা তো বুঝলাম, কিন্তু ব্যাপারটার মেম্বার কিকরে হব তা কোত্থাও খুঁজে পেলাম না।
sinfaut | ১৯ জুন ২০০৯ ১১:৪৮ | 203.91.193.5
আম্মো ঐ টেন মিনিট ওল্ডারেই দেখলাম। তারপর একটা নামাচ্ছি, The Spirit of the Beehive।
@ ১৬০০ এম্বিঃ বাহ্ বেশ। থ্যাঙ্কু।
dipu | ১৯ জুন ২০০৯ ১১:৪৫ | 207.179.11.216
একটাও না। তবে Ten minutes older টা আমার কাছে থাকতে পারে, দেখা হয়নি।
তোমার ঐ বাকি ১৬০০ এমবি তে Amelie আর The lives of others পুরে দিয়েছি।
আছা আমার একটা বেসিক কোশ্নো আছে। TMC এর সাথে মাওদের কি সম্পর্ক। সেই TMC যে কেন্দ্রে সরকার চালাচ্ছে। যে কেন্দ্রের বিরুদ্ধে মাওদের জঙ্গ। আবার যে CPM মাও-এর জম্মদিনে কেক কাটে, ফুলের মালা পরায়, পার্টি করে; তাদের সাথে মাও-দের ঝামেলা কেনো। মানে কেন্দ্র, TMC, CPM আর মাওদের মধ্যে কে বাম, কে ডান আর কতটা। তার মানে কি এই যে - এদের সকল Alliance এন্ড enmity সব-ই সাময়িক। তাহলে এক-দিন মমতা আর বুদ্ধদেব মিলে সরকার গড়তেই পারে। কারন আগের বার কারাত আর মনমহন মিলে সরকার গড়েছিলেন - ধনতন্ত্র আর সমাজতন্ত্রের চৈনীক মিলন। কারন ছিলো ভাজপাকে দূরে রাখা - যাদের সাথে CPM গান্ধিদের দিল্লী থেকে একদিন দূরে রাখার কসম খেয়েছিলো। সত্তিকথা বলতে বামেদের সাথে মমতাদির হেব্বি আদর্শগত মিল আছে। তাহলে এতো লাশের কি হবে? মানে আমর আলটিমেট ঘেঁটে গেছে। আর যখন বেশি বেশি লোকের ঘেঁটে যায় তখন কেন্দ্রে কঙ্গ্রেজ সরকার বানায়।
Bhuto | ১৯ জুন ২০০৯ ১০:৫৮ | 203.91.193.5
সে ইন্টারভিউ আম্মো দেখেছি। ঐ টানে জনগণ জনগণ শুনে শুনে ঘুমিয়ে পড়লাম। কথায় কথায় জনগণ জনগণ আর জনগণ।
মোকাবিলা করার ক্ষমতা আছে ? জনগণ এর জবাব দিয়েছে, জনগণ ই এর জবাব দেবে।
সাধারণ মানুষের ক্ষতির কথাটা ভেবে দেখেছেন? জনগণ রক্তপাত চায় না, শান্তি চায় । সেই শান্তির লক্ষ্যে এটা জনগণের লড়াই।
আধুনিক অস্ত্রের সামনে আপনাদের রসদ কতটা কার্যকরী?
জনগণের রুখে দাঁড়াবার ক্ষমতা আছে। তবু এই কদিন আগে যা বলেছিলেন তা পাল্টে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন কেন? বাহিনী পাঠাবেন না , জনগণ আলোচনায় বসতে চায় (কেন এখন কেন?)।
এত জনগণ শুনলাম, শেষে জনগণমন অধিনায়ক... গেয়ে শুয়ে পড়লাম।
dipu | ১৯ জুন ২০০৯ ১০:৫৪ | 207.179.11.216
বৃন্দা কারাতের তো জন্ম উত্তর কোলকাতায়। তাহলে বাংলায় অমন টান কেন? "দমদম দাওয়াই' কে উচ্চারণ করেন "ডামডাম ডাওয়াই'!
Arijit | ১৯ জুন ২০০৯ ১০:৪৮ | 61.95.144.123
আহা সেই গরমে ঘামতে ঘামতে ইস্ট কোস্টের বাঙ্কে বসে যে ট্রেনিং দিলুম তার কোনো ভ্যালু নেই নাকি?
dipu | ১৯ জুন ২০০৯ ১০:৪৭ | 207.179.11.216
একটু ইয়েচুরি টান আছে।
dipu | ১৯ জুন ২০০৯ ১০:৪৬ | 207.179.11.216
কাল যে ভদ্রলোকের ইন্টারভিউ দেখালো, তিনি তো বেশ ভালই বাংলা বলতে পারেন।
sinfaut | ১৯ জুন ২০০৯ ১০:৪৩ | 203.91.193.5
ব্ল্যাঙ্কো, ফুটকি ইত্যাদিরা ক্রাইসিসের সময় ভীষন আইন আদালত রাষ্ট্রব্যবস্থা এইসবের ভক্ত হয়ে পড়ে। পুলিশ তখন শুধুমাত্র রাষ্ট্রের আইন শৃঙ্খলার রক্ষক।
Arijit | ১৯ জুন ২০০৯ ১০:৪৩ | 61.95.144.123
মাধ্যমিকের পরের ছুটিতে একবার সোরো গেছিলুম - ইস্ট কোস্টে। একটা ঝড়ের পর পরই। প্রচণ্ড ভীড় ছিলো - ওপরের বাঙ্কে গাদাগাদি করে বসেছিলুম। আমার পাশে অন্ধ্রের এক লোক - সে নকশালবাড়ি থেকে ফিরছিলো (বেশ বড় একটা গ্রুপের একজন) - আমাকে একটা বাংলায় লেখা বক্তৃতা দেখালো - অল্প অল্প পড়তে পারে, কিন্তু সব কথার মানে বুঝতে পারে না - তো তাকে সেটা পড়ে বুঝিয়ে দিতে হয়েছিলো। কে z|নে সেই কিষেনজী কিনা;-)
Arpan | ১৯ জুন ২০০৯ ১০:২২ | 122.252.231.12
অন্ধ্র গেছে মানে?
Arijit | ১৯ জুন ২০০৯ ১০:১৮ | 61.95.144.123
লোকের আজিজুলের ওপর এত রাগ কেন? ভদ্রলোককে আমার মন্দ লাগেনি - আমি বেশ কয়েকবার সামনাসামনি কথা বলেছি। তবে ছেলেটা মারা যাবার পর থেকে কি রকম একটা হয়ে গেছেন...
এটাও পড়েছি। এইসব নকশাল নেতারা নিজেরা তো ছড়িয়ে ছিটিয়ে লাট করেছেন। কানু সান্যালের একটা পার্টি আছে তবু, আজিজুল তো প্রচন্ড বিপ্লব করে এমন ফাটিয়ে দিয়েছেন, যে একটা পার্টিও জোটেনা আর। এখন আমার মতই ফ্রি ল্যান্স। এখন এদের মুখে "আমাদের বিপ্লব কি মহান ছিল" শুনলে গা জ্বলে যায়।
আর আজিজুলও চান্স পেলে এইরকমই তালিবান হতেন। নেহাৎ চান্স পাননি তাই। কোনো সন্দেহ নেই, মাওবাদীরা এদের চেয়ে বেশি এফিশিয়েন্ট।
Ishan | ১৯ জুন ২০০৯ ১০:০৩ | 173.26.17.106
ইন্টারভিউটা দেখেছি তো। ঐ কথাটা ওভাবে বলেনি। রেলা নিয়ে বলেছে। মানে, "মমতা প্লিজ সাপোর্ট করুন' নয়, "মমতাকে আজ বেছে নিতে হবে তিনি কি করবেন' ধরনে।
Arijit | ১৯ জুন ২০০৯ ১০:০১ | 61.95.144.123
আচ্ছা - যে লোকটা ইন্টারভিউ দিলো সেটা কিষনজী না হাট্টিমাটিমটিম সেটা সবাই জানলো কি করে? মানে মিডিয়া কি এই কিষনজী ভদ্রলোককে চেনে? চিনলে ইনি মুখ দেখান না কেন? মুখ না দেখালে যে কেউ কিষনজী সেজে ডায়লগ দিতে পারে...
Arijit | ১৯ জুন ২০০৯ ০৯:৫৯ | 61.95.144.123
এটা তাইলে তোকে নিয়েই - টিওআই সেকেণ্ড পেজ-এ - Naxal veterans slam Lalgarh ?misadventure? ;-)
Arijit | ১৯ জুন ২০০৯ ০৯:৫৮ | 61.95.144.123
আবার টিওআই থেকেই - কাল যে কথাটা বলছিলো লোকজন - " It is perhaps the deployment of these commandos that led Maoist leader Kishanji, who is in Lalgarh, to call up a reporter around midnight on Wednesday with a message for Mamata Banerjee: ?Trinamool Congress claims to be against CPM musclemen but its own government is sending central forces to fight against us. Mamata Banerjee has to decide if she is for the people or against them.?'
Ishan | ১৯ জুন ২০০৯ ০৯:৫৬ | 173.26.17.106
আমি অবশ্য অনেক কিছুই বুঝতে পারছিনা।
মাওবাদীরা গেরিলা যুদ্ধ করে। আর্মির নাম গেরিলা আর্মি। দুম করে এলাকা রক্ষা করার যুদ্ধ শুরু কেন করল বুঝতে পারছিনা। তাহলে গেরিলা আর্মি থেকে কি পুরো যুদ্ধের দিকে এগোচ্ছে? এটা তার এক্সপেরিমেন্ট? বুঝতে পারছিনা।
এলাকাটা ধরে রাখার জন্য মাওবাদীরা কতোটা মরিয়া? মরিয়া হলে কদ্দিনের জন্য? মরিয়া না হলে প্রেস ফের ডেকে এতো ডায়লগের মানে কি?
হয় আমার বুদ্ধি শুদ্ধি কমে গেছে, নইলে মাওবাদীরা গাড়োল, নইলে খুব আন এক্সপেক্টেড কিছু একটা ঘটতে চলেছে। যাই ঘটুকনা কেন, লোকে মরবেই, সেটা অবশ্য কনস্ট্যান্ট।
Ishan | ১৯ জুন ২০০৯ ০৯:৫৪ | 173.26.17.106
পলিটবুরো মেম্বার সামনে গিয়েছিলেন? মনে হয়না। তাতে অবশ্য আমি খুব দোষ দেখিনা। নেতা শেষ ফাইটটা লড়বেন, এরকমই হওয়া উচিত। কিন্তু প্রবলেম হচ্ছে, সেটা তিনি লড়বেন না।
Arijit | ১৯ জুন ২০০৯ ০৯:৪৭ | 61.95.144.123
টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা থেকে দুটো ইন্টারেস্টিং লাইন -
Top rung Maoist leaders ? including Koteswar Rao alias Kishanji and Chhatradhar Mahato ? fled within 45 minutes of the first tear gas shell being fired in Pirakata, the launch point of the offensive.
The leaders scurried away, leaving the locals to fend for themselves. Chhatradhar left alone on a scooter, looking grim. Villagers were left fuming at being ?deserted?.
স্থানীয় লোকগুলো হল fodder - এদের কাছে।
Samik | ১৯ জুন ২০০৯ ০৯:১৮ | 122.162.236.198
রেগিস্তান মানে মরুভূমি।
Ishan | ১৯ জুন ২০০৯ ০৯:১৩ | 173.26.17.106
রেগিস্তান মানে কি?
pi | ১৯ জুন ২০০৯ ০৯:১২ | 128.231.22.89
মাটি নাহয়ে রেগিস্তান হলে আরো ভাল হত। সুর করে করে তালে তালে বলা যেত। কি যেন সিগনেচার ছিল রেম্মামা র ? ৩/৪ না ?
Arpan | ১৯ জুন ২০০৯ ০৯:০৭ | 122.252.231.12
আমার পছন্দ নয় তাই। তাছাড়া ব্যাটিংটাও টপ হেভি।
pinaki | ১৯ জুন ২০০৯ ০৩:৪১ | 131.151.102.250
r দার মাম্মাম্মাটা উচ্চারণ করতে বড্ড অসুবিধে হয়। ওটাকে কি একটু কাইন্ডলি মামাম্মা করা যায় না?
RATssss | ১৯ জুন ২০০৯ ০২:২৫ | 63.192.82.30
শ্রীলঙ্কা নয় কেন?
intellidiot | ১৯ জুন ২০০৯ ০১:৫২ | 59.164.3.46
সাঃআঃ এর ব্যাডলাকটা সত্যি খারাপ। এই কেলোটা প্রায়ই হয় ওদের সাথে )-ঃ
Arpan | ১৯ জুন ২০০৯ ০১:১৪ | 122.252.231.12
সাউথ আফ্রিকা আবার নক আউট স্টেজে হারল। পাকিস্তান জিতুক এবার টুর্নামেন্ট। অথবা ওঃ ইন্ডিজ।
Arpan | ১৮ জুন ২০০৯ ২৩:০২ | 122.252.231.12
তোমরা কি তেরো ঘন্টা করে অফিসে আছ/ছিলে?
রাগ করব না কেন? সব দক্ষিণপন্থার বিভিন্ন ফ্লেভারের কারসাজি!
Paramita | ১৮ জুন ২০০৯ ২২:৫৬ | 63.82.71.141
অক্ষ, তোর ফোন নং-টা কিছুতেই পাচ্ছি না, একটু মেল করে দিবি?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন