এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ২২ জুন ২০০৯ ১২:৪৭ | 203.91.207.30
  • ইসে, বলতে চেয়েছিলাম, ছেলে ও মেয়েগুলো।
  • shrabani | ২২ জুন ২০০৯ ১২:৪৬ | 124.30.233.105
  • মেয়েরা ন্যাকা তবু সওয়া যায়। ছেলেরা ন্যাকামি করলে সেটা যে কি অসহনীয় হয় মেয়েদের জিগান!ঃ)

    এই টেলিফিল্ম কোন চ্যানেলে হয়?
  • sinfaut | ২২ জুন ২০০৯ ১২:৪৬ | 203.91.207.30
  • অদত্ত আমারও ভালো লাগে না। তবু, যা গরম পড়েছে, একটু এসি খেতে রাতে ঢুকে গেলাম। অন্তত উৎপাতে বেরিয়ে আসতে হয়নি হল থেকে, এই না অনেক। আর নতুন ছেলেগুলো সবাই খুব ভালো, অভিনয়ও দারুন করেছে।
  • I | ২২ জুন ২০০৯ ১২:৪৬ | 59.93.204.31
  • বহুদিন আগে দেখসিলাম। তখন কেমন লেগেছিল মনে নেই। শনিবার দেখতে ইচ্ছে করল না।
  • Tim | ২২ জুন ২০০৯ ১২:৪৪ | 71.62.2.93
  • নাহ্‌ যাই।
  • Arpan | ২২ জুন ২০০৯ ১২:৪২ | 65.194.243.232
  • অদত্তের "আমার বাবা' দেখেছ কেউ? টেলিফিল্ম? শনিবার দেখলাম।
  • h | ২২ জুন ২০০৯ ১২:৪২ | 206.195.19.50
  • এই রে আমার আবার অঞ্জন দত্ত একদম ভাল্লাগে না। হেবি ন্যাকা লাগে। অবভিয়াসলি এখানে কারণ টা আলাদা।
  • Tim | ২২ জুন ২০০৯ ১২:৪২ | 71.62.2.93
  • এরকমই চলবে। একদল মানুষকে রাস্তায় ফেলে পেটানো হবে, জ্যান্ত পোড়ানো হবে, কপাল খুব ভালো হলে বুলেট ঠুকে দেওয়া হবে। আর একদল বক্তিমে করবে, উন্নয়নের কথা বলবে, ""ছোটোখাটো"" স্যাক্রিফাইসের কথা বলবে।

    তৃতীয়দল, এই আমরা। আমরা যে কি কে জানে।
  • sinfaut | ২২ জুন ২০০৯ ১২:৪১ | 203.91.207.30
  • কাল ম্যাডলি বাঙালি দেখলাম। অদত্তের বাকিগুলোর থেকে এটা অনেক ভালো। আর নীল দত্ত তো আবার ফাটিয়ে দিয়েছে।
  • san | ২২ জুন ২০০৯ ১২:৩৯ | 220.227.190.18
  • বয়েস বাড়ছে ঃ-(
  • h | ২২ জুন ২০০৯ ১২:৩৪ | 206.195.19.50
  • হঠাৎ সাক্ষাৎ মরালিটির ন্যায় শ্রাবণী।
  • Tim | ২২ জুন ২০০৯ ১২:৩১ | 71.62.2.93
  • হতেও পারে। আজ যাসব গোল মিস কল্লাম!ঃ(
  • san | ২২ জুন ২০০৯ ১২:২৯ | 220.227.190.18
  • তোর ডিস্লেক্সিয়া হয়েছে রে টিম।
  • Tim | ২২ জুন ২০০৯ ১২:২৮ | 71.62.2.93
  • চট করে দেখলে অপন্নাসেনকে অনেকটা অন্নপাসনের মত লাগছে।
    ঘুমের সময় হয়েছে মনে হয় আমার।
  • Tim | ২২ জুন ২০০৯ ১২:২৭ | 71.62.2.93
  • হ্যা সেটাই তো বল্লাম।
    কদিন ধরেই ভাবছি। ন্যাকাদের মুখের ওপর ন্যাকা না বলে আর কিভাবে বোঝানো যায় যে তারা ন্যাকা? উত্তাল খিল্লিতেও কাজ হচ্ছেনা।
  • h | ২২ জুন ২০০৯ ১২:২৬ | 206.195.19.50
  • আমার ধড়ে মাত্র একটা মাথা আর ঠোঁট দুটি। তো সেজোড়া হায়, হেজেমোনাইজড বলতে নেই। সাধে আমি হেজেমনির বিরুদ্ধে এত লেকা লিকি করছি। কারোর প্রাণে একটু দয়াও নাই গো (স্বগতঃ, পথ গভীর হলেই নির্জন হতে হবে কে কয়েচে)
  • shrabani | ২২ জুন ২০০৯ ১২:২৫ | 124.30.233.105
  • অপর্ণা সেন ন্যাকা বলেই না তাকে নিয়ে এত কথা হচ্ছে, না হলে তো হোতো না!

    একটা ইন্টারভিউ য়ে (সিমি গারেওয়ালের বোধ হয়) অপর্না বলে যে তার মেয়ে তার থেকে অনেক ভাল অভিনেত্রী। আমারও তাই লাগে।
  • Arijit | ২২ জুন ২০০৯ ১২:১৩ | 61.95.144.123
  • আমি তো ভাবলুম বোধি-র অপন্নাসেনের ওপর রাগ না থাকার কারণ...না থাক্‌গে...কেনই বা... ;-)
  • h | ২২ জুন ২০০৯ ১২:১০ | 206.195.19.49
  • ঠোঁট কামড়ানো কু কেন হবে। কার ঠোঁট কে কামড়াচ্ছে তার উপরে ডিপেন। তোর মনে কু।
  • Tim | ২২ জুন ২০০৯ ১২:০৭ | 71.62.2.93
  • অজ্জিতদার পোস্টের পর যথারীতি একটা কু-ওলা পোস্ট পড়েছে। সেইটা দেখে আবার আমার মনেও যতসব কু-সম্ভাবনা ইলিবিলি কেটে গ্যালো। প্রভু.....
    আঃ কঃ বাঃ
  • Tim | ২২ জুন ২০০৯ ১২:০৫ | 71.62.2.93
  • অপন্নাসেনের ন্যাকামিগুলো আমারও বাজেই লাগে। কিন্তু সেরকম ভাবতে গেলে তো কত লোকের ন্যাকামিই আমরা অষ্টপ্রহর সহ্য করি। সেইসব গাছন্যাকাদের (এই নামটা আমার ভয়ানক পছন্দ হয়েছে) কারবারই যদি হজম করে নেওয়া যায়, তো এইটা আর এমন কি।
  • Arijit | ২২ জুন ২০০৯ ১১:৪৩ | 61.95.144.123
  • ন্যাড়াদা - বঙ্গলিপিতে "শ্ম' লিখতে গেলে সেটা "শ্ন' দেখাচ্ছে। ফাফ প্লাগইনে ঠিক আছে, কিন্তু অফলাইন এডিটরে প্রবলেম। এটা কি আগে রিপোর্টেড বাগ?
  • Tim | ২২ জুন ২০০৯ ১১:১৯ | 71.62.2.93
  • বার্গোমি বলেও একজন ছিলো বারেসির পাশে। সেও খারাপ ছিলোনা। আবছা মনে পড়ছে।
    তবে আমি দারুণ খুশি হয়েছি এই রেজাল্টে। ঃ)
  • Arijit | ২২ জুন ২০০৯ ১১:১৬ | 61.95.144.123
  • মালদিনি নাই, ক্যানাভারো-র বয়স হয়েছে, তায় চেনা পার্টনার নাই। ক্যামেরোনাজি আর যাই হোক ওই লেভেলের নয়। কোথায় বারেসি-মালদিনি জুটিঃ-(
  • Arpan | ২২ জুন ২০০৯ ১১:০৪ | 216.52.215.232
  • ইতালিয়ান ডিফেন্সের ছন্নছাড়া অবস্থা দেখে আমি স্তম্ভিত।
  • dipu | ২২ জুন ২০০৯ ১০:৩০ | 207.179.11.216
  • আমি টিভিতে দেখলাম লোকটা নাকি বলেছে ও ঝাড়খন্ডের মাওবাদীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। মাওবাদীরা ওকে পাত্তা দিয়েছে, এমন কিছু টিভিতে শুনিনি।
  • Arijit | ২২ জুন ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • গত হপ্তার কোনো একদিন - বৃহস্পতি বা শুক্রবার - আবাপ-তে ভিতরের দিকে একটা ছোট্ট খবর ছিলো - ওই মদনি বা মাদানি বলে এক জঙ্গী দাবি করেছে মাওবাদীদের সাথে লস্করের যোগাযোগ আছে। এটা নিয়ে আর কোথাও কিছু দেখলাম না।
  • h | ২২ জুন ২০০৯ ১০:২১ | 206.195.19.49
  • উঠে গেছে। কেন কী জানি না।
  • Arijit | ২২ জুন ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • আচ্ছা কলতলা টিভি কি লাটে উঠেছে? ভোটের পর আর দেখিনি। পরশুদিন শুণ্য থেকে আটশো ষাট মেগাহার্জ অবধি পুরো সার্চ করেও চ্যানেলটা ধরতে পারিনি।
  • Arijit | ২২ জুন ২০০৯ ১০:০৪ | 61.95.144.123
  • আর লিপ্পিদাদু ছড়িয়ে লাট করলেন। কোনো মানে হয়ঃ-(
  • Arpan | ২২ জুন ২০০৯ ১০:০১ | 122.252.231.12
  • ঃ))
  • h | ২২ জুন ২০০৯ ০৯:৫৯ | 206.195.19.49
  • ও অরিজিতের তাইলে মেন রাগ হল অপন্ন সেন সুদুই নিজের ঠোঁট কামড়েছেন বলে। খুব ই জাস্টিফায়েড।
  • Arijit | ২২ জুন ২০০৯ ০৯:৫৭ | 61.95.144.123
  • দুদ্দুর অপন্না সেন আজীবন ন্যাকা ছিলো, ন্যাকা আছে, ন্যাকা থাকবে। ওই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ডায়লগ দেওয়া...
  • Samik | ২২ জুন ২০০৯ ০৮:৩৬ | 122.162.236.201
  • তোমার হাঁটাচলা যেন মধুবালা, তোমার কথা বলা সোফিয়া লোরেন
    তোমার গন্ধ ফরাসী আনায় আনায়, অভিমান অপর্ণা সেন ...
  • arjo | ২১ জুন ২০০৯ ২৩:২৯ | 24.42.203.194
  • ঃ)
  • r | ২১ জুন ২০০৯ ২৩:২৭ | 121.245.47.230
  • ক্যান জিগায়েন না। বয়োজ্যেষ্ঠরা উপস্থিত। ;-)
  • Arpan | ২১ জুন ২০০৯ ২৩:২৫ | 122.252.231.12
  • হ্যা, অনেকেই তাই বলে। কিন্তু আমার মাধবীর সাথে মিল বেশি লাগে।
  • r | ২১ জুন ২০০৯ ২৩:১৪ | 121.245.47.230
  • বাংলার সোফিয়া লোরেন।
  • Arpan | ২১ জুন ২০০৯ ২৩:১১ | 122.252.231.12
  • রঞ্জন্দা, আমার শ্বশুরমশায়ের হার্টথ্রব ছিলেন/আছেন সুপ্রিয়া। তিনি আরো বড় নেকুমণি। ঃ))
  • dipu | ২১ জুন ২০০৯ ২৩:০৬ | 121.243.161.234
  • আফ্রিদিকে এমন দায়িত্ব নিয়ে ব্যাট করতে কমই দেখেছি।
  • ranjan roy | ২১ জুন ২০০৯ ২৩:০৫ | 122.168.29.110
  • অর্পণ কি আমাগো সুচিত্রাদিরে ন্যাকা কইলা? কী আর কমু? জেনারেশন গ্যাপ। ক্লাস নাইনে "' সইন্ধ্যা দীপের শিখা''য় উনার কাশ্মীরের ডাল লেকের জলে হাত দিয়া জল ছিট্যাইয়া ""অতল জলের আহ্বান'' গাইতে দেইখ্যা বুকের মইধ্যে খালি হইয়া গেছিল। কী বুকা ছিলাম।(এখনও আছি।)
  • Arpan | ২১ জুন ২০০৯ ২২:৫৯ | 122.252.231.12
  • দিলশানকে আজ ব্রিলিয়ান্টলি প্ল্যান করে আউট করেছে। ঐখানেই শ্রীলঙ্কা ম্যাচটা হেরে যায়।
  • r | ২১ জুন ২০০৯ ২২:৫২ | 121.245.47.230
  • ইডিপাস কমপ্লেক্স স্যার, কি করা যাবে? ওটা আপনার থেকেও পুরোনো। ;-)
  • dipu | ২১ জুন ২০০৯ ২২:৫০ | 121.243.161.234
  • এই টোটো খেলায় দেখছি আমি যাদেরই গোড়া থেকে সাপোট করছি, তারাই শেষমেষ জিতে যাচ্ছে! আইপিএল আর বিশ্বকাপ দুটোতেই এমন হল!!
  • kd | ২১ জুন ২০০৯ ২২:৩২ | 59.93.211.8
  • এ কী রে? শর্মিলা, অপর্ণা তো আমার বয়সী। এই আজকালকার ছেলেদের কী হলো? মা-মাসী-দিদার ওপর নজর? ছ্যা ছ্যা!
  • Arpan | ২১ জুন ২০০৯ ২২:৩১ | 122.252.231.12
  • তা বটে। তবে আরেক মিসেস সেনের মত অসহ্য পর্যায়ে যায় না।
  • arjo | ২১ জুন ২০০৯ ২২:১৫ | 24.42.203.194
  • অপন্নার এত ম্যানারিজম, এঃ।
  • dipu | ২১ জুন ২০০৯ ২১:৫০ | 121.243.161.234
  • পাম্মিতার একদিনে ন্যাকা অভিনয়। অবশ্য গোটা সিনেমাটাই ন্যাকা।

    তিতলি আর ঊনিশে এপ্রিলে গর্জাস।
  • Samik | ২১ জুন ২০০৯ ২১:৪৫ | 122.162.236.64
  • নাঃ, তুই নিঘ্‌ঘাৎ আমার থেকে বয়েসে বড়। তোকে আমি দীপুজেঠু বলে ডাকব।

    ... শেষে কিনা উনিশে এপ্রিল, আর তিতলি? ক্যানো, তোর পাম্মিতার একদিনের অপন্নাসেনকে ভালো লাগে নি? :-B
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত