আজ কাল রং এ মিশে গেছে লাল আজ রং চিনে নেওয়ার আকাল!!!!!
Tim | ১৭ জুন ২০০৯ ২৩:২২ | 198.82.167.98
ও সবুজ ওরে সবুজ গাও বরম।
intellidiot | ১৭ জুন ২০০৯ ২৩:২০ | 59.164.205.85
আজ লাল আর কাল কালো বুঝলি ওরে অবুঝ '১১ তে ঘেঁটেঘুঁটে সব হবেই হবে সবুজ
(-ঃ-)
arjo | ১৭ জুন ২০০৯ ২৩:২০ | 168.26.215.13
হ্যাঁ। মানে, খানার ওপর পাইখানা ডিপেন্ডস।
d | ১৭ জুন ২০০৯ ২৩:২০ | 117.195.34.79
নারে দিয়েছে দিয়েছে। কি কি সব অখাদ্য গপ্পে যেন পড়েছি। একেবারে আশির দশকের গোড়ার দিকে। তখন খুব গরীব ছিলাম তো ..... যে কোন ছাপা বই/কাগজ পেলেই পড়ে ফেলতাম। কোন বাছবিচার ছিল না। সেইসময় পড়েছি।
Tim | ১৭ জুন ২০০৯ ২৩:১৯ | 198.82.167.98
কোনটা? ঐ ইন্দোদা যা বল্লো? খিক!
arjo | ১৭ জুন ২০০৯ ২৩:১৯ | 168.26.215.13
ইট ডিপেন্ডস।
Tim | ১৭ জুন ২০০৯ ২৩:১৯ | 198.82.167.98
কি একটা নতুন কল করেছে, এখন পেজ খুল্লে আগে মিনিট তিনেক লাগে বুঝতে যে এটা কার প্রোফাইল। মানে আমারটাই। এত্তসব আপডেট থাকে যে চিন্তেই পারিনা কোথায় এলাম! কাল অবশ্য সেটিং পাল্টে দিয়েছি। ঃ)
I | ১৭ জুন ২০০৯ ২৩:১৮ | 59.93.240.152
পাইখানা মানে কি, তবে? আলু?
arjo | ১৭ জুন ২০০৯ ২৩:১৮ | 168.26.215.13
অক্কুট খুব ভালো জায়গা। কত খাবারের ছবি। মন খারাপ হলেই দেখে আসি।
I | ১৭ জুন ২০০৯ ২৩:১৭ | 59.93.240.152
নাঃ, সে কক্ষণো সিপিএমকে গাল দেয় নাই। শুধু একবার বিজেপি-র ম্যানিফেস্টো "ব্রাশ আপ' করিয়া দিছিল।
Tim | ১৭ জুন ২০০৯ ২৩:১৭ | 198.82.167.98
এরে কয় পাইচারি
d | ১৭ জুন ২০০৯ ২৩:১৬ | 117.195.34.79
চোওওওপ। আমি বলে অক্কুটেই যাবতীয় ছবির এক্সপেরিমেন্টগুলো তুলি ....
pi | ১৭ জুন ২০০৯ ২৩:১৫ | 128.231.22.89
আমি ইচ্ছে করেই এই লাল-কালোর আলোচনাটা তে ঢুকলাম না। মানে খুব কনশাস ডিসিশন আর কি।
d | ১৭ জুন ২০০৯ ২৩:১৫ | 117.195.34.79
ভাল কথা, আমার হঠাৎ মনে পড়ল, এই বুদ্ধু গুহ অনেককাল আগে সিপিএমকে হেব্বি গালি দিত। এখন আবার আজকালে দেখি একেবারে লুলিয়ে সাপোট করে। কোথা হইতে কী হইয়া গেল --- কেউ কি জানে?
I | ১৭ জুন ২০০৯ ২৩:১৪ | 59.93.240.152
অক্কুট বন্ধ করে দ্যাও।
Tim | ১৭ জুন ২০০৯ ২৩:১৩ | 198.82.167.98
পোফাইল ডিলিট করে দাও! ;-)
d | ১৭ জুন ২০০৯ ২৩:১৩ | 117.195.34.79
আচ্ছা অক্কুটে এই আপদ অ্যাডগুলোকে হটানো যায় কেমন করে?
I | ১৭ জুন ২০০৯ ২৩:১২ | 59.93.240.152
প্রতিভা ফুরোলে লোকে জঘন্য টুকলি করে। আমিও একটা পচা টুকলি আমাদের সবার প্রিয় লালাবাবু অর্থাৎ কিনা বুদ্ধদেব "কাঁঠালিকলা' গুহ-র উদ্দেশ্যে নিবেদন করলাম-
বুদ্ধদেব লালা, বাংলা ছেড়ে পালা।
বুদ্ধদেব মানে হল অমিতাভ(ইন্টেলির মত বুদ্ধুদের জন্য)।
I | ১৭ জুন ২০০৯ ২৩:০৩ | 59.93.240.152
তুমি তো পয়েনটাই ধরতে পাল্লে না। লাল আর কালো/কাল-দুটো রংকে একসাথে মিশিয়ে এই যে রঙীন রায়্ট অথবা দ্বান্দিক অপিনিহিতি তৈরী হল-এরই মধ্যে লুকিয়ে রয়েছে ২০১১-র পঃ বঃ আর সুভাষ-ছত্রধর ফ্রিস্টাইল কুস্তি। নাঃ, তুমি রংকানা আছো, বন্ধু !
এটা ইন্টেলিকে বল্লাম কিন্তু। (ইন্দোদা ছুঁচ রেডী কচ্ছে দেখতে পাচ্ছি)
d | ১৭ জুন ২০০৯ ২৩:০২ | 117.195.34.79
আজ্জোর আবার পেটটা, বলতে নেই, খুবই নাজুক। তাই তাড়াতাড়ি "নাজুক নাজুক' করে গেয়ে রাখল।
Tim | ১৭ জুন ২০০৯ ২৩:০১ | 198.82.167.98
কাল হলেই কি লাল হয় রে পাগল! লাল হলে অবশ্য কাল হতেও পারে! সবই তঁআর ইচ্ছা।
arjo | ১৭ জুন ২০০৯ ২৩:০১ | 168.26.215.13
বোঝো নাই তো? জানতাম।
d | ১৭ জুন ২০০৯ ২৩:০১ | 117.195.34.79
এঃ ইন্টেলি বাচ্চা ছেলে, কিচ্ছুই জানে না। আরে বড়াই'এর কথায় কক্ষুণো পোতিবাদ কত্তে নাই। কল্লেই ধরে প্যাঁট করে পেটের মধ্যে ইঞ্জেকশান দিয়ে দেবে।
dipu | ১৭ জুন ২০০৯ ২৩:০০ | 121.243.161.234
কি কেলো! ওটা হেউ হবে, ডানদিকে বাংলা আসছিল না ঃ-(
খাওয়াটা একটু বেশী হয়ে গেল ঃ-)
I | ১৭ জুন ২০০৯ ২২:৫৯ | 59.93.240.152
কেয়া খেলিস্ !
dipu | ১৭ জুন ২০০৯ ২২:৫৯ | 121.243.161.234
ঘেউ!
intellidiot | ১৭ জুন ২০০৯ ২২:৫৮ | 59.164.205.85
এতে কাব্যপ্রতিভার কি হল? কাল তো কাল হবেই... কালও কাল হয়েছিল। এ আর লতুন কি...
arjo | ১৭ জুন ২০০৯ ২২:৫৭ | 168.26.215.13
নাজুক নাজুক।
I | ১৭ জুন ২০০৯ ২২:৫৪ | 59.93.240.152
লালগড় লালে লাল হবে কাল, হবে কাল।
এর নাম কাব্যপ্রতিভা।
intellidiot | ১৭ জুন ২০০৯ ২২:৫৪ | 59.164.205.85
দেখেছো দেখেছো কি কান্ড!!! আজ থেকে আমার আপিসে আবাপ বন্ধ করে দিয়েছে। ওম্মা বাড়ি এসে দেখি আবাপও অভিমান করে প্রকাশিত হয়নি। মাইরি মাইরি। এক্তর্ফা পেরেমটা দেখলে... আমি আবাপ কে গালি দিলেও ও ব্যাটা তলে তলে আমাকে কত্ত ভালোবাসে (-ঃ
pepe | ১৭ জুন ২০০৯ ২২:৫৪ | 165.91.215.12
কোথায়?
I | ১৭ জুন ২০০৯ ২২:৫২ | 59.93.240.152
লোড শেডিং
Tim | ১৭ জুন ২০০৯ ২২:৪৮ | 198.82.167.98
আমার নিজের ল্যাপিতেই এরকম হলো। বেশ চলছিলো অনেকদিন ধরেই। হঠাৎ করেই বন্ধ করে দিলো লোড করা। তার বদলে কিসব এরে্রার দেখায় আর নেট বন্ধ হয়ে যায়। আমিও সাধাসাধি করিনা। ভারি তো একটা কাগজ, যত্তসব টক আঙুর। ঃ)
pepe | ১৭ জুন ২০০৯ ২২:৪৭ | 165.91.215.12
ধুর ছাতা! আমার তো আজ থেকে আসছেনা। আগে দিব্য আসত, এ নিশ্চয় আবাপ র চক্রান্ত!!!!
Arpan | ১৭ জুন ২০০৯ ২২:৪৬ | 122.252.231.12
অ্যাডমিন অ্যাক্সেস আছে? না থাকলে ফন্ট লোড হবে না। আর তুমি প্রথমবার ক্যানসেল যদি করে দিয়ে থাকো তাহলে তো আরো মচৎকার। সেও আর টিম্বাবু টিম্বাবু করে সাধবে না। ঃ-)
Arpan | ১৭ জুন ২০০৯ ২২:৪২ | 122.252.231.12
আরে সে তো মেশিন স্পেসিফিক সমিস্যে হবে। সে এখান থেকে বসে কী করে হবে?
Tim | ১৭ জুন ২০০৯ ২২:৪০ | 198.82.167.98
না না আমি গত একমাস যাবৎ পাইনা। আরো বেশি হতে পারে। মনে নাই।
Arpan | ১৭ জুন ২০০৯ ২২:৩৯ | 122.252.231.12
কীসের ফেল? আজকের কাগজ অনলাইনে নিয়ে আসা? সে জন্য বরম সুভাষ চক্কোত্তিকে ধর।
Tim | ১৭ জুন ২০০৯ ২২:৩৯ | 198.82.167.98
হু এই নিয়ে একটা কমিক্স আছে। নন্ট এ ফন্ট এ।
arjo | ১৭ জুন ২০০৯ ২২:৩৮ | 168.26.215.13
আরে ফন্ট হল ফ্যাশন - বেশি খারাপ থেকে অল্প খারাপ দেখানোর জন্য।
Tim | ১৭ জুন ২০০৯ ২২:৩৭ | 198.82.167.98
আমাকে মামু, অপ্পন আরো অন্যরা যা যা বুদ্ধি দিয়েছিলো, সব ফেল।
pepe | ১৭ জুন ২০০৯ ২২:৩৫ | 165.91.215.12
ওসব ফন্ট ইন্সটল করলে বিশ্রী দেখতে হয়
Tim | ১৭ জুন ২০০৯ ২২:৩৫ | 198.82.167.98
আবাপ আর খোলা যাবেনা। দিনরাত এখানে আমরা এত গাল দি যে ওরা ব্লক করে দেছে। আমি তো কাগজ পড়াই বন্ধ করে দিলাম।
d | ১৭ জুন ২০০৯ ২২:৩৫ | 117.195.34.79
সত্যি স্টোনম্যান দেখি কাব্যে উপেক্ষিত। তাকে নিয়ে কেউ কোন গান লেখে নি!
Arpan | ১৭ জুন ২০০৯ ২২:৩৩ | 122.252.231.12
না না, রাধার থেকে বাসন্তী অনেক ভাল। ভিরু ডাগ আউটে বসে বারণ করলেও মাঠে নেমে চিয়ার্লিডীং করে।
I | ১৭ জুন ২০০৯ ২২:৩২ | 59.93.240.152
কেন? স্টোনম্যান কি দোষ কল্ল? না হে, কাক্কেশ্বর, তুমি স্টোনম্যানই দিও।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন