এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sags | ১৫ জুন ২০০৯ ১৪:১০ | 203.201.225.35
  • থ্যানক্স Samik। আমি পরে মেল করে দেব। আজকাল সরকারি লোকেরা হেব্বি ঘ্যাম নেয়। Recession কটা লোকের মাইনে বাড়ে। এদের ২০০/৩০০% বেড়েছে।
  • Samik | ১৫ জুন ২০০৯ ১৩:২৮ | 219.64.11.35
  • স্যাগ্‌স,

    কাল তোমার পে কমিশন সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ব্যক্তিগতভাবে জানতে চাইলে আমাকে mukherjee.samik অ্যাট জিমেলে মেল করতে পারো।
  • dipu | ১৫ জুন ২০০৯ ১৩:০২ | 207.179.11.216
  • গল্পের মরাল ঃ-কেউ কক্ষণো পেচুনে ট্যাটু আঁকবে না। থাকলে চটপট মুছে ফ্যালো।
  • r | ১৫ জুন ২০০৯ ১২:৫৮ | 125.18.104.1
  • অজ্জিত, না। পাওয়া যায় না। টোনি ব্রাগাঞ্জা নিজে এ বি আর এস এমের পূর্বাঞ্চলের রিপ্রেজেন্টেটিভ। অতএব এ বি আর এস এমের সবকিছু ওখানেই পাবে।
  • d | ১৫ জুন ২০০৯ ১২:৫৭ | 144.160.5.25
  • ইকিরে! শুধু মালই পান করে নাকি? মস্তানিও তো পানই করে।

    অজ্জিত ভীষণ ঠিকঠাক পোশ্নসমূহ ভীষণ ভুলভাল জায়গায় করছে।
  • h | ১৫ জুন ২০০৯ ১২:৫৬ | 206.195.19.51
  • তুমি কি সরকারের পে রোল সিস্টেম লিখবা? জেনে লাভ কি। আর জানার বিষয় নাই মাইরি। কাটাও না। অথবা এক কাজ করো, যে কোনো লেভেলের একজন সরকারী কর্মচারীর সঙ্গে অফলাইন আলোচনা করে নাও।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১২:৫৪ | 61.95.144.123
  • আর এই টাইপের স্কেলের মানে কি - Rs.16,400 ? 450 ? 20000/-? বছর বছর ৪৫০ করে ইনক্রিমেন্ট হয়ে ২০০০০ অবধি? এরকম স্কেল হলে মাসে হাতে কত পায়? ডিএ ইত্যাদি সব নিয়ে।
  • h | ১৫ জুন ২০০৯ ১২:৪৮ | 206.195.19.51
  • এত জানার আগ্রহ থাকলে হবে? কথা কম কাজ বেশি।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১২:৪৬ | 61.95.144.123
  • এইটে নিয়ে আমারও কোশ্চেন আছে - ইউজিসি রেকমেন্ডেশনগুলো কি? অ্যাকাডেমিক পোস্টগুলোর রেসপেক্টে?
  • h | ১৫ জুন ২০০৯ ১২:৪৬ | 206.195.19.51
  • এ বাবা সরকারী কর্মচারীদের মালখোর বল্লো।
  • d | ১৫ জুন ২০০৯ ১২:৪৪ | 144.160.5.25
  • "পেয়' কমিশন নামটা কিন্তু ব্যপক তাৎপর্য্যপূর্ণ।
  • h | ১৫ জুন ২০০৯ ১২:৩৯ | 206.195.19.51
  • পাঁচ রুপাইয়া বারা আনা।
  • Sags | ১৫ জুন ২০০৯ ১২:৩৩ | 203.201.225.35
  • আমার একটা কোয়েশ্চেন আছে। হেল্প চাই। নতূন পেয় কমিশন অনুযায়ী একটা A+, A, B category PSU -তে entry আর mid level এর salary কতো হয়েছে।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১২:৩২ | 61.95.144.123
  • করলেই হয়, কিন্তু -

    (১) স্পনসর চাই
    (২) চাকরি ছাড়তে হবে - শুধু ওই কাজে সময় দিতে হবে
    (৩) একটা ভালো টিম চাই, আর ল্যাব

    আমার এমন অবস্থা যে ন্যাড়াদা-কে দেখলেই বহুত লজ্জা করে। বঙ্গলিপি-টা নিয়ে কিছুই করতে পারছি না।
  • dipu | ১৫ জুন ২০০৯ ১২:২০ | 207.179.11.216
  • স্পীচ রেকগনিশন নিয়ে অ্যাকাডিমেক লেভেলে ভালো কাজ হয়েছে। আইআইটি খড়প্পুরে আমাদের ল্যাবের উল্টোদিকের ল্যাবে এই নিয়ে কিসব হত।
  • d | ১৫ জুন ২০০৯ ১২:১৮ | 144.160.5.25
  • আআআমিইইই????
    আমার বলে যেকোন দিন চাকরী চলে যেতে পারে ........
  • intellidiot | ১৫ জুন ২০০৯ ১২:১৭ | 220.225.245.130
  • দ এবং অরিজিতদা, এটা নিয়ে সত্যি সত্যি কিছু করলে হয় না? আমারো মনে হয় মাঝে মাঝে, এনতার ভাবি, কিন্তু লেখার সময় প্রবল ল্যাদ ঃ-(
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১২:০৮ | 61.95.144.123
  • স্পনসর করবে? তাইলে ওর'ম সফটওয়্যার বানাই। স্পীচ রেকগনিশন নিয়ে প্রচুর ভালো কাজ হয়।
  • intellidiot | ১৫ জুন ২০০৯ ১২:০৬ | 220.225.245.130
  • আচ্ছা
  • dipu | ১৫ জুন ২০০৯ ১২:০৫ | 207.179.11.216
  • ইন্টেলি, জিমেল চেক কোরো।
  • d | ১৫ জুন ২০০৯ ১২:০৪ | 144.160.5.25
  • হ্যাঁ ওটাই। কিন্তু আমি শেষ দুটো লাইন, অমন দেখছি কেন? কি কিম্ভুত রে বাবা?

    আচ্ছা এমন কোন সফটওয়ার নাই, যার সামনে কথা বললে বাংলা টাইপ হয়ে যাবে? আমার কত কি মনে হয়, কিন্তু টাইপাতে ইচ্ছা হয় না।
  • intellidiot | ১৫ জুন ২০০৯ ১২:০২ | 220.225.245.130
  • দীপু অমন রাবণের মত হাসে ক্যান? নতুন মাথা গজানোর আনন্দে? কেলেংকারিয়াস।

    কাল যে দেশটা ছিটকে গ্যালো সে নিয়ে কারুর কোন তাপ-উত্তাপ নেই!!!
  • h | ১৫ জুন ২০০৯ ১১:৫৬ | 206.195.19.43
  • রাজনৈতিক লেখা, বেশির ভাগ সময়েই আমাশার মত। বেগ এলে চেপে থাকা যায় না। শুধু অন্যদের তৈরী করে দেওয়া কনটেম্পোরারিটির পেছনে দৌড়তে দৌড়তেই আমার কত মহান বক্তব্য ছ্যাড়াব্যাড়া হয়ে পোকাস হয়ে গেল। গুচোনো হল না।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১১:৫৫ | 61.95.144.123
  • আমি ঠিকই দেখছি। দু-এর পোস্টের উত্তরটা তো? লাস্টে?
  • d | ১৫ জুন ২০০৯ ১১:৫৪ | 144.160.5.25
  • অ্যাল! ওটা "ন্যাড়াদা' হবে।
  • dipu | ১৫ জুন ২০০৯ ১১:৫৪ | 207.179.11.216
  • মুহাহাহাহাহা ঃ-)
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১১:৫৩ | 61.95.144.123
  • ব্যাড়াদা? হায় ন্যাড়াদা...
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১১:৫২ | 61.95.144.123
  • নাঃ আমি বরং কম বুদ্ধিমান হয়েই থাকবো। ব্রাত্যর খান দুই লেখা পড়েছি - এত কষ্ট করে এক্সকিউজ দেওয়ার চেষ্টা...সরি টু সে - ওর শুভবুদ্ধি নিয়ে আমার সন্দেহ তৈরী হয়েছে। বরং শুভাকাকা-র চেহারা অনেক স্পষ্ট।
  • d | ১৫ জুন ২০০৯ ১১:৫২ | 144.160.5.25
  • আচ্ছা টইতে ব্যাড়াদার পোস্টের শেষ লাইনদুটো কেমন জড়িয়ে মড়িয়ে গেছে। এটা কি খালি আমারই ব্রাউজারের সমস্যা নাকি সকলেই ওরকম দেখছে?

    সৈকতের লেখাটায় অসহ্য রকমের বানান ভুল। ব্যটা শেষমুহূর্ত্তে এসে ধাঁইধাঁই করে লিখে ছেপে দেয়। বানানগুলো তাকিয়েও দেখে না। :-X
  • h | ১৫ জুন ২০০৯ ১১:৪৩ | 206.195.19.43
  • আজকাল ব্রাত্য বসু ছাড়া আর কিছু পড়ছি না, পাছে কেউ কম বুদ্ধিমান ভাবে।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১১:২৫ | 61.95.144.123
  • ইরফান হাবিবের একটা লেখা বেরিয়েছে EPW-তে - http://www.epw.in/epw/uploads/articles/13591.pdf - পড়ে দেখো।
  • h | ১৫ জুন ২০০৯ ১১:২২ | 206.195.19.50
  • রুনির যেটা সবচেয়ে ভালো, সেটা হল, পাগলা আইরিশ কীনোর ন্যায় বল স্ন্যাচিং। সেন্টার সার্কেলের আশে পাশে। কীনোর মত দূরের আলগা প্লেয়ারের জন্য ড্রাইভিং ডিস্ট্রিবিউশনটা অবশ্য নাই।
  • dipu | ১৫ জুন ২০০৯ ১১:০২ | 207.179.11.216
  • তা হবে হয়তো। যাগ্গে। আমার স্কিলও নেই, গায়ে জোরও নেই, আমি অ্যাত হেজিয়ে মরি কেন! ঃ-)
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১১:০০ | 61.95.144.123
  • বরং ক্রাউচকে ল্যাম্পপোস্ট বলো - চলবেঃ-)
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
  • না বস্‌ - মানা গেলো না। আমি মাঠে বসে খেলা দেখেছি (আর ম্যাচ অব দ্য ডে তো বাদই দাও)। শুধু গায়ের জোরে ওরকম গোল হয় না...
  • dipu | ১৫ জুন ২০০৯ ১০:৪৭ | 207.179.11.216
  • নিকুচি করেছে পোজিশনাল সেন্সের। গায়ে খুব জোর আছে বলো। স্কিল কিস্যুই নাই। বৃটিশ মিডিয়া তোল্লাই দিয়ে দিয়ে এরকম আহা, কি পেলেয়ার ইমেজ তৈরী করেছে।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১০:৪৫ | 61.95.144.123
  • ঃ-(

    টাইম টার্নার চাই। পুরো ঘরটাকেই তো গিয়ে ভেঙে দিয়ে এসেছিলো ছেলেগুলো - তার পর নতুন স্টক এসেছে কিনা...
  • pi | ১৫ জুন ২০০৯ ১০:৪২ | 69.143.119.233
  • 'সময়টাই বিরাট সমস্যা' । ঃ((
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
  • এই পাই এদিক ওদিক ঘুরে বেড়ায় - কিন্তু একটা সিরিজ লেখার কথা ছিলো - ভুলে মেরে দিয়েছেঃ-(
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১০:৩৮ | 61.95.144.123
  • রুনি ধুর নয়। খুব ড্রিবল ইত্যাদি নেই বটে, কিন্তু পোজিশনাল সেন্স, স্পীড, শট - এগুলো খুবই ভালো। ক্যাপেলোর আগে কেউ ওকে ঠিক জায়গায় ব্যবহার করেনি (ক্লাব লেভেলে ফার্গি ছাড়া) - আর ইংল্যাণ্ডে ছোট রোনাল্ডো নেই যে ওর জুড়িদার হবে...বা আর কোনো সঠিক পার্টনার। প্রপার পার্টনার ছাড়া ভালো স্ট্রাইকার একা কিছু করতে পারে না। ইংল্যাণ্ডের হয়ে ওয়েন অত গোল করেছে তো - কিন্তু তার পিছনে এমিল হেসকি-র কারিকুরি কেউ মনে রাখে না - কিন্তু ওয়েন-হেসকি পার্টনারশিপের সময়েই ওয়েন ভালো খেলতো।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১০:৩২ | 61.95.144.123
  • চেলসী সাফল্য পেয়েছে বটে - কিন্তু তার একটা বিরাট ক্রেডিট যায় মোরিনহোর কাছে। ও চলে যাওয়ার পর কিন্তু চেলসী আর সেই জায়গায় নেই। আর চেলসীর অবদান বলতে ইপিএলে পাগলার মতন দাম বাড়িয়ে দেওয়া। নইলে এক বছর প্রিমিয়ার লীগে খেলেই অ্যাশলি ইয়াং দশ মিলিয়নের বেশি দাম পায়? মাইকেল ক্যারিক আঠারো মিলিয়ন (এখন মনে হয় তিরিশ)?
  • dipu | ১৫ জুন ২০০৯ ১০:২০ | 207.179.11.216
  • রিয়ালের মালিক কিসব ভুলভাল সিদ্ধান্ত নিয়ে পরের দিকে ডুবিয়েছিল। তারকাদের ইগো-টিগো কোনো ব্যাপার হয়নি।

    আর ইংলিশ ফুটবল টিম ওভারহাইপড। রুনি অতি ধুর প্লেয়ার। বিশ্বকাপে প্রি-কোয়ার্টার অবদি যায়, তাই যথেষ্ট।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১০:২০ | 61.95.144.123
  • কি ভীষণ অড লাগছে - এতদিন বিবিসি ফুটবল সাইটে গিয়ে "মাই ক্লাব' - প্রিমিয়ার লীগ-এ গিয়ে নিউক্যাসল ক্লিক করতুম। এখন চ্যাম্পিয়নশিপে দেখতে হচ্ছে...
  • Arpan | ১৫ জুন ২০০৯ ১০:১৮ | 122.252.231.12
  • এই মডেলে চেলসি কিন্তু বেশ কিছুটা সাফল্য পেয়েছে।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ১০:১০ | 61.95.144.123
  • শুরুতে। কিন্তু তারপর? ইগো-টাকা-ফেভার সব ঢুকে গুলিয়ে যায়। একটা টিম "রিয়ালি' ভালো তখনই হবে যখন সেখানে কেউ "তারকা' নয়।

    খাতায় কলমে ইংল্যাণ্ডের ফুটবল টিম দারুন ভালো - জেরার্ড/ল্যাম্পার্ড/ব্যারি-র মিডফিল্ড, রুনি-ওয়েন ওপরে, ফার্ডিন্যাণ্ড/টেরি/কোল ডিফেন্সে...এরা সবাই ইপিএল কাঁপানো প্লেয়ার। কিন্তু ইংল্যাণ্ডের হয়ে? অন্ততঃ ক্যাপেলো আসার আগে অবধি এক্কেরে ধুর...
  • dipu | ১৫ জুন ২০০৯ ১০:০১ | 207.179.11.216
  • হয় তো! গ্যালাক্টিকো আমলের শুরুতে রিয়াল ফাটাফাটি খেলত।
  • Arijit | ১৫ জুন ২০০৯ ০৯:৫৬ | 61.95.144.123
  • আরে একধারসে সব বড় প্লেয়ার নিয়ে টিম বানালেই কি ভালো টিম হয়?
  • Arijit | ১৫ জুন ২০০৯ ০৯:৪৮ | 61.95.144.123
  • রঙ্গন - ABRSM-এর থিওরি বই ব্রাগাঞ্জা ছাড়া কোনো নর্মাল বইয়ের দোকানে পাওয়া যাবে? যেমন স্টারমার্ক?
  • dipu | ১৫ জুন ২০০৯ ০৯:৪৭ | 207.179.11.216
  • রিয়াল সেই গ্যালাক্টিকো আমলের মত টিম বানাচ্ছে। এটা মোটেও ভালো হচ্ছে না। কোনো ক্লাব প্লেয়ার কিনতে কত টাকা খরচ করতে পারে, তার ঊর্ধ্বসীমা থাকা উচিত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত