এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bhuto | ১২ জুন ২০০৯ ১৪:০৭ | 203.91.193.5
  • ওরে ইন্টেলি, সপ্তাহান্তে এর জন্য কত কষ্ট হয় জানিস। সারাদিন রাত্তির একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে যেতে হয়। এক জায়গায় বসে থেকে কাজ করে তুই এত কষ্ট পাচ্ছিস? বোধিদা দেখছে আমি ভোরবেলা কেমন জীবন-মরণ চিন্তা না করে গড়িয়াহাটের মোড় পার হচ্ছিলাম। শুধুমাত্র নিমন্ত্রন রক্ষা করতে ঃ-)
  • r | ১২ জুন ২০০৯ ১৪:০৫ | 125.18.104.1
  • অজ্জিতের পোস্টটা হঠাৎ পড়ে মনে হল- ঋককে সিপিএমে ভর্তি করে দিলাম। ;-)
  • intellidiot | ১২ জুন ২০০৯ ১৪:০৫ | 220.225.245.130
  • এ এমন খাটনি যাতে আমি রোগা না হয়ে দিনকে দিন আরো মোটা হয়ে যাচ্ছি। আর ভাল্লাগে না )-ঃ
  • intellidiot | ১২ জুন ২০০৯ ১৪:০১ | 220.225.245.130
  • এই হয় দুনিয়াতে, একজন কাজ করে মরছে আর একজন নেচে নেচে নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছেন। আমি কত দুঃখী )-ঃ
  • h | ১২ জুন ২০০৯ ১৪:০১ | 206.195.19.49
  • মার দেওয়ার জটিল সিস্টেমিক অ্যালগো কে আমি প্রচন্ড সোজা করেছি। এই জন্য আমার ট্যুরিং প্রাইজ প্রাপ্য। শত্রুপক্ষের উপরে জাস্ট গিয়ে বসে পড়ি। আর একসিট কন্ডিশন হল, প্রতিপক্ষ সুমোতর হলে লড়াই টা জাস্ট শুরু না করা। মার্শাল আর্ট ও সায়েন্সে এ এক অভাবনীয় দিকনির্দেশ।
  • intellidiot | ১২ জুন ২০০৯ ১৩:৫৯ | 220.225.245.130
  • আমি কেজিয়ে কেজিয়ে হেজিয়ে গেলাম। এখন পরিষ্কার বুঝি কাকে বলে জীবন-যন্ত্রনা )-ঃ
  • Arijit | ১২ জুন ২০০৯ ১৩:৫৭ | 61.95.144.123
  • ঋককে সিএসএমে ভত্তি করে এলুম। কি মাইরি - গত শনিবার যখন ফর্ম জমা নিলো তখনই করে নিতে পারতো - তা না, এই সেক্টর ফাইভ থেকে ঠেঙিয়ে বালিগঞ্জ যেতে হলঃ-(
  • Bhuto | ১২ জুন ২০০৯ ১৩:৫৭ | 203.91.193.5
  • আজকে রামবার, হনুদা মারবে না। তাড়াতাড়ি বেরোতে হবে, অধীশার বাড়ি নেমন্তন্ন আছে ;)
  • Samik | ১২ জুন ২০০৯ ১৩:৫৫ | 219.64.11.35
  • উরিবাবা। হনু মাল্লে আমার খুব লাগবে।
  • h | ১২ জুন ২০০৯ ১৩:৫৪ | 206.195.19.49
  • আর কেউ ঝগড়া করলে মার খাবে। সরু নয়, গোদা।
  • h | ১২ জুন ২০০৯ ১৩:৫৩ | 206.195.19.49
  • র কি এইবার সরু সরু জাপানী কবিতা লিখবা বা চৈনিক জেন? ল্যাখো ল্যাখো। কিছু তো লিখবা।
  • Samik | ১২ জুন ২০০৯ ১৩:৩৫ | 219.64.11.35
  • অর্পণ। ছেড়ে দাও। তোমারে দোষ দিই নাই। আর কচলাবো না। অলরেডি অনেক তেঁতো হয়ে গেছে।
  • r | ১২ জুন ২০০৯ ১৩:২৪ | 125.18.104.1
  • মনে
     পড়েছে।
      ন্যাড়াস্যারকে
       ধন্যবাদ।
        কবিতা
       লিখতে
      সুবিধা
     হল।
  • r | ১২ জুন ২০০৯ ১৩:১৫ | 125.18.104.1
  • কি      জানি       একটা          বলার               ছিল?
  • d | ১২ জুন ২০০৯ ১২:৩৮ | 203.143.184.11
  • যাঃ! দ্রি কনস্পিরেসি ছেড়ে অঙ্ক আর ধাঁধা নিয়ে বসে গেলেন।
  • d | ১২ জুন ২০০৯ ১২:৩৬ | 203.143.184.11
  • উফ্‌ * বিভাগ
  • d | ১২ জুন ২০০৯ ১২:৩৫ | 203.143.184.11
  • কিন্তু সাপ্তাহিক বুভাগটা তো পেপার নয়, ই-পেপার হবে কেন? (অবিশ্যি আইডিয়াটা নেহাৎ মন্দ নয়)

    এই প্রথম আলো কাগজটা বাংলাদেশের আবাপ। লোকে না পড়েও পারে না, পড়লেও বেজায় গাল দেয় আর খিল্লি করে।
  • Blank | ১২ জুন ২০০৯ ১২:১৩ | 203.99.212.224
  • আমার কি-বোর্ডের কয়েকটা কি খারাপ হয়ে গেছিলো। আমি তখন মাউস দিয়ে অন্য কোনো টেক্সট থেকে লেটার গুলো কপি পেস্টাতাম
  • Bratin | ১২ জুন ২০০৯ ১২:১১ | 117.194.97.150
  • ওঁ শান্তি শান্তি শান্তি!!!
  • Blank | ১২ জুন ২০০৯ ১১:৫৫ | 203.99.212.224
  • কিন্তু বেথে কপি পেষ্ট না করে হাতে লিখেছে !!! আইটি গাইজ রা রেগে গিয়ে মামলা, বন্ধ, হামলা সব করে দেবে কিন্তু
  • Arpan | ১২ জুন ২০০৯ ১১:৫৩ | 216.52.215.232
  • শমীককে আরেকটা সাফাই দেবার ছিল। কপি-পেস্ট করার কথা একাধিকবার বলেছিলাম কারণটা আর কিছুই না। অরিজিত যখন ওই কোডটাকে ঠিক বলে দাবি করছে আর আমার হাতে লেখা কোড যখন কোন কারণে চলছে না তখন আমি "ন্যাচারালি' চেষ্টা করব দুটোর মধ্যে ঠিক কী ডিফারেন্স আছে ভেবে দেখার। কারোর "দোষ' ধরা আমার অভিপ্রায় ছিল না।

    জাভার ০.০০১% জানিনা, জাস্ট ইন্সটিংক্ট থেকেই করতাম। করেওছি।
  • dipu | ১২ জুন ২০০৯ ১১:৪৭ | 207.179.11.216
  •       
         
         
         
         
         
          
  • Abhyu | ১২ জুন ২০০৯ ১১:৪২ | 97.81.79.170
  • গুন্নাইট
  • Abhyu | ১২ জুন ২০০৯ ১১:৩৯ | 97.81.79.170
  • স্পেসের একেবারে হদ্দমুদ্দ
  • Arpan | ১২ জুন ২০০৯ ১১:৩৭ | 65.194.243.232
  •     দ্দ

    হল কি?
  • dipu | ১২ জুন ২০০৯ ১১:৩৫ | 207.179.11.216
  •  দীপু
           দীপু
                 দীপু
                       দীপু

    হইচে
  • Blank | ১২ জুন ২০০৯ ১১:৩৩ | 203.99.212.224
  • হয়েছে
      অ্যাঙ্গুলার ব্র্যাকেট হবে না বল্লে যে
        কেমন মজার হচ্ছে
  • h | ১২ জুন ২০০৯ ১১:৩৩ | 206.195.19.51
  • আমার আইডিয়া হল, গুরুর উইকলি সেকশনের লুক টা ই-পেপারের মত হোক। কিন্তু যেহেতু আমি উচ্চ মেধা ও মহান, তাই এটা করার মুরোদ নেই। সংগ্রামে ও প্র্যাগমাটিক রা এটা করুক। কি অসাধরণ অরিজিনাল আইডিয়া, সাধু সাধু। ইত্যাদি।
  • Blank | ১২ জুন ২০০৯ ১১:৩২ | 203.99.212.224
  •   ভ্যা
  • Blank | ১২ জুন ২০০৯ ১১:৩১ | 203.99.212.224
  • "ন্‌ব্‌স্‌প;" ভ্যঁআআআআ
  • Blank | ১২ জুন ২০০৯ ১১:৩১ | 203.99.212.224
  • এ কি হলো!!!!
  • Arpan | ১২ জুন ২০০৯ ১১:৩০ | 65.194.243.232
  • শমীক, তোমাকে "ছোটখাট নিরামিষ" আওয়াজ তো আমি বা অন্যরা মাঝেমাঝেই দেই, তুমি স্পোর্টিংলি নাও/নিতে বলেই। কাল যা আওয়াজ দিয়েছি আমার তরফে তার জন্য দুঃখিত।
  • Blank | ১২ জুন ২০০৯ ১১:৩০ | 203.99.212.224
  • ন্‌ব্‌স্‌প; ট্রাই
  • Blank | ১২ জুন ২০০৯ ১১:২৯ | 203.99.212.224
  • আমি ট্রাই করি?
  • Arijit | ১২ জুন ২০০৯ ১১:২৫ | 61.95.144.123
  • মানা গেলো না - ভুলটা একটু ডেঞ্জারাসই। ওটা এল বলে দিলে তো ধাঁধাটা ধাঁধা রইলো না!
  • Ishan | ১২ জুন ২০০৯ ১১:২০ | 173.26.17.106
  • এর সলুশন চাপ আছে। ট্রাই করো।

    কূকর কিছু একটা ব্যবস্থা করে ফেলব।
  • Abhyu | ১২ জুন ২০০৯ ১১:১৯ | 97.81.79.170
  • মোটেই না - এখনই যথেষ্ট গরম। তাতে তো গলছে না। গললে নিশ্চয় লিখত ।
  • dipu | ১২ জুন ২০০৯ ১১:১২ | 207.179.11.216
  • গরমকালে গলে গিয়ে চটচট করবে। লোকে হাঁটতে গিয়ে আটকে যাবে।
  • d | ১২ জুন ২০০৯ ১১:০৩ | 117.195.38.101
  • ঈশান, কিছু একটা উপায় কর। আমি সেদিনে পুরানো কূ-ক'র লিঙ্ক দিতে গেলাম একজনকে, কিন্তু খুঁজেই পেলাম না।
  • Samik | ১২ জুন ২০০৯ ১১:০২ | 122.162.236.120
  • অরিজিৎ, অ্যাম্পার্সন্‌ড ওলা ট্যাগ নেবে। ওগুলো আসলে সাইন, ট্যাগ নয়,   &copy ইত্যাদি চলবে। কিন্তু অ্যাঙ্গুলার ব্র্যাকেটওলা ট্যাগ পার্স করবে না।

    এর সল্যুশন আমি চেষ্টা করতে পারি। করে দেখব নাকি, ঈশানমামু?
  • d | ১২ জুন ২০০৯ ১১:০২ | 117.195.38.101
  • শমীকের থইথই আবেগের জবাবেঃ
    "হার্ট' হয়ে থাকলে আমি দুঃখিত।
    ধরে অনেকেই দিয়েছে। পাতা উল্টে পোস্টগুলো পড়লেই দেখতে পাবে। অর্পণ এমনকি ধরার উপায়টাও বলে দিয়েছে।

    আর ভবিষ্যতে ভেবে দেখা প্রসঙ্গেঃ তুমি আমাকে একবার মুখে দু আঙুল পুরে সিটি দিতে চেয়েছিলে , এই গুরুর পাতাতেই। আর মমতা ব্যানার্জী সম্পর্কেও এমন অনেক মন্তব্য করেছ, যা যে কোন মেয়ের পক্ষেই অত্যন্ত অপমানজনক। তো এই ভেবে দেখার আয়নাটা নিজের দিকেও ভবিষ্যতে ফেরাবে বলে ১% আশা রাখলাম।
  • Ishan | ১২ জুন ২০০৯ ১০:৫৬ | 173.26.17.106
  • ফন্ট কেন? কোনো html ট্যাগই নেবেনা। আটকানো আছে।
  • Ishan | ১২ জুন ২০০৯ ১০:৫৫ | 173.26.17.106
  • বললাম তো, এই কেসে শমীক ডেঞ্জারাস কিছু ভুল করেছে বলে মনে হয়নি। ভেবেছিল আসল কেতটা "আই' তেই আছে। এতে আওয়াজ দিলে অনেককেই দেওয়া যায়। ঃ)

    অজ্জিত। দুটোর একদম একই মানে।
  • Arijit | ১২ জুন ২০০৯ ১০:৫৫ | 61.95.144.123
  • এইত্তো মামু আছে - স্পেসের ট্যাগ নিচ্ছে, কিন্তু ফন্টের ট্যাগ নিচ্ছে না কেন? কোড স্নিপেটগুলোতে আমি ফন্ট বদলে লিখবো।
  • Ishan | ১২ জুন ২০০৯ ১০:৫২ | 173.26.17.106
  • নাঃ। তিনটে লিংক দিলে পাতা ঘেঁটে যাবে। অন্য কিছু উপায় দেখতে হবে।

    ন্যাড়াদা, ওটা এমনি বললাম। স্পেস দিলে বিপর্যয় কিছু হবেনা। তবে পরপর অনেক দিলে হরাইজেন্টাল স্ক্রলিং এসে যাবে আর কি। সে এলে আসবে খন। ঃ)
  • Arijit | ১২ জুন ২০০৯ ১০:৫২ | 61.95.144.123
  • হ্যাঁ - সেটা আজ দেখলাম - তবে দুটোর মানে আলাদা বলে মনে হয়।
  • Arijit | ১২ জুন ২০০৯ ১০:৫০ | 61.95.144.123
  • ওকে - আমিই না হয় অ্যাপোলজি চেয়ে নিচ্ছি।

    যদিও - ওই আশেপাশেই L/l বলে লিখেছিলাম - সেটা মনে হয়েছিলো খুব ক্লিয়ার। আর একবার বল্লেই তো পারতে যে কেন কম্পাইল হবে না তার কারণ হিসেবে তুমি ওটাকে আই ভাবছো! যাই হোক - তাও সরি।
  • Samik | ১২ জুন ২০০৯ ১০:৪৮ | 122.162.236.120
  • আরেকটা ব্যাপারে অরিজিৎকে অবশ্যই আওয়াজ দেব, তবে অরিজিৎ ঠিক জাভা লেখা লোক কিনা আমি শিওর নই।

    public static void main (String args[]) আর public static void main (String[] args) দুটোই ভ্যালিড স্টেটমেন্ট। যে যেটা ইউজ করে আর কি!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত