এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৬:০৬ | 61.95.144.123
  • সে তো বলবেই - তুমি গুচ খুলে বসে আছো, ফন্টটা আইই-তে লোড হয়ে আছে না? আইই বন্ধ করো, তাপ্পর কপি করো। তাও অ্যাডমিন না হলে দেবে কিনা সন্দ আছে।

    এতদিনেও এরা সুডো-র মতন কনসেপ্ট বের করতে পারলো না।
  • dipu | ০৮ জুন ২০০৯ ১৬:০৪ | 207.179.11.216
  • না ভিস্তা নয়, XP

    ফাইলটা Fonts ফোল্ডারে পেস্ট করতে চাইলে এরকম একটি সংবাদ আসছে ....."The BANGLAPLAIN.TTF file is currently being used & cannot be replaced. Wait until windows is finished using the file, and then try again'। আর কিছুই হচ্ছে না।

    আসলে এসবই কেন্দীয় চক্কান্ত। আমি আপিসে বসে আবাপও হিব্রু দেখি।
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৬:০২ | 61.95.144.123
  • আরেন্না আমি বেথেকে আবাজ দিলুম এট্টু;-)
  • san | ০৮ জুন ২০০৯ ১৬:০০ | 12.144.134.2
  • ভিস্তা একটি অতি অতি অতি অখাদ্য জিনিস , কিন্তু অন্তত আর্কাইভের ফন্টের সঙ্গে ভিস্তার কোনো সম্পক্ক নেই। আমার ল্যাপিতে তো ভিস্তা, তাতে তো হিব্রু নয় বাংলাতেই দিব্যি দেখা যায়।
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৫:৫৬ | 61.95.144.123
  • বেশ কিছুদিন আগে একটা লিংক দিয়েছিলুম - টপ টেন টেকনোলজি ফেইলিওরস বলে - তার এক্কেরে প্রথম নামটা ছিলো ভিস্তা;-)
  • d | ০৮ জুন ২০০৯ ১৫:৫৫ | 144.160.5.25
  • লোকজন এমন উঠেপড়ে "রোগা হওয়া' বিষয়ে আলু চানা করতাসে যে হনু আজকাল ২-৪ টে লাজুক ক্লিক দিয়ে দেখে নিয়েই নিঃশব্দে সরে পড়ে।
  • Samik | ০৮ জুন ২০০৯ ১৫:৫৪ | 219.64.11.35
  • দীপুর কি উইন ভিস্তা?

    c:\Windows\fonts-এ গিয়ে না ফেলেও করা যায়। ফন্টটা ডেস্কটপে রাখো। এইবার সেটিংস -- ক®¾ট্রাল প্যানেলে গিয়ে ফন্টে ডাবল ক্লিক করো। তারপরে file -- install new font করে ইনস্টল করে নাও। খুব সোজা।
  • dipu | ০৮ জুন ২০০৯ ১৫:৫৩ | 207.179.11.216
  • হুঁ, বুঝতে পেরেছি। এককালে এই স্ট্যাটিক পদ্ধতিতে অফলাইনে অ্যাসটেরিক্স পড়তাম। থ্যাঙ্কু।
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৫:৫২ | 61.95.144.123
  • এইটে আইই তে - মানে শমীক যা বল্ল। ফাফ হলে সবসময়েই ফন্ট লাগবে।
  • Samik | ০৮ জুন ২০০৯ ১৫:৫১ | 219.64.11.35
  • আরে সি কি? আমারও নেটবিন্‌স সকাল থেকে ধরে ধসে পড়ছে। কী সব উল্টোপাল্টা উইন্ডো আসছে!
  • Samik | ০৮ জুন ২০০৯ ১৫:৫০ | 219.64.11.35
  • দীপু, আর্কাইভের ফাইলগুলোকে তো প্রথমে ডাউনলোড করে, আনজিপ করে তারপরে ক্লিক করে চালাতে হয়? মানে আর্কাইভ খুলছে তোমার লোকাল মেশিন থেকে। ডাউনলোড হয়ে যাবার পরে ইন্টারনেট কানেকশন না থাকলেও তুমি আর্কাইভ পড়তে পারবে। এগুলো স্ট্যাটিক ফাইল।

    কিন্তু গুরুচন্ডালি পড়ার জন্য তোমায় অনলাইন হতে হবে। ইন্টারনেট না থাকলে পড়তে পারবে না। পেজগুলো ডাইনামিকালি ইন্টারনেট থেকে আসছে। সেই সঙ্গে ফন্টটাও ইন্টারনেট থেকে নিচ্ছে। মানে, তোমার লোকাল মেশিনে ফন্ট না থাকলেও গুরুচন্ডালি খুলবে (আইইতে) বাংলাতেই। কিন্তু আর্কাইভ খুলতে গেলে সে ইন্টারনেট থেকে ফন্ট নিচ্ছে না। সে তোমার লোকাল মেশিনে ফন্ট খুঁজছে। তাই লোকাল মেশিনে ফন্টটাকে রাখতে হবে।

    বোঝাতে পাল্লাম?
  • intellidiot | ০৮ জুন ২০০৯ ১৫:৪৯ | 220.225.245.130
  • পেজ ডায়নামিক হোক বা স্ট্যাটিক, ফন্ট ফোল্ডারে তো প্রপার ফন্ট চাইই।

    আমার নেটবিনস সক্কাল থেকে বার বার ধসে পড়ছে। কি জ্বালা। উফ্‌...
  • dipu | ০৮ জুন ২০০৯ ১৫:৪৯ | 207.179.11.216
  • এইবার বুঝেছি! অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া ব্যাপারটাকে WINDOWS/fonts ফোল্ডারে সেভ করা যাচ্ছে না। বাড়ি গিয়ে বাড়ির মেশিনে কি হচ্ছে দেখতে হবে। অরিজিৎদাকে থ্যাঙ্কু।
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৫:৪৫ | 61.95.144.123
  • আগেও তো কইসিলাম একবার - বাংলাপ্লেন ফন্টটাকে নিয়ে WINDOWS/fonts ফোল্ডারে ফেলে দাও।

    জানলাবাসী না হলে হোম স্পেসে .fonts বলে একটা ফোল্ডার বানিয়ে সেখেনে রেখে দাও।
  • dipu | ০৮ জুন ২০০৯ ১৫:৪১ | 207.179.11.216
  • আমি ডাইনামিক, স্ট্যাটিক,ফন্ট ভরা ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ মূর্খ। সহজ করে বলো না!
  • intellidiot | ০৮ জুন ২০০৯ ১৫:৩৯ | 220.225.245.130
  • আমার কম্পুতে তো ঠিকঠাক দেখায় আর্কাইভ।
  • Samik | ০৮ জুন ২০০৯ ১৫:৩৮ | 219.64.11.35
  • দীপু, আর্কাইভের ফাইলগুলো ডাইনামিক নয়, স্ট্যাটিক। ফলে ফন্ট ফোল্ডারে ঐ ফন্ট ভরে না নিলে দেখা যাবে না।
  • dipu | ০৮ জুন ২০০৯ ১৫:৩৮ | 207.179.11.216
  • এটা ভালো আইডিয়া
  • Blank | ০৮ জুন ২০০৯ ১৫:৩৫ | 170.153.65.102
  • হিব্রু শিখে নিলেই তো হয়ে যায়
  • dipu | ০৮ জুন ২০০৯ ১৫:৩৪ | 207.179.11.216
  • এই আর্কাইভ গুলো আমার কম্পুতে সর্বদা হিব্রুরূপে দর্শন দেয়। কেউ সারাতে পারলো না ঃ-(
  • Samik | ০৮ জুন ২০০৯ ১৫:৩৩ | 219.64.11.35
  • ক্কীমুস্কিল! তখন থেকে আমি এই ঠিকানাটাই পোস্টাতে যাচ্ছি। কিছুতেই পোস্ট হচ্ছে না। সেন্ডিং ফেইল্‌ড বলে যাচ্ছে। বিনা ইউআরেলে পোস্টালে পোস্ট হয়ে যাচ্ছে।
  • Samik | ০৮ জুন ২০০৯ ১৫:৩১ | 219.64.11.35
  • আআআআ
  • S | ০৮ জুন ২০০৯ ১৫:৩০ | 59.160.206.225
  • টেস্ট
  • stoic | ০৮ জুন ২০০৯ ১৪:৫৬ | 160.103.2.224
  • এটা ঠিক কোন টই তে দিলে ঠিক হবে চিন্তাভাবনা না করে এখানেই দিয়ে দিলাম। সবার জন্য।

    ফরাসী প্রোডাকশনে অসাধারণ সিনেমা। সম্পূর্ণ ফ্রী। নাম হল 'হোম'। ইউটিউবে দেখা যাচ্ছে। সময় পেলে দেখুন। অন্যান্য দের দেখান।


    অলরেডি সবাই দেখে ফেলে থাকলে সরি।
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৪:৫৩ | 61.95.144.123
  • ওগুলো এগজিস্ট করতো - এখন করে না। যে সার্ভারে ছিলো সেটা মরে গেছে, সাথে ওই পাতাগুলোও।
  • Sags | ০৮ জুন ২০০৯ ১৪:৪৮ | 203.201.225.35
  • পুরোনো ভাটিয়ালের পাতা-র link-এ click কর'লে netwrok error দেখাছে। হেল্প চাই।
  • Bhuto | ০৮ জুন ২০০৯ ১৪:২৬ | 203.91.193.5
  • হেজিয়ে তো দুর আমি গেঁজিয়ে গেলাম।
  • intellidiot | ০৮ জুন ২০০৯ ১৩:৫৮ | 220.225.245.130
  • ইঙ্গ-নেদার খেলাটার শেষ ওভারে কি রকম জমাটি খিল্লি হল না? উল্লাট আনন্দ পেয়ে গেছিলাম দেখে।
  • intellidiot | ০৮ জুন ২০০৯ ১৩:৫৫ | 220.225.245.130
  • কেজিয়ে কেজিয়ে হেজিয়ে গেলুম ঃ-(
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৩:৫১ | 61.95.144.123
  • সে দেখার (মতান্তরে না দেখার) অনেক লোক আছে। আমার কি কাম?
  • d | ০৮ জুন ২০০৯ ১৩:৫১ | 144.160.5.25
  • খি খি
  • Arpan | ০৮ জুন ২০০৯ ১৩:৫১ | 65.194.243.232
  • শুক্রবার ইংল্যান্ড হারাতেও খুব আনন্দ পেইয়েছিলাম।
  • r | ০৮ জুন ২০০৯ ১৩:৫০ | 125.18.104.1
  • ও, বুড়ো পেজও জিতেছে। সোঃসোঃ।
  • r | ০৮ জুন ২০০৯ ১৩:৪৯ | 125.18.104.1
  • তুমি এখন ২০১১-র ব্যাপারটা দেখো। টোটো দেখার অনেক সময় পাবে পরে। ;-)
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৩:৪৮ | 61.95.144.123
  • আমি উইকেণ্ডে "হোটেল' (আর্থার হেইলি) পড়ছিলুম। পড়তে পড়তে একটা হোটেল কেনার সখ হচ্ছিলো।
  • dipu | ০৮ জুন ২০০৯ ১৩:৪৭ | 207.179.11.216
  • আমি শনিবার গেইলের ক্যালাকেলি দেখে হেবি মজা পেইচি।
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১৩:৪৫ | 61.95.144.123
  • আমি টো-টো বিশ্বকাপও দেখিনি এখনো।
  • r | ০৮ জুন ২০০৯ ১৩:৪১ | 125.18.104.1
  • এই উইকএন্ডে যুবরাজের চারটি ছয় ও ফেদেরারের ফরাসী জয় প্রচুর আনন্দ দিয়েছে। বেচারি হুলো সাফিনা এবারেও জিততে পারল না।
  • Blank | ০৮ জুন ২০০৯ ১৩:৩৩ | 170.153.65.102
  • যোগেন না খগেন মনে নাই। বই খানি দেখতে হবে। গোলাপি রঙের বই আর ঐ জিনিসটাই শিশুসাথী তে বেরোতো
  • r | ০৮ জুন ২০০৯ ১৩:২৮ | 125.18.104.1
  • যোগেন গুপ্তর বাংলার ডাকাত তো পড়ি নাই। খগেন মিত্রর বাংলার ডাকাত ছোটোবেলার ফেভারিট।

    কৌশিকের "টিকটিকি" টেলিফিল্মও হয়েছে। বেড়ে। স্পেশালি সৌমিত্রর কমিক জায়গাগুলো।
  • dipu | ০৮ জুন ২০০৯ ১৩:১৯ | 207.179.11.216
  • আমার ভোডাফোনের কানেকশনে মাঝেমাঝেই এয়ারটেল থেকে নানারকম অফারের বেত্তান্ত জানিয়ে এসেমেস আসে। আর কারো সাথে এরকম ইয়ার্কি হয়?
  • dipu | ০৮ জুন ২০০৯ ১২:৪৭ | 207.179.11.216
  • আপিসে ঢোকার সময় থেকে ফেব্রুয়ারি মাস পজ্জন্ত লালজামা পরা ক্যাটারারের লোকজন খাবার দিত। ফেব্রুয়ারিতে সেটা পাল্টে সবুজ জামাপরা অন্য ক্যাটারারের লোকজন খাবার দিতে লাগল। এ মাসের গোড়া থেকে লক্ষ্য করছি লালজামারা ফিরে এসেছে।

    খাবারের কোয়ালিটি গোড়ায় যেমন ছিল, এপ্রিলেও তেমনই ছিল, এখনও কিচ্ছু পাল্টায়নি।

    কি বুঝলেন?
  • Tim | ০৮ জুন ২০০৯ ১২:৩২ | 71.62.2.93
  • হ্যাঁ শেষটা কেমন যেন ছড়িয়ে ফেল্লো!
    কিন্তু ৭২ এর ইনফোটা জানতাম না। ব্যাপক তো! ঃ)
  • Arijit | ০৮ জুন ২০০৯ ১২:১৭ | 61.95.144.123
  • আমার দুটি জায়গার নেশা ছিলো - তবে ব্রড লেভেলে - ইয়র্কশায়ার ডেলস আর হাইল্যাণ্ডস। দুটো জায়গা চষে ফেলেছিলুম। সুযোগ পেলে ফের যাবো।
  • pi | ০৮ জুন ২০০৯ ১২:১৩ | 69.143.119.233
  • আমার এককালে সালার জং এর নেশা ধরেছিলো। চার চারবার পায়ের ধুলো দিয়েছি। অথচ চারমিনার মোটে একবার।
  • sinfaut | ০৮ জুন ২০০৯ ১২:১০ | 203.91.207.30
  • আরাকু আমি যখন খুশি যতবার খুশি যেতে পারি, ব্যাপক লাগে। তিনবার হয়ে গেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত