এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১০ জুন ২০০৯ ১১:২৫ | 170.153.65.102
  • হুঁ lcm দা, ওটি ওবামা বলেছে
  • Blank | ১০ জুন ২০০৯ ১১:২৪ | 170.153.65.102
  • আরে তাই তো !!!
  • lcm | ১০ জুন ২০০৯ ১১:২২ | 69.236.189.2
  • সে কি রে! ব্ল্যাংকি বলে কি? ইউ এস থেকে কেউ ভাট করবে না, দ্রিসেশন কি ভাটেবিলিটি-ও শুষে নেবে!
  • Arijit | ১০ জুন ২০০৯ ১১:২১ | 61.95.144.123
  • মোরা কেহ সাথে রহিব না
    মোরা কেহ কথা কহিব না।
  • Blank | ১০ জুন ২০০৯ ১১:১৮ | 203.99.212.224
  • এটা কার বলা,

    None of us will be there for you
    None of us to chat and talk to ..
  • lcm | ১০ জুন ২০০৯ ১০:৫২ | 69.236.189.2
  • অভ্যু আবার এ নিয়ে গম্ভীর রেফারেন্স দিয়ে দিয়েছে।
  • m | ১০ জুন ২০০৯ ১০:৪৯ | 173.26.17.106
  • ধন্যযোগঃ)
  • lcm | ১০ জুন ২০০৯ ১০:৪৩ | 69.236.189.2
  • উপদংশ বোধহয় গুপ্তরোগ... সিফিলিস জাতীয় কিছু
  • lcm | ১০ জুন ২০০৯ ১০:৪২ | 69.236.189.2
  • এটা কোথায়? চায়না, সিকিম, ভূটান?
  • m | ১০ জুন ২০০৯ ১০:৪১ | 173.26.17.106
  • কালকে একটা রোগের বাংলা নাম জানতে চেয়েছিলাম- উপদংশ- কেউ কি জানে??????????????????????
  • sinfaut | ১০ জুন ২০০৯ ১০:৩৯ | 203.91.207.30
  • না না য়ুম। লিখতে অসুবিধা কোথায়? বলার সময় বলবেন ইয়ুম, খুব সোজা।
  • lcm | ১০ জুন ২০০৯ ১০:৩৮ | 69.236.189.2
  • য়ূম.... বাপরে! কি সব জায়গার নাম রে ভাই...
  • sinfaut | ১০ জুন ২০০৯ ১০:৩৩ | 203.91.207.30
  • না্‌, অক্তুবরে য়ুমথাং গিয়ে ফুলটুল কিসুই দেখা যাবেনি, কেমন শুকনো শুকনো হলদে হলদে লাগবে। সেটা ঠিক।
  • lcm | ১০ জুন ২০০৯ ১০:২৮ | 69.236.189.2
  • কাবলিদার অ্যালবামে ক্রিসমাস ফোল্ডারে একটা ছবি আছে - এক হাতে ডি-লিংক এর রাউটার, আর অন্য হাতে লিংকসিস্‌-এর ওয়্যারলেস কার্ড-এর প্যাকেট নিয়ে এক অনবদ্য পোজে কাবলিদা হাসছেন।
  • lcm | ১০ জুন ২০০৯ ১০:২৪ | 69.236.189.2
  • মোবা=মোহন বাগান?
    পালা=ভাইচুং পর্ব?
    তাহলে ...
  • Arpan | ১০ জুন ২০০৯ ১০:২০ | 122.252.231.12
  • মোবার নতুন পালাটা বেশ আসর জমিয়ে দিয়েছে। ভাল, ভাল!
  • Samik | ১০ জুন ২০০৯ ০৯:৫৯ | 122.162.236.40
  • ব্রতীন, আমরা গত অক্টোবরে লম্বা রাজস্থান ট্রিপে গিয়ে গরমে কেঁপে গিয়েছিলাম। আর তুমি জুলাইতে ভাবছো?

    বেশ, ভাবো।
  • Arijit | ১০ জুন ২০০৯ ০৯:৫৮ | 61.95.144.123
  • হ। ডায়না মেমোরিয়াল ফাউন্টেনটা কার নামে হবে? সেখানে পা ডুবিয়ে বসে থাকবো।
  • Arpan | ১০ জুন ২০০৯ ০৯:৫৭ | 122.252.231.12
  • আর ক'টা দিন অজ্জিত। ২০১১-এর পর তো ফুরফুরে নীল আকাশ, মিষ্টি রোদ আর এস্‌প্ল্যানেডে পায়রা চড়ে বেড়াবে।
  • Arijit | ১০ জুন ২০০৯ ০৯:৫৩ | 61.95.144.123
  • পোচোন্ডো গরমে নাক থেকে পায়ের আঙুল অবধি ঢাকা জোব্বার কথা মুজতবার দেশেবিদেশে-তে কাবুলিদের নিয়ে কেন - বেদুঈনদের নিয়ে যে কোনো গপ্পেই আছে। তবে ৬৫% মিনিমাম হিউমিডিটিতে ওসব কোনো কামে আসবে না। আপিস থেকে বেরিয়ে লিফট অবধি যেতে গিয়েই জামা ভিজে যাচ্ছেঃ-(

    স্পনসর পেলে কয়েকটা জিনিস বানানোর ইচ্ছে আছে - ফায়ারবোল্ট, হোভারবোর্ড, গুগাবাবা-র জুতো আর থলে (যদিও গ্যাম্পস ল-এর সাথে থলের কনসেপ্টের বিরোধ আছে), এয়ার-কণ্ডিশনড পোশাক ইত্যাদি।
  • arjo | ১০ জুন ২০০৯ ০৩:০৬ | 168.26.215.13
  • জিমেল নয় কিন্তু গুগুল সার্চে কি একটা টাইপ করলাম তারপর মেশিন রিস্টার্ট করতে হল। সব পাতা গুলো কেমন নীল রং হয়ে গেল। গুগুলে নতুন কিছু প্রোডাকশনে গেছে।
  • arjo | ১০ জুন ২০০৯ ০২:৫৪ | 168.26.215.13
  • লিংকটা কই?
  • kd | ১০ জুন ২০০৯ ০২:৩৫ | 72.229.130.144
  • আমরা ২০০৩ সলে অক্টোবরের শেষ/নভেম্বরের প্রথমে সিকিম গিয়েছিলুম। একটু ঠান্ডা ছিলো ওপর দিকে তবে তেমন কিছু না। আমি ভালো ছবি তুলতে পারি না তাও ঐ সময়ে গুরুদোংমার লেক কেমন সেই আইডিয়া দেওয়ার জন্যে এই লিংকটা দিলুম (নেটে ভালো ছবির সুন্দর কালেক্‌শন আছে)। বাতাস একটু পাতলা - এই বয়সে নিশ্বেসের একটু কষ্ট হয়েছিলো (উচ্চতার জন্যে - প্রায় ১৭০০০ ফুট)। ছিলুম ওখান থেকে ঘন্টাখানেক আগে, একটা মিলিটারি বেস জাতীয় কিছু আছে - ওখানটাও প্রায় একই রকম উঁচু। হোটেলে ঘর গরমের কিছু ছিলো না - রান্নাঘরের উনুনের চার পাশে বসে খাওয়া আর সেখান থেকে কয়েক বোতল গরম জল বিছানায় কম্বলের তলায় রাখতে কষ্ট হয়নি (ঐ জলগুলো কাজে লেগেছিলো সকালে প্রাতঃকৃত্যর সময়। রাতে তাপমাত্রা -৫সে নেমেছিলো। শেষ কথা, অদ্ভুত সুন্দর জায়গা।
  • Tim | ১০ জুন ২০০৯ ০২:২২ | 198.82.167.98
  • আম্মো দেখলুম। ঃ)
    সোসোন চলছে কিনা তাই সবদিক দেখা খ্যাল থাকচে না।
  • Ishan | ১০ জুন ২০০৯ ০২:১৬ | 12.163.39.254
  • লন্ডন গোয়া কোথাওই যেতে হবেনা। কদিন বাদেই কলকতা লন্ডন হবে, আর দীঘা হবে গোয়া। সঙ্গে সুইজারল্যান্ডটা এক্সট্রা। ঃ)
  • kd | ১০ জুন ২০০৯ ০১:৫৯ | 72.229.130.144
  • ঐ টইটা ঠিক এই উত্তর দেওয়ার জায়গা না, তাই এখানেই দিলুম।

    ব্রতীন, তারিখটা কোনো প্রবলেমই না। তোমরা সব কেজো মানুষ, তোমাদের সুবিধেই আমার সুবিধে। তোমাদের সকলের সুবিধেমতো দিন ঠিক করো। আমি ১৫ই পৌঁছচ্ছি - দিন তিন-চারের মধ্যেই ধাতস্থ হয়ে যাবো আর ২৯শে জুন একটা জায়গায় যেতে হবে - এছাড়া যে কোনো দিন। আমায় দু-এক দিনের নোটিশ, ব্যস্‌।

    আমার ইমেল জিমেলে subroto

    শান্তনু, হয়ে যাক্‌। তবে আমার বাড়ীতে খাওয়াদাওয়ার একটু রেস্ট্রিক্‌শন আছে - ঐ ইঁদুরমার্কা ডায়েট এক্‌দম নাপসন্দ্‌। মাছ নো,নো - শুধু চিংড়ি, এনি শেপ অ্যান্ড সাইজ; আর মাংস, তবে চতুস্পদ হতে হবে। ঝাল আর মিস্টি একটু দরাজ। বাঁধাকপি আর গাজর ছাড়া সব সব্জি চলে। আর জল, যে কোন রঙের। এবার বলো, পোসাবে?
    ঃ-)
  • arjo | ১০ জুন ২০০৯ ০১:৪৮ | 168.26.215.13
  • অনেক হয়েছে। দেখে নিয়েছি। ঃ)
  • Tim | ১০ জুন ২০০৯ ০১:৪৫ | 198.82.167.98
  • কোন খেলা, আজ্জোদা?
  • arjo | ১০ জুন ২০০৯ ০১:৩৫ | 168.26.215.13
  • টিম, আজকের খেলায় কে জিতল?
  • Tim | ১০ জুন ২০০৯ ০১:৩০ | 198.82.167.98
  • অপ্পন,
    অপিনিহিতি।
  • intellidiot | ১০ জুন ২০০৯ ০০:৫২ | 59.164.2.251
  • ব্রতীন কে আমি কিঞ্চিৎ আইডিয়া দিতে পারি। এক বন্ধু থাকে জয়পুরে। বাঙালী। মুখে গামছা/তোয়ালে বেঁধে বাইরে যেতে হয়। দিনে দুবার গ্লুকনডি আর কি একটা জরিবুটি খাচ্ছে রক্ত আমাশা না হওয়ার জন্য।
  • intellidiot | ১০ জুন ২০০৯ ০০:৪৮ | 59.164.2.251
  • কি কেলো দেখো, বৃষ্টি থেকে বাঁচার জন্য গরমে।

    বিটিডব্লু, আমারো জিমেল ঘ্যামা চলছে। ওরা কি পাপী-সেন্সার লাগিয়েছে?
  • Bratin | ১০ জুন ২০০৯ ০০:৪৭ | 117.194.99.114
  • লন্ডনে গিয়ে ই ওদের 'ওয়েদার' দেখে এসেছি। তার জন্যে আবার ব্যাঙ্গলোর কেন? ঃ-)))
  • Bratin | ১০ জুন ২০০৯ ০০:৪৫ | 117.194.99.114
  • গোয়া কত বার গেলাম। ব্যাঙ্গলোর ও। একটা নতুন জায়গা তে যেতে চাই। ও ই সময় রাজস্থান এর কি অবস্থা কেউ ফান্ডা দিতে পারো?
  • Arpan | ১০ জুন ২০০৯ ০০:৪২ | 122.252.231.12
  • জুলাইতে গোয়া ঘুরে আসো। বৃষ্টিতে ব্যাপক লাগে। শুনেছি।

    ব্যাঙ্গালোরে এলে পুরো লন্ডনের ওয়েদার পাবা। ঃ)
  • Ishan | ১০ জুন ২০০৯ ০০:৪১ | 12.163.39.254
  • কই আমার কিছু তো হচ্ছেনা। থু থু (নজর না লাগার জন্য)।
  • intellidiot | ১০ জুন ২০০৯ ০০:৪১ | 59.164.2.251
  • স্পেসস্যুটটা একটা ভাল সমাধান। তবে এটা প্রথম বিশ্বের সাথে মানানসই। তৃতীয় বিশ্বে একটা চিপ অল্টার্নেটিভ হিসেবে বগলে রসুন রাখা যেতে পারে। জ্বর এসে গেলে শুনেছি শীত শীত করে।
  • Arpan | ১০ জুন ২০০৯ ০০:৪১ | 122.252.231.12
  • দম এসে টিমকে বকে দেবে। নামটা দয়মন্তী করে দেবার জন্য। ঃ)
  • Bratin | ১০ জুন ২০০৯ ০০:৪০ | 117.194.99.114
  • কিন্তু বাকি সব জায়গা তে তো বৃষ্টি। আর চাপ হবে তো ? ঃ-((।
    তাই ভাবছিলাম আর কি...
  • Arpan | ১০ জুন ২০০৯ ০০:৩৯ | 122.252.231.12
  • জিমেলে আমি এইমাত্র টাইপে উঠলাম। লেটার মাঝখান থেকে হাপিস হয়ে যাচ্ছে!

    মাইরি, শেষে গুগলও!
  • Blank | ১০ জুন ২০০৯ ০০:৩৬ | 59.93.194.192
  • পুঁচকিকে নিয়ে গুরুদোংমার যাওয়ার কোনো মানে নেই। রাবাংলা বা ইয়ুমথাং অব্দি ঠিক আছে।
  • ranjan roy | ১০ জুন ২০০৯ ০০:৩৬ | 122.168.27.63
  • অজ্জিৎ এর ছড়ার পাদপূরণের দুর্বল প্রচেষ্টাঃ
    ""বাংলা কাগজে যদি আজো আছে ভক্তি,
    আগাপাছা সব মোছ দিয়ে গণশক্তি।''
  • Ishan | ১০ জুন ২০০৯ ০০:২৯ | 12.163.39.254
  • একটা স্পেসসুট পরে যাওয়া যেতে পারে। কোনো সমস্যা হবেনা। ঃ)

    অজ্জিত থাকলেই এখানে মুজতবা আলীকে কোট করে দিত। অসহ্য গরমে নাকি ওভারকোট পরতে হয়। যদিও এখনও লেখেনি, কিন্তু এখনই সাবধান করে দিলাম। বুজ্জোয়া অপপ্রচারে কান দেবেন না।
  • intellidiot | ১০ জুন ২০০৯ ০০:২৬ | 59.164.2.251
  • জুলাই এর যাতা গরমে দিল্লী/আগ্রা/রাজস্থান ভ্রমন বাতিলের (অযাচিত) উপদেশ দিয়ে রাখলাম।
  • Bratin | ১০ জুন ২০০৯ ০০:১২ | 117.194.99.114
  • হ্যাঁ, আমরা দিন তিনেক দিল্লী তে থাকার প্ল্যান করছি। ফোন করবো । দেখি যদি ব্যাটে বলে হয়।
  • Samik | ০৯ জুন ২০০৯ ২৩:৫৪ | 122.162.236.202
  • আচ্ছা, জিমেলে কি কারুর টাইপাতে কোনও প্রবলেম হচ্ছে? নর্মাল টাইপ করতে গিয়ে দুটো চারটে করে লেটার হাপিস হয়ে যাচ্ছে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত