এবার মনে পড়েছে। আমাদেরও মাইক্রোপ্রসেসর ল্যাবে এই 8085 তে কিসব অদ্ভুত কাজকম্ম করতে হত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। চোতা দেখে দেখে কিসব টেপাটিপি। একবর্ণও কখনো বুঝিনি।
Arpan | ০৫ জুন ২০০৯ ১১:২১ | 122.252.231.12
আমার ইচ্ছে আছে অজ্জিতকে চাট্টি জেসিএলের কোড দিয়ে বসিয়ে দেব। ঃ-)
Arpan | ০৫ জুন ২০০৯ ১১:১৮ | 122.252.231.12
ব্ল্যাঙ্কের সঙ্গে সহমত। ১১০%। ঃ)
Arijit | ০৫ জুন ২০০৯ ১১:১৮ | 61.95.144.123
ফাংশনাল প্রোগ্রামিং কনসেপ্টটাই এত আলাদা...
আর ইয়ে - আমার অ্যাসেমব্লি মন্দ লাগতো না - 8085/86 অবধি করেছিলুম।
intellidiot | ০৫ জুন ২০০৯ ১১:১৫ | 220.225.245.130
হক কথা বলেছেন ন্যাড়াদা ঃ-)
এখন প্রায় সব ল্যাঙ্গুয়েজেই সব কিছু করা যায়। পার্সোনাল প্রেফারেন্সটাই শেষ কথা। আমার যেমন রুবি দুর্দান্ত লাগে, আর পাইথন ফাল্তু ;-)
nyara | ০৫ জুন ২০০৯ ১১:১৫ | 64.105.168.210
সব থেকে ঘষটেছি সিপ্লাসপ্লাস আর পার্ল শিখতে। আর এখন ঘষটাচ্ছি erlang শিখতে। কিছুতেই ফাংশনাল প্রোগ্রামিং-এ মনকে দীক্ষা দিতে পারছি না। অথচ erlang শিখে ফেললে লাইফ অনেক ইজি হয়ে যাবে।
Blank | ০৫ জুন ২০০৯ ১১:১৫ | 170.153.65.102
সবচেয়ে খারাপ ল্যাঙ্গুয়েজ হলো অ্যাসেম্বলার। আগের ১০ জন্ম ধরে খুব খারাপ ধরনের পাপ করলে তবে মানুষকে অ্যাসেম্বলারে কোড করতে হয়। আমার ধারনা আমি আগের ১০ জন্মে তৃনমুল কর্তুম।
টিসিএসে আরেকখান শিখেছিলুম - tcl - এটা একসাথে tcl/tk বলে পাওয়া যেত।
nyara | ০৫ জুন ২০০৯ ১১:০৬ | 64.105.168.210
আমি আজ বুঝেছি, ল্যাঙ্গুয়েজের কোন ভালমন্দ নেই। অ্যাপ্লিকেশন আর পার্সোনাল প্রেফারেন্স - ব্যস। নয় নয় করে অন্ততঃ খান দশেক ল্যাঙ্গুয়েজ তো প্রোফেশনালি ব্যবহার করে দেখলাম! perl আমার নিজের জঘন্য লাগে। কিন্তু কিছু কাজ করার জন্যে perl-এর কোন জবাব নেই। Java আমার খুব পছন্দের ল্যাঙ্গুয়েজ। কিছু জিনিস java-য় করা মুর্খামি।
অরিজিতদা, আমি জদ্দুর শুনেছি, কোবোল বানানোই হয়েছিল নন-প্রোগ্রামারদের জন্য। তাই শুরুর থেকেই এর রিডেবিলিটির দিকে নজর দেওয়া হয়েছিল।
আর স্পেস+ইন্ডেন্টেশান এর যে চাপটার কথা বলছ সেটা পাইথনেও মারাত্মক।
Arpan | ০৫ জুন ২০০৯ ১০:৫৬ | 122.252.231.12
দুনিয়ার ৭৫% কোড এখনো কোবলেই চলে। ঃ)
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৫৫ | 61.95.144.123
ন্যাড়াদা - ওটা তো অপশনাল, না করলেই হয়।
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
সিপ্লাসপ্লাসও তখন সেভাবে চালু হয়নি (এখানে কলেজ টলেজে)। কিন্তু ওটা ততদিনে বাইরে, সম্ভবত আইআইটিতেও ব্যবহার হত। আমাদের ফাইনাল ইয়ারে একটা টিম প্রোজেক্ট করেছিলো সিপ্লাসপ্লাসে - ওই প্রথম।
Arpan | ০৫ জুন ২০০৯ ১০:৫৪ | 122.252.231.12
রিডেবিলিটি। ঃ-)
nyara | ০৫ জুন ২০০৯ ১০:৫৪ | 64.105.168.210
আবার এটও বেশ বাজেঃ c = c == 1 ? c : 0;
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৫১ | 61.95.144.123
১৯৯৪-তে তুমি ঠিকঠাক IDE পাবে কোথায়? কিন্তু তাবলে কি আমার সি বাজে লাগে না সিপিপি? সেও তো vi-তে করেছি। তখন ইন্টেলিজে বা ইকলিপ্স বা টেক্সটপ্যাড - কিস্যু ছিলো না।
IF A IS EQUAL TO 5 THEN DO SOMETHING - এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ মাত্রেই বাজে। এটা কোড না উপন্যাস?
Arpan | ০৫ জুন ২০০৯ ১০:৪৯ | 122.252.231.12
কারণ তুমি মেনফ্রেমের লোক নও। আর আমাকে এই করেই খেতে হয়।
Arpan | ০৫ জুন ২০০৯ ১০:৪৮ | 122.252.231.12
আব্বে, টার্বো দেখিনি, ডসে এখনো খুচখাচ জিনিস করি।
কিন্তু কথা হল, ঠিকঠাক IDE না থাকলে তো সবকিছুই বাজে লাগবে।
আর এখন তো oocobol বেরিয়ে গেছে।
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৪৭ | 61.95.144.123
আমি এই ISPF-এর নাম প্রথম শুনলুম। সিরিয়াসলি।
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৪৬ | 61.95.144.123
ইনফ্যাক্ট এই ওয়ার্ড ২০০৭-এও ছবি আঁটা নিয়ে বেশ মেহন্নত হচ্ছে। কমপ্যাটিবিলিটি মোডে তো হচ্ছেই না (আরেকজনকে ডেকে দেখালুম - সেও পারলো না) - ২০০৭ মোডে হচ্ছে। এদিকে আগের ভার্সনে দিব্যি হত - হ্যাঁ ওই স্পেস নিয়ে প্রবলেম ছিলোই, কিন্তু এঁটে যেত।
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৪৪ | 61.95.144.123
ধুর মাইরি - ১৯৯৪-এ নোটপ্যাডও দেখি নাই। অপ্পন মনে হয় কখনো ডস এবং টার্বো এডিটর দেখেনি।
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৪৩ | 61.95.144.123
না - ইনসার্ট টিওসি এবং তাপ্পর F9 (পরে) করে আম্মো করেছি। কিন্তু আমি বলছি ১৯৯৭-এর কথা, আর বড়সড় ডকুমেন্টের কথা যার কোনো টেমপ্লেট ছিলো না। ছবি ঢোকানো আজও বড় প্রবলেম - পেজ ফরম্যাট ঘেঁটে যায় - আগে পরে বেশি ফাঁকা স্পেস চলে আসে - সেসব এড়ানোর জন্যে অনেক মেহন্নত লাগে - আর তাতেই ওই অটোম্যাটিক টিওসি নিয়ে প্রবলেম হয় - এ শুধু আমার কথা নয়।
Arpan | ০৫ জুন ২০০৯ ১০:৪১ | 122.252.231.12
ISPF Editor-এ কোন স্পেস টিপতে হয় না। শখের প্রোগ্রামাররাই নোটপ্যাডে কোবল প্রোগ্রাম লেখে। ঃ-)
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৪১ | 61.95.144.123
আর তখন ফিন্সি এডিটর ছিলো না। ওই টার্বো গোছের জিনিসে লিখতে হত - সেখানে অটো-ইন্ডেন্টও হত না, ট্যাব দিলে সেটাও নিত না।
Arpan | ০৫ জুন ২০০৯ ১০:৪০ | 122.252.231.12
তবে অজ্জিতের তো কিছু বদ্ধমূল ধারণা আছে। যেমন এখনো হয়ত মনেপ্রাণে বিশ্বাস করে যে ওয়ার্ডের TOC সত্যিই হাতে লিখে বানাতে হয়। ;-)
dipu | ০৫ জুন ২০০৯ ১০:৪০ | 207.179.11.216
সোয়াম সিরিজ?
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৪০ | 61.95.144.123
বা রে - আটবার স্পেস টিপে শুরু করতে হবে যে? সেটা সাত হলে এরর। এর পরেরটাও বারো ছিলো। আমি সিওর - কারণ ওই স্পেস টিপে টিপে যেতে হত, আর প্রায়ই ভুল হত - আর সবাই হাহাকার করতো।
Arpan | ০৫ জুন ২০০৯ ১০:৩৭ | 122.252.231.12
ল্লে পচা। ব্যপারটা এইরকমঃ
- Columns 1-6 and 73-80 optional and rarely used today - Column 7 for continuation, comment, starting new page - Columns 8-72 for COBOL program statements
মোট কথা ৮-৭২-এর মধ্যে যেখানে যা খুশি লেখা যায়। আর ISPF Editor-এ ৭ থেকে ৭২-এর বাইরে কিছু লিখতে দেয় না।
তার মানে এই হল কি যে স্পেস গুনে গুনে সবকিছু লেখ!
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:৩৪ | 61.95.144.123
আচ্ছা এই কম্পু ভাষা শেখার এক ধাঁচের বই প্রচুর লোক ইউজ করতো - পাস্কাল, সি - সবেরই ছিলো - সবুজ রঙের বড় সাইজের বেশ মোটা বই। কি একটা সিরিজ যেন। সি-এরটা একজনের কাছে দেখে অখাইদ্য লেগেছিলো - কিন্তু প্রচুর এগজাম্পল ছিলো - প্লাসপয়েন্ট ওইটেই।
dri | ০৫ জুন ২০০৯ ১০:৩৩ | 117.194.226.17
রঞ্জনদাঃ pothique অ্যাট জিমেল ডট কম।
জনগণঃ স্টক মার্কেট নিয়ে কি বলি বলুন তো? ব্যাপারটা আমার দুর্দান্ত মারকাটারি কিছু ইন্টারেস্টিং লাগে না। এমনিতে ছোট করে বলা যেতে পারে একটি পার্পেচুয়াল বিকিকিনির হাট। অত্যন্ত লিকুইড। যেমনি ভাববেন বেচব, ওমনি বেচে দিতে পারেন। কিনবেন ভাবলেও তাই। ইন্টারনেট এসে যাওয়ার পর ব্যাপারটা এতই সহজ হয়ে গেছে যে আপনার আমার মত একজন ইন্ডিভিজুয়ালও কম্পুর সামনে বসে সারাদিন ডে ট্রেডিং করতে পারে। আগে যেমন স্টক কিনতে গেলে আপনার এজেন্টকে ফোন করবেন, তিনি আপনার হয়ে স্টক কিনবেন। কম্পিউটারাইজ্ড হয়ে যাবার পর ডে ট্রেডিং অনেক বেড়েছে। তাই যত দিন যাচ্ছে, স্টকের ফান্ডামেন্টাল বুঝে স্টক কেনার প্রবণতা কমেছে। অনেক ডে ট্রেডাররাই গাট ফিলিংএর ভিত্তিতে কেনাবেচা করেন। অতয়েব এখন গেমটা গিয়ে দাঁড়িয়েছে এই গাট ফিলিংটা কিকরে ম্যানিপুলেট করা যায়। গণগাটফিলিং ম্যানিপুলেট করার সবচেয়ে এফেক্টিভ টুল মিডিয়া। তবে স্টক মার্কেট সাধারণ স্টক কেনা ছাড়াও আরো নানারকম গ্যামব্লিংএর ব্যাবস্থা আছে। শর্ট করা যায়। নানা রকম বেট নেওয়া যায়। যেমন, ৯১১ এর আগে স্টক মার্কেটে গুজব ছড়িয়েছিল যে টুইন টাওয়ারে অ্যাটাক হবে। তখন টুইন টাওয়ারে বসে স্টক ব্রোকার মার্কেটে বেট ধরেছিল যে টুইন টাওয়ার ভেঙ্গে পড়বে। ভাবুন একবার! নিজের মৃত্যুর বেট আপনি নিজে ধরছেন। এইসব জায়গায় গিয়ে স্টক মার্কেট ইন্টারেস্টিং হতে শুরু করে। অনেকটা ক্যাসিনোর মত। তবে আমি এইসব ভালো বুঝিনা। শুনেছি কমোডিটি মার্কেট বেসিকালি রিগ্ড হয়। কমোডিটি, অর্থাৎ তেল, সোনা, রূপা, তামা, এগ্রিকালচারাল প্রোডাক্টস, এগুলোর সব ফিউচারস মার্কেট থাকে। এগুলোই এইসব জিনিষের দাম নির্ধারন করে। এবং ব্যাপারটা পুরো রিগ্ড। এই জে পি মরগ্যান আর গোল্ডম্যান স্যাকসের কিছু লোক এগুলো ডিটারমিন করে। এর সাথে ডিম্যান্ড সাপ্লাইয়ের কোন যোগ নেই।
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:২৬ | 61.95.144.123
তবে পরের দিকের কম্পাইলারগুলো অ্যাডভান্সড হতেও পারে - জানি না। আমি শেষ কোবল লিখেছি ১৯৯৪-এ। আর পরে একবার আরসিসিতে ক্লাস করাতে হয়েছিলো। সবই তোমাদের যদুপুরের মোহিতবাবু আর ডিজিডির বই থেকে।
Samik | ০৫ জুন ২০০৯ ১০:২৫ | 122.162.236.53
জীবনে কত চাপ! আমার তো কোবোল শুনলেই সেই কোবলজিৎকে মনে পড়ে যায়। বল্লে বল্লে!!
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:২২ | 61.95.144.123
তোমার মুণ্ডু। আট স্পেস, বারো স্পেস এরকম ভাবে বাদ দিয়ে ডিভিশন শুরু করতে হত। মানে প্রতি লাইনেই ওই স্পেস বাদ দিতে হত।
Arpan | ০৫ জুন ২০০৯ ১০:১৮ | 122.252.231.12
ধুর বাজে কথা। গুনে গুনে মোটেও স্পেস দিয়ে লিখতে হয় না। শুরু আর শেষটা একটা রেঞ্জের মধ্যে করতে হয়।
Arijit | ০৫ জুন ২০০৯ ১০:০৮ | 61.95.144.123
আর ওই ইংলিশে লেখা প্রোগ্রাম - মানে ওই কোবল আর কি - তাকে আমরা বলতুম কোবলের ছোবল - গুণে গুণে স্পেস দিয়ে লিখতে হত - একটা স্পেস কম হলেই হাজার খানেক এরর। টিসিএসে এক ক্লায়েন্ট ইন্টারভিউ নিতে গিয়ে জিগ্গেস করেছিলো - তোমার তো বয়স বেশি নয় - কোবল কি করে শিখলেঃ-)
ফোর্থ ইয়ারের ডিজার্টেশন লিখেছিলুম উইন্ডোজ রাইট দিয়ে - ফরম্যাটিং এক বিভীষিকা - পেইন্টব্রাশ-এ ছবি এঁকে সেগুলো জোড়াও তাই। যদুপুরে পড়ার সময় বাড়িতে কম্পু ছিলো - 486DX2, সেও ওই উইন্ডোজ 3.11 - সেখেনে আমি বসে বসে ফক্সপ্রো, সি-এর কি একখান কম্পাইলার - এসব লাগিয়েছিলুম। বাড়ির সব বইগুনোর জন্যে একখান ক্যাটালগও বানিয়েছিলুম - তাতে কেউ বই নিলে সেসব এϾট্রও করা যেত - ওই ফক্সপ্রো দিয়ে - নিজেনিজেই। আর ছিলো ওয়ার্ডপারফেক্ট আর ওয়ার্ড। মাস্টার্সের থীসিস লিখেছিলুম ওয়ার্ডে - আর গোটা টেবিল অব কনটেন্ট হাতে লিখতে হয়েছিলো...
আমাদের মাস্টার্স কোর্সের মধ্যে ল্যাবওয়ার্ক ছিলো না। ফাইনাল সেমে থিসিসের সময় ল্যাবওয়ার্ক করতুম পিকেডির ল্যাবে - তখন আরেকটা ভাষা শিখলুম occam বলে। খুব ছুইট ল্যাঙ্গুয়েজ - সিনট্যাক্সে পাস্কালের সাথে মিল আছে, আর সিকোয়েনশিয়াল/প্যারালাল কোড লেখা যায়।
Arijit | ০৫ জুন ২০০৯ ০৯:৫৬ | 61.95.144.123
আমি প্রথম কম্পু ছুঁয়েছিলুম ইস্কুলে - একদিন কম্পু রুমে ঢুকে দেখি লাল লাল টিভির মতন বাক্স রয়েছে, সামনে কীবোর্ড। দিদি তখন বিই কলেজে - ওখানে কম্প সায়েন্সের সেকেন ব্যাচ - তো বস্তুটা কি সেটা জানা ছিলো, কিন্তু কি করে কি করে সে সব জানা ছিলো না। দিদি বাড়িতে পাঞ্চড কার্ড নিয়ে আসতো - আমি সেগুলো কেটেকুটে নানা রকম খেলা বানাতুম। তো ইস্কুলের কম্পু রুমে ঢুকে কিছুক্ষণ কীবোর্ড নিয়ে ঘাঁটাঘাঁটি করলুম - স্ক্রীণে কি সব ছবি ছিলো - আপ-ডাউন কী-গুলো টেপাটেপি করতে ছবিতে আরো অনেক লাইন যোগ হতে শুরু করলো বলে ভয়ে পালিয়ে গেলুম।
তার পর বুঝে শুনে হাত দিয়েছি ফার্স্ট ইয়ারে। ডস প্রম্পটে টার্বো পাস্কাল চালানো হত। আরো পরে ইউনিক্স - ওই ইয়ারেই - একখান HPUX সার্ভারের সাথে খান পনেরো ডাম্ব টার্মিনাল লাগানো ছিলো - তাতে vi ব্যাভার করে লিখতে হত - যোগ/বিয়োগ, রাইট অ্যাঙ্গলড ট্রায়াঙ্গলের হাইপটেনিউজ বের করা ইত্যাদি...ওই শুরু, আজও শেষ হল নাঃ-(
ওই ফার্স্ট ইয়ারেই ডস, এবং ডেল্টা করে ইউনিক্স (বল্লে বিশ্বাস করবে না - তখন আমি ইউনিক্স আর viকে গাল দিতুম - কারণটা অবশ্য ওই ডাম্ব টার্মিনালে খান পনেরো অক্ষর টাইপ করা অবধি ওটা ডাম্বই থাকতো - তাপ্পর হুড়হুড়িয়ে সব এসে যেত), তাপ্পর ফোর্থ ইয়ারে ইমপ্যাক্ট ল্যাব তৈরী হল - সেখেনে ডস প্রম্পটে উইন টাইপিয়ে উইন্ডোজ 3.1ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন