এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ৩০ মে ২০০৯ ২৩:১৩ | 71.62.2.93
  • কাল যা একখান ঝালঝাল এঁচোড় রান্না কল্লাম না! কিকরে করলাম কেজানে!
  • Tim | ৩০ মে ২০০৯ ২৩:১০ | 71.62.2.93
  • সবাই ঘুমেদ্দেশে কই? আমি তো কখন উঠে পড়েছি।
  • sayan | ৩০ মে ২০০৯ ২৩:১০ | 115.108.25.26
  • দীপু জেগে? বিষ্টিতে ভিজলি?
  • dipu | ৩০ মে ২০০৯ ২৩:০৬ | 121.243.161.234
  • কে ঘুমোলো?
  • sayan | ৩০ মে ২০০৯ ২৩:০৩ | 115.108.25.26
  • বাইনারি দা কি কাছেপিঠে আছো? একবার sayantan ডট de জিমেল এ সাড়া দেবে?
  • sayan | ৩০ মে ২০০৯ ২৩:০১ | 115.108.25.26
  • সব ঘুমের দেশে, আর আমি এখনও লড়ে চলেছি স্মার্নফের পেয়ালা হাতে নিয়ে!
    ছোঃ।
  • arjo | ৩০ মে ২০০৯ ১৯:৩০ | 24.42.203.194
  • আরে ত্তারা র‌্যাটাস তো ফুল মুডে।
  • sayan | ৩০ মে ২০০৯ ১৯:০১ | 115.108.25.26
  • না না সব শিখে গেছি। তবে রতাসদা ছড়া লিখলে একক্রেট বাডওয়াইজার।
  • dipu | ৩০ মে ২০০৯ ১৮:২৬ | 121.243.161.234
  • খুব সুবিধে হবে! পোচ্ছুর, পোচ্চুর থ্যাঙ্কু ঃ-)

    আমি অনেক সার্চ-টার্চ করে ঐ iso ফাইলটা ছাড়া আর কিচ্ছু খুঁজে পাইনি ঃ-(
  • Somnath | ৩০ মে ২০০৯ ১৮:২০ | 117.194.193.226
  • দীপু, এইটে দিয়ে কিছু সুবিধে হোবে?
    http://www.nowtorrents.com/torrents/stanno-tutti-bene.html

    নিচের দিকের সোর্সগুলো জালি নয় বলেই মনে হল। যেমন torrentz, এ গিয়ে মিনিনোভাতে দেখলাম গোটা তিনেক সীড আছে।

    গুগুল এ সিনেমার নাম দিয়ে তার পরে টরেন্ট লিখে খুঁজলে ভালো রেজাল্ট দেয়।
  • dipu | ৩০ মে ২০০৯ ১৮:১৫ | 121.243.161.234
  • আমার বই পত্তে, সিনিমা দেখতে, টিভি দেখতে এমনকি নড়াচড়া কত্তেও ইচ্ছে কচ্ছে না। কি যে হবে ঃ-(
  • Arpan | ৩০ মে ২০০৯ ১৮:০৭ | 122.252.231.12
  • হ্যা হ্যা রতন্দা, একটা ছড়া লিখে সান্দাকে শিখিয়ে দাও সব। ব্যাটা খালি ডায়েটিং করে আর সবকিছু ভুলে যায়।
  • Arpan | ৩০ মে ২০০৯ ১৮:০৫ | 122.252.231.12
  • অরিজিতের কী ভাইগ্য। শনিবারে দুপুরে গল্পের বই নিয়ে লম্বা হয়। আমাকে হয় ড্রাইভারের চাকরি কত্তে হয়, না হলে বাড়ি থাকলে বলবয়ের। ঃ((
  • Arpan | ৩০ মে ২০০৯ ১৮:০৪ | 122.252.231.12
  • সোংবারে আমার মান্থএন্ড রিপোট বানাতে হবে ভেবেই গত হপ্তা থেকেই লম্বা লম্বা হাই উঠছে!
  • intellidiot | ৩০ মে ২০০৯ ১৭:৫৬ | 59.164.2.131
  • তা এই কথাটা আগে বলতে পারনি? (চোখ পাকিয়ে বল্লুম)
  • dipu | ৩০ মে ২০০৯ ১৭:৫৩ | 121.243.161.234
  • আমায় বল্লে আমি ভরে দিতাম, সুদুসুদু কষ্ট করলে
  • intellidiot | ৩০ মে ২০০৯ ১৭:৫০ | 59.164.2.131
  • আমার ফর্ম ভরা শেষ। উল্লাস ঃ-)
  • dipu | ৩০ মে ২০০৯ ১৭:৪৫ | 121.243.161.234
  • দুক্ক কোরো না। আপিস থেকে বেইরে এট্টা এগরোল পেঁদিয়ে দাও।
  • Arijit | ৩০ মে ২০০৯ ১৭:৩৬ | 61.95.144.123
  • তাও আপিসে বসে বসে। কোথায় দুপুরে খেয়ে দেয়ে একটা বই নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো...তা না - আপিসে শয়তানের সাম্রাজ্যে ঘোরাফেরা করছি।
  • dipu | ৩০ মে ২০০৯ ১৭:৩২ | 121.243.161.234
  • কত্তটা উইকেন্ড শেষ হয়ে গেল ঃ-(
  • intellidiot | ৩০ মে ২০০৯ ১৫:১৫ | 59.164.2.131
  • আমার চোয়াল টনটন করছে হাই তুলে তুলে। আয়োডেক্স লাগাতে হবে মনে হচ্ছে ঃ-(
  • dipu | ৩০ মে ২০০৯ ১৪:৫৫ | 121.243.161.234
  • আমার তো এমনি এমনিই সারাদিন হাই ওঠে .........
  • intellidiot | ৩০ মে ২০০৯ ১৪:৩৮ | 59.164.2.131
  • অ্যাপ্রেইজাল ফর্ম সাবমিট করার আজই শেষ দিন। আমি আজ-কাল করে করে দিন পনেরো ঝুলিয়ে এখন দেখছি কত্ত বড় ফর্ম... কত শত ফিল্ড... কত্ত ঝুট লিখতে হবে। ভেবেই প্রচুর হাই উঠছে ঃ-(
  • RATssss | ৩০ মে ২০০৯ ১৪:৩৪ | 24.24.228.247
  • আই-ই ৮-এ নতুন কলের পাতা সাদা আসছে, কিছুই হতেছে না -- মামু কি জানে?
  • RATssss | ৩০ মে ২০০৯ ১৪:৩১ | 24.24.228.247
  • সায়ন্দাকে সবকিছু এক্কেবারে পট্ট করে বলতে হবে.... বাব্বা.... পারিনা....

    (ঋতুদা ইস্টাইল... সায়ন্দাটাযে কবে শিখবি...)
  • sayan | ৩০ মে ২০০৯ ১৪:২৮ | 115.108.25.26
  • অপ্পন্দা কি এখান থেকে পাতাতাড়ি গুটিয়ে বাফেলো চললে নাকি?
  • d | ৩০ মে ২০০৯ ১৩:৫৮ | 144.160.5.25
  • ইমি্‌প্‌লমেন্টেশান সর্বদাই শুক্রবার রাতে হয়। প্রতি ২ মাস অন্তর। জুনে আবার আসছে। সে আপদ তো আছেই। কিন্তু নিজের কাজ বাকী পড়ে থাকলেও আমিও সাধারণতঃ সপ্তাহান্তে আসি না। বিভিন্ন মিটিনে সপ্তাহান্তে না আসার স্বপক্ষে জোরালো সওয়ালও করি এই বলে যে কোংএর খরচ অনেক বেশী হয় সপ্তাহান্তে আসলে :-D

    ভোটের ছুটির পরিবর্ত শনিবারে আমি একটা সি এল নিয়ে নিয়েছিলাম।

    কিন্তু এখন একটা প্রতিবেশী প্রো-এর ম্যা ছুটিতে গেছে। তো, তার মাসান্তের কাজগুলো'ও আমার ঘাড়ে চেপেছে। ফলে আসতেই হল। ঃ(
  • Arpan | ৩০ মে ২০০৯ ১৩:২৬ | 122.252.231.12
  • না সেক্ষেত্রে তো আসতেই হবে। ক'দিন আগে ইলেকশনের দিন ছুটি থাকাতেই তো শনিবার সবাইঅকে আসতে হল।

    অফিসিয়াল মেল না থাকলেও অনেক সময়ই আসতে হয়। কাজ বাকি পড়ে থাকলে। বা উইকেন্ডে ইমপ্লিমেন্টেশন থাকলে। সেইগুলি আজকাল যত পারি কাটিয়ে দেবার চেষ্টা করি।
  • Arijit | ৩০ মে ২০০৯ ১২:৫৩ | 61.95.144.123
  • আমাদের অফিসিয়াল মেল এসেছিলো - ঝড়ের দিন আপিস বন্ধ করে দেওয়া হয়েছিলো, তাপ্পর দুদিন অবরোধের জেরে লোকজন দুপুরের আগে ঢুকতে পারেনি - তাই...
  • Arpan | ৩০ মে ২০০৯ ১২:৫০ | 122.252.231.12
  • আমি শত কাজ থাকলেও আজকাল আর আসি না। ধুত্তোরি। সোং-মঙ্গল এমনিতেও বারো ঘন্টার কম সোসন চলে না।
  • d | ৩০ মে ২০০৯ ১২:৪৮ | 144.160.5.25
  • আম্মো এই ১২টা নাগাদ আপিসে এলাম। ৪টে নাগাদ কাটব। কিন্তু শনিবারে আসাটাই এক মহা মহা সোসন
  • sayan | ৩০ মে ২০০৯ ১১:০৮ | 115.108.25.26
  • আম্মো আছি।
  • Arijit | ৩০ মে ২০০৯ ১১:০৭ | 61.95.144.123
  • হায় - ইউনিতে কি সুখেই ছিলুম, আর এখন? আমি জেবনে এমন ফ্লিপ-ফ্লপিং ক্লায়েন্ট দেখি নি। শালা!
  • Arpan | ৩০ মে ২০০৯ ১১:০৫ | 122.252.231.12
  • রত্‌নারো "পরিবর্তন' হইসে। ঃ-)
  • Arpan | ৩০ মে ২০০৯ ১১:০৪ | 122.252.231.12
  • আছি আছি। তবে বাড়ি থেকে।
  • Arijit | ৩০ মে ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • আমার আজ আপিস। কেউ কি আছো?
  • Samik | ৩০ মে ২০০৯ ১০:২৭ | 122.162.236.101
  • রত্নার হল্য কী? রত্না তো আজ বিশ্ব-ছড়াকার হয়ে গ্যাসে গিয়া!
  • RATssss | ৩০ মে ২০০৯ ০৩:৪৬ | 63.192.82.30
  • কুটকুট খুটখাট
    ইন্দুরে কাটে ছড়া,
    শুক্কুরের সন্ধ্যেতে
    সক্কলে পাড়াছারা।
    সন্ধ্যেতে আজ তাই
    নিশ্চুপ দ্বন্ধ
    বেচারা ইদুর আভি
    আঁধারে বন্ধ।
  • m | ৩০ মে ২০০৯ ০৩:৪১ | 173.26.17.106
  • ইন্দু র নতুন দাঁত তো, সুড়সুড় কচ্ছে;)
  • intellidiot | ৩০ মে ২০০৯ ০৩:১৫ | 59.164.2.89
  • ওরেব্বাবা, ইন্দুরে কত ছড়া কাটছে ঃ-)
  • RATssss | ৩০ মে ২০০৯ ০৩:১৩ | 63.192.82.30
  • কলকেতা - সে তো অনেক দুর,
    পুজোর কদিন থাকতে সেথায়
    থাকতে পারেন ববি মুর!
    এবার যদি অন্য কারো
    ভাতের খোঁজে যেতেই হবে,
    যাবই যখন
    যাবার কথা বলতে গিয়ে
    ফেরার দুঃখ পেতেই হবে।
  • RATssss | ৩০ মে ২০০৯ ০৩:০৮ | 63.192.82.30
  • মামীর গাছে চিল বসে না

    সকাল সাঁঝে
    কোয়েল সাথে,
    গল্প করে
    কুমির ছানা,
    ঠাণ্ডা হাওয়া
    গরম তুন,
    চাক্কা জ্যাম
    গভীর ঘুম।
    তামাক পোড়া,
    লম্বা দেড়ো
    সাঁওতালি সাজ,
    সবার সাথে
    গীটার হাতে
    করছে কাজ।
    গাইছে গান
    ছন্দহীনা,
    মনের মাঝে
    মিঠে কথা
    শুনছে কি না!
    মধ্য প্রেম
    হাওয়ায় ভাসে
    বিত্ত আজি
    কেবল হাসে
  • m | ৩০ মে ২০০৯ ০৩:০৪ | 173.26.17.106
  • কোলকাতায় তো যাচ্ছো,আমার নাম করে যা যা ভালোমন্দ ইচ্ছে হয় খেয়ে নিওঃ)
  • RATssss | ৩০ মে ২০০৯ ০২:৪২ | 63.192.82.30
  • মামী, দুচারটে প্রাপ্তিযোগ না হলে কি আগে বাড়া যায়? ;-)

    চারানি বা আটানি... ক্যাশ না হলে কাইন্ড
    মন না থাকলেও করতে পারি মাইন্ড।
  • RATssss | ৩০ মে ২০০৯ ০২:৩৬ | 63.192.82.30
  • স্যান স্যানিনি - সুপুরি দিলে আর খাবো নি

    মারব ঘুঁসি
    জমিয়ে দেব
    তোদের পাড়া,
    ভাঙব শুধু
    ভাবছে যারা
    লক্ষ্মীছাড়া,
    আর যারা
    পাল্টে দেয়
    বানান শুধু,
    নতুন কথা
    ছন্দ আবার
    মিথ্যে সেথা।
    যেমন তেমন
    ছবির কথা
    ভাবলে পরে
    ঘুম আসেনা,
    গেলাস হাতে
    দস্যি মেয়ে
    গল্প করে
    চাঁদের সাথে,
    কথা বলে
    সবুজ রঙে
    যাবার পথে,
    সখের পালা
    যাত্রা শুনি,
    তা বলে কি
    আজকে প্রাতে
    প্রেম দিবুনি
  • m | ৩০ মে ২০০৯ ০২:১৬ | 173.26.17.106
  • ইন্দু,
    বাঃ,আগে বাড়োঃ))))))
  • RATssss | ৩০ মে ২০০৯ ০২:০৮ | 63.192.82.30
  • দমদি কি হাসতে পারে?
    গল্প বলে
    কান্না আনে,
    মনের মাঝে
    অভিমানে,
    জড়িয়ে থাকে
    বমকে দিয়ে -
    চমকে গিয়ে
    চোখ রাঙায়।
    হাসতে তাকে
    কেউ দেখেনি,
    তা বলে কি
    রামের ক্লাসে
    কভু হাসেনি
    হাসতে মানা
    গরুর ছানা?
    তবু আছে ,
    পিঠের মাঝে,
    মিষ্টি পাখা।
    উড়তে পারে
    প্রজাপতি,
    রঙ ধরিয়ে
    হাসতে পারে
    কেবল রাঙা
    খাবার থালায়।
  • RATssss | ৩০ মে ২০০৯ ০১:৫৫ | 63.192.82.30
  • বেথে কি কেবল নিজেকে খোঁজে?
    নাম পাল্টায়
    সকাল সাঁঝে,
    ধাম পাল্টায়
    কপট রাগে।
    মনের মাঝে
    কুতুর কথা,
    অল্পে কভু
    রাগ কমেনি,
    ছোট্ট সোনা
    ঘুমোয় খাটে,
    পুরোনো পাড়া
    জড়িয়ে থাকে।
    নেংটুপুটু
    থাকবে শুধু
    জড়িয়ে গলা,
    বাঁশি বাজায়
    স্কাইপি খুলে
    গানওয়ালা।
  • Samik | ৩০ মে ২০০৯ ০১:৩৬ | 122.162.236.101
  • আমার্নামে? আমার্নামে?
  • RATssss | ৩০ মে ২০০৯ ০১:৩৪ | 63.192.82.30
  • অভ্যু কি কভু বকতে পারে?
    কালো রাতে,
    চাঁদ কাস্তে,
    গল্প বলে
    তারা হাসে,
    মিছি মিছি
    তাকিয়ে থাকে,
    পাড়া কাঁপে
    গানের তোড়ে,
    হোক না সে
    অচেনা গান,
    অজানা লোক,
    পুরোনো সুর
    বাসতে ভাল,
    যেতে সে পারে
    অনেক দুর।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত