এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ২৯ মে ২০০৯ ১৫:৩৯ | 207.179.11.216
  • ঃ-)
  • Samik | ২৯ মে ২০০৯ ১৫:৩০ | 115.241.133.188
  • ঃ-)
  • Blank | ২৯ মে ২০০৯ ১৫:২৮ | 170.153.65.102
  • শচী কে শচীন শুনেছে!!!
  • Arpan | ২৯ মে ২০০৯ ১৫:২৭ | 65.194.243.232
  • হ্যাঁ। তবে ডিপেন্ড করে।

    কম্প্যাটিবিলিটি ইস্যুজ আসে বেশি ছবি টেবল চার্ট এইসবের জন্য। যেগুলো ২০০৭-এ আসে কিন্তু ২০০৩-এ আসে না। এখন ধর তুমি ২০০৩ ফর্ম্যাটে সেভ করলে ওই কম্প্যাটিবিলিটি ইস্যুজগুলি ইগনোর করে। এইবার সেম ডকুমেন্টের চার্ট অবজেক্ট অফিস ২০০৩ দিয়ে খুললে তুমি পিকচার হিসেবে দেখবে। কিন্তু ২০০৭ দিয়ে খুললে তুমি চার্ট হিসেবে দেখবে আর এডিটও করতে পারবে।
  • Samik | ২৯ মে ২০০৯ ১৫:২৬ | 115.241.133.188
  • (নুকিয়ে ... ডেটা কার্ড দিয়ে)

    টরেন্ট বলতে মনে পল্লো, সেদিন টরেন্ট দিয়ে নিমন্ত্রণ সিনেমাটা নামালাম, তরুণ মজুমদারের। তা পুরো সিনেমায় ডায়ালগগুলো নিচে ইংরেজিতে লিখে দিচ্ছে।

    এক জায়গায় আছে বৈরাগী বাউল সকাল বেলায় গান গাইতে গাইতে গ্রাম ঘুরছে, প্রভাত সময় কালে শচীর আঙিনার মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে। ট্র্যানস্লেটর বোধ হয় গৌরকে গরু শুনেছিলেন। নিচে ট্র্যানস্লেশন দিচ্ছেঃ

    in the morning time, on Sachin's playground, whose cows are dancing?

    ঃ-)
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৫:১৭ | 61.95.144.123
  • তাই করলুম। তাতেও ওই কম্প্যাটিবিলিটি ইস্যু আসবে?
  • Arpan | ২৯ মে ২০০৯ ১৫:১৬ | 65.194.243.232
  • ২০০৭-এ ডিফল্ট সেটিং চেঞ্জ করা যায়। একবার বলে দিলে সেই ফর্ম্যাটেই ডিফল্ট সেভ করবে।
  • Blank | ২৯ মে ২০০৯ ১৫:১৪ | 170.153.65.102
  • ২০০৮ টা শুধু ম্যাকের জন্যি
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৫:০৯ | 61.95.144.123
  • অপশনসে গিয়ে সেভ ফরম্যাটে অফিস ৯৯-২০০৩ বলে দিলুম - তাতেও এরকম হবে? ২০০৭-এ তো docx ফরম্যাটে সেভ করে - ডিফল্ট।
  • Arpan | ২৯ মে ২০০৯ ১৫:০৫ | 65.194.243.232
  • সেভ হবে। কিন্তু কিছু জিনিস ২০০৩-এ খুলে এডিট করে যাবে না। সেভ করার সময় "কম্প্যাটিবিলিটি ইস্যুজ' বলে দেখাবে।

    বুনু, ২০০৮-এ নতুন কী কী দিয়েছে? আমার কাছে ২০০৭ আছে।
  • Blank | ২৯ মে ২০০৯ ১৫:০২ | 170.153.65.102
  • হ্যাঁ সব হবে
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৪:৫৪ | 61.95.144.123
  • টরেন্টটা মেল করে দাও। ওটা দিয়ে ২০০৩ ফরম্যাটে সেভ হবে তো?
  • Blank | ২৯ মে ২০০৯ ১৪:৫২ | 170.153.65.102
  • আপিস ২০০৮ আমার কাছে আছে। তুমিও নামাতে পারো টরেন্ট থেকে
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৪:৫১ | 61.95.144.123
  • তবে একটু স্লো। আমার ল্যাপিটা আবার ১ জিবি র‌্যাম - একটু ঝোলাচ্ছে।
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৪:৫০ | 61.95.144.123
  • পাবো কোথায়? এটা তো আপিসের একজন দিলো - ক্র্যাকড কপি।
  • Blank | ২৯ মে ২০০৯ ১৪:৪০ | 170.153.65.102
  • আপিস ২০০৭ দেখতে বেশ ভালো। কিছু জিনিস ভালো করেছে। তবে মেনুটা পাল্টে গেছে বলে অসুবিধে হয়।
    অজ্জিত দা তো ল্যাপিতে আপিস ২০০৮ লাগাতে পারো, যদি আপিস লাগাতে চাও। আপিস ২০০৮ টা খুব ই ভালো
  • intellidiot | ২৯ মে ২০০৯ ১৪:৩৭ | 220.225.245.130
  • বস্‌এর খবরটা জানি। ব্যবহার করিনি। উবুন্টুর বাংলা সাপোর্টও বেশ ভাল।
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৪:১৯ | 61.95.144.123
  • http://www.ankur.org.bd/wiki/Home - এতে আপডেট আছে।

    আর সিড্যাক একটা নতুন বের করেছে - ভারত অপারেটিং সিস্টেম সল্যুশনস (ওরফে BOSS) - ওতে বাংলাসহ অনেক ইন্ডিক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আছে।
  • intellidiot | ২৯ মে ২০০৯ ১৪:১৬ | 220.225.245.130
  • **শুরু
  • intellidiot | ২৯ মে ২০০৯ ১৪:১৫ | 220.225.245.130
  • আচ্ছা অঙ্কুর নামে একটা বাংলা লিনাক্স প্রজেক্ট সুরু হয়েছিল না? তারপর কি হোল কারো কিছু জানা আছে? ওদের সাইটে '০৫ এর পরে কোন আপডেট দেখিনি বোধয়।
  • intellidiot | ২৯ মে ২০০৯ ১৪:০৯ | 220.225.245.130
  • আপিস '০৭ টা খুব জবর্জাং টাইপের। আমার তো খুব একটা পছন্দ নয়।
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৩:৫৬ | 61.95.144.123
  • লোকজন বলছে অফিস ২০০৭ নাকি ভালো - লোড করে দেখি।
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:৫২ | 69.236.168.66
  • আনন্দবাজারের শুধু নিউজ টাইট্‌ল পড়ে বোঝা মুশকিল, আজকের ওয়েব সাইটে প্রথম পাতার প্রথম নিউজ আইটেমের হেডলাইন হল -- "জমিতে রাশ টেনে জমি উদ্ধারের চেষ্টায় বুদ্ধ' --- এর মানে কি? টাগ-অফ-ওয়ার জাতীয় কিছু?
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:৪৭ | 69.236.168.66
  • কথা হল, ব্লক্‌ড সাইট খুলল কি করে? নেটওয়ার্ক সিকিউরিটির লোকেরও কেস খাওয়া উচিত।
  • Samik | ২৯ মে ২০০৯ ১২:৪৬ | 122.162.236.167
  • না, ডিসেব্‌ল বোধ হয় করা নেই। প্রথমবারে তো আমি নিজের পাসওয়ার্ডই সেট করেছিলাম। কাউকে জিজ্ঞেস করে নিয়ে।
  • d | ২৯ মে ২০০৯ ১২:৪৫ | 144.160.5.25
  • আমার ভাই বেশ ধেড়ে বয়স পর্যন্ত আমাকে "আব্বাঅ' বলত। কেন কে জানে! আমার বন্ধুরা যতদিন আমাকে আওয়াজ দিয়ে গেছে, ও-ও মহানন্দে ডেকে গেছে। যখন ওর বন্ধুরা আওয়াজ দিতে শুরু করল, তখন ছেলের হুঁশ হল।

    আমাদের আপিসে একজন প্রোম্যা লুকিয়ে লুকিয়ে কিসব সাইট খুলেছিল, যেগুলো এমনিতে ব্লকড, তাইজন্য কেস খেয়ে গেছে।
  • Samik | ২৯ মে ২০০৯ ১২:৪৪ | 122.162.236.167
  • ওকে, আমি password ট্রাই মেরেছিলাম।

    থ্যাঙ্কু। আপিস গিয়ে দেখব।
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:৪৪ | 69.236.168.66
  • অনেক সময় সিস্টেম অ্যাডমিন কিছু কমান্ড ডিসেব্‌ল্‌ করে রাখে।
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:৪৩ | 69.236.168.66
  • শমিক, passwd কমান্ড কাজ করছে না?
  • Arijit | ২৯ মে ২০০৯ ১২:৪৩ | 61.95.144.123
  • passwd - কম্যাণ্ড লাইনে।
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:৪১ | 69.236.168.66
  • দামী মহাভারত, দু খন্ড প্রায় আড়াই হাজার। কিন্তু দামীই বা বলি কি করে, এক জোড়া জুতো লোকজন ২৫০০ টাকা দিয়ে কিনছে।
  • Samik | ২৯ মে ২০০৯ ১২:৪০ | 122.162.236.167
  • লিনাক্ষপ্রেমীরা একটা ফান্ডা দাও।

    একটা সার্ভারে ssh করে রোজ ঢুকতে হয়। সেখানে আমার পাসওয়ার্ডটা কাল কেউ পাল্টে দিয়েছে। মানে পাসওয়ার্ডটা পাল্টে আমাকে জানিয়েও দিয়েছে, কিন্তু সেটা মনে রাখা আমার কম্মো নয়। আমি তাই পাসওয়ার্ডটা আবার আমার মনোমত সেট করে নিতে চাই। নর্ম্যাল, সুডো, দুটোতেই। তা সেই পাগলাকে তো আর জিজ্ঞেস করতে পারছি না, তোমাদেরই জিগাই।

    সিনট্যাক্সটা কী?
  • san | ২৯ মে ২০০৯ ১২:৩৭ | 12.144.134.2
  • আরে, আমিই তো ছোটবেলায় আব্বু-আম্মু বলতাম। ওরকমই শেখানো হয়েছিল। বড় হয়ে তারা বাবা-মা হয়ে গেল। কিজানি কেন।
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:৩৬ | 69.236.168.66
  • অনেক জায়গায় বাবাকে আব্বু বলে ডাকে
  • Arpan | ২৯ মে ২০০৯ ১২:৩৬ | 216.52.215.232
  • আব্বে, বলতে পারছি না বলেই তো শুধু লিখছি! ;-)
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:৩৩ | 69.236.168.66
  • দ্যাখো, MS Word এর সাথে Latex এর তুলনা করার মানে হয় না। MS Word হল ভিপি থেকে রাজমিস্ত্রি থেকে প্রফেশন্যাল টেকনিক্যাল রাইটার সবাই ব্যবহার করতে পারে এমন একটি ওয়ার্ড প্রসেসর। প্রচুর ফিচার আছে, কিন্তু সব না জানলেও চলে, যার যা লাগে নাও। আর Latex হল গিয়ে exclusively for scientific document writing
  • san | ২৯ মে ২০০৯ ১২:৩১ | 12.144.134.2
  • থ্যাংকু দমদি।

    এই অপ্পন রাতদিন আব্বে বলছে। যেদিন ছানা 'বাবা' না বলে আব্বে বলে ডাকতে শুরু করবে তখন বুঝবে কত ধানে কত চাল ;-))))
  • Arpan | ২৯ মে ২০০৯ ১২:৩০ | 216.52.215.232
  • আব্বে, আরো ভাল কিছু থাকতেই পারে। আমি যেটা জানি সেইটা বললাম।

    এইবার কাটলাম। নুকিয়ে নুকিয়ে নেট প্র্যাকটিস করছিলাম। ধরা পড়লে নিয়্যাগ্গুন হয়ে যাবে।
  • d | ২৯ মে ২০০৯ ১২:২৯ | 144.160.5.25
  • কালিসিঙ্গির মহাভারত ২ খন্ড। একেক খন্ড ১১৫০/- করে দাম। দে'জ, শৈব্যা ইত্যাদিতে গিয়ে বললেই হইহই করে এনে দেয়।
  • Samik | ২৯ মে ২০০৯ ১২:২৮ | 122.162.236.167
  • আমি lcmএর মেথডে করি।

    মন্ত্রী হিসেবে শপথ দুভাবে নেওয়া যায়। এক, ঈশ্বরের নামে, দুই, সত্যনিষ্ঠার সঙ্গে। এবারে দেখলাম অনেকেই ঈশ্বরের নামে দেশসেবার অঙ্গীকার করতে অস্বীকার করেছেন। তাঁরা বলেছেন I do solemnly declare that ...। আর আস্তিকরা বলেছেন I swear in the name of God that ...
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:২৮ | 69.236.168.66
  • কিন্তু হাতে করা তো ভালো, নিজের ইচ্ছে মতন সাইজ ক®¾ট্রাল করবে, জাস্ট মাউস ধরে টানাটানি করলেই রিসাইজ হবে। পাতি ইনটিউশন।
  • Arpan | ২৯ মে ২০০৯ ১২:২৮ | 216.52.215.232
  • আগুনখোর লেটেক্সবিপ্লবী এখন ওয়ার্ডের জন্য হেল্প খোঁজেন দেখেও চোখে জল আসে।

    আনন্দাশ্রু! ঃ-)
  • dipu | ২৯ মে ২০০৯ ১২:২৭ | 207.179.11.216
  • সেই একবার পুরসভা ভোটের আগে বিধান ভবনে পোনোবদার ধুতি নিয়ে হেবি টানাটানি হয়েছিল। উনি তখন ধুতিটি পরে ছিলেন। তারপরেও এরা কোন সাহসে ধুতি পরে?!
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:২৭ | 69.236.168.66
  • আরে না, anchor ব্যবহার করো।
  • Arijit | ২৯ মে ২০০৯ ১২:২৭ | 61.95.144.123
  • ওই বসে বসে সেট করবোই বা কেন - লেটেকে কি সুন্দর সাবফিগার বল্লে সব করে দেয় - ওরকম হাতে করে থোড়াই সেট করতে হয় কিছু!
  • Arpan | ২৯ মে ২০০৯ ১২:২৫ | 216.52.215.232
  • চারটে বুকমার্ক সেট করা গাধার খাটুনি!

    কাউকে ডেলিগেট করে দাও।
  • lcm | ২৯ মে ২০০৯ ১২:২৪ | 69.236.168.66
  • কেন, ছবি পেস্ট করে দাও পর পর। তারপর এক একটা ছবির কোনা ধরে ছোটো করতে থাকো, দেখবে পাশাপাশি ফিট হয়ে যাবার মতন ছোটো হলে দুটো ছবি আপনিই পাশাপাশি চলে আসবে। তেমন ছোটো হলে তিনটেও পাশাপাশি চলে আসবে। দরকার হলে পেজ মার্জিন ইত্যাদি একটু ঠিক করে নাও। বেসিক্যালি, ধরে নাও কিস্যু জানো না, জেনারেল ইনটিউশন ইউস করে পাতি টানাটানি করতে থাকো।
  • sinfaut | ২৯ মে ২০০৯ ১২:২৩ | 203.91.207.30
  • টেনে দেকেচে স্‌টাক করে আবার কোমরে গিয়ে লেগেচে।
  • dipu | ২৯ মে ২০০৯ ১২:২১ | 207.179.11.216
  • কিন্তু পাঞ্জাবির তলায় কে নুক্যে ইলাস্টিকের ধুতি পরে এসেচে, তা আবাপর নজরে পড়ল ক্যামনে?!
  • Arijit | ২৯ মে ২০০৯ ১২:২১ | 61.95.144.123
  • বুঝেছি - গাধার খাটুনি। ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত