হ্যাঁ সিডি। গভীর সম্ব্রমে দূর থেকে দেখা হতো। ক্কচিৎ গায়ে হাত বোলানো। কখোনো কেনার ইচ্ছা, খোয়াব। তার শব্দ ক্যাসেটের চেয়ে কতই না ভালো। কে জানতো, একদিন এমন একটি ফরেন ফেরৎ জিনিস ট্রাকের পেছনে রিফ্লেক্টার হয়ে ঘুরে বেড়াবে?
কেহ লোগো বলে কিছু শিখেছো? আমি জানতাম। টার্টল, লাইন টানতো। চৌকো আঁকতো।
dipu | ০৪ জুন ২০০৯ ১৯:৪১ | 121.243.161.234
ফ্লপি বড় বদ জিনিস ছিল। কথা নেই, বাত্তা নেই, খারাপ হয়ে যেত। তাছাড়া যে জিনিসে এমনকি ছোটখাটো পানুও ধরে না, তার থাকার দরকারটা কি! এদিক থেকে সিডি বড় ভালো জিনিস ছিল।
r | ০৪ জুন ২০০৯ ১৯:৩৯ | 125.18.104.1
সত্যি! এই তেরো বছরে কি রকম থ্যাবলাগোপাল হয়ে গেছি! ঃ-((
arjo | ০৪ জুন ২০০৯ ১৯:৩৭ | 168.26.215.13
হ্যাঁ। ৯৬ তে সব ৯৬ হয় নি। ৯৭ তে ৯৬ হল সব। নাকি ৯৬ এর শেষে? প্রথমে পৃথিবী সবুজই ছিল।
r | ০৪ জুন ২০০৯ ১৯:৩৭ | 125.18.104.1
রাইট। বেশ বড়ো বড়ো ছিল। ভালো টি-কোস্টারের কাজ করত।
stoic | ০৪ জুন ২০০৯ ১৯:৩৫ | 160.103.2.224
তবে হ্যাঁ, সত্যিকারের ক্যালির লোক তেনারা যাঁরা পাঞ্চ কার্ড ইউজ করেছেন। আমাদের সময় ফ্লপি এসে গেছে। সাড়ে পাঁচ ইঞ্চি। সেটা আবার ফ্লপি ড্রাইভে ঢুকিয়ে ছিটকিনি বন্ধ করতে হত। হুঁ হুঁ বাওয়া।
r | ০৪ জুন ২০০৯ ১৯:৩৩ | 125.18.104.1
তাই? '৯৬, তাই তো?
intellidiot | ০৪ জুন ২০০৯ ১৯:৩১ | 220.225.245.130
ওহ্, "পেজমার্ক' নয় "বুকমার্ক' করে রেখেছিলাম ঃ-)
arjo | ০৪ জুন ২০০৯ ১৯:৩০ | 168.26.215.13
না রঙীন মেশিন ছিল রঙীন লোকজনের জন্য। আমাদের জন্য বরাদ্দ ছিল ঐ লড়ঝড়ে ডস, সেখানেই হ্যালো ওয়ার্ল্ড, সেখানেই প্রিন্স অফ পার্সিয়া।
intellidiot | ০৪ জুন ২০০৯ ১৯:৩০ | 220.225.245.130
"হ্যালো ওয়ার্ল্ড' শুনে মনে এল, এইটে অনেকদিন আগে পেজমার্ক করে রেখেছিলাম।
প্রচুর ল্যঙ্গুয়েজে লেখা ফেমাস "হ্যালো ওয়ার্ল্ড' প্রোগ্রাম।
r | ০৪ জুন ২০০৯ ১৯:২৭ | 125.18.104.1
বড় হবার পরে অনেকে আমায় ধরেবেঁধে এ সব শেখাতে চেয়েছে। ইম্পসিব্ল। কেউ পারে নি। টাই বাঁধা এবং সি প্লাস প্লাসে আমার ন্যাচারাল লার্নিং ডিজেবিলিটি আছে।
stoic | ০৪ জুন ২০০৯ ১৯:২৩ | 160.103.2.224
টুয়েলভ পাস করার পরে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর। সেন্ট জেভিয়ার্সে প্রথম কম্প্যুটার কোর্স। আহা সেই সব দিন। সবুজ মনোক্রোম স্ক্রীনে প্রথম লিখলাম 'হ্যালো ওয়ার্ল্ড'। বেসিক। ঃ-)
r | ০৪ জুন ২০০৯ ১৯:২১ | 125.18.104.1
প্রথম তো ঠিকঠাক টিপতে পারতাম না। সি টিপলে সিসিসিসিসিসি হয়ে যেত।
dipu | ০৪ জুন ২০০৯ ১৯:২০ | 121.243.161.234
*আই এস আই
r | ০৪ জুন ২০০৯ ১৯:১৯ | 125.18.104.1
কিন্তু তোদের ছোঁয়া মানে তো রঙিন ঝিনচ্যাক ব্যাপারস্যাপার। আমাদের তো ২৮৬, ডস, স্নেক- এই নিয়েই বেলা কাটত।
dipu | ০৪ জুন ২০০৯ ১৯:১৯ | 121.243.161.234
যদুপুরে মাস্টারবাবুর মুখে শুনেছি আইএসাই তে নাকি একটা দোতলা কম্পিউটার ছিল। তাকে মই বেয়ে উঠে চালাতে হত।
arjo | ০৪ জুন ২০০৯ ১৯:১৬ | 168.26.215.13
অ্যাঁ তুমিও এত নতুন। আমি প্রথম কম্পিউটার ছুঁয়ে ছিলাম তোমার সাথে প্রথম সাক্ষাতের কদিন পরে। ঃ)
r | ০৪ জুন ২০০৯ ১৯:১৩ | 125.18.104.1
নতুন যুগের ছেলেমেয়ে সব। আমি প্রথম কম্পুটার জিনিষটি ছুঁয়েছিলুম টুয়েলভ পাশ করার পরে। এন আই আই টি আমাদের কম্পিউটার ছোঁয়াতে ডেকে নিয়ে গিয়েছিল। দশ মিনিট ব্ল্যাক এন্ড হোয়াইট মনিটরে প্যাকম্যান খেলেছিলুম।
vikram | ০৪ জুন ২০০৯ ১৯:০৯ | 193.120.76.238
ইস্কুলে শিখিয়েছিলো তো। ডস। কি একটা টিপলেই প্রিন্স ওফ পার্সিয়া। আবার কি টিপলে ব্রিকস। এছড়া ফাইল খোল বন্ধ। ফোপেন। বাস। তখনই তো বললো যে জগতের সব কম্পিউটার কান্ক্ট করা হবে একদিন, একটা জালের মতো। সেখানে একটা ইঞ্জিন ফিট করা হবে, ইঞ্জিনে টাইপ করে লিখতে হবে প্যাম এট মাই বলস। তখন পামেলা অ্যান্ডার্সনের মধুর বিধুর বিভঙ্গ দৃশ্যগোচর হবে। আবার কেউ কেউ বললো না, ঐ ইঞ্জিন দিয়ে অঙ্ক করা হবে। দুজনের কাউকেই বিশ্বাস করলাম না। এসব আবার হয় নাকি?
আমিও ইঞ্জিনীয়ারিং পড়ার চার বছরে সি জানতাম না। পাসকাল জানতাম না। ফোরট্র্যান জানতাম না। হ্যাসকেল জানতাম না। আর মাসকেল তো এখনও জানি না। ঃ-)
(পরে সি শিখেছিলাম। ছ মাসের জন্য। তারপরে আর কোনওদিন ইউজ করি নি)।
aishik | ০৪ জুন ২০০৯ ১৮:৫২ | 122.160.115.202
আম্মো চার বছর ইঙ্গিনীরিঙ্গ কলেজে পড়েচি, তাপ্পোর চার বছর শোশিতো ও হছি কিন্তু এক তও ল্যঙ্গু জানি না।
Sags | ০৪ জুন ২০০৯ ১৮:৪৮ | 203.201.225.35
আমার সেখেত্রে বেশ বেগ পেতে হোবে। কারণ কোনো কালেই খুব এক-টা ভালো কোরে কিচুই শিখিনি। Fortran, C, C++, Cobol, .Net আরো কিসোব হাবিজাবি জিনিস সেখাতে গেছিলো - কিন্তু আমি প্রতিবারেই পালিয়ে গেছি। শুধু চাক'রি বাঁচাতে SQL শিখেছিলুম। আজ তাও ভোলার দিকে। শুধু excel দিয়ে কাজ সারি।
dipu | ০৪ জুন ২০০৯ ১৮:৪৭ | 121.243.161.234
এ জাতীয় পোগ্গামগুলোর অধিকাংশেরই উপসংহারে ক্যালাকেলি থাকে
intellidiot | ০৪ জুন ২০০৯ ১৮:৪৫ | 220.225.245.130
তোচন ঘোষ আমাদের ওদিকে একখানা প্রোগ্রাম করিয়েছিল হিট জুটি "পোসেনজিত-রিতুপন্না' কে দিয়ে। হুল্লা ক্যালাকেলির মধ্যে দিয়ে শেষ হয়েছিল সেই "পোগ্গাম' ;-)
r | ০৪ জুন ২০০৯ ১৮:৪০ | 198.96.180.245
তোচন ঘোষ হেবি প্রোগ্রাম নামাত। এখনও নামায় মনে হয়।
dipu | ০৪ জুন ২০০৯ ১৮:৩৪ | 121.243.161.234
তবে যমালয়ে জীবন্ত মানুষ সিনেমাটা আমাদের অশেষ উবগার করেছে। চিত্রগুপ্তকে কি করে ঢিট করতে হয়, এখন অ্যাকবারে জলের মত পোষ্কার।
arjo | ০৪ জুন ২০০৯ ১৮:২৮ | 168.26.215.13
চিত্রগুপ্ত এরম জিগালেই উত্তর দেব 'মেরে পাস বাঙলা হ্যায়'। হ্যাঁ মরার আগে হাতে একটা টাটু করিয়ে নিতে হবে।
dipu | ০৪ জুন ২০০৯ ১৮:২৭ | 121.243.161.234
চিত্রগুপ্ত এক ডাঙসের বাড়ি লাগিয়ে বলবে ....শালা, ইঞ্জিনিয়ারিং পড়েছিস, সি জানিস না! তোর যে দশ বছর রৌরব গ্র্যান্টি! দ্যাখ আমি অ্যাতগুলো ল্যাঙ্গুয়েজ জানি ....লম্বা লিস্ট ধরিয়ে দেবে ঃ-(
intellidiot | ০৪ জুন ২০০৯ ১৮:১৮ | 220.225.245.130
বিক্রমদা, আমাদের ইস্কুলের সেই বিবিসি কম্পুগুলোর কথা মনে আছে?
intellidiot | ০৪ জুন ২০০৯ ১৮:১৪ | 220.225.245.130
ওঃ... দীপু আর বিক্রমদা দুজনেই দারুন বলেছ :-D
Arijit | ০৪ জুন ২০০৯ ১৮:১৩ | 61.95.144.123
চিত্রগুপ্তকে বলবে যে মশাই কে কটা কম্পু ল্যাঙ্গুয়েজ জানে তাতে কিস্যু এসে যায় না।
(সিএসআই তে মাঝে ক্লাস নিতুম - অনেক কাল আগে - মাস্টার্সের সময় - সেখানে আরেক পাবলিক আমায় এই কোশ্চেন জিগিয়েছিলো - আপনি কটা ল্যাঙ্গুয়েজ জানেন?
vikram | ০৪ জুন ২০০৯ ১৮:১১ | 193.120.76.238
হ্যাঁ, প্রোগ্রামিং। আমিও তো করেছি। সেই তো, সি বলে একটা জিনিস ছিলো। ওহো না, ফোরট্রান, ইয়েস, ফোরট্রান ৭৭। আমি কোচিং যাইনি তাই ক্লাস শুরু হবার আগে শিখতে পারি নি। তারপরে কি হ্যাটা। শুরু হলো ক্লাস,'খুব সহজ' বলে দু দুটো সংখ্যা যোগ করতে দিলো।
আমার ডাইনে বাঁয়ে দেখি লোকে ফটাফট বোতাম টিপছে আর যেকোনো সংখ্যা দেওয়া মাত্র যোগফল বেরিয়ে আসছে। ভুল হছে না মোটেই। তখন আমি ৫ আর ৭ এই দুটো সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম করলাম। উত্তর ১২। কারেক্ট উত্তর, তবে ভদ্রলোকের এক কথা। স্যার এলো, ৫ আর ৭ যোগ দিয়ে বারো দেখালাম, গুড পেলাম।
এর পরেও কিনা বন্ধুরা বলে কিসুই হয় নি! ২৭ আর ১৫ ঐ একই প্রোগ্রাম দিয়েই করতে হবে? এমন কি ৪০ আর ১২ পর্যন্ত। তাহলে আর আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম লেখার দরকার নেই। এত যখন পাঁয়তাড়া মেরে বেশি যোগ দেখাচে, তখন নিশ্চই বাবরের সিংহাসন লাভের সাল এর উত্তর দিতে পারবে!
কিন্তু কচু। সে খালি যোগই পারে।
সুতরাং যা বলছিলাম, টেকনিকাল কথা বলে আমারে ভড়কিও না। পোগ্রাম আমিও দেখিচি। হুঁঃ।
হুড়োহুড়ি ভিড়ের মধ্যে আমাকে দেখিয়ে চিত্রগুপ্ত যখন বলবে ...."ধর্মাবতার, এই লোকটা সিও জানে না!'....কি লজ্জাতেই পড়ব!
intellidiot | ০৪ জুন ২০০৯ ১৮:০৫ | 220.225.245.130
এক্কেবারে ঠিক কথা। আমিও কোন ল্যাঙ্গুয়েজ কারুর থেকে শিখিনি। একটাই শেখার কথা হয়েছিল, প্রোলগ, সেটা নিয়ে তো এগোনোই হল না। আমি মাঝখানে একবার পাইথনও চেখে দেখলাম। খুব একটা ভাল লাগলো না। রুবিটা বেশ লাগছে। আর জাভা নিয়ে একমত। আমি যদিও খুব কম জানি, তাবে আমার মনে হয় জাভা বেশ ওভারহাইপড।
Arijit | ০৪ জুন ২০০৯ ১৭:৫৭ | 61.95.144.123
যাঃ কনসেপ্ট তৈরী হয়ে গেলে কোনো ল্যাঙ্গুয়েজ কঠিন নয়। আমাদের কলেজে শেখাতো শুধু পাসকাল (সি ল্যাবে ছিলো, কিন্তু আলাদা সাবজেক্ট হিসেবে নয়)। বাকি সব তো নিজে নিজে।
সিপিপি হল শক্তপোক্ত মাল তৈরীর জন্যে। সি সেদিক থেকে আরো শক্তপোক্ত। আর আমি ওই জাভার মেমরি হ্যাণ্ডলিং-এর ওপর ভরসা করি নে।
intellidiot | ০৪ জুন ২০০৯ ১৭:৫২ | 220.225.245.130
হ্যাসকেল শুনেছি খুব কঠিন। আমি প্রোলগ করেছিলাম কিছুটা।
তবে অরিজিতদা, সিপিপি দারুন হলেও অ্যাজাইল ডেভেলপমেন্ট খুব চাপের। রুবি এই হুড়োপাড়ি ডেভেলপমেন্টের জন্য মানানসই এক্কেবারে।
Arijit | ০৪ জুন ২০০৯ ১৭:৪৪ | 61.95.144.123
হুঁ, তাই দেখছি। দুয়ো দিই?
Samik | ০৪ জুন ২০০৯ ১৭:২৬ | 219.64.11.35
হ্যাসকেল শুনেই সক্কলে মাসকেল গুটিয়ে বাড়ি চলে গেল।
Arijit | ০৪ জুন ২০০৯ ১৬:৩৪ | 61.95.144.123
আমি মাঝে কিছুদিন হ্যাসকেল (Haskell) শেখার চেষ্টা করেছিলুম - কিছু ফাংশনাল মডেলিং করার জন্যে। অল্প অল্প শিখেছিলুম বটে, কিন্তু শেষ অবধি কাজে লাগাইনি।
Samik | ০৪ জুন ২০০৯ ১৬:৩১ | 219.64.11.35
ব্ল্যাংকি তুই কি তা হলে জুলাইতে আসছিস দিল্লি?
Arijit | ০৪ জুন ২০০৯ ১৬:২৪ | 61.95.144.123
হুঁ - অনেকে রুবি সম্পর্কে ভালো ভালো কথা বলে। ফাংশনাল প্রোগ্রামিংএর মতন স্টাইল - একবারই দেখেছিলাম - তখন মনে হয়েছিলো।
তব্বে কিনা আমি এখনও সিপ্লাসপ্লাসপন্থীঃ-) যদিও গত সাত বছর হাতও দিইনিঃ-(
Bhuto | ০৪ জুন ২০০৯ ১৫:৪৮ | 203.91.193.5
কে কলার চিপস কে যাতা বলিল, ইন্টেলি? বেশ তোকে আমি নিজে হাতে ভেজে খাওয়াব। তারপরে বলিস ঃ)
intellidiot | ০৪ জুন ২০০৯ ১৫:২২ | 220.225.245.130
হাই লেভেল ওও কম্পু ভাষার মধ্যে দেখলাম রুবি সবচেয়ে ভাল। অত্যন্ত চমৎকার।
stoic | ০৪ জুন ২০০৯ ১৫:০৪ | 160.103.2.224
ওকে, খুঁজে দেখছি। থ্যাঙ্কস।
r | ০৪ জুন ২০০৯ ১৫:০১ | 198.96.180.245
ওদের ক্যাটালগগুলো বাড়িতে। নইলে খুঁজে দেখতাম।
san | ০৪ জুন ২০০৯ ১৫:০১ | 12.144.134.2
বিধান
r | ০৪ জুন ২০০৯ ১৫:০১ | 198.96.180.245
আপিসে বসে মনে পড়ছে না। অর্থশাস্ত্রে পাবি, কিন্তু বিবর্তনের অ্যাসপেক্টটা পাবি না। মুন্সী মনোহরলাল আর মোতিলাল বাণারসীদাসের সাইটে গিয়ে সার্চ মার।
san | ০৪ জুন ২০০৯ ১৫:০০ | 12.144.134.2
কৌটিল্য কিছুকিছু অপরাধ ও শাস্তির বোধান লিখে তো ছিলেন। সেসব আছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন