তুমি কী চাইছ সেটা যদি ঠিক বুঝে থাকি তাহলে প্রত্যেক ছবির জন্য আলাদা বুকমার্ক অ্যাড কর। হাইপারলিংকে সেই বুকমার্কগুলির রেফারেন্স দাও।
Arijit | ২৯ মে ২০০৯ ১২:১৬ | 61.95.144.123
হুঁ আর স্টারানন্দ দেখলুম ধুতি পরাতেই ফিদা হয়ে গেসে গিয়া - আহা কি আনন্দ, ধুতি পরেছে টাইপের নিউজ দিচ্ছিলো।
dipu | ২৯ মে ২০০৯ ১২:১৫ | 207.179.11.216
কালকে শপথ নেওয়া ছজন বাঙালী মন্ত্রীর মধ্যে দুজন ট্র্যাডিশনাল ধুতি ও চারজন ইলাস্টিক দেওয়া ধুতি পরেছিলেন। মাম্মাম্মার আদেশে শেষ চারজন ঝাঁট জ্বলুনি সহ্য করেও ধুতি পরতে বাধ্য হন।
Arijit | ২৯ মে ২০০৯ ১২:১৫ | 61.95.144.123
তাতে ইন্ডিভিজুয়াল ক্যাপশনগুলো ক্লিকেবল রেফারেন্স হবে? মানে ধরো 1(a) বলে যদি একটা ক্যাপশন হয়, ফিগার টেবিল বা টেক্সটের মধ্যে সেটাকে হাইপারলিংক দিয়ে রেখার করে ক্লিক করলে সেই ছবিটাতে পৌঁছবে?
san | ২৯ মে ২০০৯ ১২:১৪ | 12.144.134.2
এক্সেলে টেবিল বানিয়ে ওয়ার্ডে পেস্ট করে দিলেও তো হয় !
আচ্ছা, আবাপ কি করে জানল কোন মন্ত্রী এমনি ধুতি আর কোন মন্ত্রী ইলাস্টিক দেওয়া ধুতি পরেছে?
Blank | ২৯ মে ২০০৯ ১২:০৫ | 170.153.65.102
ন্যাড়া দা, ডেস্কটপের জানলা অংশে গিয়ে দেখছি কানেক্ট হচ্চে। মানে একসাথে যখন ল্যাপি আর ডেস্কটপ চলছে। আমি আসলে কারনটাই ঠিক ধরতে পারছি না। রুটারের অ্যাকসেস টা চেকানো হয়নি। ওটা বাড়ি গিয়ে করবো।
Abhyu | ২৯ মে ২০০৯ ১২:০৪ | 209.207.95.153
আমি তো ভাবতাম ওয়ার্ডে ২x২ ছবি লাগানোই যায় না - ল্যাটেক্স করতে হয়।
lcm | ২৯ মে ২০০৯ ১২:০৩ | 69.236.168.66
অমৃতসরে ওয়ালমার্ট
Arijit | ২৯ মে ২০০৯ ১২:০১ | 61.95.144.123
আর কম্যাণ্ড লাইনে ifconfig চালিয়ে দ্যাখো কি দেখায়।
Arijit | ২৯ মে ২০০৯ ১২:০০ | 61.95.144.123
ওয়ার্ডে একটা পাতায় চারটে ছবি (2x2) লাগানোর জন্যে টেবিল বানানো ছাড়া আর কোনো উপায় আছে?
san | ২৯ মে ২০০৯ ১১:৫৯ | 12.144.134.2
ইন্টেলি, হায় ব্যাসদেব আর কি পড়া হবে ! সংস্কৃত শিখে কতলোকের ওরিজিনাল লেখা পড়ার শখ ছিল। কবে হবে সে সব, কে জানে ঃ-(
Arijit | ২৯ মে ২০০৯ ১১:৫৬ | 61.95.144.123
মোডেম ধরার আগে দ্যাখো ব্রাউজার দিয়ে রুটারে ঢুকতে পারছো কিনা - রুটারের অ্যাডমিন অ্যাকসেসের জন্যে একটা আইপি থাকে - 192.168.1.1 বা ওই রকম কিছু। সেটা পারলে রুটারে ঢোকা যাচ্ছে মানে তোমার লিনাক্ষ রুটারকে চেনে।
Arijit | ২৯ মে ২০০৯ ১১:৫৫ | 61.95.144.123
আমার তো ওখানে ADSL ছিলো না - কেবল মোডেম ছিলো। কিস্যু লাগতো না - হুড়মুড়িয়ে ঢুকে যেত। শুধু রুটারে সিকিউরিটি লাগিয়ে রেখেছিলুম।
এখানে মোডেমটাই ওয়্যারলেস মোডেম। সেটা দিয়ে বিএসএনএলের প্রেসক্রাইবড পদ্ধতি মেনে শেষ ধাপ অবধি পৌঁছনো যায়নি। মোডেমের মধ্যে ঢুকে আইডি/পাসওয়ার্ড দিয়ে রেখেছি - তাতে ম্যাক/জানলা সব দিয়েই কানেক্ট হয়।
Abhyu | ২৯ মে ২০০৯ ১১:৫৪ | 209.207.95.153
না রে - আমি এখন কানাডায় মিটিন কোচ্ছি
nyara | ২৯ মে ২০০৯ ১১:৫৪ | 64.105.168.210
ব্ল্যাংক, আমার ঠিক এই কনফিগারেশন বাড়িতে। ডেস্কটপগুলো ওয়্যারড আর ল্যাপটপগুলো ওয়্যার্লেস।
খালি ওয়্যারড নেটওয়ার্কের জন্যে আমি রাউটারের সামনে একটা হাব বসিয়েছি। সেটার কোন ইনটেলিজেন্স নেই। এছাড়া আমার ডেস্কটপগুলো স্ট্যাটিক আইপি করা আছে আর ল্যাপটপগুলো ডাইনমিক। ল্যাপটপে ইউবান্টু। কোন অসুবিধে নেই।
তোমার রাউটারের কনফিগারেশন দেখ। এমন হতে পারে রাউটার ইন্টার্নালি একটা মাত্র আইপি দিচ্ছে, আর সেটা ডেস্কটপ নিয়ে নিচ্ছে। বেসিকালি, আমার ধারণা তোমার ইন্টার্নাল নেটওয়ার্ক কনফিগারেশন ঠিক নেই।
ডিঃ আমার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের ফান্ডা প্রায় গোল।
Blank | ২৯ মে ২০০৯ ১১:৫৩ | 170.153.65.102
অভ্যু দা বুঝি ঐ নতুন মিষ্টি টা খেয়ে এলে?
Blank | ২৯ মে ২০০৯ ১১:৫২ | 170.153.65.102
রুটারটির ড্রাইভার লাগবে মনে হয়। আমি সিঁফোর লিংক গুলো পরে দেখি। তোমাদের UK তে কানেকশান টাইপ কি ছিলো? PPP0E? আইডি পাসওয়ার্ড লাগতো?
Blank | ২৯ মে ২০০৯ ১১:৫১ | 170.153.65.102
জানলা খুব খারাপ জিনিস। ডেস্কটপে তাও এক খানা জানলা রাখতে হয়েছে প্রিন্স অফ পার্সিয়ার জন্যি। জানলা খুব বাজে। আর যা বুঝছি লিনাক্ষকে এত্ত মাথায় তোলার কিস্যু নাই। পয়সা থাকলে একটা ঐ বড় ম্যাকই কিন্তুম ঃ( অমনি ভালো জিনিস জগতে আর একটা মাত্তর হয়। টেকিলা আর রেড ওয়াইনের ককটেল
Abhyu | ২৯ মে ২০০৯ ১১:৪৮ | 209.207.95.153
মাধ্যমিকের রেসাল্ট বেরিয়েছে? ফার্স্ট বয়ের ছবি কই?
sinfaut | ২৯ মে ২০০৯ ১১:৪৬ | 203.91.207.30
আজ কিন্তু আশ্চর্য ভাবে ভুতো আপিসে মিসিং।
Abhyu | ২৯ মে ২০০৯ ১১:৪৫ | 209.207.95.153
আমি আবার সর্ষের টইতে লিখব মনস্থ করেছি।
sinfaut | ২৯ মে ২০০৯ ১১:৪৫ | 203.91.207.30
আমার কোনো আইডিয়া নেই এ ব্যাপারে। এগুলো দেখ যদি কিছু হেল্প হয়ঃ
আমার লাগে নি। আমি নিউক্যাসলে এরকম কানেকশনই রেখেছিলুম - ওয়্যারলেস দিয়ে ল্যাপি, আর রুটার থেকে ইথারনেট কেবল দিয়ে ডেস্কটপ। কখনো আটকায়নি (জানলা এবং ইউবান্টু)!
হুঁ - দাঁতের ব্যাপারটাও আছে। বাঁধিয়ে রাখা ভালো নইলে বাঘে এসে আসল দাঁত নিয়ে গেলে মুশকিল;-)
Blank | ২৯ মে ২০০৯ ১১:৩৫ | 170.153.65.102
ওমনাথকে বল্লে স্ক্যান করে তুলে দেবে
Blank | ২৯ মে ২০০৯ ১১:৩৫ | 170.153.65.102
বিষয় ঃ উবান্টু
সমস্যা ঃ নেটে কানেক্ট হচ্ছে না
বিষদ বিবরন ঃ আমার এক খানি ADSL মডেম আছে, যেটি BSNL থেকে দিয়েছে। সেটি থেকে ডাইরেক্ট নেটওয়ার্ক কেবল কম্পুতে জুড়ে দিলে ঠিক ঠাক চলছে সব। সুন্দর কানেক্ট হচ্ছে নেট। কিন্তু এসব ছারাও আমার এক খানা ওয়ারলেস রাউটার আছে। আমি সেটিকে মধ্যে বসাতে চাই।তো আমি সেটিকে মডেমের সাথে জুড়লাম। আমার ল্যাপিটি সুন্দর ওয়ারলেস ধরে নিলো। যেহেতু ডেস্কটপে ওয়াই ফাই নাই, তাই রাউটার থেকে কেবল নিয়ে ডেস্কটপে ভরে দিলুম। কিন্তু লিনাক্ষ এবারে আর কানেক্ট করতে পারছে না। ও মডেমটাকে ধরতেই পারছে না। আর এদের লিনাক্ষ ড্রাইভার ও নেই।
san | ২৯ মে ২০০৯ ১১:৩২ | 12.144.134.2
অভিধান নিয়ে পড়লেও বোঝা যাবেনা বলছ? আমি রাজশেখরবসুরটা পড়লেও ওটা কখনই পড়িনি। এখন পড়তে ইচ্ছুক।
shrabani | ২৯ মে ২০০৯ ১১:২৯ | 124.30.233.105
শুধু শিকারে গেলে হবেনা, দাঁত বাঁধানোরও ব্যবস্থা করতে হবে!
যারা গাজর মাংসের মহিমা জানেনা বা জানতে চায় না, আমি তাদেরকে কোন রকম রন্ধন প্রণালী ডিসকাশনের জন্য ই নেহাত অপাত্র মনে করি। তাদের সাথে নো আলোচনা অ্যাবাউট হিং এর পাত্র। ৪-)
m | ২৯ মে ২০০৯ ১০:৪৫ | 173.26.17.106
ইপি তো রন্ধনে সাক্ষাৎ দ্রৌপদী!!
Ishan | ২৯ মে ২০০৯ ১০:৪৪ | 173.26.17.106
আমিও বুঝতে প্রেছি। ইপি হিংটা যে পাত্রে দিয়েছিল, সেই পাত্রে রাঁধতে ভুলে গিয়েছিল। ঃ)
m | ২৯ মে ২০০৯ ১০:৪৪ | 173.26.17.106
আমার মাকে উপোষ করতে দেখি নি- সকাল আটটার মধ্যে আমাদের ষষ্টী হয়ে যেতো- উপোষ ব্যাপার টা আমি কারুর জন্যেই পছন্দ করি না,সে ঠাকুর ই হোক বা ছেলে/মেয়ে জামাই।
pi | ২৯ মে ২০০৯ ১০:৪১ | 69.143.119.233
নাঃ অরিজিতদা, খুব একটা ইতিহাস ঘাঁটাঘাঁটি করতে হবে না বলেই মনে হচ্ছে। ম দি, চিন্তার ও কোন কারণ নেই বলেই মনে হচ্ছে।
ঊর্ধ্ব সীমার ছ' গুণ বেশি হিং দিয়ে ও তেতো না হবার রহস্যের কিনারা কত্তে পেরে গেছি মনে হয়। নুনের বদলে ভুল করে চিনি ঢেলেও ওদিনের রান্নাটা কেন গা গুলানো মিষ্টি হয়ে যায়নি, এতদিন ধরে ঘনীভূত হয়ে থাকা সেই রহস্যের ও। ঃ)
তবে তেতো আর মিষ্টির এমনি স্যাটিসফ্যাক্টরী নালিফাইং এফেক্ট আছে জানাটা খুব কাজে দেবে।
এবার থেকে নিম বেগুনে বেশি নিমপাতা দিয়ে ফেল্লে এক খাবলা চিনি ঢেলে দেবো। কয়েকটা উচ্ছে বেয়াড়া রকমের তেতো হয়। সেগুলো ভাজার সময় ও চিনির প্রয়োগ করবো।
san | ২৯ মে ২০০৯ ১০:৩৮ | 123.201.53.133
আহা মিঠুদি আমার মায়েদের উপর উপোস বা পুজোআচ্চার দায়িত্ব চাপানোর কনসেপ্টই বিচ্ছিরি লাগে । তোমাদের কোন সুন্দর স্মৃতিকে ছোট না করেই বললাম ।
shrabani | ২৯ মে ২০০৯ ১০:৩৬ | 124.30.233.105
কলকাতায় জামাইষষ্ঠীতে ছুটি থাকেনা কিন্তু লোকে হয় ছুটি নেয় নয়ত খুব সেজেগুজে অফিস গিয়ে কাজকম্ম না করে তাড়াতাড়ি বেরিয়ে যায় শ্বশুরবাড়ী যেতে হবে বলে!
m | ২৯ মে ২০০৯ ১০:৩১ | 173.26.17.106
ইপি!!! উফ্,খুব চিন্তা হতিছেঃ(((
m | ২৯ মে ২০০৯ ১০:৩০ | 173.26.17.106
ষষ্ঠী মানে শুধু জামাই নয়- মায়েরা ছেলে-মেয়েকেও ষষ্টী দেন- যতদিন মা ছিলো দিনটা বেশ আনন্দের ছিলো বলেই মনে পড়ছে।
Arijit | ২৯ মে ২০০৯ ১০:২২ | 61.95.144.123
হিং এক চুটকি দেয় - ওই আঙুলের ডগায় যতটুকু ওঠে ততটুকু। তাতেও বেশ কড়া গন্ধ হয়। আর ওর বেশি দিলে তেতো তো হবেই, আর উৎকট গন্ধও হবে - ওই কাঁঠাল-গ্রেডের। তোমার ওই হিংটা মৌর্য আমলের কিনা খোঁজ নাও;-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন