এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ২২ মে ২০০৯ ১৩:৪৩ | 69.236.191.160
  • অরিজিৎ একটা কনজেক্‌চার খাড়া করেছে। এবার, ডেটা কালেকশনের পালা।
  • dipu | ২২ মে ২০০৯ ১৩:৪২ | 207.179.11.216
  • ফ্যাক্ট হল ব্যাঁকা চাটুজ্জে কাঁঠালপাড়ায় না জন্মালে বন্দেমাতরম লেখা হত না।
  • lcm | ২২ মে ২০০৯ ১৩:৪২ | 69.236.191.160
  • আমি তুলসী চক্রবর্তী-র ফ্যান।
  • Arijit | ২২ মে ২০০৯ ১৩:৩৭ | 61.95.144.123
  • রুল হল কাঁঠালের ভক্তরা জেনারেলি আবাপ পছন্দ করে, এবং কাঁঠাল বিদ্বেষিরা করে না। ল্যাদোষদা এক্সেপশন।
  • lcm | ২২ মে ২০০৯ ১৩:৩৬ | 69.236.191.160
  • এই বাজারে একটি ডট কম কোম্পানির IPO হল, এবং প্রথম দিনে +৫০%।
    opentable.com - অনলাইনে রেষ্টুরেন্ট টেবিল রিজার্ভেশন।
  • Samik | ২২ মে ২০০৯ ১৩:৩৬ | 122.160.41.29
  • আমি উত্তমকুমারেরও ফ্যান, সুচিত্রা সেনেরও ফ্যান, অপর্ণা সেনেরও।

    কঠিন এক্সেপশন। ঃ-)
  • Samik | ২২ মে ২০০৯ ১৩:৩৫ | 122.160.41.29
  • কোনটা রুল আর কোনটা এক্সেপশন ... স্যাম্পল কি আমিও কালেক্ট করতে পারি না?
  • Arijit | ২২ মে ২০০৯ ১৩:৩২ | 61.95.144.123
  • এক্সেপশন প্রুভস দ্য রুল। আমার স্যাম্পল তো নেহাত ছোট নয় - এই য্যামন ধরো শমিক - কাঁঠালেরও ফ্যান, আর আবাপরও, ইনক্লুডিং দেশ...
  • Samik | ২২ মে ২০০৯ ১৩:৩০ | 122.160.41.29
  • ইন্টেলিঃ ঠিক যেমনি করে আমার ভালো লাগে। কাঁঠালের জন্য আমার প্রাণটা হু-হু করছে। কতোদিন খাই নি!
  • lcm | ২২ মে ২০০৯ ১৩:২৯ | 69.236.191.160
  • তা কেন হবে, আমি কাঁঠাল একদম পছন্দ করি না (স্পেশালি উগ্র গন্ধ), কিন্তু, আবাপ পছন্দ করি।
  • Arijit | ২২ মে ২০০৯ ১৩:২৬ | 61.95.144.123
  • একটা জিনিস বোঝা গেল - যাদের কাঁঠাল অপছন্দ তাদের আবাপও অপছন্দ - আমি, ইন্টেলি...
  • dipu | ২২ মে ২০০৯ ১৩:২৬ | 207.179.11.216
  • বেশী গরম দিলে আমি কাঁঠালের একটা টই খুলব।
  • lcm | ২২ মে ২০০৯ ১৩:২২ | 69.236.191.160
  • আহা সেগুলো তো নন-ইংলিশ ভাষায় সাইটের জন্য।
    ১) আই ই-র জন্যে তো করবেই, ৯০% ইউজার বেস যেখানে।
    ২) কিন্তু, সব খবর থাকে না? এটা আমি জানতাম না। তবে সেটা হয়ত পজিটিভ দিক, সে সব খবর না থাকাই হয়ত ভালো ঃ-)
    ৩) সার্চ মুশকিল। তবে একটা জিনিস ট্রাই করতে পারো। আনন্দবাজারের যে কোনো পাতায় যাও, কোনো একটা শব্দ হাইলাইট করে কপি (ctrl C) করো, এবার google-এ যাও, গিয়ে inurl:anandabazar.com paste_word করে সার্চ করে দ্যাখো। আমি করলাম, "সরকার" শব্দটা কপি করে, মাত্র দুটো পেজ দিল। গুগল-এর ক্রলিং-এ বোধহয় আবাপ-র সব পাতা ইন্ডেক্স হয় না।
    একই জিনিস গুরুচন্ডালির শব্দ নিয়ে inurl:guruchandali.com দিয়ে ট্রাই করে দেখতে পারো।
  • intellidiot | ২২ মে ২০০৯ ১৩:১৫ | 220.225.245.130
  • **নাকে চাপা
  • intellidiot | ২২ মে ২০০৯ ১৩:১১ | 220.225.245.130
  • দীপু, যেদিন বেঙ্গালুরু তে কাঁঠাল ভাঙবি আমাকে খবর দিস, আমি এখানে নাক চাপ দেব। কাঁঠাল মানুষের কেমন করে ভাল লাগতে পারে???
  • intellidiot | ২২ মে ২০০৯ ১৩:০৮ | 220.225.245.130
  • লসাগু দা (;-)), ভালটা কোত্থেকে হল শুনি? খারাপ ব্যাপারগুলি নিম্নরূপঃ
    ১। একটি মাত্র ব্রাউজার (আই ই) এর জন্য ডিজাইন করা।
    ২। TOI ইত্যদির মত সমস্ত খবর থাকে না। বাছাই করা কিছু খবর থাকে।
    ৩। সার্চিং এর সুবিধা নাই।

    আর কি চাই
  • lcm | ২২ মে ২০০৯ ১৩:০২ | 69.236.191.160
  • দীপু কি সব লিখছে... :x ? .... কিরকম টারনারি অপেরেটর-এর মতন লাগছে।
  • Arijit | ২২ মে ২০০৯ ১৩:০১ | 61.95.144.123
  • স্পেসিফিক্যালি খারাপ তো বলিনি - ওপেন অপশন দিয়েছি। আবাপ-র সাইটের মতন;-)
  • Arijit | ২২ মে ২০০৯ ১৩:০০ | 61.95.144.123
  • কিছু দাঁড়ায়নি - উই হ্যাভ টু লিভ উইথ দ্যাট গোছের একটা দাবিদাওয়া করছিলুম - কিন্তু টিমোবাইল বাকি হার্ডওয়্যার রিকোয়্যারমেন্ট দেখে ভেবড়ে গিয়ে বলেছে ফেল সেফটির আপাতত দরকার নাই। কি কিপটে মাইরি - ল্যাংড়া আম (99.999% availability) খাবে অথচ খচ্চা করবে না।
  • dipu | ২২ মে ২০০৯ ১২:৫৯ | 207.179.11.216
  • কে বল্লো খাজা কাঁঠাল খারাপ :x? কে বল্লো :x? গার্জেন কল কল্লুম।
  • lcm | ২২ মে ২০০৯ ১২:৫৭ | 69.236.191.160
  • আরে অরিজিৎ.... তোমার ঐ স্টোর্ড প্রসিডিওর ফেইলওভার... ওটা কি দাঁড়াল।
  • Arijit | ২২ মে ২০০৯ ১২:৫৪ | 61.95.144.123
  • একদম কাঁঠালের মতন।
  • lcm | ২২ মে ২০০৯ ১২:৫২ | 69.236.191.160
  • কেন, খাজা কেন? ভালো তো।
  • intellidiot | ২২ মে ২০০৯ ১২:২৭ | 220.225.245.130
  • আবাপর মত খাজা সাইট দুনিয়ায় আর দুটি নাই।
  • Arijit | ২২ মে ২০০৯ ১১:৫৯ | 61.95.144.123
  • থ্যাঙ্কু ভিটি।
  • Arijit | ২২ মে ২০০৯ ১১:৫১ | 61.95.144.123
  • অপ্পন - অশোক মিত্রের "তুমি আর নেই সে তুমি' লেখাটা কত তারিখ নাগাদ বেরিয়েছিলো মনে আছে? ১৪ই মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি অবধি খুঁজে এখনও পেলুম না। আরো একটা লেখা বেরিয়েছিলো - "নিজেরাই নিজেদেরই' বা এরকম কিছু নাম - কবে নাগাদ?

    আবাপ কেন সার্চ করতে দেয় না?
  • Samik | ২২ মে ২০০৯ ১১:০৬ | 122.162.236.137
  • শতাব্দীর সালোয়ার কামিজের রং টারকোয়াইজ ব্লু!

    সৌজন্য আবাপ।
  • Samik | ২২ মে ২০০৯ ১০:৫৯ | 122.162.236.137
  • আজকের কাগজই দেখাচ্ছে তো! রিফ্রেশ করে দ্যাখো।
  • kallol | ২২ মে ২০০৯ ১০:৫০ | 220.226.209.2
  • আবাপ-তে কি হত্তাল ? নেটে কালকের সংখ্যা দেখাচ্ছে।
  • dd | ২২ মে ২০০৯ ১০:৪৮ | 122.167.108.155
  • আচ্ছা, সর্ষের মধ্যেই ভুত।
    এর ইডিওম্যাটিক ইংরাজী অনুবাদ কেউ জানেন?
    এক ছাত্রের দরকার।
    এয়ার্কী নয়।
  • Arijit | ২২ মে ২০০৯ ১০:৩৬ | 61.95.144.123
  • তাও একটা প্রশ্ন থেকেই যায় - যে এই স্পেসিফিকস জানতে চাওয়াটা কনসিস্টেন্ট কিনা - গোটা তর্কে আমার একমাত্র বক্তব্য। আমার অভিজ্ঞতা হল না। পুরনো পোস্ট ঘাঁটবো না, তবে এর পর দেখিয়ে দেবো।
  • Arijit | ২২ মে ২০০৯ ১০:৩২ | 61.95.144.123
  • হ্যাঁ গেছে। এই যে বল্লাম যে অভিযোগটা একা সুজন করেননি - সেটা দুদিন আগে থেকেই বলছি - সেটা পুরো ইগনোরড। বা অ্যাজ ইউজুয়াল ধরে নেওয়া যে বাকিদের দিয়ে সিপিএম করিয়েছে। একসাথে তিনজনেই করলো কেন তার কিছু একটা যুক্তি থাকবে নিশ্চয়। আর সিপিএম এদের দিয়ে করিয়েছে সেটা নইলে প্রমাণ করতে হবে - মানে এই সব অভিযগেরও স্পেসিফিকস লাগে কিনা ;-)
  • Ishan | ২২ মে ২০০৯ ১০:২২ | 173.26.17.106
  • আমার Date :20 May 2009 -- 11:31 PM এর পোস্ট দেখা হোক। পয়েন্ট করে লিখেছিলাম। ৪৭৫৪ পাতায় আছে এখন।

    আর আমি শুনে প্রতিটি কথারই জবাব দিয়েছি মনে হচ্ছে। কোনোটা কি বাদ গেছে? জানালে দিয়ে দেব।
  • Arijit | ২২ মে ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
  • সে তো টু-ওয়ে;-)
  • Ishan | ২২ মে ২০০৯ ১০:১৮ | 173.26.17.106
  • বুঝতে গেলে অন্যের কথা একটু পড়তে হয় যে। ঃ)
  • Arijit | ২২ মে ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • সুজন + সফি + আরো একটা কেউ। বাকিদের ডেলিবারেটলি বাদ দিলে হবে? মা মা গো;-)
  • Arijit | ২২ মে ২০০৯ ১০:১৫ | 61.95.144.123
  • ওই কেসটা প্রেজেন্ট টেন্স কিনা সেই নিয়ে এত লড়াই সেটা দেখে বোঝা যাচ্ছিলো না যে;-)
  • Ishan | ২২ মে ২০০৯ ১০:১৪ | 173.26.17.106
  • ধারা টারা আজকাল আর লাগেনা। স্রেফ সুজন অভিযোগ করলেই চলে। কি যেন বলে, মা মাগো। ঃ)
  • Ishan | ২২ মে ২০০৯ ১০:১৩ | 173.26.17.106
  • অরিজিৎকে বোধহয় আমি বোঝাতে পারছিনা।

    সুমনের সঙ্গে মারিয়ার মামলা-মোকদ্দমা হয়েছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই তো। শুধু সুমনের বিরুদ্ধে "এখন একটি ক্রিমিনাল কেস চলছে' টাতে সন্দেহ প্রকাশ করেছি। যেটা কোটেশনের মধ্যে আছে সেটা আন্ডারলাইন। কি ক্রিমিলান কেস চলছে জানতে চাওয়াটা কি অপরাধ হয়েছে? তাহলে আর চাইবনা। ঃ)

    শ্রাবণীকেঃ লিখলামই তো দিনেশ ত্রিবেদী বলেছেন।
  • Arijit | ২২ মে ২০০৯ ১০:১০ | 61.95.144.123
  • আহা - স্পেসিফিক্যালি ধারা-র উল্লেখ করে নি যে। এসব কথা ওই স্পেসিফিকস না থাকলে গ্রহণযোগ্য নয়;-)
  • dipu | ২২ মে ২০০৯ ১০:০৯ | 207.179.11.216
  • এখনো বাজারে আসেনি। আসার আগে নতুন রাইটারও লিচ্চই বেইরে যাবে।
  • shrabani | ২২ মে ২০০৯ ১০:০৮ | 124.30.233.105
  • *এটা টইয়ে যেত!
  • shrabani | ২২ মে ২০০৯ ১০:০২ | 124.30.233.105
  • ৩৫৬ র উল্লেখ না করলেও মমতা পঃ বঃ সরকারকে সরে যেতে হবে সেটা রেজাল্টের পরে পরেই বলেছে, যখন ঐ সব "ল্যাজে আগুন, ব্যালান্সড টীম" এসব বলছিল, ই টিভিতে দেখেছি। NDTV তে দিনেশ ত্রিবেদী কাল বলেছে, IBN এ সৌগত রায় বলেছে। মমতার ইন্টারভিউ করে না দেখালেও সব চ্যানেলই এটা কংগ্রেসের ভেতরের খবর বলছে মমতা চাইছে ওয়েস্ট বেঙ্গলে এই হাওয়াতে বিধান সভা ইলেকশন!
    তার দলের এতগুলো লোক বলছে, তবু এটা মমতার কথা নয় কিকরে হয়!
  • sinfaut | ২২ মে ২০০৯ ১০:০১ | 203.91.206.167
  • এ জিনিস চালাতে তো নতুন ডিভিডি ড্রাইভ বের করতে হবে নাকি? আর রাইট করতে কতক্ষন টাইম লাগবে?
  • Samik | ২২ মে ২০০৯ ০৯:৫৫ | 122.162.236.137
  • মমতা গেলেন রেলে। রত্না দে নাগ ডেপুটি চীফ হুইপ।
  • Arijit | ২২ মে ২০০৯ ০৯:৫২ | 61.95.144.123
  • ইশান সেই এক পয়েন্টে আটকে কেন বুঝছি না - TOI-এর লিংকটাও কি বিশ্বাসযোগ্য হয় নি শুধু মাত্র কোন ধারাতে দেওয়া নেই বলে? সকলের ক্ষেত্রেই এই স্পেসিফিকস গুলো চাওয়া হয় তো?
  • Arijit | ২২ মে ২০০৯ ০৯:৪০ | 61.95.144.123
  • এখনও চলছে? মা মাগো!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত