এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৮ মে ২০০৯ ১১:৫৬ | 144.160.5.25
  • হুঁ। বিধানসভা নির্বাচনের ওয়ার্ম আপ হিসাবে সবাই হাতা গুটিয়ে মার্কেটে নেমে পড়েছে। কেউ ফুত্তি করলে "ক্যান রে ব্যাটা ফুত্তি করছিস?" আর কেউ দুঃখু করলে "ক্যান রে ব্যাটা দুঃখু করছ্‌স?' বলে মেরে পাট করে দেবে।
  • Arijit | ১৮ মে ২০০৯ ১১:৩৬ | 61.95.144.123
  • এইটা একটা দুশ্চিন্তা - জায়গায় জায়গায় গোলমাল প্রচণ্ডভাবে বাড়ার চান্স।
  • Bhuto | ১৮ মে ২০০৯ ১১:৩৩ | 203.91.207.30
  • যে যাকে পারছে ঢিসুম করে দিচ্ছে। বাজার গরম, এখন কোন শীল হয়ে থাকব তাই ভাবছি। বাজারে দুঃশীল নাম রটে গেছে সেটাকে শুধরোতে হবে।
  • santanu | ১৮ মে ২০০৯ ১০:৪৮ | 82.112.6.2
  • ১৩০০ পয়েন্টে আপার লিমিট ক্রস করে গেছে বলে ট্রেডিং বন্ধ করে দিয়েছে - কি কান্ড!
  • Samik | ১৭ মে ২০০৯ ২০:০২ | 122.162.236.138
  • চুঁচড়োর আপডেট পেলাম বাবার কাছে। সিঙ্গুর থেকে এসেছিল একদল লোক, ভোটের কাজে। মানে কাউন্টিংয়ের কাজে। এইবার শেষ করে বাড়ি যাবার পথে ওরা একটা ম্যাটাডোরের ছাদে নাচতে নাচতে যাচ্ছিল, অবভিয়াসলি তারা তৃণমূলের সমর্থক ছিল। চুঁচুড়া তোলাফটকের কাছে তাদের ধরে পিটিয়ে দেয় সিপিএম। ২২ জন হসপিটালাইজড।
  • shrabani | ১৭ মে ২০০৯ ১২:৪১ | 59.94.100.30
  • যাক অনেকে অনেক কিছু দেখে শুনে এই বাজারে এন্টারটেইন্ড হচ্ছে, দেখেও ভাল লাগে! এমনিতেই জীবনে আজকাল আনন্দের অবকাশ এত কম!
  • Bhuto | ১৭ মে ২০০৯ ০৯:৫৭ | 117.194.225.52
  • দীপুমামু, কোনোটাই নয়, হে হে, অপ্পনদা, সবাইকে একটু দিয়ে দিও। মানে দিকে দিকে ছড়িয়ে দিও ঃ))
  • AAA | ১৭ মে ২০০৯ ০৯:০৮ | 220.253.177.235
  • এবার করাত বাবু কি করবেন? ডিম দেয় মুরগী, খায় দারোগাবাবুর মত, পঃ বঙ্গের আসন নিয়ে ছড়ি ঘোরাতেন।
  • m | ১৭ মে ২০০৯ ০১:২০ | 173.26.17.106
  • মোটামুটি আছি দীপ্তেন্দা, আমারো খুব ইভেন্টফুল দিন যাচ্ছে- একের পর এক কিছু না কিছু লেগেই আছে- তুমি কেমন আছো?বৌদি আর মেয়েরা?
  • Arpan | ১৭ মে ২০০৯ ০১:১৭ | 122.252.231.12
  • গুন্নাইট। দিনটা খুব ইভেন্টফুল গেল।
  • dd | ১৭ মে ২০০৯ ০১:১৪ | 122.167.2.213
  • নঃ ঘুমাইতে যাই গা।

    জেগে থাগলে ভালো ভালো ফ্যানটাসীতে মজে থাগা যায়। ঘুমাইলে ই লুজ ক®¾ট্রাল।

    তখন শুদু দুঃস্বপ্ন।

    গুন্নাইট।
  • Arpan | ১৭ মে ২০০৯ ০১:০৭ | 122.252.231.12
  • বুঝেছি। আপনি এখন বালুকাবেলার মত এলিয়ে আছেন। ঃ-)
  • dd | ১৭ মে ২০০৯ ০১:০৫ | 122.167.2.213
  • হ্যাঁ। গেস্টরা এই তো গ্যালো।

    কাল সকাল থেকেই আবার, আবার। আরেক ব্যাচ।

    শুদু সাগরের ঢেউ গোনা।
  • Arpan | ১৭ মে ২০০৯ ০১:০০ | 122.252.231.12
  • আজ আর ড্রিং ট্রাই করিনি। ল্যাদ খেয়ে টিভি দেখছিলাম। কাল বোধহয় খুলবে।

    আপনার গেস্টরা এসেছিলেন?
  • dd | ১৭ মে ২০০৯ ০০:৫৭ | 122.167.2.213
  • লালুদা দুটো সেন্টার থেগে দাঁড়িয়ে একডায় হেরে আরেকডায় জিতেছেন।

    ভরুন গান্দীও নাকি জিতেছে? অরে ছ্যা ছ্যা ছ্যা।

    অপ্পন, ড্রিং পেলে?
  • Arpan | ১৭ মে ২০০৯ ০০:৫৫ | 122.252.231.12
  • আরেকজন "অবধ্য' এই বাজারেও হেরে গেছেন। সন্তোষমোহন দেব।
  • Arpan | ১৭ মে ২০০৯ ০০:৫৩ | 122.252.231.12
  • নাম্বার পেয়ে গেছি, ভূতো।

    দীপ্তেনদা, ওটার মানে খুব অবাক। মানে শক্‌ড। মানে "আশ্চর্যিত'।
  • dd | ১৭ মে ২০০৯ ০০:৪৯ | 122.167.2.213
  • ভুতো

    হ্যাঁ, পেলাম তো। কাল সকাল শান্ত চিত্তে টুকে রাখবো।

    আর তুই অ্যাতো রাত জেগে এয়ার্কী মারছিস যে? তুই কি তিনোমূল? তুই কি মদ্যপ? না আঁতেল?
  • Bhuto | ১৭ মে ২০০৯ ০০:৪৬ | 117.194.225.241
  • অর্পনদা ও বাকি সবাইকেও এই নাম্বারটা দিতে হবে। কাল দিয়ে দেব।
  • Bhuto | ১৭ মে ২০০৯ ০০:৪৪ | 117.194.225.241
  • ইয়ে মামু, এই character গুলো প্লেস করলে মুখের চেহারাটা এখনে ভেসে ওঠে না তাই তোমার হেয়ালী মনে হচ্ছে, তুমি ইয়াহুতে চ্যাট বা অন্য কোন স্থানে যেখানে এই সাইন ব্যবহার করা হয় সেখানে গেলে বুঝতে পারতে। ছাড়ান দাও, আজ শনিবারের অন্তে রবিবারে প্রাক্কালে ওসবের মধ্যে যাইওনা। আমার নাম্বের পেয়েছো তো?
  • dd | ১৭ মে ২০০৯ ০০:৪১ | 122.167.2.213
  • আচ্ছা ভুতো, O ঃ যদি আঁকি তো মানে কি দাঁড়ায়?

    "আমি এক্কেবারে অবাক নই, বিস্মিতও নই"
    "সব বুঝে গেছি, জলের মতন সহজ"
    "অ্যাঁ?"

    এই সব হেঁয়ালি কে তৈরী করে?
  • Bhuto | ১৭ মে ২০০৯ ০০:৩৪ | 117.194.225.241
  • মানে ঐ বিস্ময়,অবাক, চমক সব মিলিয়ে। ইয়াহু থেকে চালু এটা।
  • dd | ১৭ মে ২০০৯ ০০:৩০ | 122.167.2.213
  • ম বৌমা যে !!!!

    অনেকদিন পর তোমার লগে কথা কই। ভালো আসো নি?

    প্রচন্ড অবাক ? মানে কি বিস্মিত?
  • Bhuto | ১৭ মে ২০০৯ ০০:৩০ | 117.194.225.241
  • dd মামু, আহা গত রবিবার ওখানে ছিলাম, আর এই রবিবার এখানে নতুন নাম্বার নিয়েছি প্লাস পুরোনোটাও আছে।

    9903218467, টুকে রেখো।
  • m | ১৭ মে ২০০৯ ০০:২৫ | 173.26.17.106
  • ডিডি,
    ওটার মানে প্রচন্ড অবাকঃ)
  • ranjan roy | ১৭ মে ২০০৯ ০০:২১ | 122.168.4.226
  • আমরা খাঁটি আগমার্কা বামপন্থী।
    কাজেই আমরা কখনও কোন ভুল করিনা। আমাদের বাপদাদারা করে। আমরা সেটার রিভিউ করে বের করি--- ওটা বামপন্থী বিচ্যুতি, না দক্ষিণপন্থী?
    আমরা কখনও ভুল করি না। যেটা হয় তাহল-- আমরা কখনও জনগণকে বোঝাতে পারি, কখনো পারি না। আর জনগণও কখনও বোঝে, কখনও বোঝেনা।
    জনগণ বুঝেছে কি বোঝেনি সেটা আমরা বুঝি কি করে? খুব সহজ।
    যখন বোঝে তখন আমাদের জিতিয়ে দেয়। আর তাই আমরা তখন বলি জনগণ বিভ্রান্ত হয় নি, ঠিক বুঝেছে।
    আর যখন জনগণ বোঝেনা, তখন আমদের হারিয়ে দেয়। আমরা তক্ষুণি বুঝে যাই যে জনগণ বোঝেনি, বিভ্রান্ত হয়েছে।
    তাই আমরা বলি আমরা জনগণকে ঠিকমত বোঝাতে পারিনি, আমাদের আরও বেশি বেশি করে জনগণের কাছে যেতে হবে।
    কারণ, আমরা খাঁটি বামপন্থী, অশোক মিত্র নয়, ও একটা বুর্জোয়া ইকনমিস্ট।
  • dd | ১৭ মে ২০০৯ ০০:১১ | 122.167.2.213
  • O
    এটার মানে কি ? কোনো সহৃদয় ব্যক্তি জানাবেন?
  • dipu | ১৬ মে ২০০৯ ২৩:৫৭ | 121.243.161.234
  • নাঃ, সত্যিই দিনকাল খুব খারাপ পড়েছে। নাইট রাইডার্স অরেকটু হলেই জিতে যাচ্ছিল!! ঃ-))
  • pi | ১৬ মে ২০০৯ ২৩:৪২ | 69.143.119.233
  • শুনলাম, দমদমে নাকি সকাল সাতটাতেই সিপিএম বিজয় মিছিল বের করেছিল । ঃ)
  • Arpan | ১৬ মে ২০০৯ ২২:২৬ | 122.252.231.12
  • হ্যাঁ, তড়িৎবরণবাবু প্রায় ৫৬০০০ ভোটে হেরেছেন।
  • Bratin | ১৬ মে ২০০৯ ২২:০৯ | 117.194.99.7
  • সিঙ্গুর , হূগলি র মধ্যে। TMC র রত্না দে নাগ জিতেছে। ৮০,০০০+ ভোটে।
  • pi | ১৬ মে ২০০৯ ২১:১৫ | 69.143.119.233
  • সিঙ্গুর বিধানসভায় কে কত লিড ? আগেরবারের থেকে কত + /- ?
  • Bratin | ১৬ মে ২০০৯ ২০:৪৯ | 117.194.96.49
  • sorry ২০,০০০ +
  • Bratin | ১৬ মে ২০০৯ ২০:৪৭ | 117.194.96.49
  • না ওটা এক সময় ছিল। ১৩,০০০+ ভোটে জিতেছে সৌগত।
  • Ishan | ১৬ মে ২০০৯ ২০:৪১ | 173.26.17.106
  • সেইরকমই তো দেখছি।
  • pi | ১৬ মে ২০০৯ ২০:৩২ | 69.143.119.233
  • সুমনের শেষমেশ কত মার্জিন ? ৫৫০০০ ?
  • m | ১৬ মে ২০০৯ ২০:১১ | 173.26.17.106
  • বুদ্ধবাবু কি কিছু বলেছেন ? বা জ্যোতিবাবু?
  • Arpan | ১৬ মে ২০০৯ ২০:০৪ | 122.252.231.12
  • নার্সিসিস্ট ঠিকই আছে। নার্সিসিস্টিক হল বিশেষণ। যথা নার্সিসিস্টিক পার্সোনালিটি।
  • arjo | ১৬ মে ২০০৯ ২০:০১ | 24.42.203.194
  • আচ্ছা নার্সিসিস্টিক হবে না? কিন্তু নার্সিসিস্টই বলেছেন। সোমনাথবাবু কি ভুল বলবেন। আমিই বোধহয় ভুল শুনেছি।

    সিপিএমের সবথেকে সমস্যা পজিশনিং। এক্স্যাক্টলি কি চায়, তারজন্য কি করা উচিত কোনোই দিশা নেই। লীডারশিপ প্রবলেম কোনো সন্দেহ নেই। আর মুশকিল হল সংসদীয় বামপন্থা আসলে কি বুঝে উঠতে পারছে না। চীন ক্যাপিটালিজমের পথে হেঁটেই বড় মুশকিল হয়ে গেছে।
  • Arpan | ১৬ মে ২০০৯ ১৯:৫৮ | 122.252.231.12
  • চ্যানেলগুলো কী ভুলভাল আপডেট দেয়! সৌগতর মার্জিন মাত্র ২৫৫০।
  • PB | ১৬ মে ২০০৯ ১৯:৫৫ | 59.177.161.33
  • সোমনাথবাবু এত দিন সুযোগ খুঁজছিলেন, এবার তো গায়ের ঝাল মেটাবেন ই।
  • Arpan | ১৬ মে ২০০৯ ১৯:৫৩ | 122.252.231.12
  • নার্সিসিস্ট! ঃ-)))
  • saikat | ১৬ মে ২০০৯ ১৯:৫০ | 59.93.221.86
  • ও, বসিরহাট দুবার লিখেছি। একটা রাণাঘাট।
  • arjo | ১৬ মে ২০০৯ ১৯:৪৮ | 24.42.203.194
  • সোমনাথবাবু বলেছেন কারাট নার্সিসিস্ট। কারাটের নাম করে বলেন নি। লীডারশিপের কথা বলে একটু মুচকি হেসেছেন।
  • saikat | ১৬ মে ২০০৯ ১৯:৪৭ | 59.93.221.86
  • খাইসে। কোনটা ছড়ালাম ?
  • Arpan | ১৬ মে ২০০৯ ১৯:৪৫ | 122.252.231.12
  • "বিবেক থাকলে কারাট পদত্যাগ করুন' - সোমনাথ চট্টোপাধ্যায়। ;-)
  • Arpan | ১৬ মে ২০০৯ ১৯:৪৪ | 122.252.231.12
  • ও সৈকত-২, রাণাঘাট কোথায় গেল?
  • saikat | ১৬ মে ২০০৯ ১৯:৩৭ | 59.93.221.86
  • যাদবপুর - কলকাতা উত্তর - কলকাতা দক্ষিণ - দমদম - বারাসত - হুগলী - উলুবেরিয়া - শ্রীরামপুর - ব্যারাকপুর - হাওড়া ।

    কাঁথি, তমলুক, বসিরহাট, বীরভূম, কৃষ্ণনগর, ডায়ামন্ডহারবার, মথুরাপুর, বসিরহাট, বনগা।

    তৃনমূলের ১৯-টা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত