এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ২৬ মে ২০০৯ ১৩:৫৪ | 125.18.104.1
  • জানি না। তবে মিশনের পাঁচিলের বহু জায়গা ভেঙেছে। মন্দিরগেট থেকে মিশনগেট সবথেকে অ্যাফেক্টেড। কামালগাজির দিকে গাছ কম থাকায় অতটা কিছু হয় নি।
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১৩:৫০ | 220.225.245.130
  • র এর বাড়ি কি গড়িয়া-সোনারপুর এলাকায়? সেনবো কারখানাতেও নাকি ব্যপক ক্ষতি হয়েছে? লোকমুখে শোনা যদিও।
  • d | ২৬ মে ২০০৯ ১৩:৫০ | 144.160.5.25
  • ভুতের গপ্পো কিম্বা খুনের গপ্পোর জন্য ভাল আবহ সৃষ্টি করেছিস। আগে বাড়্‌।
  • r | ২৬ মে ২০০৯ ১৩:৪৪ | 125.18.104.1
  • মাম্মাম্মা
  • r | ২৬ মে ২০০৯ ১৩:৪৩ | 125.18.104.1
  • কাল যখন আড়াইটে নাগাদ অফিস থেকে বেরোচ্ছি, তখন ঝড় তুঙ্গে। যারা বেরিয়েছে তারা কোনোরকমে দেওয়ালে, ল্যাম্পপোস্টে ভর করে এগোচ্ছে। একজনকে দেখলাম হাওয়ার দাপটে বোঁ করে এক পাক ঘুরে গেল। একজন হাওয়ার ধাক্কায় পড়ে গেল। তার উপর বৃষ্টির জোর গেল বেড়ে। বর্শার মত তীক্ষ্ণ বৃষ্টির ফলায় তাকাতে পারছি না। রাস্তা সাদা বৃষ্টিতে ঢেকে আছে। এপাশ ওপাশ দেখাই যায় না। কোনোরকমে রাস্তা পেরিয়ে হাওয়ার ধাক্কা বাঁচিয়ে একটা বাসে উঠলাম। কত বিশাল গাছ ভেঙেছে তার গুন্তি নেই। দমকা হাওয়া, অঝোর বৃষ্টি, অসহ্য জ্যাম, বাইপাসে হাজার হাজার মানুষ। আমাদের বাসে আর লোক তোলা যাচ্ছে না। যাদের স্টপেজে নামার কথা তাদের এক স্টপ বাদে মাঝামাঝি নামাতে হচ্ছে যাতে বাসে আর কেউ না ওঠে। চিংড়িহাটা, সায়েন্স সিটি আর রুবিতে অগুন্তি কাকভেজা নিরুপায় কাজফেরতা মানুষ। পাটুলি থেকে শাটল পেলাম। কিন্তু গাড়ি যায় কোথা দিয়ে। কামালগাজি কানেক্টর থেকে গাড়ি আর এগোতেই পারে না। আমাদের এলাকায় এসে সব বন্ধ। পাঁচিল ভেঙে গাছগুলো রাস্তার উপর এসে পড়েছে। গাছের ঝরা পাতায় পিচ রাস্তা দেখা যাচ্ছে না। টেলিফোন, কেবল, ইলেকট্রিকের তার একসাথে দলা পাকিয়ে রাস্তায় পড়ে আছে। গাড়ির কাঁচে গাড়ির মাথায় ঝাপটা মারছে ঝুলে থাকা ছেঁড়া তার। সাউথ লাইনের ট্রেন বন্ধ। কাতারে কাতারে মানুষ হেঁটে চলেছে বারুইপুরের দিকে। আজ সকালে দেখলাম কলকাতা হোর্ডিংশূন্য। বাইপাসের ধারে শুধু ন্যাংটো খাঁচাগুলো পড়ে আছে।
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১৩:৩৪ | 220.225.245.130
  • আমাদের বাড়িতে আবার স্রেফ ল্যান্ডলাইনেই সম্পর্ক করা যচ্ছে। এয়ারটেল এর নাকি টাওয়ার বেজায় বিগড়েছে সোনারপুর এলাকায়।
  • r | ২৬ মে ২০০৯ ১৩:১১ | 125.18.104.1
  • আমাদের ওখানে গত দেড়দিন আলো নেই, ল্যান্ডলাইন বন্ধ, মোবাইলে হাফ সিগনাল, কেবল নেই, খবরের কাগজ দেয় নি, সামনের রাস্তায় শুধু দোমড়ানো মোচড়ানো তার, পাঁচিল ভেঙে অজস্র গাছ হুমড়ি খেয়ে পড়েছে, দুটো ইলেকট্রিকের পোস্ট মাটি থেকে উপড়ে তারে ঠেকনা রেখে ঝুলছে। যুদ্ধোত্তর পরিস্থিতি প্রায়।

    মাম্মাম্মা
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১২:৫১ | 220.225.245.130
  • ওরা কাজ করে...
    ভাট মারে না...
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১২:১৯ | 220.225.245.130
  • শমীকদা দিল্লীওয়ালা হয়ে গ্যাছে। যাই জিগ্গেস কর ঠিক হোক ভুল হোক কিছু একটা বলে দেবেই ;-)

    শ্রাবণী, সরাসরি তো মহিলাদের বয়স জিগ্গেস করা যায় না; তো আমি হলুম গিয়ে '৯৯ মাঃ। তোমার নামের পাশে কি "দি' টা লাগানো উচিত হবে?
  • shrabani | ২৬ মে ২০০৯ ১২:০৭ | 124.30.233.105
  • ফুচকার সঙ্গে বাঙালী এসব হচ্ছে মিথ! তবে আমি চুরমুর ভালবাসি।

    শমীক আমাদের নিজস্ব শপ্রিক্স কে তুমি পঞ্চান্নতে পাঠিয়ে দিলে দেখে খুব দুঃখ পেলাম। শুধু বাষট্টি কেন একষট্টি নিয়েও পড়া করে এস!ঃ)
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১২:০১ | 220.225.245.130
  • শ্রাবণী (দি?) তো বিরল প্রজাতির বাঙালী দেখছি ঃ-)
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১১:৫৯ | 220.225.245.130
  • btw, তুমি কি আপিসে যাবার জন্য মাখনপুর চক হয়ে এদিকে লেবার চকে এϾট্র মারো?
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১১:৫৫ | 220.225.245.130
  • শমীকদা, টটমল কোন মল নয়, উহা একটি বাজার বিশেষ। তোমার জ্ঞানের বহর বোঝা গ্যাছে। আর ফুচকাওয়ালার জন্য ধন্যবাদ। একদিন অভিযান করতে হচ্ছে ওদিকে।
  • Samik | ২৬ মে ২০০৯ ১১:৫১ | 122.162.236.113
  • তা হলে বোধ হয় চার বছর যাই নি। শপ্রিক্স মল চিনি, ফোর্টিস হাসপাতাল চিনি। আর ভেতরে ভেতরে কিছু অফিস চিনি।

    শপ্রিক্সটা বোধ হয় পঞ্চান্নতে পড়ে, তাই না?
  • shrabani | ২৬ মে ২০০৯ ১১:৪৮ | 124.30.233.105
  • ফুচকা র/ওয়ালার খবর কি আমার জন্যও! তাহলে থ্যাঙ্কস, তবে আমি একেবারেই ফুচকাপ্রেমী নই। ছোটবেলায় খেয়েছি কিন্তু ভালবাসিনি/বাসিনা।

    বাষট্টিতে টট মল খুলেছে প্রায় বছর চারেকের ওপর ।
  • san | ২৬ মে ২০০৯ ১১:৩৪ | 12.144.134.2
  • অরিজিত র ব্ল্যাংকি হনুদা ইত্যাদিরা সব অক্ষত আছো তো?
  • Samik | ২৬ মে ২০০৯ ১১:৩২ | 122.162.236.113
  • প্যাঁক দিলে দে! বাষট্টি আমি চিনি, কিন্তু গত দু-আড়াই বছর যাই নি ওদিকে। নিশ্চয়ই গত দুবছরের মধ্যে হয়েছে। আর রোজই তো একটা দুটো মল তৈরি হচ্ছে, অত মলের নাম কি মুখস্থ রাখা যায়?
  • m | ২৬ মে ২০০৯ ১১:২৩ | 173.26.17.106
  • ভুতো,
    আমার সেই পছন্দের সিরিয়াল গুলো কবে পাবো ও ও ও ও..
  • m | ২৬ মে ২০০৯ ১১:১৪ | 173.26.17.106
  • অরি বোধহয় আপিশে আসে নি।নইলে এতক্ষণে দেখা যেতো।
  • dipu | ২৬ মে ২০০৯ ১১:১৩ | 207.179.11.216
  • অরিজিৎদা মোনয় টীম নেবে যাবার শোকে কতা কইচে না।
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১১:১২ | 220.225.245.130
  • শমীকদা, এবার আমার প্যাঁক দেবার পালা। এই অঞ্চলে এদ্দিন থেকেও বাষট্টির টটমল চেনে না। হায় হায়.... বুউউউউউউউউ ;-)
  • m | ২৬ মে ২০০৯ ১১:১০ | 173.26.17.106
  • না। ট্র্যাজিকমেডি।
  • sinfaut | ২৬ মে ২০০৯ ১১:০৯ | 203.91.193.5
  • হাওড়া খড়্‌গপুর লাইন মনে হয় ঠিক হয়নি। কাল রাতে কারেন্ট এসেছিল, wbseb। গাছ কাটা হচ্ছে।
  • intellidiot | ২৬ মে ২০০৯ ১১:০৯ | 220.225.245.130
  • কোলকাতার চন্ডা৯ জনতার মাথা গুনতি (হেড কাউন্ট) করা হোক, সবাই ঠিকঠাক আছে কিনা দেখার জন্য।
  • Tim | ২৬ মে ২০০৯ ১১:০৭ | 71.62.2.93
  • ট্র্যাজিক পালা
  • Samik | ২৬ মে ২০০৯ ১১:০৭ | 122.162.236.113
  • আমার বউ বাচ্চা এইমাত্র রাজধানী এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে পৌঁছল। ট্রেন মাত্র আধ ঘন্টা লেট ছিল। লোকাল ট্রেনেও উঠে পড়েছে। মানে হাওড়া বর্ধমান মেইন লাইন ঠিকঠাকই চলছে।
  • Bhuto | ২৬ মে ২০০৯ ১১:০৭ | 203.91.207.30
  • মেজর টেকনিক্যাল ফল্টের এলাকা বাদ দিয়ে সর্বত্র কাল রাতেই বিদ্যুৎ এসে গেছে। W.B.S.E.B এর কিছু প্রবলেম আছে, সিইএসসির ততটা নাই।
  • Bhuto | ২৬ মে ২০০৯ ১১:০৬ | 203.91.207.30
  • গাছ কাটা চলছে। আপিসের বাইরেও একটা গাছ কাটছে, এইমাত্র দেখে এলাম। দুটো ছেলে শালিকপাখির এক বাচ্ছাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে।
  • m | ২৬ মে ২০০৯ ১১:০৫ | 173.26.17.106
  • সোসনের অবসেশানে হাবুডুবু তিমি- মঞ্জরী অপেরার..
  • Bhuto | ২৬ মে ২০০৯ ১১:০৪ | 203.91.207.30
  • চোপরাও। আসে নি কি, কাল সন্ধ্যে ৬টায় নরম্যাল টাইমে বেরিয়েছি। আজ সঠিক সময়ে এসে গেছি। ঐ তো সিফোঁও এসেছে।

    ইশানদা, সব ঠিকঠাক আপাতত।
  • m | ২৬ মে ২০০৯ ১১:০৩ | 173.26.17.106
  • সিঁফো,
    আজ সব গাছপালা রাস্তা থেকে সরিয়ে নিয়েছে?বিদ্যুৎ এসে গেছে?
  • Tim | ২৬ মে ২০০৯ ১১:০২ | 71.62.2.93
  • আমের বিলাপ
    মামীরচিত অমর কবিতা
  • m | ২৬ মে ২০০৯ ১১:০১ | 173.26.17.106
  • আমার শাশুমার সাধের ফলভর্তি আমগাছ প্রায় শুয়ে পড়েছে-শুনে আমি এখানে বসে বসে বিলাপ করছি..
  • dipu | ২৬ মে ২০০৯ ১০:৪৬ | 207.179.11.216
  • আমাদের একটা নারকোল গাছ, একটা পিয়ারাগাছ, একটা শিশুগাছ আর দুটো শিউলিগাছ ভূমিশয্যা নিয়েছে।
  • saikat | ২৬ মে ২০০৯ ১০:৪১ | 202.54.74.119
  • জোর বেঁচে গেছি -

    At one point, the cyclone came as close as 15km from the city. Although the cyclone did not “hit” Calcutta in the full sense of the term, the peripheral or outer spiralling winds of Aila began lashing the city since morning. These outer winds had speeds greater than 120kmph. The size of the cyclonic system was so large — swelling to a maximum diameter of 250-350km — that when the core crossed the coast, the city was already reeling under its winds.

    Had Aila actually ripped through Calcutta in its full fury, the damage to life and property would have been far worse. The Great Calcutta Cyclone of 1864 — the last such recorded phenomenon — had killed 60,000 people.
  • Tim | ২৬ মে ২০০৯ ১০:২৪ | 71.62.2.93
  • সোসোনের আবার ছুটি কিসের?
  • sinfaut | ২৬ মে ২০০৯ ১০:২১ | 203.91.193.5
  • এই তো আপিস এলাম। কাল ২.৩০ তে ৬০% হেঁটে বাকি অটোতে কমপ্লিট ভিজে বাড়ি গেছি।

    আজ আবার ঝলমলে রোদ।
  • Ishan | ২৬ মে ২০০৯ ১০:১৫ | 173.26.17.106
  • কলকাতায় কি আপিস টাপিস ছুটি হয়ে গেছে? জনতা সব ঠিকঠাক তো?
  • Arpan | ২৬ মে ২০০৯ ১০:০০ | 122.252.231.12
  • কলকেতায় লোকজন বোধহয় আসেনি।
  • dipu | ২৬ মে ২০০৯ ০৯:৫১ | 207.179.11.216
  • হাসে ক্যানো?! কাল ছুটি ছিলো নি?
  • Tim | ২৬ মে ২০০৯ ০২:১৭ | 198.82.167.98
  • লম্বা উইকেন্ড? খিক খিক।
  • arjo | ২৫ মে ২০০৯ ২৩:৩৩ | 24.42.203.194
  • যাই একটু লম্বা হয়ে নি। কি ঘুম যে পাচ্ছে। গুরুপাকের পর আমি আবার কিছুতেই জেগে থাকতে পারি নে। হেউ।
  • dipu | ২৫ মে ২০০৯ ২১:৩৮ | 121.243.161.234
  • আম্রিগানরা ক্যামন লম্বা উইকেন্ড কাটাচ্ছে
  • Samik | ২৫ মে ২০০৯ ২০:৫৫ | 122.160.41.29
  • ও হ্যাঁ,

    (শ্রাবণী, ) ইন্টেলি আর ঐশিকের জন্যঃ

    আইটিও ব্রিজ থেকে বিকাশ মার্গের দিকে আসতে গেলে প্রথম যে মাদার ডেয়ারির সিগন্যালটা পড়ে, তার পরেই যেখানে মেট্রোর স্টেশনটা হচ্ছে, সেই নির্মীয়মান স্টেশনের নিচে একটা পেডেস্ট্রিয়ান সাবওয়ে আছে। সেই সাবওয়ের বাঁদিকের মুখে বেরোলেই দেখতে পাবে বিহারি ফুচকাওলা বসে আছে।

    তার পাশেই জনৈক "ববি টিক্কিওলা' বসে। চিনতে সুবিধা হবে।
  • Samik | ২৫ মে ২০০৯ ২০:৪৬ | 122.160.41.29
  • টট মলটা কোথায়? হটেনটটদের দেশে?
  • dd | ২৫ মে ২০০৯ ২০:৪১ | 122.167.2.115
  • শ্বেতা চক্কোত্তি কবিতা লিখেছেন এবারের দেশে।
    আমার খুব ভালো লাগলো।
  • Samik | ২৫ মে ২০০৯ ২০:৩৩ | 122.160.41.29
  • ফর আ চেঞ্জ, এবারের দেশে কবিতাগুলো অনেকদিন বাদে ভালো দিয়েছে।

    সূর্যগ্রহণের ওপর আর্টিকলটা ক্লাস ইলেভেনে পড়ার সময় প্রকাশিত হলে টুকে দিয়ে নম্বর পেতাম হাপিয়ার্লিতে।
  • intellidiot | ২৫ মে ২০০৯ ২০:৩০ | 220.225.245.130
  • টট মল থেকে দেশ কিনে নিয়ে এলাম এক্ষুনি। এবারে দাম পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে। বত্তমিজ x-)
  • dipu | ২৫ মে ২০০৯ ২০:২৪ | 121.243.161.234
  • বি গার্ডেন নাকি ফরসা হয়ে গেছে। এইমাত্তর বাড়ি থেকে বলল আবার ঝড় শুরু হয়ে গেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত