এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • umesh | ২৫ মে ২০০৯ ০১:৩৪ | 86.2.252.178
  • অর্পণ, তোমাকে ধন্যবাদ।
    ফ্যান কিন্তু আওয়াজ করছে না। তবে গরম হয়ে বন্ধ হচ্ছে এটা ঠিক। শেষ ২ বছর আমার ল্যাপি মোটামুটি দিনে ১৬ ঘন্টা চালু থাকে। আগে কখনো হয়নি। ধুলো -ই কি কালপ্রিট?
  • Arpan | ২৫ মে ২০০৯ ০১:২১ | 122.252.231.12
  • উমেশ, ল্যাপি গরম হয়ে যাচ্ছে কি খুব? বন্ধ হবার আগে ফ্যান খুব আবাজ করছে? তাহলে ওভারহিটিঙের কারণে বন্ধ হয়ে যাচ্ছে।

    যদি তাই হয়, তাহলে ল্যাপি খুলে ভেতরে জমে থাকা ধুলো পরিষ্কার করতে হবে। আমার একই জিনিস হয়েছিল।
  • intellidiot | ২৪ মে ২০০৯ ২৩:৪৫ | 59.164.3.78
  • এখন বল্লে মানছিনা বাপু। আগে বলনি যেমন, এখন বোঝ ঠেলা। আমার সপোর্টের কনারা তো ইতিহাস হয়ে গ্যছে কবে, এই সেদিন সেকেন্ড সাপোর্ট দিল্লিও হেরে গ্যালো। আমার এখন সামহাউ মনে হচ্ছে ঝিঁঝি একটি বাজে খেলা।
  • dipu | ২৪ মে ২০০৯ ২৩:৩৯ | 121.243.161.234
  • কাউক্কে বলিনি বটে, তবে আমি কিন্তু হায়দ্রাবাদের টিমটাকেই সাপোর্ট করেছিলাম। ক্যামোন জিতে গ্যালো! ঃ-)
  • umesh | ২৪ মে ২০০৯ ২১:০২ | 86.2.252.178
  • আমার ল্যাপটপ টা কাল থেকে বারে বারে চলতে চলতে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছি না। কেউ কি বলতে পারবে সমস্যা টা কি?
  • dipu | ২৪ মে ২০০৯ ১৯:৫৭ | 121.243.161.234
  • তালে গজানন্দকে ফোং করে অর্ডার দে দোবো।
  • sayan | ২৪ মে ২০০৯ ১৯:১৫ | 115.108.25.26
  • অ্যাতোদিনে মনে পড়ল পুরনো ব্যাথা কে!
    যা এখন সাইটে সাইটে গুমশুদা গেয়ে ফের o|-
  • omnath | ২৪ মে ২০০৯ ১৬:৪৭ | 59.93.197.46
  • আচ্ছা, আমার মাঝে মাঝে মনে হয়, ট্যানের বোধয় বে' হয়ে গেছে, তাই আর কোথাও ল্যাখে না। যা ভারত ম্যাট্রিমোনি বাজার! কেউ জানে?
  • sayan | ২৪ মে ২০০৯ ১৬:২১ | 115.108.25.26
  • দীপু, গজানন্দ এখন রাবড়ি রাখছে না, তবে অর্ডার দিলে তৈরী করে দেবে বলছে। দিল্লি এবং রাজস্থানী - দুই টাইপেরই।
  • sayan | ২৪ মে ২০০৯ ১৬:১৪ | 115.108.25.26
  • স্মার্নফ আর গার্লিক প্রন কালকের মেনু ছিল। এখনও অ্যালার্জি বেরোয়নি এবং এ যাত্রা বোধয় বেঁচে গেলাম।
  • dipu | ২৪ মে ২০০৯ ১৪:৪৯ | 121.243.161.234
  • আমি ইন্দিরানগর ডাবল রোডের "মিষ্টি' তে জিগ্গেস কল্লুম। ওরা রাবড়ি রাখে না। আর সব মিষ্টির কি ভীষণ দাম। প্পুরো ডাকাত।

    স্যান্দি কি সি এম এইচ রোডের মস্ত কলন্দরে খেয়েছিলে?
  • Arpan | ২৪ মে ২০০৯ ১৩:৪১ | 122.252.231.12
  • * স্মার্নফ
  • Arpan | ২৪ মে ২০০৯ ১৩:৪১ | 122.252.231.12
  • বেঙ্গালুরুতে গোলা ওয়েদার। সন্ধ্যের মেনু - সার্মনফ উইথ মাছের ডিমের পকৌড়া, চিকেন বিরিয়ানি আর ফিরনি।

    কেউ নজর দিওনি।
  • arjo | ২৪ মে ২০০৯ ০৯:৩৭ | 24.42.203.194
  • মাইরী বলছি আমার বাড়িতে এসে বানালে গ্যাসের খরচ লাগত না। ;)
  • Abhyu | ২৪ মে ২০০৯ ০৬:৩৬ | 97.81.101.248
  • সঙ্গে খাবো বলে আমি নিজেই গুড়ের পায়েস বানিয়ে নিলাম। দারুণ কম্বিনেশন।
  • Abhyu | ২৪ মে ২০০৯ ০৬:৩৫ | 97.81.101.248
  • যাই হোক, চুপি চুপি একটা খবর দিয়ে যাই। আলাদীনে একটা নতুন মিষ্টি বানাচ্ছে - নাম রসমঞ্জরী বলে - অসাধারণ খেতে।
  • pi | ২৪ মে ২০০৯ ০০:৫০ | 69.143.119.233
  • কি রেটে ?
  • dipu | ২৩ মে ২০০৯ ২২:৩৫ | 121.243.161.234
  • স্ট্রাইক চলছে?
  • Tim | ২৩ মে ২০০৯ ১০:৫০ | 71.62.2.93
  • ইন্টেলি,
    ঐ টইয়েরই প্রথম পাতা দেখ। ঃ)
  • arjo | ২৩ মে ২০০৯ ০৭:০৬ | 24.42.203.194
  • ভোট গণনার পরে আজ আবার শুক্কুরবার মানে রাম খাইবার দিন
    মন্দার বাজার, কেস বলিয়া উপেক্ষা না করিয়া, বরম খেয়েই নিন
  • pinaki | ২৩ মে ২০০৯ ০৫:৫৮ | 131.151.102.250
  • যাঃ। কোথা হইতে কি হইয়া গেল, পিনাকী কেস খাইয়া গেল।
    ঃ-(
  • Du | ২৩ মে ২০০৯ ০০:২২ | 65.124.26.7
  • ডিডি যা বলেছেন তার ওপর আর কথা হয় না। পিনাকীর সেই কথা - সিপিএমকে বিশ্বাস করি না তো সব অভিযোগ ঠিক আছে । আবার আমি কারন সুহৃদ দত্তকে ভালো ভাবতাম তাই জানতে চাইছি সে কি পরিস্থিতিতে এই নৃশংস কাজ করলো এবং সেটা ধরাই বা পড়লো কেমনে -আসলে তো একটা সন্দেহের সৃষ্টি করতে চাইছি বা নিজের লুকোনোর জায়গা খুঁজছি। যদিও পাবো বলে মনে হয়না কারণ সে দোষীই সাব্যস্ত হয়েছে ছোট কোর্টে। তাহলে মামলার ডিটেল জানতে চাওয়াতে ক্ষতি কিসের? আর লিংক দেবেন না কেন - প্রসিডিং সংক্রান্ত যে কোন লিংক পেলে অবশ্যই দেবেন - রায়ের দিনেরটা আমি পড়েছি।
  • dd | ২৩ মে ২০০৯ ০০:১৫ | 122.167.29.203
  • তা হবে ঈশেন

    আমি স্কিপ করে এক স্টেপ উবরে উঠে গেছি। ঝাঁ করে।

    বিশ্বাস/অবিশ্বাস।

    কিন্তু আমার খালি খালি মনে হচ্ছে কথাটা অভিযোগ না অপপ্রচার ? প্রতিবাদ না ফাজলমো? ঐ প্রথম স্টেপেই গন্ডোগোল। লাস্ট স্টেপেও।

    মানে যদি কোনো মতবাদের জার্সি পরে থাকো।
  • Ishan | ২৩ মে ২০০৯ ০০:১৩ | 12.163.39.254
  • নাঃ পারিনা।

    এইটা কখনও বলিনি। আজ বলে ফেলি। সিঙ্গুর নিয়ে আসলে আমি মহা ফেঁসে আছি। এই যে সব নামগুলো লেখা হয় খবরের কাগজে, এর অর্ধেককে তো আমি চিনি। মানে চিনি শুধু না, আমার শৈশব কৈশোরের সঙ্গে এইসব জড়িয়ে আছে। কেউ আমার ইশকুলের মাস্টারমশাই, কাউকে কাকু-টাকু বলি, এদের সঙ্গে হেবি তক্কাতক্কি করেছি একদা, কিন্তু কিছু মনে করেননি। স্রেফ প্রশ্রয় দিয়েছেন। দুই দিকেরই। সিঙ্গুরে মারপিট প্রায় হতইনা।

    এখন এরাই একে অপরের উল্টো দিকে দাঁড়িয়ে গেছেন। দা-কাটারি নিয়ে। কি যে ঝামেলা।
  • Tim | ২৩ মে ২০০৯ ০০:১৩ | 198.82.167.98
  • আদিবাসীরাও পাই বানায়? তাকে কি বলে? বনপাই?
  • Du | ২৩ মে ২০০৯ ০০:০৭ | 65.124.26.7
  • তাহলে তো আপনিই ডিটেলে লিখতে পারেন। এই প্রচার টচার কি হয়েছে এইসব নয় - খাদিম কর্তা টাইপ।
  • Ishan | ২৩ মে ২০০৯ ০০:০৭ | 12.163.39.254
  • ডিডি ভুল কচ্ছেন। আমি প্রমাণ চাই নাই। আমি শুধু অভিযোগটা জানতে চেয়েছি।

    প্রমাণ-অপ্রমাণ বিশ্বাস-অবিশ্বাস হল পরের স্তর।
  • dd | ২৩ মে ২০০৯ ০০:০৫ | 122.167.29.203
  • এক প্রজন্ম কেটে গ্যালো কম বাম ঠিক বাম বেশী বামের তক্কাতক্কি শুনে।

    এদিকে প্রমান আর উদিকে বিশ্বাস, wilful suspension of disbelief আর অবিশ্বাস না করবার ক্ষমতা। তোমরা আর আমরা।

    একদিকে এনভিওরনমেন্ট অন্যদিকে জেনেটিক্স।

    এ বিষয়ে সত্যবাহনের কথা শুনেন না, ভবদুলালই ঠিক।

    আমি এক লেবেলহীন মুক্তপুরুষ - হেসে গড়াগড়ি যাই, শুক্কুরবারে।
  • Tim | ২৩ মে ২০০৯ ০০:০২ | 198.82.167.98
  • আরে পোসোংসাই তো কল্লাম! ঃ)
  • Ishan | ২৩ মে ২০০৯ ০০:০০ | 12.163.39.254
  • তবে সুহৃদ দত্ত কেসটা আমি শেষ পর্যন্ত ফলো করছি। নিজের জন্যই।
  • Ishan | ২২ মে ২০০৯ ২৩:৫৯ | 12.163.39.254
  • হ্যাঁ। বড়ো ইউ আর এল দিলে আর ধেবড়ে যাবেনা। আজ্জো ঠিক কয়েছে।

    দু। বেশ তালে আর খুঁজলাম না লিংক। তবে কোন ধারায় কে অভিযুক্ত সব ফাটিয়ে বেরিয়েছিল কাগজে। যেমন অন্য কেসেও হয় আর কি।

    আর তাপসীর বাবা তাপসীকে খুন করেছেন, এটা যেমন প্রচার, আমার যদ্দুর মনে হচ্ছে, সুমনের ক্রিমিনাল কেসটাও প্রচার। ওতে বিশ্বাস করার কোনো কারণ নেই। সিপিএম ওরকম প্রচার করেই থাকে।
  • Du | ২২ মে ২০০৯ ২৩:৫৬ | 65.124.26.7
  • পাই, এটা একটা সিনেমা, প্রচারের জন্য বানানো। এতে বিশ্বাস করবে কেউ? কিন্তু কি হয়েছিল সেটা সব খুনের ক্ষেত্রে কিছুটা জানি, ক্রিমিন্যালরা মারলেও। এক্ষেত্রে জানার ইচ্ছে হলে কি সেটা অস্বাভাবিক? আর্জো বা দমুর কোনওদিন হয়নি? বা তোমাদের? এসময়ে উত্তর দিলে সুমনের সাথে গুলিয়ে যাচ্ছে ভাবলে উত্তর দিওনা, কি আছে?
  • pi | ২২ মে ২০০৯ ২৩:৫১ | 128.231.22.89
  • আর তাপসী মালিকের খুনের ডিটেল পাওয়া গেছে তো,

    দেখোনি ?

    http://www.leftvoice.org/node/168
  • pi | ২২ মে ২০০৯ ২৩:৪৯ | 128.231.22.89
  • আদিবাসী দের জমি নিচ্ছিল বলে আবার কোথায় অভিযোগ উঠলো ?
  • Du | ২২ মে ২০০৯ ২৩:৪৭ | 65.124.26.7
  • ইশান, চার্জশীট নয়। কি যে হয়েছিল, সেটা জানতে ওৎসুক্য একটা থাকেই। শুধু মেয়েটি মারা গিয়েছিল এবং দেবু আর সুহৃদ দোষী এতটুকুই হলে চলে যায় হয়তো, কিন্তু একটা খুন তো আর এত সামান্য জিনিস নয়? সব বড় খুনেরই একটা ডিটেল পাওয়া যায়।
  • Du | ২২ মে ২০০৯ ২৩:৪৪ | 65.124.26.7
  • আদিবাসীদের - পাই।
  • pi | ২২ মে ২০০৯ ২৩:৪৩ | 128.231.22.89
  • দু দি,
    সিংগুরে সরকার জমি নিচ্ছিল না ? :o

    যাই হোক , কিছু নিউজপেপার থেকে ডকুমেন্টেড 'ইতিহাস' ঃ)
    http://westbengalnews.googlepages.com/nano.pdf
  • arjo | ২২ মে ২০০৯ ২৩:৪৩ | 168.26.215.13
  • জনতা, একটা অনুরোধ করছি টাইনি ইউআরএলটা আর দিয়েন না। বড় লিংক দিলেও পাতা বোধহয় আর ধেবড়ে যাবে না। টাইনি ইউআরএলে ক্লিকাতে কেমন কেমন লাগে।

    ঈশান একটু কনফার্ম করো তো, এখন বড় লিংক দিলে পাতা আর ধেবড়ে যাবে না তো।
  • arjo | ২২ মে ২০০৯ ২৩:৪০ | 168.26.215.13
  • টিম কি গালি দিল না প্রশংসা করল বুঝতে পারছি না। প্রশংসা করলে ঠিক আছে, গালি দিলে এমন কেলাব না। ঃ)
  • Ishan | ২২ মে ২০০৯ ২৩:৩২ | 12.163.39.254
  • কি বলেন। সুহৃদ দত্তকে চার্জশিট দেওয়া হল কিসে, খবর হয়নি? বার করে দিচ্ছি, দাঁড়ান।
  • Tim | ২২ মে ২০০৯ ২৩:৩০ | 198.82.167.98
  • আজ্জোদা বড়ো হয়ে স্টিভ ওয়া হবে। এমনকি দাদাও হতে পারে। মাইরি। ঃ-)

    ডিডিদা,
    তিনোমূল পঃবঙ্গে সরকার কল্লেই আমি বাড়ি ফিরে যাবো। হপ্তায় চারদিন কাজের সুযোগ আর কোথায়ই বা পাওয়া যাবে?
    মেট্রো বন্ধ করার কোনো ফিকির বেরিয়েছে কি? তাইলে এট্টু নিসি্‌চন্ত হওয়া যেত ;-)
  • Du | ২২ মে ২০০৯ ২২:৫০ | 65.124.26.7
  • যেরকম সিঙ্গুরে সরকার আদিবাসীদের জমি নিচ্ছিলটা ডকুমেন্টেড 'ইতিহাস' হয়ে গেছে। সেটাও কিছু কম সিরিয়াস অ্যালিগেশন নয়।
  • Du | ২২ মে ২০০৯ ২২:৪৬ | 65.124.26.7
  • ধারা টারা তো ছেড়েই দিন, কাল সর্বহরা। কদিন ধরে ছেলে খালি জিজ্ঞেস করছে - কি মিথ্যে বলেছিল ক্লীন্টন। কি না ছোটদের প্রেসিডেন্ট সংক্রান্ত গল্প মতন বইতে লিখেছে ক্লীন্টন মিথ্যে বলে ইমপিচ হয়েছিলেন!
  • Du | ২২ মে ২০০৯ ২২:৪২ | 65.124.26.7
  • সেই ব্যাট ওঠালেন? রায় দেওয়ার খবর আমিও পড়েছি। কিন্তু তার আগে ডিটেল কোথাও দিয়েছে কিনা আমি জানিনা। প্রতিদিন বা বর্তমান পড়িনা, গুরুতেও কেউ লিংক দেয়নি।
    কথা উঠলো, নির্বাচনও শেষ তাই জিজ্ঞেস করা।
  • Arpan | ২২ মে ২০০৯ ২২:৩৮ | 122.252.231.12
  • গিলি এই মধ্যহেমন্তে ৩৫ বলে ৮৫ করে গেল!!
  • Du | ২২ মে ২০০৯ ২২:০৫ | 65.124.26.7
  • আচ্ছা , সুহৃদ দত্ত মামলাটার ডিটেল কি কোন কাগজে বেরিয়েছে? মানে খাদিম কর্তা বা আফতাব আনসারি বা সুরুপা গুহর মতো? সেই গোয়েন্দা গল্পের লাস্ট চ্যাপটারের মতো কোন বয়ান - কি হয়েছিল?
  • Ishan | ২২ মে ২০০৯ ২১:৫৫ | 12.163.39.254
  • শুধু মানুষ না। মাম্মাম্মা। ঃ)
  • dd | ২২ মে ২০০৯ ২১:৫৪ | 122.167.29.203
  • হাঃ হাঃ হাঃ (আমাদের ঈশেনকে) এবং আরো হাঃ হাঃ হাঃ

    অ্যাতো প্রমান প্রমান করো ক্যানো হে?

    বিশ্বাস রাখো। মানুষের উপর বিশ্বাস রাখো।
  • Ishan | ২২ মে ২০০৯ ২১:৫২ | 12.163.39.254
  • মাম্মাম্মা টা যাতা হয়েছে। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত