এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ২৮ মে ২০০৯ ১৫:২৩ | 207.179.11.216
  • আর কক্ষণো চলতে চলতে থেমে যাবে না। গ্র্যান্টি।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৫:২২ | 207.179.11.216
  • এক টাব জলে চারফোঁটা উজালা আর দুফোঁটা ডেটল দিয়ে একঘন্টা ডুবিয়ে রাখো। সব পোকা বাব্বাপ বলে পালাবে।
  • Bhuto | ২৮ মে ২০০৯ ১৫:২০ | 203.91.193.5
  • অজ্জিতদা, ফাফ একটু ঝোলাচ্ছে। ভালো করে অবসার্ভ করে দেখিনি। প্লাগ ইন ই হবে।
  • Bhuto | ২৮ মে ২০০৯ ১৫:১৯ | 203.91.193.5
  • স্যান , আহ আগে বলতে হয় এসব। ব্যাটাকে ধুয়ে দিতাম।
  • san | ২৮ মে ২০০৯ ১৫:১৯ | 12.144.134.2
  • পরিষ্কার কিকরে করব? খুললে নির্ঘাৎ আর লাগাতে পারবনা। এসব কি দোকানটোকানে করে? কোন দোকান?
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:১৮ | 61.95.144.123
  • ওই ছাত্র গাইড পছন্দ করতে পারবে না - এটা মোস্ট ভুলভাল নিয়ম। কোত্থাও হয় না।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:১৬ | 61.95.144.123
  • যাঃ - কিছু না করতেই ফাফ ক্র্যাশ করছে! শুধু জিমেল, ইয়াহু আর ইপিডাব্লুর সাইটে লগ-ইন করেছিলুম তিনটে ট্যাবে। স্যানের পোস্ট পড়তে পড়তে দুম করে ক্র্যাশ করে গেলো!

    মনে হচ্ছে কোনো প্লাগইন ঝোলাচ্ছে।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৫:১৫ | 124.30.233.105
  • ভ্যাকুয়াম ক্লীনার বা পেট্রল ওয়াশ!
  • dipu | ২৮ মে ২০০৯ ১৫:১৪ | 207.179.11.216
  • লিচ্চই পোকায় পেয়েচে। এভিজি স্প্রে করে দ্যাকো উবগার হয় কিনা!
  • san | ২৮ মে ২০০৯ ১৫:১৩ | 12.144.134.2
  • আরে, ওর বয়েস তো এক বছর। গত জুনে কেনা। আমি ওর সঙ্গে এমন কিছু দুর্ব্যবহার করিনি যে এরম ন্যাকামি করে খারাপ হয়ে যেতে হবে ঃ-(
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৫:১২ | 124.30.233.105
  • ঠিক কথা। পুরণপোলি আমাদের বাঙালী মিষ্টি/পিঠের কাছে লাগেনা। তবে মহারাষ্ট্রীয় খাবারের সাথে অন্যরকম একটা খাবার হিসেবে ভালই।

    একে ভাল পড়াবার লোকের অভাব, ভাল ছাত্রদের দেশে পি এইচ ডি করতে অনীহা, চতুর্দিকে নতুন নতুন ইনস্টিট্যুট, তায় এই নর্মস। নিয়ম হিসেবে ভালই কিন্তু এই অবস্থায় বেশ ইমপ্র্যাক্টিক্যাল!
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:১১ | 61.95.144.123
  • গান্ধীজীর আগে আর কেউ ওই ল্যাপিটি ব্যবহার করেছিলেন কি? মানে সম্রাট অশোক?

    ;-)

    একবার পোস্কার করে নাও।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৫:১০ | 207.179.11.216
  • বয়স কত হল?
  • san | ২৮ মে ২০০৯ ১৫:০৯ | 12.144.134.2
  • ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট এখনো খোলে, দুদিন বাদে আর তাও খুলবে না। আমার কি হবে !
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৫:০৯ | 203.91.207.30
  • ল্যাপিটাকে কি শুধু একটা ব্রিফকেস বলার সময় আসেনি?
  • san | ২৮ মে ২০০৯ ১৫:০৬ | 12.144.134.2
  • আমার বাড়িতে ল্যাপিকে একঘন্টা চালালে মাঝে পাঁচ ছবার বন্ধ হয়ে যাচ্ছে কেন? মানে কোন ওয়ার্নিং না দিয়েই জাস্ট পুরোটা কালো হয়ে থেমে যাচ্ছে। ফাফ ইন্সটল হয়না। আইই কাজ করেনা। আবাপ থেকে বাংলালাইভ কিছু খোলেনা বহু মাস হল। স্কাইপ ইয়াহু মেসেঞ্জার কিছু কাজ করেনা। এসব কি? আমাকে একটা গ্রহশান্তি করাতে হবে।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:০২ | 61.95.144.123
  • আমি নিউক্যাসলে দেশি দোকান থেকে ফ্রোজেন পুরণপুলি এনে খেয়েছি - খুব একটা ভাল্লাগেনি। মিষ্টি পরোটার চেয়ে আয়েস করে পিঠে খাবো, নইলে আলুর পরোটা খাবো।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:০১ | 61.95.144.123
  • ইয়াহু মেল-এ কিছু করতে গেলেই ফাফ ক্র্যাশ করে যাচ্ছে। আর কারো হচ্ছে?
  • Blank | ২৮ মে ২০০৯ ১৫:০০ | 203.99.212.224
  • ওমনাথের জম্মদিনে একটা দশ টেরাবাইট হার্ডডিস্ক, আর ৪ বোতল উই পোকা মারার স্প্রে
  • san | ২৮ মে ২০০৯ ১৪:৫৮ | 12.144.134.2
  • সেই ছোটবেলায় সদাশিবের গপ্প পড়বার সময় থেকে আমার পুরনপোলি খাবার ইচ্ছে ঃ-(
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৪:৪৮ | 61.95.144.123
  • http://www.telegraphindia.com/1090528/jsp/frontpage/story_11030460.jsp - যখন প্ল্যানটা হচ্ছিলো তখন এই নিয়ে একচোট আলোচনা হয়েছিলো। তাই কনফার্মেশনের লিংকটা দিয়ে দিলুম।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৪:৪২ | 124.30.233.105
  • এই এপ্রিলের প্রথম দিকে দিল্লী হাটে মহারাষ্ট্র ফুড ফেস্টিভ্যাল চলছিল। ওদের স্টলে রেগুলার খাবার ছাড়াও অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আমি রিস্ক না নিয়ে স্পেশ্যাল থালি আর পুরণপোলি খেলাম। খুব ভাল লেগেছিল। বিশেষ করে ছোট ছোট বাজরার মাখন/ঘি চপচপে রুটি এত টেস্টি ছিল যে এমনিই খেতে ভাল লাগছিল।
  • Ri | ২৮ মে ২০০৯ ১৪:১৪ | 203.197.96.50
  • ওমনাথ,
    হ্যাপি বাড্ডে। সঙ্গে গীতা,কোরান,বাইবেলের থান ইঁট ভার্সন। এবং ভারত ম্যাট্রিমনি থেকে একগুচ্ছ মেল ঃ-)
  • Paramita | ২৮ মে ২০০৯ ১২:৪৫ | 216.10.193.22
  • এই কোলাপুরি খাবার কোথায় পাওয়া যাবে?
  • d | ২৮ মে ২০০৯ ১২:০৪ | 144.160.5.25
  • মিঠুর এঁচোড়ে পাকা কুমড়োগাছের কী খবর?
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১১:৩৮ | 203.91.207.30
  • Olympus SP-590 UZ নিয়ে কোনো আইডিয়া?
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১১:২৪ | 203.91.207.30
  • নামকরণ না করলেও চলবে। করতেও পারিস। যা খুশি। ১,২ করে লিখে দিলেও চলবে।
  • dipu | ২৮ মে ২০০৯ ১০:৫৫ | 207.179.11.216
  • সিঁফোদা, আমি ১৯ নয়, ২৭ তারিখ সকালে যাবো। তোমার ডিভিডিগুলো এই উইকেন্ডে রাইট করব, ওগুলোর নাম কি হবে?
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১০:৩৮ | 203.91.207.30
  • আজকাল খুলছেনা কেন? আমি আজিজুলের লেখাটা পড়তে চাই। ঃ(
  • m | ২৮ মে ২০০৯ ১০:৩২ | 173.26.17.106
  • দীপু আমিও উঁকি দিতে চাই, তবে আমি প্রায় তোমার ঠাকুমার বয়সীঃ)
  • dipu | ২৮ মে ২০০৯ ১০:২৪ | 207.179.11.216
  • অক্কুটে কেমন একটা জম্পেশ প্রোফাইল বানিয়ে রেখেছি! রোজই দেখি অচেনা মেয়েরা উঁকিঝুঁকি দিচ্ছে ঃ-))
  • san | ২৮ মে ২০০৯ ১০:২৪ | 123.201.53.133
  • অরিজিত এসব বলে লাভ নেই। উনি একবার আলু কিনতে বেরিয়ে ক্যামেরা কিনে ফিরেছিলেন । মহাভারত তো তুচ্ছ ঃ-)
  • Arijit | ২৮ মে ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
  • হুঁ - ধীরে ধীরে হচ্ছে। কাল সন্ধ্যেবেলা চিংড়িঘাটায় অবরোধ ছিলো - আমরা জাস্ট বেরিয়ে গেসলুম বলে আটকাতে হয়নি। তবে মুর অ্যাভিনিউতে আটকেছিলো - যদিও তখনও ওখানে জ্যামটা জমেনি। গড়িয়ার ওপাড়ে এখনও মনে হয় স্বাভাবিক হয়নি।

    আর এবার বেশ কিছু গাছ পড়ে গেছে - আমাদের ওদিকে - সেগুলো আমরা যখন ছোট তখনই মহীরুহ যাকে বলে - মানে বহু পুরনো বড় বড় গাছ। সেগুলো এভাবে শেকড় উপড়ে উল্টে যাওয়াটা আমার একটু অস্বাভাবিক ঠেকছে। মাটির কোনো সমস্যা হয়েছে? নাকি ওই ফ্ল্যাট ইত্যাদি বানাতে গিয়ে শেকড় কাটা পড়ে দুর্বল হয়ে গেছে? কে জানে...
  • m | ২৮ মে ২০০৯ ১০:১৫ | 173.26.17.106
  • অরি,
    তোমাদের দিকের অবস্থা কেমন? মোটামুটি স্বাভাবিক হয়েছে?
  • Arijit | ২৮ মে ২০০৯ ১০:১৩ | 61.95.144.123
  • বি আর চোপরার মহাভারত? ও কিনে কি হবে? রাক্কস-খোক্কস-দৈত্য-দেবতা-হনুমান-ইত্যাদিদের তিদ্ধনুক আর তরোয়াল নিয়ে ফাইটিন দেখতে গেলে লর্ড অব দ্য রিঙস দ্যাখো না।
  • m | ২৮ মে ২০০৯ ১০:১২ | 173.26.17.106
  • মহাভারত বল্লেই আমার কেন জানি অজগর সাপ আর হরিং মনে পড়ে..
  • san | ২৮ মে ২০০৯ ১০:১০ | 123.201.53.133
  • ভুলভাল লোক হলে যা হয় আর কি ঃ-)))
  • san | ২৮ মে ২০০৯ ১০:১০ | 123.201.53.133
  • আরে ভুতো, সে তো আমার বর নিজেই আর দিনসাতেক পরে কোলকাতা যাচ্ছে। কিন্তু কিছু লোকের থাকে না, উঠল বাই তো কটক যাই। আজ নেটে পাওয়া যাচ্ছে অতএব আজই কিনে ফেলা দরকার। এই টাইপ।
  • Bhuto | ২৮ মে ২০০৯ ১০:০৭ | 203.91.193.5
  • ওটা সোমুদার চাল, যাতে জন্মদিনের শুভেচ্ছা দেখে নজ্জা না লাগে তাই, জন্মদিনের আগে দিন পরিবর্তনের বৃথা প্রচেষ্টা । ইস্পেশলি যখন কনফার্ম করতে আমি আছি। ওটা ২৮ই হবে।
  • Bhuto | ২৮ মে ২০০৯ ১০:০৫ | 203.91.193.5
  • এবাবা, দীপু আসছিল তো। ওর হাত দিয়ে পাঠিয়ে দিতাম মহাভারত।

    ওকে মিঠুদি।
  • m | ২৮ মে ২০০৯ ০৯:৫৯ | 173.26.17.106
  • মেল এ প্লিজ লিখে দেবে তোমার কাছে কি কি আছেঃ)
  • san | ২৮ মে ২০০৯ ০৯:৫৮ | 123.201.53.133
  • হ্যাঁ , কিনে ফেলেছে। তুই কোলকাতা চলে গেলি তো ঃ-( সাতচল্লিশখানা ভিসিডিতে চুরানব্বই পর্ব।
  • m | ২৮ মে ২০০৯ ০৯:৫৮ | 173.26.17.106
  • সোমনাথের জন্মদিন টা ওর্কুট এ কদিন ঝুলে থেকে নিজেই গায়েব হয়ে গেলো- আমি আজ সকালে ভয়ে ভয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে দেখি,বড় বড় করে জম্মোদিন ২১শে যীশুমাস লেখা আছেঃ(
  • dipu | ২৮ মে ২০০৯ ০৯:৫৮ | 207.179.11.216
  • সে কি, আমি তো অক্কুটেই দেখলাম মনে হলো! অন্য কারোর দেখলাম নাকি?!
  • Bhuto | ২৮ মে ২০০৯ ০৯:৫৭ | 203.91.193.5
  • ওহ তোমার পোষ্টটা না দেখেই আবার লিখে দিয়েছি। তাহলে মেল করছি। ওনার সঙ্গে যোগাযোগ করে দিয়ে দেব। মালগুডি ডে'স আর কি কি? মেল করছি।
  • san | ২৮ মে ২০০৯ ০৯:৫৬ | 123.201.53.133
  • হ্যাঁ, হ্যাপি বাড্ডে, হ্যাপি বাড্ডে।
  • Bhuto | ২৮ মে ২০০৯ ০৯:৫৬ | 203.91.193.5
  • মিঠা দি মেরা জওয়াব মিলা?

    স্যান আমি তো দিই নাই, কে দিলো মহাভারত? নাকি কিনলি?
  • Samik | ২৮ মে ২০০৯ ০৯:৫৫ | 122.162.236.217
  • ওমনাথকে হ্যাপি জন্মদিন। কিন্তু ওমনাথের জন্মদিন ওক্কুটে দেখায় না কেনো?
  • Arijit | ২৮ মে ২০০৯ ০৯:৫৪ | 61.95.144.123
  • ভ্যাঁ - আমাদের শনিবার আপিস খোলা ঃ-(
  • m | ২৮ মে ২০০৯ ০৯:৫৩ | 173.26.17.106
  • ভুতো, আমার পরিচিত একজন আগামি মাসে কোলকাতা যাচ্ছেন- দেখছি কি করা যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত