এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০২ জুন ২০০৯ ১৮:৫৭ | 12.144.134.2
  • তার মানে যত কঠিন রান্নাই হোক খাতা থেকে একবার ইন্টারনেটে রেসিপি তুলে দিতে পারলেই আজ্জোদা হেলায় রেঁধে ফেলে ! ঃ-)
  • arjo | ০২ জুন ২০০৯ ১৮:৫৫ | 168.26.215.13
  • ওরে বাবা সেসব আরও পাকা ব্যাপার স্যাপার। আমি পাতি ঝোল বানাতে পারি নয়ত ইন্টারনেটে পাওয়া রেসিপি। ক্রীম ব্রুলে যেমন কদিন আগে রাতে খেয়ে না বানিয়ে পারলাম না। ইন্টারনেটে রেসিপি পাওয়া যাচ্ছে।
  • sb | ০২ জুন ২০০৯ ১৮:৩৯ | 78.52.236.137
  • মৌরী দিয়ে পাকা রুই এর রুই মৌলি দিব্যি খেতে হয়। না হয় স্যান মৌরী বাটার বদলে গোটা মৌরী দিয়ে ফেলেছে। কিচ্ছু ভুল হয় নি।
  • arjo | ০২ জুন ২০০৯ ১৮:৩০ | 168.26.215.13
  • জিরে ভেবে মৌরী! আর এদিকে আমি ক্রীম ব্রুলে বানিয়ে ফেললাম। উফফ কি বানিয়েছিলাম, এখনো মুখে লেগে আছে।
  • Arpan | ০২ জুন ২০০৯ ১৭:৪৮ | 216.52.215.232
  • ছি ছি ছি/খুকি রাঁধতে শেখেনি ঃ-)
  • arjo | ০২ জুন ২০০৯ ১৭:১০ | 24.42.203.194
  • দ্রি,

    মার্কেটে খারাপ খবর থাকলে শেয়ার মার্কেট নামে আর ওদিকে ভালো খবর থাকলে বাড়ে। এই অবধি বুঝি মানে কিছুটা। আপনি যা বলেন মানে পুরো ইন্ডেক্সটাকেই ম্যানিপুলেট করা যায় সেটা কেমন করে বুঝি না। আমার প্রশ্ন ছিল জিএমের ব্যাংকরাপ্সি মার্কেট ভালো খবর বলে ধরে নিল কেন?

    আর অন্য প্রশ্নের উত্তর হল হ্যাঁ। ঃ)
  • dipu | ০২ জুন ২০০৯ ১৭:০৫ | 207.179.11.216
  • আমার বাড়ির সামনের রাস্তাটা খুঁড়ে পাহাড়প্রমাণ মাটি রেখে চলে গেছে। যত বৃষ্টি হচ্ছে, তত মজা।
  • san | ০২ জুন ২০০৯ ১৭:০৪ | 12.144.134.2
  • আরও অনেক ভুলভাল ঘটনা ঘটল। রান্নার দাদা ছুটি নেওয়ায় আমি সাহস করে মাছ রান্না করতে গিয়ে জিরে ভেবে গোটা গোটা মৌরী ফোড়ন দিয়ে দিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় দরজায় চাবি দিতে ভুলে যাওয়ায় সারাদিন বাড়িঘর খোলা পড়ে রইল। ইত্যাদি।
  • san | ০২ জুন ২০০৯ ১৭:০২ | 12.144.134.2
  • রোব্বার আর গতকাল আমাদেরও সন্ধে আটটা থেকে রাত আড়াইটে অব্দি আলো, জল কিছুই ছিলনা। কি যে হচ্ছে !
  • dipu | ০২ জুন ২০০৯ ১৭:০০ | 207.179.11.216
  • শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পজ্জন্ত আমার বাড়িতে কারেন্ট ছিলো না। আমি বাড়ির কাছের ক্রসওয়ার্ডে গিয়ে বসেছিলাম।
  • san | ০২ জুন ২০০৯ ১৬:৫৪ | 12.144.134.2
  • কেউ রঙ্গশংকরায় গেছিলে নাকি এই উইকেন্ডে? নাট্যোৎসবে?
  • Blank | ০২ জুন ২০০৯ ১৬:৩২ | 170.153.65.102
  • ওটা রিসার্ভ ওয়ার্ড। অমনি অনেক গুলো আছে।
  • Ri | ০২ জুন ২০০৯ ১৬:৩১ | 121.240.210.2
  • ডাক্তারি ও পড়তে পারে , যদি ইচ্ছে থাকে। ভবিষ্যতে রিসার্চ ও করতে পারবে , মানুষের সেবা ও করতে পারবে।আর এ লাইনে রিসেশান নেই। (অবশ্য যদি ন্যাক থাকে বায়ো লাইনে)
    নতুন জায়গায় কিরকম ল্যাব থাকবে বা আদৌ আছে কিনা সেটাও ভাবার
  • dipu | ০২ জুন ২০০৯ ১৬:২২ | 207.179.11.216
  • জানালায় CON বা con নামে কোনো ফোল্ডার সেভ করা যায় না।
  • Blank | ০২ জুন ২০০৯ ১৬:২০ | 170.153.65.102
  • এগুলো তো ইস্টার এগ। বেশীর ভাগ ব্যাবসায়িক সফটওয়ার প্রোডাক্টে রাখা থাকে।
  • arijit | ০২ জুন ২০০৯ ১৬:১৭ | 61.95.144.123
  • অ।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৬:০৯ | 61.95.144.123
  • ৫৬৭ পাতার একটা ডকুমেন্ট দেখালো - আর কি?
  • Arpan | ০২ জুন ২০০৯ ১৬:০৭ | 65.194.243.232
  • মেকেরও তো গাছতলা ছিল। সব শেষ? ঃ-(
  • dipu | ০২ জুন ২০০৯ ১৬:০৭ | 207.179.11.216
  • যাদের কম্পুতে MS-Word আছে, তারা কোনো নতুন ওয়ার্ড ফাইলে =rand (200,99) টাইপ করে এন্টার মারো।
  • dipu | ০২ জুন ২০০৯ ১৬:০৪ | 207.179.11.216
  • প্রোডাকশনের গাছতলা। আমাকে এক ছোঁড়া জানালো আয়লায় সে গাছতলা শেষ।
  • Arpan | ০২ জুন ২০০৯ ১৬:০৩ | 65.194.243.232
  • মোট কথা ডোমলুর থেকে এইখানে আসতে গেলে অফিস টাইমে বাসে এক ঘন্টা লাগবেই লাগবে।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৫:৪৩ | 61.95.144.123
  • কোন গাছতলা? এইট বি থেকে সায়েন্স ক্লাব অবধি আমার দৌড়।
  • dipu | ০২ জুন ২০০৯ ১৫:০২ | 207.179.11.216
  • আহাগো! গাছতলার কি কম স্মৃতি! ক্লাসে আর কে কতক্ষণ থাকে!
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৫:০০ | 61.95.144.123
  • গাছের দুঃখে না ওখেনে আর দাঁড়াতে পারবে না সেই দুঃখে?
  • rokeya | ০২ জুন ২০০৯ ১৪:৫৯ | 203.110.240.21
  • ঃ(
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৪:৫৯ | 61.95.144.123
  • তুমিও এক্সেপশন হে - অন্ততঃ লাস্ট আট দশ বছরের রেসপেক্টে। আমার বউ শিবিল - ওদের ক্লাসের সকলের মধ্যে হয়তো এক পার্সেন্ট আছে যারা কোর সেক্টরে রয়েছে। বাকি বন্ধুবান্ধবদের মধ্যেও খুব খুব কম লোকজনকে দেখেছি কোর সেক্টরে থাকতে।
  • dipu | ০২ জুন ২০০৯ ১৪:৫৮ | 207.179.11.216
  • যদুপুরে বিবিজানদের পাড়ার গাছতলাটি নাকি আইলার দাপটে বিনষ্ট হয়েছে! সত্যি?
  • rokeya | ০২ জুন ২০০৯ ১৪:৫৪ | 203.110.240.21
  • আমিও কারিগরী পড়েছি, মানে না পড়ে পাস করেছি, জানলা-র কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশন চাড়া কিচ্ছু জানি না ঃ)
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৪:৫৪ | 61.95.144.123
  • রাণীমা শিকিয়েচে যে - কি করবো;-)
  • dipu | ০২ জুন ২০০৯ ১৪:৫৩ | 207.179.11.216
  • সরার কি হল!
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৪:৫১ | 61.95.144.123
  • সরি। তবে ওই যে বল্লাম - সাধারণতঃ। এক্সেপশন আছে, তবে খুব কম। প্রায় সমস্ত ডিপার্টমেন্টের অধিকাংশ ছেলেমেয়েই গত কয়েক বছর ধরে আইটি সেক্টরে ঢুকেছে। কোর সেক্টরে কেউ যায় না - তার একটা বড় কারণ চাকরি এবং মাইনে। একমাত্র গত বছর শুনেছি যাদবপুর থেকে বেশি ছেলেমেয়ে কোর সেক্টরে গেছে। তার আগে অবধি আইটি।
  • dipu | ০২ জুন ২০০৯ ১৪:৪৮ | 207.179.11.216
  • আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি এবং কোডের ক ও জানি না। যাদবপুরে প্রচুর চেষ্টা করেছিল, আমাকে শেখাতে পারেনি।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৪:৪৫ | 61.95.144.123
  • ওয়েবসাইটে ২০০৬ বলেছে - এটা কলকাতারটা - http://www.iiserkol.ac.in/index.html

    আমার প্রেফারেন্সও এটাই - ওই রিসার্চ ওরিয়েন্টেশনের জন্যে। ইঞ্জিনিয়ারিং পড়ে সেই তো কোড কুলি হওয়াই ভবিষ্যত - সাধারণতঃ।
  • rokeya | ০২ জুন ২০০৯ ১৪:৪২ | 203.110.240.21
  • IISERতো এই বছরই চালু করলো বোধহয়, মানে আগে দেখিনি। ওটায় রিসার্চ ওরিয়েন্টেড কাজ কম্মো হবে বলেই শুনছি। আমার চেনাজানা লোকেরা ওটাই প্রেফার করছে। ইদিকে ক্যাম্পাসিং কি হবে কে জানে।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৪:৩৫ | 61.95.144.123
  • কেউ IISER সম্পর্কে কিছু জানো?

    দিদির মেয়েটা পঃবঃ জয়েন্টে মেডিক্যালে ৯৯, ইঞ্জিনিয়ারিং-এ ২১০ র‌্যাংক করেছে। আর এই IISER-এও চান্স পেয়েছে। এদের প্রোগ্রামটা দেখে মনে হয় ভালো - ভালো স্কলারশিপও দেয়। ওর এটাতে পড়ার ইচ্ছে - আবার এই জয়েন্টে পেয়ে একটু কনফিউজড হয়ে গেছে।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৪:০৩ | 61.95.144.123
  • তোমরা বাড়ি অদলবদল করে নাও না। দুজনেরই ইজি হবে।
  • san | ০২ জুন ২০০৯ ১৪:০০ | 12.144.134.2
  • তোমার বাড়ি থেকে গাড়িতে পঁয়ত্রিশ মিনিট আর হেঁটে পঁচিশ মিনিট। বুঝেছি। কপালে দুঃখ আছে। জুলাইএর ফার্স্ট উইকে ওখানে শিফট হচ্ছে।
  • intellidiot | ০২ জুন ২০০৯ ১৩:৫৯ | 220.225.245.130
  • এই উল্টাপুল্টা নীতিন আমাদের আপিসে এসেছিল। প্রচুর ভাঁটালো, প্রায় ঘন্টাখানেক একটানা (বুঝলাম ঠিক কোন কোয়ালিটি থাকলে আরজে হতে পারা যায়)। তারপরে ছোটখাট গিফ্‌ট দিয়ে গেছিল। আমি "রক অন' এর সিডি পেয়েছিলুম ঃ-)
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৩:৫৯ | 61.95.144.123
  • আর কালকের আবাপ - ভদ্রলোক র‌্যাগিংকে (থুড়ি, র‌্যাগিং নয় - মুরগী করাকে) ডিফেণ্ড করেছেন - http://www.anandabazar.com/archive/1090601/1pro2.htm
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৩:৫৫ | 61.95.144.123
  • বিদেশে রেসিজম নিয়ে ভারতীয়রা কান্নাকাটি করে, কিন্তু নিজেরা বেশ ভালোরকম রেসিস্ট।

    কাল অনিকেতের ব্লগে এই লেখা পড়ছিলাম - http://leftwrite.wordpress.com/2009/05/24/caste-out-yet-again/#more-262
  • dipu | ০২ জুন ২০০৯ ১৩:৫২ | 207.179.11.216
  • প্রশান্ত তামাং কোন একটা চ্যানেলে কি একটা লাফালাফি ও চেঁচামেচির প্রোগ্রামের বিজেতা। জাতিতে গোর্খা। বাড়ি দার্জিলিং (দুর্জনে বলে প্রশান্ত তামাং ফ্যান ক্লাবের বকলমে গুরুং পোচ্চুর মালকড়ি ঝেপেছে)। তো তার সম্বন্ধে দিল্লের রেড এফেম চ্যানেলের জনৈক সঞ্চালক মন্তব্য করেন যে গোর্খারাও এখন দারোয়ানবৃত্তি ছেড়ে গান গাইছে। বলাই বাহুল্য, এর ফলে প্রভূত ক্যাচাল বাধে।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৩:৪৪ | 61.95.144.123
  • প্রশান্ত তামাং কে এবং তার সম্পর্কে কোন উক্তি?
  • Arpan | ০২ জুন ২০০৯ ১৩:৪১ | 65.194.243.232
  • * গাড়িতে
  • Arpan | ০২ জুন ২০০৯ ১৩:৪১ | 65.194.243.232
  • RMZ-এর একটা অফিস আছে। যদি সেটা হয় তাহলে অপ্পন্দার বাড়ি থেকে হেঁটে লাগবে পঁচিশ মিনিট, গাড়ি ফাঁকা রাস্তায় পাঁচ মিনিট, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পঁয়ত্রিশ মিনিট। ঃ)
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৩:৪০ | 61.95.144.123
  • অর্ধেক দিন দেরি করে খাবার আসে, ভাতের ওপর বায়াসনেস, প্রায়সই অখাইদ্য খাবার - সেসব নিয়ে কোনো প্রসেস নেই।

    আমারও একটা ফায়ার এক্সটিঙ্গুইশার চাই।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১৩:৩৮ | 61.95.144.123
  • কাল থেকে আমাদের ক্যান্টিনে নতুন "প্রসেস' চালু হয়েছে - লোকজন নাকি একাধিকবার খাচ্ছে তাই (ওই রান্না একাধিকবার যে খেতে পারে সে ভগবান যদিও - রোজ মোগলাই খানা হলে তাও বা কথা ছিলো) - রোজ ক্যান্টিনে ঢোকার আগে সই করে ঢুকতে হবে - ভেজ না ননভেজ না স্ট্যু ইত্যাদি। মানে খাওয়ার আগে সইয়ের লাইন, খাওয়ার জায়গায় খাবার নেবার লাইন। কাল পাক্কা চল্লিশ মিনিট লেগেছিলো। আজ বাইরে খেয়ে এলুম। অনেকেই তাই করছে। আজ একটা গণমেল করে প্রতিবাদ জানানো হবে।
  • d | ০২ জুন ২০০৯ ১৩:২৭ | 144.160.5.25
  • এই ঘন্টা সিং আগে অ্যাড দেখে ফোন করে ছাগলামি করত, কিন্তু আজেবাজে কমেন্ট করত না। মাসখানেক হল শুনছি, ঐরকম অ্যাড দেখে ফোন করে মেয়েদেরকে টিজ করছে, আজেবাজে মন্তব্য করছে। মানে ফটাফটওয়ালার ঐভাবেই সাজাচ্ছে স্ক্রিপ্ট। কে জানে হয়ত পাবলিক সেটাই বেশী পছন্দ করে!

    সুড হল রেডিও মির্চিতে। বই খুলে পেজ নাম্বার বলে পিজে বলে। গলার আওয়াজও তথৈবচ। শুনলেই মনে হয় একটা ভারী ক্রিকেট ব্যাট দিয়ে ব্যাটার মাথায় মেরে চ্যাপটা করে দিই।

    ওর পাল্টা হিসাবে রেডিও ওয়ানে একটা বুড আছে, যে ঐরকম ধীরে ধীরে পিজে বলতে শুরু করলেই একজন এসে ধমকে দিয়ে ঝটপট জোকস বলে দেয়। "সবকুছ ফটাফট'

    বছর ৩ আগে দিল্লীর রেডিও মির্চিতে উল্টাপুল্টা নীতিন আসত সকালে ৭ থেকে ১১টার স্লটে। আমার বেশ লাগত। একদিন রাস্তা থেকে র‌্যান্ডম লোক ধরে জিগ্যেস করচিল (a+b) হোলস্কোয়ারের ফর্মূলা।
    পরে সে রেডিও সিটিতে চলে গেল। তারও পরে এই নীতিনই বোধহয় প্রশান্ত্‌ তামাং সম্পর্কে ঐ উক্তিটা করেছিল।
  • dipu | ০২ জুন ২০০৯ ১৩:১২ | 207.179.11.216
  • ম্যাপে তো যা দেখাচ্ছে, অপ্পন্দার বাড়ি থেকে হেঁটে যাওয়া যাবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত