এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০২ জুন ২০০৯ ১৩:০০ | 12.144.134.2
  • এই অপ্পন, RMZ Centennial campus, brookfield কোথায় জান? মারাথাল্লি থেকে কদ্দুর? তোমাদের ওইদিকে কি?
  • intellidiot | ০২ জুন ২০০৯ ১২:২২ | 220.225.245.130
  • রেডিয়ো সঞ্চালক হিসেবে মীর কেই একমাত্র অনেক্ষন ধরে শোনা যায়। আর কাউক্কে না।
  • dipu | ০২ জুন ২০০৯ ১২:১৮ | 207.179.11.216
  • আকাশবাণী হচ্ছে ঐতিহ্যের ধারক ঘুণপোকাদের বাসা। সারাক্ষণ চল্লিশ বছর আগেকার হেমন্ত - শ্যামল - মান্না - লতা - আশা। যখন গান হয় না, তখন বেগুন খেতে মাজরা পোকা দাপাদাপি করলে কি স্প্রে করতে হবে সে সব বিত্তান্ত। দূদ্দূর! অল্পবয়সী শহুরেদের জন্য আকাশবাণী নয়।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১২:১৫ | 61.95.144.123
  • এই তোমরা হাতের কাছে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখো তো? ;-)
  • dipu | ০২ জুন ২০০৯ ১২:১২ | 207.179.11.216
  • ওটা রেড এফেম। লোকটার নাম মনে হয় সুদ বা এরকম কিছু। আমার খুব একটা খারাপ লাগে না।
  • Blank | ০২ জুন ২০০৯ ১২:১১ | 170.153.65.102
  • কোনো একটা জ্যানেলে একজন খুব বোকা বোক জোকস বলে অদ্ভুত সুরে। সে আবার জোকসের বই, পেজ নাম্বার, কত নং জোকস, সেসব ও বলে।
    শুনলে ঝাঁটা টাঁট সব জ্বলে যায়
  • Arijit | ০২ জুন ২০০৯ ১২:১১ | 61.95.144.123
  • সন্দেহ আছে। থাকলে এরকম নমুনা হত না লাইভের। সেদিন অবরোধে আটকানোর পর কলকাতার লাইভ ট্র্যাফিক দিয়ে সার্চ করলুম - কাকু একটা সাইট দেখালো - http://members.lycos.co.uk/trafficcameras/ - এটা নাকি ৫-৭ সেকেণ্ডে রিফ্রেশ হয়। সেদিন কোনো রিফ্রেশ দেখিনি, আজ অবিশ্যি একটা জীপকে নড়তে দেখলুম। তবে এটা তো একটা ক্যামেরা, কোথায় কে জানে।
  • Samik | ০২ জুন ২০০৯ ১২:১০ | 122.162.236.125
  • বরং আকাশবাণীর ঐ এফ এম গোল্ড অনেক ভালো। এক মহিলা কী সব ন্যাকা ন্যাকা চিঠি পড়ে বসে বসে আর তার ন্যাকা ন্যাকা উত্তর দেয়, সাথে ভালো ভালো গান দেয়, সাথে খবরও শোনা যায়। ব্যাকগ্রাউন্ডে কোনও মিউজিক নেই। কান মাথা ভোঁ ভোঁ করে না।
  • Samik | ০২ জুন ২০০৯ ১২:০৯ | 122.162.236.125
  • নিজের মোবাইলেই এফ এম আছে, কিন্তু কত বছর যে শুনি নি! রেডিও ওয়ান তো এখানেও আছে, কিন্তু সেটা ফটাফট জেনারেশন হয়ে গেছে জান্তুম না। ঃ-)

    যে কোনও চ্যানেল একটানা দশ মিনিট শুনলেই আমার মাথা ভোঁ ভোঁ করে। এক ন্যানো সেকেন্ডের জন্যও সাইলেন্স দেয় না চ্যানেলগুলো।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১২:০৮ | 61.95.144.123
  • আরে এগুলোর চেয়ে আকাশবাণী ঢের ভালো ছিলো - কলকাতা-ক, বিবিধ ভারতী - কিন্তু ঠিক ধরা যায় না - কখনো কখনো ভালো আসে, কখনো কখনো খর খর করে, মাঝে মাঝে আসেই না।
  • Diptayan | ০২ জুন ২০০৯ ১২:০৭ | 59.160.219.178
  • জাস্ট একটা ইনফো - ট্র্যাফিক আপডেট দিতে ৯১.৯ বলত Powered by International Traffic Network - আজ দেখি বলছে Powered by National Traffic Network , এগুলো কি জিনিস? exist করে??
    তবে গান গুলো অন্যগুলোর চেয়ে বেটার দেয়....
  • dipu | ০২ জুন ২০০৯ ১২:০৫ | 207.179.11.216
  • ও হ্যাঁ, ঐ ঘন্টা সিংয়ের ঝাঁট জ্বালানো এখানেও শোনা যায়।
  • dipu | ০২ জুন ২০০৯ ১২:০৩ | 207.179.11.216
  • 94.3 রেডিও ওয়ান - ফর দ্য ফটাফট জেনারেশন। 98.3 রেডিও মির্চি - ইইইইট্‌স হট কিংবা 93.5 রেড এফেম - বাজাতে রহো -র মত।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১২:০১ | 61.95.144.123
  • উঁহু - ওটা ক্যাচ লাইন। রেডিও ওয়ান - ফর দ্য ফটাফট জেনারেশন। ওখানে ঘন্টা সিং বলে একজনের জোক টাইপের জিনিস হয় - সে লোকটা ফোন করে বোর করে।
  • Blank | ০২ জুন ২০০৯ ১১:৫৯ | 170.153.65.102
  • ফর দ্য ফটাফট জেনেরেশান একটা ইসের নাম !!!
  • dipu | ০২ জুন ২০০৯ ১১:৫৭ | 207.179.11.216
  • এই ফর দ্য ফটাফট জেনারেশন আমাদের এখানকার একমাত্র চ্যানেল যাতে প্রায় সারাদিন হিন্দী গান বাজে। তবে অ্যাঙ্কররা প্রায় সবসময় কন্নড়ে কথা বলে।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:৫৪ | 61.95.144.123
  • কেন - শেখর তো বেশ ইস্মাট। সে এখন রেডিও ওয়ান চালায় - ফর দ্য ফটাফট জেনারেশন।
  • dipu | ০২ জুন ২০০৯ ১১:৫২ | 207.179.11.216
  • হ্যাঁ, শুধু গান শোনালেই পারে, অত কথা বলে কেন! রায়ান শুনিনি, তবে শেখর লোকটার ন্যাকামি শুনলে ঝাঁট জ্বলে যেত।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:৫২ | 61.95.144.123
  • দেশে ফেরা ফর ডামিজে এদের ন্যাকামোর কথাই ছিলোঃ-)
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:৪৯ | 61.95.144.123
  • নীলানzনা - অসইহ্য রকমের ন্যাকা।
    পূঊঊঊঊর্বাষা - অসইহ্যর চেয়ে এক মিলিমিটার কম।
    রাজা - ওই "কে আমাকে জল গামছা এগিয়ে দেবে' শোনার পর থেকে এর গলা শুনলেই দুটো চড় মারতে ইচ্ছে করে - অস্বাভাবিক ন্যাকা।

    সকালে রায়ান - চলেবল। আরেকটা মেয়ে আছে - রাধিকা - ভালো গান গায়। আগে শেখর বলে একটা ছেলে সকালের সেলাম কলকাতা চালাতো - সে ভালো ছিলো।

    আসলে ফ্রেণ্ডসে গানগুলো তাও ভালো দেয়। বাকি চ্যানেলগুলোতে সেই একঘেঁয়ে তু মেরি অধুরি পেয়াস পেয়াস, নয়তো মাক্কালি মাসাক্কালি, নয়তো ওই খটমলের গান হয়। দিনের পর দিন।
  • dipu | ০২ জুন ২০০৯ ১১:৪৪ | 207.179.11.216
  • ফ্রেন্ডস এফেমের সঞ্চালক - সঞ্চালিকারা সারাক্ষণ অসহ্য ন্যাকামো করে চলে। মানুষ শোনে কিকরে ঐ চ্যানেলটা!
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:৪০ | 61.95.144.123
  • মানে অ্যাটলিস্ট রেডিও চ্যানেলটা ঠিক আপডেট দেয় ভেবেছিলুম। খবরের কাগজটা নয়।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:৩৯ | 61.95.144.123
  • হুঁ - কিন্তু ইলেক্ট্রনিক যুগেও আবাপ ওদের পুরনো ট্রাডিশন চালাবে (বসু লজে বসে টাইম্‌স অব ইন্ডিয়া পড়ে রিপোর্ট লেখা) সে কি করে জানবো।
  • Blank | ০২ জুন ২০০৯ ১১:৩৭ | 170.153.65.102
  • ফ্রেন্ডস তো আবপ র ই
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:৩৭ | 61.95.144.123
  • আর ফ্রেন্ডস শুনবো না - রেডিও মির্চি শুনবো। কাল ওখানে ঠিকঠাক বলছিলো, ফ্রেন্ডস তখনো জানায়নি।
  • sinfaut | ০২ জুন ২০০৯ ১১:৩৭ | 203.91.207.30
  • না না আজকেও কোথাও কিছু একটা অবরোধ হয়েছিল, এই তো আমার আপিসে লোকজন এসে গজগজ করছিল।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:৩৪ | 61.95.144.123
  • দ্যাখো - এক কেস। ফ্রেণ্ডসের বিরুদ্ধে মামলা করা উচিত।
  • Diptayan | ০২ জুন ২০০৯ ১১:৩৩ | 59.160.219.178
  • ফ্রেন্ডস এফ এম বললো বাইপাসে অবরোধ - মাঠপুকুর এর মোড় টা বন্ধ। পার্ক সার্কাস ,মৌলালী, শেয়ালদা, বেলেঘাটা হয়ে, ডবল তেল পুড়িয়ে বাইপাসে উঠে দেখি নর্মাল রাস্তা - ইন ফ্যাক্ট অন্যদিনের চেয়ে খালি। অফিসে এসে দেখি বাইপাস দিয়ে আসা জনতা সবাই এসে গেছে - একটাই তফাৎ, ওরা ৯১.৯ টা শোনেনি।
  • san | ০২ জুন ২০০৯ ১১:৩৩ | 12.144.134.2
  • এই তো - আরো একটা বিজিনেস প্ল্যান ঃ-)))))
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:২৯ | 61.95.144.123
  • সারাদিন কেন শুনবো - গাড়িতে শুনি। লাইভ ট্র্যাফিক আপডেট দেয় যে। তবে লাইভের নমুনা যদি এই হয়...

    একটা ট্র্যাফিক আপডেট চ্যানেল দিতে পারে - বাইরে থাকে এরকম। খুব কাজের।
  • Blank | ০২ জুন ২০০৯ ১১:২১ | 170.153.65.102
  • এবারে শোনপুরের মেলা ঘুরতে যাবো আর ঘোড়া কিনে আনবো। অবশ্যি হাতি কিনলেও হয়।
  • san | ০২ জুন ২০০৯ ১১:১৯ | 12.144.134.2
  • ঘোড়ার পিঠে বসেও তো সারাক্ষণ লাফাতে হয় ঃ-)
  • Blank | ০২ জুন ২০০৯ ১১:১৭ | 203.99.212.224
  • আজ কিসুই হয় নি। ওগুলো নিশ্চয় গুজব।
    আমার কবে থেকে শখ ঘোড়ায় চড়া শিখবো ঃ(
  • Blank | ০২ জুন ২০০৯ ১১:১৫ | 203.99.212.224
  • হাওয়া ভরা নৌকা চালিয়েছি
  • san | ০২ জুন ২০০৯ ১১:১২ | 12.144.134.2
  • অরিজিত সারাদিন এফেম শোনে????
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:১১ | 61.95.144.123
  • ছিলো না? সকালে 91.9-এ আসিফ বল্ল যে ধাপার ওখানে অবরোধ বলে বাইপাসের হাল ঢিলে? এরাও কি আবাপ স্টাইলে পুরনো খবর চালায়? কালকেরটা একদিন দেরীতে বলেছে?

    আমার অবিশ্যি সন্দ হল যখন বেলেঘাটা কানেক্টর দিয়ে বাইপাসে উঠলুম - সোনার বাংলার ওখানে আটকালে চিংড়িঘাটায় তো জ্যাম হওয়ার কথা।
  • Arjiit | ০২ জুন ২০০৯ ১১:০৯ | 61.95.144.123
  • হুঁ, তখন অবশ্য মনে হয় গায়ের ওপর একটা বাচ্চা হাতিকে হাঁটাই।

    আমরা তো নিউক্যাসলে রীতিমতন বোটরেসে নাম দিতুম - চাইনীজ ফেস্টিভ্যালে ড্রাগন বোট রেস - একবার জিতেছিলুম, আরেকবার থার্ড হয়েছিলুম।
  • Blank | ০২ জুন ২০০৯ ১১:০৯ | 203.99.212.224
  • আজ তো কোনো অবরোধ ছিলো না। আমি কুলকাল এলাম বাইপাস ধরে।
  • dipu | ০২ জুন ২০০৯ ১১:০৮ | 207.179.11.216
  • জন্মে থেকেই তো ভবসাগরে দাঁড় বাইছি! (ক্যামন ডায়লগটা দিলুম ;))
  • san | ০২ জুন ২০০৯ ১১:০৮ | 12.144.134.2
  • ওই গোল গোল নৌকো গুলো চালিয়েছিস?
  • Blank | ০২ জুন ২০০৯ ১১:০৮ | 203.99.212.224
  • নৌকা চালানোতে কিস্যু চাপ নেই। তবে কিছুক্ষন বাদে খুব হাত ব্যথা করে।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১১:০৩ | 61.95.144.123
  • ওর মধ্যে শেখার কিছু নাই। আমি ফিনল্যাণ্ডে একটা লেকে প্রথম নৌকোর দাঁড়ে হাত দিয়েছিলুম, এবং ঘন্টাখানেকের ওপর একটানা চালিয়েওছিলুম - উইদাউট এনি প্রবলেম। তার পরে নৈনিতালে নৌকোর লোকটাকে চালাতে না দিয়ে নিজেই লেকের এদিক থেকে ওদিক গেছিলুম...

    কুলকাল জল হলে আবার ঝামেলা কি?
  • san | ০২ জুন ২০০৯ ১১:০২ | 12.144.134.2
  • ও, আর আমি কস্মিনকালেও পুতুল বা গাড়ি নিয়ে খেলতে পছন্দ করতাম না। যত যাই কিনে দেওয়া হোক আল্টিমেটলি শুধু মাটি আর জল নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম। বড় হয়ে শুনেছি। এর থেকে বোঝা যায় তখন থেকেই আমি এক মহান আত্মা ছিলাম ঃ-)
  • san | ০২ জুন ২০০৯ ১০:৫৭ | 12.144.134.2
  • আমি নৌকো চালানো শিখতে চাই
  • Arijit | ০২ জুন ২০০৯ ১০:২৫ | 61.95.144.123
  • মামী যতই বলুক ইশেনের কোশ্চেনটা আমারও, এবং আমার একটা থিওরিও আছে।

    আম্রিকা বলো কি ইংল্যাণ্ড - যতই পলিটিক্যালি কারেক্টনেস থাকুক, একটা জিনিস রয়ে গেছেই - টিভি/ম্যাগাজিন সর্বত্র পুতুলের অ্যাডে থাকে বাচ্চা মেয়েরা, এবং গাড়ি জাতীয় খেলনার অ্যাডে বাচ্চা ছেলেরা। গোলাপী পোশাক - মেয়েদের, নীল পোশাক - ছেলেদের - বেবিজ আর আস জাতীয় দোকানে গেলেই দেখবে।

    এও ডিসক্রিমিনেশন, আর এটা চললে এই কোশ্চেনটাও থেকে যাবে - কারণ বাচ্চা ছেলেমেয়েগুলো টিভিতে দেখে ওদের মতন মেয়েরা পুতুল নিয়ে খেলে আর ওদের মতন ছেলেরা গাড়ি নিয়ে - তাই ওরাও সেরকমই চায়।

    নিউক্যাসলে ঋক এবং ঋতির হেলথ ভিজিটর আমার সাথে একমত হয়েছিলো এই নিয়ে।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১০:১৪ | 61.95.144.123
  • অ্যাকচুয়ালি একটা স্পনসর পেলে নিম্বাস বা ফায়ারবোল্ট ২০০৯ বা বেন-এর হোভারবোর্ডের মতন একটা কিছু বানানোর চেষ্টা করা যায়। এই জ্যাম ঠেঙিয়ে আপিস করতে হয় না।
  • d | ০২ জুন ২০০৯ ১০:১১ | 144.160.5.25
  • অভ্যু বরং প্লেন চালানোটাই শিখে নাও। একেবারে ভারত অবধি চলে আসতে পারবে।
  • Arijit | ০২ জুন ২০০৯ ১০:০৯ | 61.95.144.123
  • অবরোধের সীজন চলছে। আজও নাকি ধাপা মাঠপুকুরের কাছে অবরোধ, কাজেই বাইপাসের হাল বেহাল। গোটা কলকাতা ঘুরে এলুম - মানে এজেসি বোস রোড, শেয়ালদা, বেলেঘাটা দিয়ে বাইপাস। গত দু সপ্তাহে বেশ ভালো করে কলকাতার রাস্তা চেনা হল।
  • m | ০২ জুন ২০০৯ ০৯:৫৪ | 173.26.17.106
  • অভ্যু,
    হোভারক্রাফ্‌ট চালাতে জানাটাও জরুরি;)
  • Abhyu | ০২ জুন ২০০৯ ০৯:৫১ | 65.13.24.158
  • এই মাত্র এয়ার ফ্রান্সের গল্পটা পড়লাম। গতকাল আবার রেড আই ফ্লাইটে ফিরেছি - কি ভাগ্যি গোটা আছি। না, এবার থেকে লং ড্রাইভ করা শিখতে হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত