ও স্যান্দি, মস্ত কলন্দরে ওটা রাবড়ি নাকি! কি একটা লেই এর মত জিনিস! ছ্যা ছ্যা! রিসেশনের বাজারে টুপি পরিয়ে দিল গা!
d | ০৭ জুন ২০০৯ ২০:৪০ | 117.195.41.156
জয়,
না এই লিস্টি কোত্থাও তোলা নাই। এতো আমাদের সময়কার সবাই জানে। আজকালকার ছেলেমেয়েরা বোধহয় ততটা পরিচিত নয়। ঃ)
আপনার মেয়ের খবর কী?
d | ০৭ জুন ২০০৯ ২০:৩৭ | 117.195.41.156
"দম্বল' নয় রঞ্জনদা, ঐ বুড়ি ডাকত "টম্বোল-দাদা'
ranjan roy | ০৭ জুন ২০০৯ ১৭:২৮ | 122.168.42.13
দময়ন্তী, ভোম্বল সর্দারের কথায় মনটা খারাপ হয়ে গেল। সেই যে ভোম্বল একবার যার তিনকুলে কেউ নেই এমন এক খুনখুনে বুড়ির বাগানে ফল চুরি করতে গিয়ে ধরা পড়ে তার স্নেহের বাঁধনে বাঁধা পড়ে রয়ে গেল। তারপর ভবঘুরে বোহেমিয়ান ভোম্বল একদিন বাঁধন কেটে ভোকাট্টা হল। বুড়ি প্রথমে বোঝেনি। তারপর বাড়ির কোণা, বাগান সব দেখে খালি বাড়িতেহতাশ হয়ে ডাকতে লাগলো--- দম্বল! ফিরে আয় দাদা, ফিরে আয়!
উঃ, বুকের ভেতরটা মুচড়ে মুচড়ে ওঠে।
Jay | ০৭ জুন ২০০৯ ১৫:৪০ | 90.220.52.39
রঞ্জনদা, থ্যাংকু। গল্পগুলান পড়ি নাই- কেমন নিজেকে ফেল্টু পাবলিক লাগছে। সবাই কি সুন্দ কত গপ্প পড়ে ফেলেছে- আর আমি পিছিয়ে পড়েছি। দ, অভ্যু, কলি- বইগুলোর লিস্টি দেবার জন্যি ধন্যবাদ। এই লিস্ট গুচর কোথাও তোলা আছে কি? না থাকলে তুলে দেওয়া যায় কি? এই মুহূর্তে পড়ার মত কোনো ই-বইএর লিংক কেউ দিতে পারেন, পিলিজ?
আমি যদ্দূর জানি স্বন মানে স্বর-ই, মানে আওয়াজ বা শব্দ বা ডাক ইত্যাদি, তবে তৎসম শব্দ বোধ হয়। আজ বোধ হয় ফেডেরার ছুঁয়ে ফেলল সাম্প্রাস কে ঃ)
dipu | ০৭ জুন ২০০৯ ০৯:১৬ | 121.243.161.234
দেশ এ লিখেছে একটা নদীর নামের মানে নাকি "কলস্বনা নদী'।
Sudipta | ০৭ জুন ২০০৯ ০৯:১৬ | 122.169.212.242
ভুঁড়ি কি আর অমনি হয়? সযতনে লালন কত্তে হয়, এই আমার মত, রোজ বিকেলে ২০০ গ্রাম করে মুচমুচে জিলিপি খেতে হয়, যাতে কামড় বসালে হাত বেয়ে রস গড়িয়ে পড়ে আর কুড়মুড় করে আওয়াজ হয় ;-))
আমি সত্যি নেমন্তন্ন করেছিলাম - পেপে ওটাকে ভার্চুয়াল বলে ধরে নিল। তা আজ্জো, আমি মোটেই সাড়ে সাতটায় নেমন্তন্ন করি নি - পাঁচটা নাগাদ করেছিলাম। কি রাঁধব সেটা ঠিক করেই।
যাগ্গে, ঘুমুই। হেউ।
Sudipta | ০৭ জুন ২০০৯ ০৯:০৬ | 122.169.212.242
হ্যাঁ, স্ত্রীলিঙ্গে।
dipu | ০৭ জুন ২০০৯ ০৮:৪৮ | 121.243.161.234
"কলস্বনা' মানে কি? যিনি বা যাঁরা কলরব করেন ..... এরকম কিছু?
arjo | ০৭ জুন ২০০৯ ০৬:৩০ | 24.42.203.194
এইটা অভ্যু হেবি দিল। সাড়ে সাতটায় বলে আটটার মধ্যে চলে এস। যা যা আমাদেরও আজ মাংস, আর রাতে রুটি-তরকা।
pepe | ০৭ জুন ২০০৯ ০৬:১১ | 74.192.194.238
আমি খাবো :P উইকেন্ডে তো খাওয়া মানা না ঃ))))
Abhyu | ০৭ জুন ২০০৯ ০৬:০৯ | 97.81.79.170
কেউ এলো না ঃ( যাক একাই খাই। মাংসটা যা হয়েছে - দেড় পাউণ্ড মনে হচ্ছে এক বারেই উঠে যাবে - ইঁদুরদাদার কথাও শোনা হবে !
Abhyu | ০৭ জুন ২০০৯ ০২:২৯ | 97.81.79.170
খুব ভালো মাংস রান্না করছি। আজ্জো বা অন্য কেউ - যার খুশি হবে চলে এসো। আটটায় ডিনার। লেবুপাতা দিয়ে মুসুর ডাল, পোস্ত, মাটন কালি মীর্চ আর আমের চাটনি। ব্যাস, আর কিচ্ছু না। অ্যাড্রেস চাইলে ফোন কর। আর তাহলে মাশরুমের অ্যাপেটাইজার বানিয়ে রাখবো (মামী সম্ভবতঃ এটার রেসিপি জানে না)।
Abhyu | ০৬ জুন ২০০৯ ২৩:৪৬ | 97.81.79.170
ডিকশনারি কিনেছ? আমি একজনের কথা শুনেছিলাম সে সস্তায় (অলমোস্ট ফ্রীতে) জার্মান টু ফ্রেঞ্চ ডিকশনারি কিনেছিল - যদিও নিজে বাংলা আর ইংরেজী ছাড়া কিচ্ছু জানত না।
d | ০৬ জুন ২০০৯ ২৩:৪২ | 117.195.32.23
একটা গুজরাটি, একটা কোঙ্কনি আর একটা সম্ভবতঃ উর্দু আর একটা কন্নড়।
Abhyu | ০৬ জুন ২০০৯ ২৩:৩৯ | 97.81.79.170
আর কোন ভাষার বই কিনলে?
d | ০৬ জুন ২০০৯ ২৩:৩০ | 117.195.32.23
আজ পুণে বইমেলায় গেছিলাম। আইশ্যর এর পুণের ম্যাপ কিনলাম ..... বাড়ী এসে দেখি সাথে শ্যাম্পু, ফেস ওয়াশ আর ময়েশ্চারাইজারের 100 ml এর ৩ খান প্যাক দিয়েছে , কি এক Natural's কোংপানির। :O :O :O :O :O :O
kali | ০৬ জুন ২০০৯ ২২:১৮ | 68.47.237.237
খগেন বাবুর লেখা একটা 'বাংলার ডাকাত' ও কিন্তু আছে। আমার কাছে এখনো আছে, লাল মলাট। এতে ঐ 'ডাকাতের পাল্কী', 'শিকরে বাজ' গল্প গুলো আছে। যোগেন গুপ্তর লেখা বইটা অবশ্য পড়িনি।
pi | ০৬ জুন ২০০৯ ২১:৫৮ | 69.143.119.233
আমার গা ছমছম করে উঠলে ঠিক সেরকম ভাবে আর মুগ্ধ হয়ে উঠতে পারিনা ঃ(
d | ০৬ জুন ২০০৯ ২১:৫২ | 117.195.32.23
"জোড়াদিঘীর চৌধুরী পরিবার' পড়ে অবধি চলনবিল সম্পর্কে একটা গা ছমছমে মুগ্ধতা তৈরী হয়েছিল।
Abhyu | ০৬ জুন ২০০৯ ২১:৪৭ | 97.81.79.170
হায়দ্রাবাদে কত্ত টাকার ড্রাগ পাওয়া গেছে
Abhyu | ০৬ জুন ২০০৯ ২১:৩৫ | 97.81.79.170
ডাকাত, পুলিশ, গা ছমছম - এই প্রজন্মের লোকজনদের জন্যে বলি - দারোগার দপ্তর বলে দুখন্ডের একটা বই আছে, পড়ে ফ্যালো। আর ভবিষ্যত প্রজন্মের লোকজনের জন্যে - চর্চাপদ থেকে আরো ইন্টারেস্টিং কিছু একটা শীঘ্রই প্রকাশিতব্য। অবশ্যপশ্য।
Tirthang | ০৬ জুন ২০০৯ ২১:২০ | 67.183.22.61
ওহো, দময়ন্তীর পোস্টটা আগে পড়িনি - পড়ে বুঝলাম নির্ঘাৎ ভুলই বলেছি। আসলে "ভোম্বল সর্দার' আর "বাংলার ডাকাত', এই দুটো বই কোনোভাবে কানেক্টেড মনে হচ্ছিল, যোগাযোগটা এখন বুঝতে পারছি।
Tirthang | ০৬ জুন ২০০৯ ২১:১৬ | 67.183.22.61
রঞ্জনদা, আমার কিন্তু কেমন যেন মনে হচ্ছে "ভোম্বল সর্দার' আর "বাংলার ডাকাত' একই লেখকের (খগেন্দ্রনাথ মিত্রের) লেখা। অবিশ্যি ভুল হতেই পারে।
Samik | ০৬ জুন ২০০৯ ২১:১৫ | 122.162.236.199
কল্লোলদার গল্পটা তো আরেন্টিস্যারের কবিতা। পিলসুজের ওপর পিতলের প্রদীপ।
ranjan roy | ০৬ জুন ২০০৯ ২০:২০ | 122.168.46.218
জয়, বুড়ো বয়সে "" শুনছো বউমা, ভুট্টোর নাকি আবার ফাঁসি হয়েছে?'' জাতীয় লম্বা বকবক করে বোর কোরবো না। এগুলো অধিকাংশ বাঙাল দেশের গল্পো। আদ্দেকের বেশি জমিদারের সাইড ইনকাম ছিলো রাত্তিরে নৌকো চড়ে ডাকাতি। জলপথে যাতায়াত বৈশাখ থেকে আশ্বিন-কার্ত্তিক। কারণ অধিকাংশ ক্ষেতই ব্রহ্মপুত্র-মেঘনার জলে ঐ অব্দি ডোবা থাকে। সেগুলোকে বলা হয়-- খাল নয়, বিল নয়, হাওর। ""হাওরের ডাকাইত'' শব্দবন্ধ পূববাংলায় প্রবাদ সম। গল্প এক, দুগ্গোপূজোয় মেয়ে জামাই মা-দূগ্গার মত বাপের বাড়ি যাচ্ছে। শেষ রাত্তিরে বাপের বাড়ির ঘাটের কাছে ডাকাত পড়লো। খোলা তরোয়াল নিয়ে যারা প্রথম আক্রমণ করলো তারা পিছিয়ে এসে নিজেদের নৌকোয় বল্লো-- হুজুর! শিকার বলছে ওরা নাকি আপনর মেয়ে -জামাই? আপনার নাম করে বলছে। ডাকাত-জমিদার মদের ঘোরে-- হ্যাঃ, বিপদে পড়িলে অমন সব ব্যাটাই বাবা বলিয়া ডাকে। কাটিয়া ফ্যাল। মেয়ে-জামাই হইলে আগে পত্র দিত। মেয়ে-জামাই যে সারপ্রাইজ দেবে ভেবেছে উনি আন্দাজ করতে পারেন নি।
গল্প দুই, প্রায় ঐরকমই ব্যাক্গ্রাউন্ড। শেষ রাত্তিরে ডাকাত পড়েছে। জামাই- মেয়ে ও তুখোড়। ওরা দুই জনেই তলোয়ার ধরলো। ডাকাতদের প্রথম আক্রমণ ঠেকানো গেল। এবার স্বয়ং জমিদার নামলেন। পুরো হিন্দি ফিলিম। লড়াই থামছে না, নৌকো এগিয়ে চলেছে। ঘাটের কাছে ভোরের আলো ফুটলে দেখা গেলো বাবা ভার্সাস মেয়ে! বাবার হাত থেকে তলোয়ার পড়ে গেল, জামাই গম্ভীর স্বরে বল্লো--- নৌকোর মুখ ঘোরাও। গল্প তিন, আগেই বলেছি। মেয়ে এসে বসে আছে। পূজোয় জামাই এসে ক'দিন কাটিয়ে দশমীর পর নিয়ে যাবে। কিন্তু জামাই এলো না। কোন খবর নেই। তখন ঘোড়ারা( পূববাংলায়) অনেক কম ডাকতো।ঃ)))। নবমীর দিন বাবা শখ করে মেয়েকে এক লুটে আনা আংটি দিলেন। মেয়ে আংটি চিনতে পেরে মুচ্ছো গেল।
d | ০৬ জুন ২০০৯ ১৯:৩৯ | 117.195.43.22
হ্যাঁ টেট্রিস কত্ত খেলেছি। ভাল কথা, অজ্জিতের কথায় আমার মাথায় একটা আইডিয়া এলো। কোবলের ভাষায় উপন্যাস না হোক, একটা ছোটগল্প লেখাই যায়।
রঞ্জনদা, ঠিক। যোগেন্দ্রনাথ গুপ্ত'র লেখা "বাংলার ডাকাত'। কিন্তু আমার কাছে ৪ খন্ডে ছিল। আর খগেনবাবুর লেখা হল "ভোম্বোল সর্দার', আরেকটি ক্লাসিক। সেই যে টাট্টানগর ফসকে গেল।'
ডিডির গুলাইসে।
Arpan | ০৬ জুন ২০০৯ ১৮:২৯ | 122.252.231.12
টেট্রিসের ২৫ বছর হল। এককালে নেশার মত ছিল।
kallol | ০৬ জুন ২০০৯ ১৭:৪৪ | 220.226.209.2
আরে রঞ্জন, তুমি একদম যাতা। মনে করিয়ে দিলে তো, সেই সব গা ছম ছম। সেই যে, বিয়ে বাড়িতে ডাকাতি করতে এসে, কনে হাতে খাঁড়া নিয়ে দরজা আগলে দাঁড়ালে, ডাকাত সর্দার তার পায়ে লুটিয়ে পড়ে। শেষকালে, বাড়ির গিন্নিমা ডাকাত দলকে নিজে হাতে বেড়ে বিয়ের ভোজ খাইয়ে ছাড়লেন।
হায়দ্রাবাদে কাল থেকে রেড অ্যালার্ট চলছে, রাস্তা ঘাটে গুচ্ছ চেকিং চলছে, যাকে তাকে ,যত্র তত্র, মায় ব্যাগ খুলে পর্যন্ত; বলছে নাকি কারা সব ঢুকে পড়েচে!! আঃ কঃ বাঃ ঃ(
ranjan roy | ০৬ জুন ২০০৯ ১১:৫২ | 122.168.72.169
ডিডি, আমার কেমন মনে পড়ছে বইটার নাম "" বাংলার ডাকাত'', দুই খন্ড, লেখক যোগেন্দ্রনাথ গুপ্ত, প্রকাশক জানিনে। আমার ছোটবেলায় "" শিশুসাথী'' বলে একটা ভালো ম্যাগাজিন বেরুতো, ""শুকতারা''র চেয়ে অনেক ভালো, দেখনদারি কম। সম্পাদক ছিলেন নাট্যকার দিগিন বন্দ্যোঃ। তাতে দুবছর ধরে সিরিয়াল বেরিয়েছিল, গোগ্রাসে গিলতাম। আহা, অন্ধকারে নৌকোর ওপর ডাকাত শ্বশুর ও ""নাইয়র'' জামাইয়ের তলোয়ারযুদ্ধ বা দুগ্গোপূজোয় রাত্তিরে হত্যা করে লুটে আনা আংটি বাবা দিল মেয়েকে। মেয়ে চিনতে পেরে চেঁচিয়ে উঠলো--- এ কার আংটি বাবা? ভোলা যায়!
Arpan | ০৬ জুন ২০০৯ ১১:২৩ | 122.252.231.12
থাক থাক কমরেড। তিনের পরে যে পা(ন)চই আসে আমরা কে না জানি। ঃ-)
Bratin | ০৬ জুন ২০০৯ ১১:১০ | 117.194.96.61
"শেহবাগ কে নিয়ে মিডিয়া র সাথে র' ব্যাপার টা বলছো কি? সত্যি ধোনি মহান ।
Bratin | ০৬ জুন ২০০৯ ১১:০৬ | 117.194.96.61
আচ্ছা লন্ডন আর দার্জিলিং ওয়েদারের মধ্যে খানিক টা মিল আছে না? বিশেষ করে যখন তখন বৃষ্টি হবার ব্যাপার টা...
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন