এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১১ জুন ২০০৯ ২৩:৩৭ | 122.252.231.12
  • ৫০৬৭
  • anaamik | ১১ জুন ২০০৯ ২৩:৩৬ | 196.15.16.20
  • ১। @স্যানঃ (রেফ) মাছ-ব্যাঙ্গালোর-উইক্‌ডেঃ কোরামঙ্গলা-র স্পার-এ দেখতে পারিস। বড় মাছ মোটামুটি টাটকা পাওয়া যায়। হ্যাল-এ সব্জি বাজার সারা সপ্তাহ চলে, মাছ সাধারণতঃ শনি-রবি। থিপাসান্দ্রা / মারাথাল্লি-তে এক-দুজন মাছওয়ালা অল্প কিছু মাছ নিয়ে রোজ বসে, তবে কোয়ালিটি গ্যারান্টীড নয়।

    ২। @অভ্যুঃ (রেফ) হেটারোস্কেডাস্টিসিটি - এরর টাইপ ঃ হোক, হোক - স্টার্চ নিয়ে কথা হলে আর্চ, গার্চ বাকী থাকে কেন? :P
  • Abhyu | ১১ জুন ২০০৯ ২৩:৩৬ | 97.81.79.170
  • মামু তোমাকে একটা জিনিস জিগাবার ছিল। কখন ফোং কব্ব?
  • Arpan | ১১ জুন ২০০৯ ২৩:৩৪ | 122.252.231.12
  • হ্যা, দুটোতেই তো কম্পাইল করা যাচ্ছে দিব্যি!
  • Ishan | ১১ জুন ২০০৯ ২৩:৩৪ | 12.163.39.254
  • শমীকের এররটা পেলাম। কম্পাইলেশন এরর না খাবার কোনো কারণ নেই। মানে শমীক যে কোডটা চালিয়েছে তাতে। কিন্তু অজ্জিতের কোডটা কোথায়? কতো নং পাতায় একটু বলবে?

    (ছেলেটাকে কোনো হেল্প না করে সবাই শুধু বকাঝকা করছে)।
  • Ishan | ১১ জুন ২০০৯ ২৩:২৯ | 12.163.39.254
  • String[] args আর String args[] দুটোই হয়। কিন্তু কিসের কোড? পিছনের পাতা পড়ে কিছু বুইতে পারছিনা। রাশিরাশি জিনিস পোস্ট করা।
  • san | ১১ জুন ২০০৯ ২৩:১৬ | 123.201.53.133
  • কি অন্যায় কথা ! ফুল ফুটলেই পাড়তে হবে নাকি ! গাছেই রেখে দিলে হয় না? রাখার জায়গাও খুঁজতে হয়না, বড়া ভাজতেও হয়না ঃ-((((

    জন্তুজানোয়ার খেতে আমার কিছু মায়াদয়া হয়না, কিন্তু ফুলের বড়া শুনে একটু হচ্ছে ঃ-(
  • Du | ১১ জুন ২০০৯ ২৩:০৯ | 65.124.26.7
  • আমরা আবার দিম্মার ঠাকুরদের গ্যালারী, ৫০০ টাকার সীট, সিংহাসন সব স্থলপদ্ম দিয়ে গালিচা করে দিতাম। ইস। খেয়ে দেখা হল না। এখন সেই গাছও নেই।
  • dipu | ১১ জুন ২০০৯ ২২:৫০ | 121.243.161.234
  • না বাছা, প্রেমবাজারেই। তবে প্রেমবাজারে ঠিক কোথায়, মনে নাই।

    আমি শুনেছি ছোটোট্যাংরাতে কোথায় নাকি ভালো শুওর বানায়।

    যাগ্গে, রাত অনেক হল। ঘুনু কত্তে যাই। কাল সকালে উঠে আবার সোসন।
  • rokeya | ১১ জুন ২০০৯ ২২:৪৪ | 203.110.243.22
  • পেমবাজারে? না আরো এগিয়ে? ঐ এয়ার বেসটার কাছে? ওখানে তো শুয়োর-ও বানায়। খাসা খেতে।
  • Arijit | ১১ জুন ২০০৯ ২২:৪০ | 117.194.229.51
  • হায় পোড়াকপাল!!! চোখটা গেছে। বেথের কোডে একটা বিরাট গলতা আছে - এতক্ষণ চোখেই পড়েনি। কম্পাইল হবে কি করে?

    অ বেথে - মেইন মেথডটা দ্যাখো তোমার কোডে - ওটা

    String[] args হয়, String args[] নয়!!!! কি কাণ্ড।

    (ডিঃ - এটা টইতে লেখার মানে নেই, কারণ বেথের কোড ভাটেই রয়েছে। তাই এখানেই দিলাম)
  • dipu | ১১ জুন ২০০৯ ২২:৪০ | 121.243.161.234
  • ও, বলতে ভুলে গেলাম, প্রেমবাজারে বিকেলবেলা একজন হেবি সস্তায় মোমো বিক্রি করে।
  • d | ১১ জুন ২০০৯ ২২:৩৮ | 117.195.40.250
  • বছরের দুটো বিশেষ সময়ে প্রতিদিন ৭০-৮০টা করে স্থলপদ্ম ফুটলে না খেয়ে লোকে করবে কী? অতফুল রোজ রাখার জায়গা কই? তেনারা তো সন্ধ্যে হলেই আঁখি মুদে ফেলেন। কাজে ১৫-২০ খান এদিক ওদিক রেখে বাকীগুলো বড়া কত্রে ফেলো।
  • dipu | ১১ জুন ২০০৯ ২২:৩৮ | 121.243.161.234
  • হ্যাঁ, ভসরাঘাট বাসে যেতে হবে।
    খড়প্পুর - মেদিনীপুর রেললাইনের প্যারালাল একটা ক্ষীণ রাস্তা আছে। তার দশা খুবই খারাপ। সাইকেল নিয়ে আমি ওটা দিয়েই যেতাম। রাস্তাটা একটা খেয়াঘাটে গিয়ে শেষ হচ্ছে। সেখানে নৌকায় নদী পেরিয়ে মেদিনীপুর শহরে ঢোকা যায়।

    ভালো রাস্তা দিয়ে যেতে চাইলে ব্রীজের (ব্রীজটার নাম মনে হয় বীরেন্দ্রনাথ শাসমল ব্রীজ) ওপর দিয়ে মেদিনীপুর চলে যা।
  • rokeya | ১১ জুন ২০০৯ ২২:৩১ | 203.110.243.22
  • সাইকেলে সুবর্ণরেখা কোন দিক দিয়ে যাবো? ভসরাঘাট তো বাসে চেপে?
  • dipu | ১১ জুন ২০০৯ ২২:২৯ | 121.243.161.234
  • ডিভিসির কাছে একটা শিবমন্দির আছে। ওখানে একটা লোক ভালো জিলিপি ভাজতো। অ্যাটলিস্ট আমার সময়।

    হেবি মনকেমন করছে? গোলবাজারের পাঞ্জাবি ধাবা কি কত্তে আছে? ওখানকার চেয়ে ভালো চিকেন আর কোত্থাও খাইনি। ওখানে আর খেতে পাই না বলে আমার ফি উইকেন্ড সন্ধ্যেবেলা মন কেমন করে ঃ-(((
  • Arpan | ১১ জুন ২০০৯ ২২:২৮ | 122.252.231.12
  • হ্যা, গাঁদালপাতার বড়া মোটেও তত খারাপ না।

    স্থলপদ্মের বড়া সত্যি খায় নাকি? কত কিছু জানার বাকি আছে।
  • Arijit | ১১ জুন ২০০৯ ২২:২৭ | 117.194.229.51
  • খুব বোরিং ওয়েবিনার - আর কেটে কেটে আসছে। ধুর - ঘুমু করি গে।
  • dipu | ১১ জুন ২০০৯ ২২:২৫ | 121.243.161.234
  • শোন। দুপুরবেলা সাইকেল চালিয়ে সুবর্ণরেখার ধারে চলে যা। আমি গিয়ে চুপচাপ বসে বালিতোলা দেখতাম। একদম ভালো না লাগলে ভসরাঘাট ঘুরে আয়। ভসরাঘাটে সুবর্ণরেখা পেরোলে ওপারে নয়াগ্রাম বলে একটা জায়গা আছে। ঘুরে আসতে পারিস।
  • d | ১১ জুন ২০০৯ ২২:২৪ | 117.195.40.250
  • *খেতে
  • d | ১১ জুন ২০০৯ ২২:২৩ | 117.195.40.250
  • ও হ্যাঁ মিঠুর জন্যঃ গাঁদালপাতার বড়া কেহেত আমারও মন্দ লাগত না, তবে সে নিতান্তই স্থলপদ্ম বা বকফুলের বড়া না হলে, তবেই।
  • rokeya | ১১ জুন ২০০৯ ২২:২০ | 203.110.243.22
  • কক্ষনো না। সই না করলে টাকা কেটে নেবে। তাই এখানেই আছি।
  • Arijit | ১১ জুন ২০০৯ ২২:১৯ | 117.194.229.51
  • তা ঠিক। এই বইটা শুধু জাভা-র ওপর। সি-এর ওপরেও একটা আছে। সিপ্লাসপ্লাসের জন্যে আগে ইউজ করতাম এফেক্টিভ সিপ্লাসপ্লাস - উত্তাল বই, তবে ঠিক ধাঁধা নয় - টিপস বলতে পারো।

    এই টাইপের ধাঁধার জন্যে একটা টই খুলে দিয়েছি। অ্যালগো-কোড ইত্যাদি দেবো।
  • d | ১১ জুন ২০০৯ ২২:১৯ | 117.195.40.250
  • না না আঙুল চুষতে এখন আর ভাল লাগে না। তাচ্চেয়ে ক্লোরোমিন্ট চোষা ভাল।
  • d | ১১ জুন ২০০৯ ২২:১৮ | 117.195.40.250
  • আরে বিবিজান! আপনি ব্যাঙ্গালোরে নাকি?
  • rokeya | ১১ জুন ২০০৯ ২২:১৭ | 203.110.243.22
  • দিপুদারে জিগাই, এই মড়ার জায়গায় সারাদিন কাটানোর জায়গা ল্যাব ছাড়া আর কি কি আছে? আর বিকেলে কোথায় জিলিপি ভাজে বলছিলে?
  • Arpan | ১১ জুন ২০০৯ ২২:১৫ | 122.252.231.12
  • সে ঠিক আছে, তোমার কোড না। কিন্তু যারা জাভা জানে না তারা কি আঙ্গুল চুষবে?
  • Arpan | ১১ জুন ২০০৯ ২২:১৫ | 122.252.231.12
  • ঠিক আছে, দাঁড়া।
  • Arijit | ১১ জুন ২০০৯ ২২:১৩ | 117.194.229.51
  • আমার কোড নয় - ওই জাভা পাজলারসের কোড।
  • dipu | ১১ জুন ২০০৯ ২২:১২ | 121.243.161.234
  • কেন, এখন ফোনাই না! বড় বড় হাই উঠছে। ব্যস্ত থাকলে কাল ফোনাবো খন। জরুরি নয়।
  • d | ১১ জুন ২০০৯ ২২:১১ | 117.195.40.250
  • ও হ্যাঁ যারা জানো না .... ব্ল্যাংকি আবার একটা কিম্ভুত কলার টিউন লাগিয়েছে।
  • Arpan | ১১ জুন ২০০৯ ২২:১১ | 122.252.231.12
  • দিপু, এগারোটা নাগাদ জেগে থাকবি? ফোনাবো তালে।
  • Arpan | ১১ জুন ২০০৯ ২২:১০ | 122.252.231.12
  • আমি একটা জিনিস বলব? নজ্জা নজ্জা মুখ করে বলেই ফেলি।

    অরিজিতের কোড একবারে কম্পাইল হয়ে গেল। আর রেজাল্টও দেখাল ১৭৭৭৭।

    মাইরি বলছি বেথেদাদা, টেক্সটপ্যাড ছাড়া কিৎসু জানি না!
  • dipu | ১১ জুন ২০০৯ ২২:০৯ | 121.243.161.234
  • সব p ১/৪ ?
  • Arpan | ১১ জুন ২০০৯ ২২:০৮ | 122.252.231.12
  • আরে আর বোলো না।

    এখন বলছে না। কিন্তু যেই জিগ্যেস করবে "পাম্পাম, কী ভোলোনি?", দুষ্টু হেসে বলবে "মানডে, সানডে"।

    সবে সবে সাতটা দিনের নাম শিখেছে কি না!
  • Arijit | ১১ জুন ২০০৯ ২২:০৪ | 117.194.229.51
  • হুঁ - বহুত ট ট করে কথা বলে - বিশেষ করে ক-গুলো। মা টই - বাবা টই ইত্যাদি।

    ঋকের বন্ধু হয়েছে - তারা বেশ ফোংও করে মাঝে মাঝে।
  • d | ১১ জুন ২০০৯ ২২:০৩ | 117.195.40.250
  • অপ্পনের মেয়ে কি সেই বিশেষ শব্দটি এখনও বলে?
  • d | ১১ জুন ২০০৯ ২২:০১ | 117.195.40.250
  • যাঃআগের পোস্টটা টইতে গেলো গিয়া।
    ঋক্কের স্কুলে এখন বন্ধু হয়েছে?
  • I | ১১ জুন ২০০৯ ২২:০১ | 59.93.214.249
  • কিসের ডাক্তারী? ফীজ কত দেবে?
  • Arpan | ১১ জুন ২০০৯ ২২:০০ | 122.252.231.12
  • আমার মেয়ে ধপাছ বলে না। অন্য একটা ওয়ার্ড কয়েন করেছে। দুম্বা।
  • Abhyu | ১১ জুন ২০০৯ ২১:৫৯ | 97.81.79.170
  • আমার ধাঁধাটা কেউ ট্রাই কর না?
  • Arijit | ১১ জুন ২০০৯ ২১:৫৭ | 117.194.229.51
  • বাবা কি টচ্চে? টাজ টচ্চে। টি টাজ টচ্চে? ঈক টই?

    ঘুম নেই, হাত পা ছুঁড়ে এই চলছে। রোসোর ভয় দেখালে এখন নিজেই ডাকে - রোসোওওওও বলে।
  • d | ১১ জুন ২০০৯ ২১:৫৬ | 117.195.40.250
  • ঃ))
    নিচ্চয়। তোমাদের কাউকে ধপাছ করতে দেখেছে
  • Arijit | ১১ জুন ২০০৯ ২১:৫৩ | 117.194.229.51
  • ঋতি এখন ওর মার কাছে গল্প শুনছে। সব গল্পই শুরু হতে হবে "অনেকদিন আগে একটা জঙ্গল ছিলো...'

    ঋতি গল্পটা সবাইকে শোনায় - "অনেকগ্গিন আগে এগা গঙ্গো ছিও। ছেখানে বাঘ ছিও, হাতি ছিও...'

    আর কি ছিলো?

    "মা ছিও, বাবা ছিও, ঈক ছিও...'

    তারপর কি হল?

    "মা ধপাছ কয়েছে'

    এটা বদলে কখনো বাবা হয়, কখনো ঠামা হয় - কিন্তু সবাই ধপাছ করে - কেন আল্লা জানেন।
  • Arpan | ১১ জুন ২০০৯ ২১:৫১ | 122.252.231.12
  • হ্যা, কমরেড অজ্জিত সোসিত হচ্ছেন! তাও বাড়িতে বসে!!
  • d | ১১ জুন ২০০৯ ২১:৫০ | 117.195.40.250
  • হাফ সোসন। ঋতি তোমাকে কম্পুতে কাজ করতে দেখলে এসে টানাটানি করে না?
  • Arpan | ১১ জুন ২০০৯ ২১:৫০ | 122.252.231.12
  • * এক্সিকিউশন
  • Arpan | ১১ জুন ২০০৯ ২১:৫০ | 122.252.231.12
  • JCL নয়। JCL কোডের এক্সিকিশন ডাম্প।
  • Abhyu | ১১ জুন ২০০৯ ২১:৪৯ | 97.81.79.170
  • L এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, কোন p এর জন্যে?

    L = v1 p2 p3 p4 + v2 p1 p3 p4 + v3 p1 p2 p4 + v4 p1 p2 p3

    where p1 + p2 + p3 + p4 = 1 and p's lie between 0 and 1 and v's are greater than equal to 1.
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত