এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৬ জুন ২০০৯ ১৫:৩৯ | 115.108.25.26
  • পায়রার ডিমে তা' দেওয়া চাপের ব্যাপার। চাপ কম বেশী হলেই ডিম-ফট্‌। তাছাড়াও কনস্ট্যান্ট ৯৮ ডিগ্রীতে রাখতে হবে, মাঝে মাঝে উল্টে দিতে হবে। এর কোনওটাই আমার দ্বারা হবে না।

    ভাবছি আউটসোর্স করে দিই।
  • aishik | ১৬ জুন ২০০৯ ১৫:৩৭ | 122.160.115.202
  • আমি কাল রাত্রে দেখলুম গ্রান টোরিনো, আম্রিকান বুড়ো রা কি করে , আর কোরিআ যুদ্ধের প্রভাব তাদের মানসিকতা এই সব নিয়ে টাইম পাস টাইপের।
  • d | ১৬ জুন ২০০৯ ১৫:৩৬ | 144.160.5.25
  • ঃ))))
    এইটে হেব্বি বলেছেন দীপু।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১৫:৩৩ | 207.179.11.216
  • টই থেকে বোঝা যাচ্ছে সিপিয়েম হেবি চাপের কেস। মোটেই আর পাঁচটা চার অক্ষরের মত নয়।
  • d | ১৬ জুন ২০০৯ ১৫:৩৩ | 144.160.5.25
  • এই সায়ন, তোর ডিমে তা' দেবার কদ্দুর?
  • dipu | ১৬ জুন ২০০৯ ১৫:৩১ | 207.179.11.216
  • ঃ-))
  • sayan | ১৬ জুন ২০০৯ ১৫:২৮ | 115.108.25.26
  • এদের কি বর্ষার ছুটি পড়ে গেল!
  • dipu | ১৬ জুন ২০০৯ ১৫:২৮ | 207.179.11.216
  • Closely watched trains দেখেছি। I served the king of england দেখিনি। দেখে নেব। বলে ভালো করলেন।
  • d | ১৬ জুন ২০০৯ ১৫:২৭ | 144.160.5.25
  • না না পঁচিসের পরের সপ্তায়।
  • d | ১৬ জুন ২০০৯ ১৫:২৬ | 144.160.5.25
  • আম্মো পঁচিশের সপ্তায় বাড়ী যাবো। ব্ল্যাংকু রেডি থাকিস।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১৫:২২ | 207.179.11.216
  • আমি যাচ্ছি সাতাশ প্রাতে।
  • shrabani | ১৬ জুন ২০০৯ ১৫:১৭ | 124.30.233.105
  • দ,
    বেড়াতে পঁচিশে যাচ্ছি। ছুটি যাবার আগে বেশী বেশী করে কাজ করতে হয় তো। আজ থেকে চারদিন একটা অন্য জায়গায় কাজ ছিল, কিন্তু সেই প্রোগ্রাম টা ক্যানসেল হয়ে গেছে।
  • sayan | ১৬ জুন ২০০৯ ১৫:১৭ | 115.108.25.26
  • ঠিক এমনই উচ্ছ্বল সুখ পেতাম, বাড়ি ফেরার প্রাক্বালে, এক সময়।
  • aishik | ১৬ জুন ২০০৯ ১৫:১৩ | 122.160.115.202
  • ভুল হোলো আমরা যে আসছি কোল্কাতা
  • aishik | ১৬ জুন ২০০৯ ১৫:১২ | 122.160.115.202
  • কোল্কাতা কোল্কাতা ডোন্ট ওরি কোল্কাতা আমি যে আসছি কোল্কাতা ।
  • aishik | ১৬ জুন ২০০৯ ১৫:১১ | 122.160.115.202
  • শমিক দা, গাজিয়াবাদ এর আড্ডা তে আমায় ডাক তে ভুলো না
  • Samik | ১৬ জুন ২০০৯ ১৫:১০ | 219.64.11.35
  • আমি যাচ্ছি পঁচিশে।
  • aishik | ১৬ জুন ২০০৯ ১৫:০৮ | 122.160.115.202
  • আমি বঙ্গ মিডিয়াম এই পড়েছি, কিন্তু বা'ন্‌গ্‌লা টাইপাতে বড়ো কস্টো। হে হে হে।।কিন্তু আজে্‌কও বৃস্টি নেই, বেঙ্গলুরু তে রোজ বৃস্টি হয়, এখেনে কেনো হয় না? ভালই ছিলাম বেঙ্গলুরু তে ত সুখ কি এ কপালে আছে? পাঠিয়ে দিলো গাজিয়াবাদ।

    আমার কি? আমি ২০ তারিখ কোল্কাতা যাচ্ছি। নেচে গেয়ে খেয়ে দেয়ে আস বো। মন টা খুশি তে লাফাচ্চে।
  • d | ১৬ জুন ২০০৯ ১৩:২৯ | 144.160.5.25
  • শ্রাবণী,

    বেড়াতে যাও নি? আমি এক্ষুণি তোমাকে মেইল করলাম।
  • saikat | ১৬ জুন ২০০৯ ১১:১৩ | 202.54.74.119
  • * কাউকে দিয়ে পুরোটা আনাবো ভাবি
  • saikat | ১৬ জুন ২০০৯ ১১:১২ | 202.54.74.119
  • আইজাক বাবেল বাড়ীতে আছে, এখন পড়িনি ঃ-) red cavalry and other stories, penguin classics -এর বইটা মাস কয়েক আগে কিনলাম, starmark-এ sell দিচ্ছিল তখন।

    ব্রখের একটাই পড়েছি, মাঝেরটা, the anarchist। বেশ লেগেছিল। কাউকে দিয়ে আনাবো ভাবি কিন্তু তা আর হয়না।

    আর মুসিল, প্রথম ৩০০ পাতা (man without qualities থেকে।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১১:০৭ | 207.179.11.216
  • ফার্স্ট ইয়ারে চাপ ছেলো না? আমার তো মনে হত পাগল হয়ে যাব। রাত দশটা অবদি ক্লাস হত।
  • h | ১৬ জুন ২০০৯ ১১:০৫ | 206.195.19.50
  • সৈকত ২য়, বিলেতে। বন্ধু এনে দিয়েছে। এই লোকটাকে অনেক দিন ধরে পড়বো বলে ছক করেছিলাম। কুন্দেরার টেস্টামেন্টস বিট্রেড এর নাম জানতে পারি। অনেক দেরীতে, অ্যাজ লেট অ্যাজ ২০০৪/২০০৫। কিন্তু আমার এখনো ব্রখ বা মুসিল পড়া হয় নি। এই তিনজনের এক সঙ্গে পড়া উচিত। মানে সেটা কুন্দেরার মত। আমার মত, এলো, হাতে এলে পড়বো, নইলে কি করে পড়বো। আর হাতে এলেও তো অন্য বই ও থাকে, তাই সব সময় পড়া হয় না।

    আচ্ছা তোমারে আমার একটা কোচ্চেন আছে। আইজাক বাবেল যখন প্রথম পড়েছো, কার অনুবাদ, কোন পাবলিকেশন পড়ছিলা মনে আছে? আমি খুব রিসেন্টলি ঐ রেড ক্যাভালরি পড়েছি। খুব ইম্প্রেসড নই, তবে ঝটকা দেওয়ার মত লেখা। কিন্তু আগে এই বইটা আমাদের বাড়িতে ছিল, কিন্তু এখন আর পাই না।

    রঞ্জনদা, মনে আছে? বাবেল যখন প্রথম পড়েছিলেন, তার অনুবাদক বা পাবলিশার?
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১১:০৪ | 203.110.243.22
  • চাপ? ;P
    গত তিন হপ্তায় এই প্রথম্বার ল্যাবে যাবো। রুমে বোর হয়ে গেলাম।
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১১:০১ | 203.110.243.22
  • কিন্তু হস্টেলেও তো হয় না?
    যাই হোক, ল্যাবে যাই। স্যার ডাকে।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১১:০১ | 207.179.11.216
  • নাঃ। আইআইটি একে আবাসিক, তারওপর ছেলেপুলেকে যে পরিমাণ চাপে রাখা হয়, যদুপুর-শিবপুরে তার এক শতাংশ চাপ থাকে না।
  • Arijit | ১৬ জুন ২০০৯ ১০:৫৯ | 61.95.144.123
  • যাদবপুরে মেজরিটি ডে-স্কলার - অন্যগুলোতে নয়। কে জানে এটা হয়তো অনেক কারণের মধ্যে একটা।
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:৫৮ | 203.110.243.22
  • এগুলো যাদবপুরে খুব রেয়ার।
  • Arijit | ১৬ জুন ২০০৯ ১০:৫৬ | 61.95.144.123
  • বিই কলেজে ফি বছর অন্ততঃ একটা সুইসাইড আর একটা সুইমিং পুল বা গঙ্গায় ডুবে যাওয়ার ঘটনা ঘটতো। সেদিন রি-ইউনিয়নে গিয়ে দেখলুম সুইমিং পুল পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে - ভিতরে শুধু জঙ্গল।
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:৫৬ | 203.110.243.22
  • সাউথ পয়েন্টের তোয়া? ও তো আমাদের ব্যাচের ছিলো। চিনতাম।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১০:৫৪ | 207.179.11.216
  • তুই বাংলা লেখার নতুন কলে লেখ।
    এই তো সেদিন কানপুরে বায়োটেকনোলজির একজন সুইসাইড করল। বাঙালী মেয়ে। মাধ্যমিকে র‌্যাঙ্ক করেছিল।
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:৫২ | 203.110.243.22
  • কি মুস্কিল, গুচ্ছ টাইপো!
    আগে ছিলো কানপুর, সেমিস্টার পিছু একজন করে সুইসাইড করতো।
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:৫১ | 203.110.243.22
  • "ড" তা হেব্বি হয়েছে। কিন্তু এই সাপ্লি পেলেই সুইসাইড, এই কালচার ট সব আইআইটিতেই ঢুকে যাচ্ছে।
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:৪৯ | 203.110.243.22
  • ঃড
  • dipu | ১৬ জুন ২০০৯ ১০:৪৮ | 207.179.11.216
  • বোঝো! তবে আর ডিসিতে এত পানু রেখে কি লাভ হচ্ছে!
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:৪৬ | 203.110.243.22
  • নেহরুতে তো আমাদের পরীক্ষার সময়ই একজন সুইসাইড করেছিলো, এই তো, এপ্রিলে।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১০:৪৪ | 207.179.11.216
  • তাও আবার গ্রাউন্ড ফ্লোর! সব্বার মধ্যে ফ্ল্যাটবাড়ি কালচার ঢুকে গেছে। হবে না! যেমন ফ্ল্যাটবাড়ি তে থাকতে দিয়েছে!

    শুনেছি, আগে নেহরু হলে প্রতি ছমাসে নিয়ম করে কেউ না কেউ সুইসাইড করত।
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:৪০ | 203.110.243.22
  • রুম নম্বর এন ১১৪, মানে কোনের দিকে। আমার মনে হয় তাই লোকজন কেউ গন্ধ পায় নি। কাল কিছু ঠিকা মজুর কাজ করতে এসে উঁকি মেরে দেখেছে। কিন্তু, বন্দুরা কেউ খোঁজ নেয় নি, এটা বেশ অবাক করার মতন।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১০:৩৪ | 207.179.11.216
  • কিন্তু পাশের বা উল্টোদিকের ঘরের ছেলেরা এই চারদিনে তার খোঁজ করল না?!
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:৩১ | 203.110.243.22
  • ছড়িয়েছি, ওটা বি আর্ক হবে।
    তার রুমি ছুটিতে বাড়ি গেছে।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১০:৩০ | 207.179.11.216
  • তার রুমমেট কোথা ছিল?
  • dipu | ১৬ জুন ২০০৯ ১০:২৯ | 207.179.11.216
  • কি কান্ড!
  • rokeyaa | ১৬ জুন ২০০৯ ১০:২৮ | 203.110.243.22
  • আমাদের হস্টেলে দিন ছয়েক আগে আর্কি বি টেক ফার্স্ট ইয়ারের একটি ছেলে সুইসাইড করেছিলো, গতকাল দুপুরে পুলিশ এসে তার ঘরে ঢুকে বডি নিয়ে গেছে।
  • Arijit | ১৬ জুন ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
  • ওকে। আমাদের লাইন আপ ফের বদলে গেছে - তাই মনে হয় খুঁজে পাচ্ছিলুম না। সবকটা চ্যানেল উল্টে পাল্টে দেখতে হবে।
  • dipu | ১৬ জুন ২০০৯ ১০:২২ | 207.179.11.216
  • ESPN দেখাচ্ছে তো। পশ্‌শু সাউথ আফ্রিকা-ইরাক খেলাটা রাত সাড়ে নটা নাগাদ শেষ হল।
  • Arpan | ১৬ জুন ২০০৯ ১০:২২ | 216.52.215.232
  • রাতে দেখাচ্ছে তো। স্টার স্পোর্টস বা ইএস্পিএন কোন একটা।
  • Tim | ১৬ জুন ২০০৯ ১০:২০ | 71.62.2.93
  • এট্টু কাজিয়ে নি। সোসন সুরু হবে শিগ্গির।
  • Arijit | ১৬ জুন ২০০৯ ১০:২০ | 61.95.144.123
  • কনফেডারেশন কাপ কেউ দেখাচ্ছে? দেখালে কটা নাগাদ?
  • dipu | ১৬ জুন ২০০৯ ১০:২০ | 207.179.11.216
  • এটা মনে হয় পুরোটা মিথ্যে নয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত