এই বাজারে লুলার বামপন্থী ব্রাজিল সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক ইয়াঙ্কিদের তিনগোল দিল।
Bhuto | ১৮ জুন ২০০৯ ২১:০৪ | 203.91.193.5
একজনকে বলতে শুনলাম, 'সারাদিন লোডশেডিং চলছে। সব ছিপিয়েমের শয়তানি।'
আমারো আপিসে সোসন চলছে, এই বাম রাজ্যে খালি সোসন।
মাম্মাম্মা মাগো
Arpan | ১৮ জুন ২০০৯ ২০:২৩ | 65.194.243.232
যাব্বাবা, আমি দেখি অক্ষদার মত কথা বলছি!
arjo | ১৮ জুন ২০০৯ ২০:২০ | 168.26.215.13
বসরে এট্টু খুশী করে এলাম।
পাল্লিনরে হাই ফাইভ দিলুম। ঃ)
হানুদা কথায় কথায় যা হয় তাকে বলে কিলোমেন্টাল। সেন্টি দিয়ে ওটা মাপতে গেলে ইন্ট_ম্যাক্স ওভারফ্লো করে যাবে। ;)
আমারে দাঁড়িপাল্লায় তোলার অন্য একটা বাজে দিক আছে। অভিকর্ষন জনিত ত্বরণের অভিঘাত ও তদজনিত বিভিন্ন বিপত্তি।
হানুদা,
শুধু বিশ্বাস নয়, অলটারনেটিভ অর্থনৈতিক সলিউশন যতক্ষণ না কাগজে কলমে দেখতে পাচ্ছি ততক্ষন মেনে নেব না। কেইন্সের পরে বামপন্থা নিয়ে (যদি কেইন্সকে বামপন্থী বলা যায়) কি কি কাজ হয়েছে? বেসিক প্রেমিসটা ধনতন্ত্রকে গরিমা দেওয়া নয়, বরং ধনতন্ত্রকে মেনে নেওয়া উইথ অল দা শর্টকামিংস। মহাকালের অমোঘ নিয়মেই ধনতন্ত্র বেড়ে উঠেছে কারণ যত না বেশি ধনতন্ত্রের গরিমা তার থেকেও বেশি বিকল্পের অভাব। বিকল্প নেই কেন? বিকল্প মানে কি শুধুই বিপ্রতীপ? এসবের উত্তর আমার জানা নেই। যতদিন না জানছি ততদিন বসকে খুশী রাখি,এই আর কি। ;)
san | ১৮ জুন ২০০৯ ১৯:৩৬ | 123.201.53.133
কিন্তু আমি তো নিছক মজা করছিলাম । সরি।
Du | ১৮ জুন ২০০৯ ১৯:৩৫ | 65.124.26.7
বোধি, আর আমি সার্ভাইভারস গিল্টে ভুগছি। খালি মনে হচ্ছে আমি তো মরেই গিয়েছি, মরে যাবারই তো কথা ছিল।
P | ১৮ জুন ২০০৯ ১৯:২৬ | 163.244.62.138
"চীনে খেতে ও বাংলায় দিতে" !!! আজ্জোকে একটা টীনএজীয় হাই-ফাইভ দে গেলুম।
P | ১৮ জুন ২০০৯ ১৯:২১ | 163.244.62.137
তোমার সাথে এয়ার্কী মাত্তে এট্টুস ভয় ভয় করে যে।
P | ১৮ জুন ২০০৯ ১৯:১৯ | 163.244.62.142
ই কি রে , গাল দিলুম রাঙ্গাকে আর সবাই একসাথে ভাগলো।
চন্নু , মীটিং করি গে।
btw ও রাঙ্গা রাগিস না , আমি এয়ার্কী কচ্চিলুম।
h | ১৮ জুন ২০০৯ ১৯:১৭ | 206.195.19.51
আহা সবচেয়ে ঘরোয়া ঘনিষ্ট আর হনেস্ট অনুভবটা রাঙার ঘরে গেলো দেখে আমি আর আর্জ ঈর্ষায় নীল হয়ে গেলাম। আর্জো, ঠিকাচে তো? ঝোলাস না। এই দুঃখের মুহুর্তে পিতিযোগিতা করিস না আর।
ঃ-)
P | ১৮ জুন ২০০৯ ১৯:১৫ | 163.244.62.138
অজ্জিত , ল্যারি যদি সত্যি কেনে আমি হেব্বি খুশি হব। ইনটারেস্টিং ক্যারেকটার। সেদিন ইউ টিউবে দেখলুম বলচে ক্লাউড কম্পিউটিং হল গে "নন্সেন্সিক্যাল" !!!
P | ১৮ জুন ২০০৯ ১৯:১৩ | 163.244.62.137
ঃ-))))))))
আর থাকা , মেয়ে-বর-চাগ্রি নে জেবড়ে আছি।
ইসে , আমি তোমার আর আজ্জোর ভাট খুব মন দে পড়ছিলাম। সবচেয়ে ভালো লাগলো দুজনের অনেস্টি। মাক্কালী , সিরিয়াসলি বলছি। আর রাঙ্গার দাঁতক্যালানো সারকাজম দেখে গাপিত্তি জ্বলে গেল ! ছোঁড়ার কেবল এয়ার্কী।
h | ১৮ জুন ২০০৯ ১৯:১১ | 206.195.19.51
আরিশ্লা অনেকদিন পরে, কি রে কেমন আছিস?
h | ১৮ জুন ২০০৯ ১৯:০৯ | 206.195.19.51
অ্যাকচুয়ালি নি ই নি। কাটা।
P | ১৮ জুন ২০০৯ ১৯:০৯ | 163.244.62.136
ঢুকেই পড়লাম।
h | ১৮ জুন ২০০৯ ১৯:০৭ | 206.195.19.51
স্যান, একটু অফেন্স নিলাম, আমার হাতে কোনো দাঁড়িপাল্লা নেই, কাউকে বিচার করছি না, করার অধিকার নেই। আর্জোর ব্যক্তিগত সমালোচনা করিনি, একটা ভাটে প্রকাশিত মতামত নিয়ে কথা বলছি, সেটা আর্জোর মতামত নাও হতে পারে, আর যদি এক পয়সাও করে থাকি, সেটা নিজেরো সমালোচনা বা নাগরিক হিসেবে হতাশার বহিঃপ্রকাশ মাত্র।
উপায় নেই টা কোন লজিক নয়, তাই ওটা না বলাই ভালো। মানে হত দরিদ্র দের হাতে অস্ত্র তোলা ছাড়া কোন রাস্তা নেই, রাষ্ট্রের পুলিশ আর মিলিটারি ছাড়া কিছু করার নেই, পুঁজিবাদের লাভ ছাড়া কিছু করার নেই, মন্টেকের ডাইভেস্টমেন্ট ছাড়া কিছু করার নেই, এই গুলো কতটা নিরুপায় অবস্থার বিবরণ কতটা চয়েস আমার ঘোর সন্দেহ আছে। যাক গে সে কথা ছাড়, আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য দুটি।
প্রথমতঃ দক্ষিনপন্থার বিভিন্ন ফ্লেভার কে ইনএভিটেবিলিটির গরিমা আমি দিতে রাজি নই। এটা ঠিক মহাকালের মর্জি টাইপ কেস নয়। সেটা ধরে নেওয়া সম্পূর্ণ অনৈতিহাসিক।
দ্বিতীয়তঃ বড় মিডিয়া পুঁজির যুক্তি ছাড়া আর কোন কিছুতে কোন যুক্তি খুঁজে পায় না, সেটাতে সাবস্ক্রাইব করা বা না করার একটা অধিকার আমাদের থেকেই যাচ্ছে।
Arpan | ১৮ জুন ২০০৯ ১৯:০২ | 65.194.243.232
নিউজিল্যান্ড বহুত ভাল টিম। গরিবের কথা বাসি হলে ফলে।
r | ১৮ জুন ২০০৯ ১৮:৫৩ | 198.96.180.245
নাঃ, ১৪৫ করতে পারবে না। ঃ-(
dipu | ১৮ জুন ২০০৯ ১৮:৫০ | 121.243.161.234
ডামাডোলের বাজারে দাদাবাবু বাইট দিয়েছেন। বলেছেন, শুধু ক্লান্তির অজুহাত দিয়ে টোটোয় হার ব্যাখ্যা করা যাবে না।
r | ১৮ জুন ২০০৯ ১৮:৫০ | 198.96.180.245
টোটো ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল।
arjo | ১৮ জুন ২০০৯ ১৮:৪৯ | 168.26.215.13
এটা মেয়েদের ক্রিকেট বুঝলাম। কোন টুর্ণামেন্ট? কাদের সাথে খেলা?
r | ১৮ জুন ২০০৯ ১৮:৪৭ | 198.96.180.245
ক্যাপ্টেনটা বহুৎ ভালো খেলছে। ঃ-(
dipu | ১৮ জুন ২০০৯ ১৮:৪৬ | 121.243.161.234
অনেকগুলো ইংরিজি চ্যানেল ২৪ ঘন্টার সৌজন্যে ফুটেজ দেখাচ্ছে।
dipu | ১৮ জুন ২০০৯ ১৮:৪৫ | 121.243.161.234
Times now তে কিষাণজির বাংলায় ইন্টারভিউ দেখলাম। মমতাকে অনুরোধ নিয়ে কিছু শুনিনি।
কিন্তু এই চ্যানেলগুলো তে খবর যারা পড়ে তারা কোত্থেকে পড়াশোনা করেছে! অ্যাকেবারে আকাট!
r | ১৮ জুন ২০০৯ ১৮:৪৩ | 198.96.180.245
একশ কুড়িতে পাঁচ। রুমেলি একটা, প্রিয়াঙ্কা একটা।
arjo | ১৮ জুন ২০০৯ ১৮:৪৩ | 168.26.215.13
অপ্পন, অনেক আগে পুলক স্যার বলেছিলেন এখন যা ঠিক মনে হয়, গ্র্যাজুয়েশনে গিয়ে দেখবি ভুল মনে হচ্ছে, আবার যখন আরও বড় হবি তখন দেখবি এখন যা ঠিক মনে হচ্ছে সেটাই ঠিক, দেখার পার্সপেক্টিভ টা বদলে যাবে। আপাত স্ববিরোধীতার মধ্যেও যে একটা দিক উন্মোচিত হয় সেটাই একটা নতুন দিক। ;)
arjo | ১৮ জুন ২০০৯ ১৮:৪০ | 168.26.215.13
খাইসে আজ শহীদ হবো নাকি। আজ তোমার পরীক্ষা ...। চলো ফাইট ফাইট।
arjo | ১৮ জুন ২০০৯ ১৮:৩৭ | 168.26.215.13
আরে অমিত ভাদুড়ীর থ্রেডে যে স্বীকার করলাম দক্ষিণপন্থা অর্থনীতি খারাপ, বৈষম্য বাড়ায়। কিন্তু তার সাথেও এটাও রিয়ালিটি আর কোনো উপায় নেই। বাকী যা আছে আরও খারাপ।
r | ১৮ জুন ২০০৯ ১৮:৩৭ | 198.96.180.245
৮৬ রানে তিন উইকেট ফেলে দিয়িচি।
মাম্মাম্মা
Arpan | ১৮ জুন ২০০৯ ১৮:৩৭ | 65.194.243.232
আজ স্বয়ং চিত্রগুপ্ত আজ্জোর শিয়রে এসে দাঁড়িয়েছেন। নির্বোধ বালক, চোখ না কচলে তাকিয়ে দেখ।
san | ১৮ জুন ২০০৯ ১৮:৩৫ | 220.227.190.18
হানুদার হাতে দাঁড়িপাল্লা। ডিংডং।
arjo | ১৮ জুন ২০০৯ ১৮:৩৪ | 168.26.215.13
আরে না, রাগ ফাগ নাই। সারাদিন পোকার ফেসে উল্টো কথা বলি, গুরুতে বাংলা লিখতে পেয়ে ফাটিয়ে দিই। ভাগ্যিস আমার বস বাংলা পড়তে পারে না। ;)
নকু থেকে কর্পো খুবই স্বাভাবিক ট্রান্সফরমেশন। কারণ বিকল্প নাই।
h | ১৮ জুন ২০০৯ ১৮:৩৩ | 206.195.19.51
দক্ষিন পন্থা আর কর্পোর খারাপ লাগা দিক নিয়ে তুই কটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছিস রিসেন্টলি?
হ্যা হ্যা হ্যা ঃ-) অরিজিত মামাটিমানুষ কে অ্যাভয়েড করতে গিয়ে শেষে দেশ ছাড়লো আর আমি সব কিছুকেই অ্যাভয়েড করতে গিয়ে সম্পূর্ণ ফেল করে হেবি খচে গেলাম , হ্যা হ্যা হ্যা।
arjo | ১৮ জুন ২০০৯ ১৮:২৮ | 168.26.215.13
অর্থনীতি সম্বন্ধে প্রণব বর্ধন (র যে লিংক দিয়েছে) যা বলেছেন তার সাথে সহমত পোষন করি আর ধনতন্ত্রে করে খাই।
h | ১৮ জুন ২০০৯ ১৮:২৮ | 206.195.19.51
বাই দ্য ওয়ে, নকু টু বিজি্প ও কম দেখলাম না, টুসকি টু নানা ধরণের ফান্ডামেন্টালিস্ট আর এক্সট্রিম ন্যাশনালিস্ট তো খুব কমন। এট বুড়ো হওয়ার পরে দেখেছি।
r | ১৮ জুন ২০০৯ ১৮:২৭ | 198.96.180.245
সি পি এমের কি হবে? একজন অ্যাগ্রো, আর একজন নিউক্যাসল! ;-)
h | ১৮ জুন ২০০৯ ১৮:২৫ | 206.195.19.51
আসলে অকারণে অ্যাগ্রো হয়ে যাচ্চে, আর্জো রাগ করিস না, আমি কন্টি বহুদিন ধরে যারা সিপিএম থেকে কং বা বিজেপি বা কর্পো হয়, নকু থেকে যারা কং বা কর্পো হয় বা তৃণমূল হয় তাদের মুখে এইসব শুনে যাচ্ছি। বড় হবার পর থেকেই ঃ-)
h | ১৮ জুন ২০০৯ ১৮:২৪ | 206.195.19.51
এক্সপেকটেশন টা কার কিরকম, সেটা তাইলে ছোটোবেলার উপরে ডিপেন্ড করছে।
বড় হবার পরেও?
h | ১৮ জুন ২০০৯ ১৮:২২ | 206.195.19.51
হিংসার ব্যবহার আর জাস্টিফিকেশন দেখে আর্জোর যে বামপন্থা সম্পর্কে ব্যাপক নৈরাশ্য বেড়ে গেছে, তাতে আমার আদৌ আপত্তি নেই, কারণ আমারো তাই হয়েছে। আমার শুধু প্রশ্ন হল, হিংসার ব্যাবহার আর তার জাস্টিফিকেশন পরিচিত বা অপরিচিত দক্ষিনপন্থাও খুম কম করে না, সঙ্গে আছে অর্থনীতিকে নিয়ন্ত্রন করার ক্ষমতা। সেটা সম্পর্কে আর্যো বোধ্হয় তার নৈরাশ্য গোপন করছে, অথবা, দক্ষিনপন্থী বন্ধুদের জানানোর জন্য তুলে রাখছে।
Arijit | ১৮ জুন ২০০৯ ১৮:২১ | 61.95.144.123
কেস গুলিয়ে যাচ্ছে। বাজারে গুজব পল অ্যালেন (এভিল এম্পায়ারের কো-ফাউন্ডার) আর ল্যারি এলিসন (ওর্যাকল) - এরা নাকি নিউক্যাসল ইউনাইটেড কেনার জন্যে বিড করেছে!!!
arjo | ১৮ জুন ২০০৯ ১৮:১৯ | 168.26.215.13
ডানপন্থা মানে চোর, খুনী, ধর্ষক এসব ছোটবেলা থেকেই শুনে আসছি। তাই এক্সপেকটেড।
পৃথিবীর ভালো বামপন্থায়, সমাজ বদলে দিয়ে সাম্য আসবে বামপন্থায়, গোলাপের তোড়া আর রাশি রাশি টফি আছে বামপন্থায়, চিন্তা ভাবনা গুলো ঘেঁটে গিয়েছিল। তাই বেশি মনে হয়। এই যা।
নইলে গুকে যেদিক দিয়েই দ্যাখো একই। এটাই আমার বর্তমান রিয়াইলাইজেশন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন