মিনি বাংলা গড়ে তোলা - কখনও মনে হয়নি। লাইভ ভাট, সেও হ্যালো হাই টুকটাক গান কবিতার আসর আর ভালোমন্দ খাওয়া। দুগ্গাপূজো এবং অন্যান্য পাব্বণ - যত অ্যাভয়েড কত্তে পারি তত ভালো লাগে। দম আটকানো কানের পোকার ধ্বজ্জিয়াঁ ওড়ানো অসুস্থ মানুষকে মৃত বানানো একটা কালচার (ম্যাক্সিমাম সিটি মনে পড়ে, মসজিদের পাশ দিয়ে গণেশ নিমজ্জন) পয়লা বৈশাখ - জাস্ট অ্যানাদার ডে, সেভ মিষ্টি এটসেটেরা অবাঙালীদের নিয়ে মজা - !!
এগুলোর শ্রাবণীদির উদ্ধৃতি থেকে।
কম্পিটিটিভ সুস্থ পরিবেশে একটা কাজের সুযোগ, (ক¾ট্রাডিক্টস মাই অ্যাকশন নাও ;-)) আর একটু ভালো থাকতে পারা অ্যাবাভ অল রুটলেস থিংস আর কিছু টেম্পোরারি বাধ্যবাধকতা।
যদি "ফিরতে' হয় - শুধু দুটো মানুষের জন্য যাঁরা অপেক্ষা করে আছেন। এইটুকুই তো।
stoic | ২৩ জুন ২০০৯ ১৭:৪৯ | 160.103.2.224
বাঙালী (প্রবাসী) দের এই জেনেরালাইজেশানের তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম। দেয়ার আর ডেফিনিটলি আ ফিউ এক্সেপশান্স। ঃ)
h | ২৩ জুন ২০০৯ ১৭:৪৬ | 206.195.19.42
এর থেকে প্রমাণিত হয়, বাঙালী বেসিকালি নিজেকে নিয়ে মুগ্ধ, এবং অন্য এথনিসিটির মানুষের সঙ্গে মিশতে চায় না। লন্ডনে এই জিনিস দেখে দেখে আমি ক্লান্ত।
কলকাতায় ফিরতে চায় না সেটা তো সেখানকার বেসিক অসুবিধে গুলোর জন্য। কিন্তু বেশীরভাগ বাঙালীরা তো সব জায়গায় গিয়ে একটা মিনি বাংলা গড়ে তুলতে চায়, দুর্গাপুজো, আড্ডা পয়লা বৈশাখ ইত্যাদি, অবাঙালীদের নিয়ে মজা করা, বাঙালী খাওয়াদাওয়া এইসব। কজন বাঙালী সেই অন্য শহরকে সে যেমন তার লোকজন, উৎসব খাওয়াদাওয়া কালচার সব নিয়ে তেমনটাকে ভালবাসে? দিল্লীতে যেমন করে দুর্গাপুজো হয় তেমনি করে কি গণেশ পুজো বা অন্য কোনো প্রদেশের ফেস্টিভ্যাল হয়!
বাংলা বই পাওয়া যায়, আর লুচি টুচি তৈরীর স্কিল টা লোকালি খারাপ না, এ ছাড়া কলকাতায় কিসু নাই।
stoic | ২৩ জুন ২০০৯ ১৭:৩৬ | 160.103.2.224
ঐ পুরোপুরি ফেরা টা বোধহয় কখনই হয় না। নতুনভাবে ফেরা যায় হয়ত। যদি যায় আদৌ।
h | ২৩ জুন ২০০৯ ১৭:৩৫ | 206.195.19.42
মানে কাজ সেরে এয়ার পোর্ট বা স্টেশন যাওয়াটা শৌচ কার্য যথা, এই সম্ভাব্য করোলারিটা শুধু একটু যাকে বলে হার্শ।
r | ২৩ জুন ২০০৯ ১৭:৩২ | 198.96.180.245
তবে দমুর টয়লেটের উপমা আমার হেব্বি পছন্দ হয়েছে।
Arijit | ২৩ জুন ২০০৯ ১৭:৩২ | 61.95.144.123
ইনফ্যাক্ট আমি পুরোপুরি ফিরতে পারিনি।
যাকগে - মন খারাপ হয়ে যাচ্ছে।
Arpan | ২৩ জুন ২০০৯ ১৭:৩২ | 216.52.215.232
আরে বাবা-মা কলকাতা ছেড়ে কোথাও আসবে না তো!
তবে আমারো অবস্থা এখন সেই এনারাইদের n=n+1 সিন্ড্রোমের মত হয়ে গেছে। প্রতি বছরই ভাবি আর প্ল্যান করি। ঃ)
Arijit | ২৩ জুন ২০০৯ ১৭:৩১ | 61.95.144.123
আমারও কোথাও বিশেষ বন্ধু হয় না - কাজেই ওই বন্ধুদের মিস্ করার ব্যাপার নেই। যেটা মিস্ করি সেটা হল পুরো surrounding-টা। আগে কলকাতার এই ব্যাপারগুলো মিস্ করতাম, আর অবশ্যই বাড়িটাকে। এখন ওইরকমই অন্য কিছু কিছু ব্যাপার মিস্ করি। সেন্স অব বিলঙ্গিং বস্তুটি গেছে। অনেকগুলো কারণে। এখন আমার কোনো বাড়ি নেই।
sayan | ২৩ জুন ২০০৯ ১৭:৩০ | 160.83.96.81
শমীক, আমিও তোর মত ভাবি। ব্যাঙ্গালোরে আড়াই লাখ না কত রেজিস্টার্ড বাঙালী। সবাই কি এমন ভাবে!
জয়েন্ট ফ্যামিলির জাঁতাকলে অনেক হয়েছে, আর নয়। নিজেদের সন্তান কে নিজেদের মত মানুষ করব। বাবা-মা, দাদু-দিদা সঙ্গে থাকবেন - এর বেশী মূল্যবোধ-শিক্ষার প্রয়োজনীয়তা ডাজন্ট রিং এ বেল!
r | ২৩ জুন ২০০৯ ১৭:২৯ | 198.96.180.245
হ্যা হ্যা হ্যা।
sinfaut | ২৩ জুন ২০০৯ ১৭:২৮ | 203.91.207.30
অত পিচনে লাগলে বন্ধু হবে কী করে? ঃP
shrabani | ২৩ জুন ২০০৯ ১৭:২৭ | 124.30.233.105
আমার পরিচিত সব বাঙালীদেরই কলকাতায় ফ্ল্যাট বা নিজেদের জায়গায় (বাংলায়) বাড়ী এসব আছে। আবার আজকের ট্রেন্ড অনুযায়ী এখানেও নিজেদের ফ্ল্যাট আছে। এবং সকলেই বয়স হলে রিটায়ার করে দেশে ফেরার কথাই ভাবে, অনেককে ফিরতেও দেখছি ছেলেমেয়ে সেটল হয়ে গেলে।
d | ২৩ জুন ২০০৯ ১৭:২৭ | 144.160.5.25
সিঁফোর সাথে আমিও একমত।
r | ২৩ জুন ২০০৯ ১৭:২৬ | 198.96.180.245
ওটা অজ্জিতকে।
বেঙ্গালুরুতে নতুন বাঙালী বন্ধু হয় নি। অবাঙালী বন্ধু হয়েছিল। কিন্তু আমার কোথাও বেশি বন্ধু হয় না- বাঙালী কি অবাঙালী। কাজেই ঐ ফ্যাক্টরটা ম্যাটার করে না। ঃ-P
stoic | ২৩ জুন ২০০৯ ১৭:২৬ | 160.103.2.224
আমার খুব কাছের বন্ধুদের মাত্র দু জন কলকাতায় এখন। বাকি সবাই বাইরে। ভাই দিল্লী তে। বাবা মা কলকাতায় বলেই কলকাতার কথা মাথায় থাকে। নয়ত কলকাতার যা যা স্পেশাল ব্যাপার (আমার কাছে) সেটা বছরে একবার এক মাসের ছুটিতে মিটে যেত।
Samik | ২৩ জুন ২০০৯ ১৭:২৫ | 219.64.11.35
তবে ঐ পারিবারিক ইনফ্রাস্ট্রাকচারটা আমার ক্ষেত্রে খাটে না। আমাকে কলকাতা গেলেও তো সেই বাড়িভাড়া করেই থাকতে হবে। নিজের বাড়ি থেকে তো আর ডেইলি অফিস যেতে পারব না।
r | ২৩ জুন ২০০৯ ১৭:২৪ | 198.96.180.245
ডিপেন্ডস। কেস-স্পেসিফিক। ;-)
sayan | ২৩ জুন ২০০৯ ১৭:২৪ | 160.83.96.81
সিঁফো কে ডিট্টো। আমারও অবাঙালী বন্ধুর সংখ্যা বাঙালী বন্ধুদের থেকে অনেক বেশী। তার মধ্যে আবার ইস্কুল কলেজের বন্ধু অনেকজন যারা এখানে সেট্ল করেছে। বাঙালী রক্ষণশীলতার বাইরে বেরিয়ে যত্র তত্র বন্ধুত্ব পাতিয়ে দেখেছি ড্যাম ইট্স গুড!
Arijit | ২৩ জুন ২০০৯ ১৭:২৩ | 61.95.144.123
পারিবারিক ইনফ্রাস্ট্রাকচারটা (বলা ভালো হায়ারার্কিটা) অনেক ক্ষেত্রে বাজে hindrance
stoic | ২৩ জুন ২০০৯ ১৭:২৩ | 160.103.2.224
ঐ বাংলার বাইরে বাঙ্গালীদের কমেন্ট টার ব্যাপারে বললাম। হায়দ্রাবাদে থাকিনি কোনদিন, তাই হায়দ্রাবাদ বাদ দিলাম। ঃ)
r | ২৩ জুন ২০০৯ ১৭:২৩ | 198.96.180.245
এইটা বে থে ঠিক বলেছে। আমি মূলতঃ কাজ করতে চাই না বলে কলকাতায় চলে এসেছি। ;-)
Samik | ২৩ জুন ২০০৯ ১৭:২১ | 219.64.11.35
সায়ন,
আমি চাই না ফিরে যেতে। দিল্লিতে ব্যাপক আছি।
এখানে, আগেও বলেছিলাম, কেন্দ্রীয় সরকারের বহু উচ্চপদে প্রচুর প্রচুর বাঙালি আছেন। নিচের পদেও আছেন প্রচুর। এঁদের অনেকেই প্রথম প্রথম দিল্লিতে এসে হোমসিক হয়ে পড়ে ডেপুটেশন নিয়ে পাঁচবছরের কড়ারে কলকাতায় ফিরে গেছিলেন। এক বছরও কাটে না, বাপ বাপ করে দিল্লিতে ফেরৎ চলে আসেন ডেপুটেশন ক্যানসেল করিয়ে।
কলকাতা কাজ করার জায়গা নয়।
r | ২৩ জুন ২০০৯ ১৭:২১ | 198.96.180.245
কলকাতায় পারিবারিক ইনফ্রাসট্রাকচারটাও আমার কাছে বেশ ইমপর্ট্যান্ট। বাচ্চারা দাদু-দিদা-ঠাকুমা-কাকু-জেঠু-মামাদের সঙ্গ পেয়ে বড় হবে- এটা কেন জানি না আমার বেশ প্রেফারেব্ল মনে হয়। দাদুগোত্রের বলেই হয় তো বা! ;-)
স্টৈক, হায়দ্রাবাদ ছাড়া কেনো? কোনটা? বাঙালী বন্ধু? দুজন ছিল, তারা আমার পূর্বপরিচিত, কলেজের জুনিয়র। ওখানে গিয়ে নতুন করে হয় নাই।
Samik | ২৩ জুন ২০০৯ ১৭:১৮ | 219.64.11.35
আরে দুত্তেরি। সে আড্ডা তো আমিও দিয়েছি। বা দিইও। কিন্তু মন থেকে কেমন একটা আঁকুপাঁকু করে বাংলায় আড্ডা মরার জন্য।
দিল্লিতে থেকে হিন্দিতে আড্ডা না মারলে থাকবো কী করে?
Arpan | ২৩ জুন ২০০৯ ১৭:১৮ | 216.52.215.232
আমি যত জায়গায় থেকেছি ফোকস্টোনের মত ভাল কোথাও লাগেনি। বছর দুয়েকের স্মৃতি মাত্র। কিন্তু এখনো অমলিন। ওখানে মেয়ে জন্মেছিল এইটাও একটা বড় কারণ।
dipu | ২৩ জুন ২০০৯ ১৭:১৭ | 207.179.11.216
অবিশ্যি আমিও তাদের প্রতি দূর ক্যালানে, তোদের পাত্তা দেবো ক্যানো হাওয়া লাগিয়ে চলি। দোষটা তাদের একার নয়।
stoic | ২৩ জুন ২০০৯ ১৭:১৭ | 160.103.2.224
স্যাঁফোর লাস্ট কমেন্টে এক্কেবারে ডিটো। ঐ হায়দ্রাবাদ টা ছাড়া। ঃ)
sayan | ২৩ জুন ২০০৯ ১৭:১৭ | 160.83.96.81
আচ্ছা, গোইং উইথ দিস ট্রেন্ড, বাংলার (কোলকাতার) বাইরে এতো বাঙালী (Calcuttan) দেশের ভেতরেই বিভিন্ন অ-বাঙালী শহরে ডেপুটেড/ সেট্লড, এঁরা সকলেই কি একদিন পশ্চিমবঙ্গে (কোলকাতায়) ফিরে যেতে চান!
d | ২৩ জুন ২০০৯ ১৭:১৬ | 144.160.5.25
শমীক সত্যিই বে থে। আমি তো দিব্বি হিন্দীতে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি। এখনও দিয়ে থাকি।
আমি ২০০২ তে দিল্লী পৌঁছাই। তখন ঐ দিল্লী ব্রাসেলস আসা-যাওয়া আসা-যাওয়া করতাম। ২০০৩ এর মার্চ থেকে আগস্ট অবধি দিল্লীতেই ছিলাম।
dipu | ২৩ জুন ২০০৯ ১৭:১৫ | 207.179.11.216
ইয়েস, আমার বাড়ির আশেপাশের বাঙালীরা হেবি নাকউঁচু।
Bhuto | ২৩ জুন ২০০৯ ১৭:১৫ | 203.91.193.5
বেঙ্গালুরু নিয়ে কিসু কমু না। আমার প্রথম চাকরি, বেড়ে ওঠা , কচি থেকে ধেড়ে হওয়া। আরো.... অনেক কিছু ;)
তবে কলকাতা আরো বড়ো\ভালো।
Arpan | ২৩ জুন ২০০৯ ১৭:১৫ | 216.52.215.232
সিঁফোর লাস্ট কথায় ডিটো!
Arijit | ২৩ জুন ২০০৯ ১৭:১৫ | 61.95.144.123
এক বছর আগেও আমি শ্রাবণীর কথাটা বলতুম। এখন...কে জানে - তবে যে কোনো শহরের সাথে কলকাতাকে বদলাবদলি করতে রাজি নই - সে যতই নামকরা শহর হোক না কেন। নিউক্যাসল হলে আলাদা কথা। নিউক্যাসলের ওপর টানটা জন্মেছিলো ওইকারণেই - অনেকটা কলকাতার মতন (অবশ্যই গরম বাদ দিয়ে - গরম আবহাওয়া, গরম মেজাজ সব)ঃ-)
sinfaut | ২৩ জুন ২০০৯ ১৭:১৩ | 203.91.207.30
আর, বাংলার বাইরে নতুন বাঙালির থেকে আপদ খুব বেশি আর নাই। সবসময় নিজেদের সবার থেকে অতিউচ্চ পোঁয়াপাকা মনে করার বদভ্যেস, নিজেদের একটা গ্রুপ তৈরী করে ফেলে নিশ্চিন্তে থাকা, এইসব দেখে আমার মাথার মধ্যে কখনো এটা তৈরী হয়নি, যে আমাকে শুধুমাত্র বাঙালীদেরই সাথে আলাপ করতে হবে। বরং উল্টোটা কিছু বেশি করে মনে হতো। হায়দ্রাবাদে আমার বন্ধুদের মধ্যে সবাই অবাঙালী।
Samik | ২৩ জুন ২০০৯ ১৭:১৩ | 219.64.11.35
ওদিকে আমার মেয়ে এখন দিল্লি যাবো দিল্লি যাবো করে কাঁদছে।
dipu | ২৩ জুন ২০০৯ ১৭:১৩ | 207.179.11.216
তবে এটা ঠিক যদুপুরে পড়ার সময় আমার খুব সদ্দি হত।
Samik | ২৩ জুন ২০০৯ ১৭:১২ | 219.64.11.35
উরিত্তারা। আমার হুগলীবাস আর দিল্লিবাস এখন সমান সমান। ঠিক ছ'বছর।
r | ২৩ জুন ২০০৯ ১৭:১২ | 198.96.180.245
আমার মেয়ে আবার পোচোন্ডো কোলকাতাপ্রেমী হয়ে উঠেছে। আমরা অন্য কোথাও যেতে চাইলেও চাপ হয়ে যাবে।
Samik | ২৩ জুন ২০০৯ ১৭:১১ | 219.64.11.35
ভুবনেশ্বরে আমাদের ব্যাচটা জাস্ট একঘর ছিল। আমার কলেজে অমন ভালো ফ্রেন্ড সার্কল হয় নি, যা আমার ভুবনেশ্বরে গিয়ে হয়েছিল। সম্ভবত ঐ ব্যাচটার নস্টালজিয়ার কারণেই, আর কোথাও তেমন ফ্রেন্ড হয়ে উঠল না।
এই গুরুচন্ডালি ছাড়া।
dipu | ২৩ জুন ২০০৯ ১৭:১১ | 207.179.11.216
আমার কলকাতাতে ফেরার কোনো উপায়ই নাই ঃ-(((((((((
ও গো, আমার কি হবে গোওওওও। ওগো সিঁফোদার সঙ্গে আমার চাকরি পাল্টাপাল্টি করে দাও না গোওও। তাপ্পর কলকাতায় হাঁপ্যে গেলে আবার পাল্টে নোবো গোওওও ঃ-((((((((((
r | ২৩ জুন ২০০৯ ১৭:১১ | 198.96.180.245
১৯৯২ থেকে ২০০৩। প্রায় সাড়ে দশ বছর।
Samik | ২৩ জুন ২০০৯ ১৭:০৯ | 219.64.11.35
@রঙ্গন,
দিল্লি কদিন ছিলে?
Arpan | ২৩ জুন ২০০৯ ১৭:০৯ | 216.52.215.232
শমীক, আমি ভুবনশ্বরে থাকাকালীন বা তার পরেও বিভিন্ন জায়গায় প্রচুর হিন্দিতে আড্ডা মেরেছি।
আসলে তোমাদের ব্যাচের বং স্ট্রেংথ এবং ইউনিটিটা এত বেশি ছিল! আমাদের সাকুল্যে আট না নজন ছিল, তার মধ্যে দু'জন আমার রুমমেট। কিন্তু ওখানেই হ্যারি ছেলেদের সাথে তুমুল বন্ধুত্ব হয়ে গিয়েছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন