এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৬ জুন ২০০৯ ১২:১২ | 203.99.212.224
  • নেহরু-গান্ধী বা লাল ব্র্যান্ডের ইতিহাসে অনেক কিছু কম থাকে, বা থাকে না।
    আর ভয়ানক গেড়ুয়া ব্র্যান্ডে মিথ্যে কথা লেখা থাকে
  • dri | ২৬ জুন ২০০৯ ১২:১১ | 117.194.226.89
  • আমি কপিলবাবুর স্টেটমেন্ট শুনে যা বুঝলাম সারা ভারতে একটি বোর্ড সিলেবাস ঠিক করবে।

    এবং সবচেয়ে বড় কথা কাগজে এই নিয়ে কোন ডিবেট চোখে পড়ল না। পুরো ব্যাপারটা এমন ভাবে প্যাকেজ করা আছে যেন শিশুদের পড়ার চাপ থেকে মুক্তি দেওয়ার জন্যই এই কেন্দ্রীকরণের প্রয়োজন।
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১২:০৭ | 220.225.245.130
  • দ্রি, পঃবঃ বা অন্য কোন রাজ্যে যেখানে কোন একটি দলের নিরঙ্কুশ আধিপত্য বহুদিন ধরে, সেখানে তো অনেকদিন ধরে ভুল বা বিশেষ একটি রঙে রাঙানো ইতিহাস পড়ানোর আশঙ্কা থেকে যায়। তাই না?

    সে¾ট্রালে এই পরিবর্তনটা কিন্তু অনেক ফ্রিকোয়েন্ট। প্লাস কোয়ালিশান গভর্নমেন্ট হলে অনেকের ঐক্যমত্য অনুসারে সিলেবাস তৈরি হবার পসিবিলিটি থাকবে।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:০৬ | 61.95.144.123
  • হুঁ। তাইলে ফের বলি - আমি সে¾ট্রালাইজেশনের কথা বলি নাই, একটা মোর অর লেস ইউনিফর্মিটির কথা বলেছিলুম।
  • dri | ২৬ জুন ২০০৯ ১২:০৪ | 117.194.226.89
  • ডিসে¾ট্রালাইজ্‌ডই থাকবে সব ক্ষেত্রে। সায়েন্স ম্যাথসের ক্ষেত্রে সিলেবাস মোর অর লেস সেম হবে। ডিসে¾ট্রালাইজ্‌ড মানেই যে সব কিছু আলাদা হতে হবে এমন তো কোন কথা নেই। দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে একটা বোর্ড তার সিলেবাস অন্য বোর্ডের থেকেই টুকছে। কিন্তু ইন প্রিন্সিপ্‌ল বদ্‌লানোর পাওয়ার থাকতে হবে।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:০১ | 61.95.144.123
  • সায়েন্স/ম্যাথসের ক্ষেত্রে নয়? তাইলে তো আরো প্যাসাল হইব।
  • dri | ২৬ জুন ২০০৯ ১১:৫৯ | 117.194.226.89
  • শিক্ষা ব্যাপারটাই পোলিটিকাল। যে কোন ঘটনা কিভাবে দেখা হবে, শেখানো হবে এই আলোচনায় পাওয়ার আসতে বাধ্য। এবং যেকোন পাওয়ার ইলেটেড (অর্থাৎ পোলিটিকাল) বিষয়ে ডিসে¾ট্রালাইজেশান খুব জরুরী। খুব।
  • r | ২৬ জুন ২০০৯ ১১:৫৮ | 121.245.57.54
  • ঐটা অইন্য আলোচনা। অইন্য দিন অইব। আইজ বিষ্টি আইতাসে। ;-)

    কিন্তু ইস্যুটা হল সিলেবাসের বিকেন্দ্রীকরণ, অন্ততঃ ইতিহাস-ভূগোলের ক্ষেত্রে।

    ঠাকুর কয়েছেন- যঃমঃতঃপঃ।

    দ্রি ঠিক।
  • dri | ২৬ জুন ২০০৯ ১১:৫৬ | 117.194.226.89
  • ডক্টর পিপিকে জানাই পোস্ট-ডক্টরাল শুভেচ্ছা।
  • nyara | ২৬ জুন ২০০৯ ১১:৫৩ | 64.105.168.210
  • গেরুয়াব্র্যান্ড অন্য দুটোর থেকে লেসার ইভিল যদি পার্সোনাল পলিটিকাল অ্যালাইনমেন্টের জন্যে হয়ে থাকে তাহলে মতৈক্যে পৌঁছনো যাবে না। অগত্যা গায়ের জোর - গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক।

    পার্সোনাল পলিটিকাল অ্যালাইনমেন্ট ছাড়া যদি কোন মোটামুটি অবজেক্টিভ ক্রাইটেরিয়া থাকে তাহলে সেটা আমি শুনতে আগ্রহী।
  • dri | ২৬ জুন ২০০৯ ১১:৫৩ | 117.194.225.125
  • নেহেরু গান্ধীর ইতিহাসও কারো খারাপ লাগতে পারে। শিক্ষা রাজ্যের এক্তিয়ারে থাকলে সেইখানে একটু ফ্লেক্সিবিলিটি থাকে। গুজরাট গেরুয়া ইতিহাস পড়াতে পারে। পশ্চিমবঙ্গ (পরের যদি কখনো সি পি এম পাওয়ারে আসে) লাল ইতিহাস পড়াতে পারে।

    সংক্ষেপে, শিক্ষার ব্যাপারে সে¾ট্রালাইজেশানের চেয়ে ফেডারালাইজেশান প্রেফার করি। ব্যাস। এই একই আর্গুমেন্ট একই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় হতে পারে। এবং ডিসে¾ট্রালাইজেশানের কোন শেষ নেই। কিন্তু ওসব পরের কথা। আগে সে¾ট্রালাইজেশানের অভিমুখের উল্টোদিকে একটা পয়েন্ট তো করি।
  • Blank | ২৬ জুন ২০০৯ ১১:৫০ | 203.99.212.224
  • মানব বিদ্যা এই ধরনের সিলেবাস নিয়ে চলবে কি করে? সেটা কি সম্ভব?
  • dri | ২৬ জুন ২০০৯ ১১:৪৬ | 117.194.232.251
  • দেখো, এইসব ভেক্টর মেট্রিক্সের ব্যাপার নিয়ে দুঃখ কিছু এলিটদের থাকতে পারে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে যারা আই আই টি তে পড়তে ইচ্ছুক তারা নিজেরাই ঐসব পড়ে নিতে পারে। আর এনিওয়ে, ঐ আই এস সি তে যেটুকু মেট্রিক্স থাকত তাই দিয়ে আই আই টি হত না, অনেক বেশী এমনিতেই পড়তে হত। আর খুব বেশী হলে, ওয়েস্ট বেঙ্গল কাউনসিলকে একটু চাপ দিয়ে ঐসব ঢুকিয়ে নেওয়াই যেত।

    আমি আরো বেসিক শিক্ষার কথা বলছি। ইতিহাস, ভাষা শিক্ষায় টেক্সট সিলেকশান, এইসব ক্ষেত্রে রিজিওনাল সে থাকাই উচিত।
  • r | ২৬ জুন ২০০৯ ১১:৪৬ | 121.245.57.54
  • বেসিক জায়গায় কনট্রাডিকশন এমনিতেই আছে। সেটা গায়ের জোরে মিলিয়ে দেওয়া যায়? গায়ের জোর মানে এই ব্র্যান্ডের ব্রেনওয়াশ বনাম আর এক ব্র্যান্ডের ব্রেনওয়াশ। বাই দ্য ওয়ে, গেরুয়াব্র্যান্ড ব্রেইনওয়াশের থেকে অন্য দুই ব্রেনওয়াশ আমার কাছে লেসার ইভিল। ;-) অন্য উপায় হল, ইতিহাসের বিভিন্ন ব্যাখ্যার অ্যাক্সেসটা রাখা।
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১১:৪৪ | 220.225.245.130
  • আমার মতে ইতিহাস ব্যাপারটাই অন্ধের হাতি দর্শনের মতো। যে যেমন দেখেছে বা যেত্‌টা বিশ্বাস করে (বা করাতে চায়) সেটাই বলবে। এটা নতুন কিছু কি?

    আল্টিমেটলি ইতিহাস মানেই তো বিজেতার ইতিহাস।
  • Blank | ২৬ জুন ২০০৯ ১১:৪২ | 203.99.212.224
  • পিপি কে কনগ্র্যা।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:৪১ | 61.95.144.123
  • না - আমি কিন্তু আঞ্চলিক ব্যাপার বাদ দিই নি। আমি যেটা বলছি সেটা হল বেসিক জিনিসগুলোতে কনট্রাডিকশন যাতে না থাকে। এবং সেটা ইউন্যানিমাসলি করতে হবে। যদিও আমার মেইন কনসার্ন সায়েন্স/ম্যাথস নিয়ে - এগুলোর লেভেল এক রাখা নিয়ে।
  • Blank | ২৬ জুন ২০০৯ ১১:৪১ | 203.99.212.224
  • যেসাস লিভড ইন ইন্ডিয়া অনুসারে, শিশু যীশু থেকে বড় যীশু হওয়ার সময়টাতে উনি ভারতে কাটান। আর মহান প্রাচ্য দর্শন পড়ে জ্ঞান বাড়ান।
    তারপর দেশে ফিরে সেটাই প্রচার করেন। পরে কবর থেকে জেগে উঠে মহাপ্রস্থানের সময় উনি আসলে কাশ্মীরে চলে আসেন। সেখানেই শেষ অব্দি জপ তপ করে দিন কাটান।
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১১:৪০ | 220.225.245.130
  • (-ঃ নতুন ডাক্তারকে আমিও অভিনন্দন জানালাম ঃ-)
  • quark | ২৬ জুন ২০০৯ ১১:৩৮ | 202.141.148.99
  • কিন্তু যীশু হিমালয়ে এয়েছিলেন, একথা তো অন্য লোকেও বলে মানে ঐ Jesus lived in India ...
  • r | ২৬ জুন ২০০৯ ১১:৩৮ | 121.245.57.54
  • সব জায়গায় এক ইতিহাস পড়ানো তো আর এস এস অ্যাজেন্ডার বেসিক প্রেমাইস - এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র। সেটা অজ্জিত সাপোর্ট করে?
  • nyara | ২৬ জুন ২০০৯ ১১:৩৭ | 64.105.168.210
  • গেরুয়া ব্রেন-ওয়াশ খালি খারাপ? নেহেরু-গান্ধী জিন্দাবাদ ব্রেন-ওয়াশ চলবে? বা লাল-মার্কা ব্রেন-ওয়াশ?
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:৩২ | 61.95.144.123
  • হুঁ গুজরাটে পড়াবে যীশু হিমালয়ে এসে এক হিন্দু সাধুর সাথে তপস্যা করেছিলেন ইত্যাদি...মানে দ্রি যেটা বলছে - বিজেপি এসে গেরুয়াফাই করবে - তো সেটা তো রাজ্যেও করতে পারে - ইনফ্যাক্ট করে।
  • r | ২৬ জুন ২০০৯ ১১:৩১ | 121.245.57.54
  • ইতিহাস তো আলাদা পড়ানোটাই স্বাভাবিক। এর মধ্যে আলাদা-সমানের প্রশ্নটা আবার কোথা থেকে আসে?
  • Tim | ২৬ জুন ২০০৯ ১১:৩১ | 71.62.2.93
  • পিপ্পি ডাগদার হয়ে গ্যালো? কনগ্র্যাটস রে পিপি।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:২৬ | 61.95.144.123
  • রাজ্যের হাতে থাকার মুশকিলও আছে - পঃবঃ-তে একরকম ইতিহাস পড়ানো হবে, গুজরাটে আরেকরকম। তখন? পঃবঃ-র একজন ছাত্র আর গুজরাটের একজন ছাত্র কি আলাদা সরকারের কাছে?
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • সে¾ট্রাল গভমেন্ট একাই ডিসিশন নিয়ে নেবে তো বলিনি। সিলেবাস ঠিক হবে সব বোর্ডের মধ্যে আলোচনা করে, কিন্তু লেভেলটা বা কনটেন্ট একই রকমের হলে ভালো - এই যে অংক নিয়ে বল্লুম...
  • dri | ২৬ জুন ২০০৯ ১১:২১ | 117.194.232.251
  • ধর এখন ওয়েস্ট বেঙ্গলে (হয়ত সারা ভারতেই) খুব এনভায়রনমেন্টের বাতিক উঠেছে। এডুকেশান সিস্টেমে এটাকে ঢোকানো হয়েছে। কিন্তু সেই কারিকুলামে এর ইউজেনিস্ট পাস্ট নিয়ে একটি কথাও নেই। সে¾ট্রালাইজ্‌ড এডুকেশান সিস্টেম হলে এর এগেনস্টে ফাইট করা মুশকিল। বিভিন্ন রাজ্যে শিক্ষা ডিফাইন করার সুযোগ থাকলে একটা কি দুটো জায়গায় এ ব্যাপারে অ্যাওয়্যারনেস করা সোজা।

    বা আরো গোদা এগ্‌জাম্পল। বিজেপি পাওয়ারে এল। দিয়ে সে¾ট্রালি ইতিহাস বদলে দিল। ভালো হবে? আমি প্রায় যে কোন বিষয়ে সে¾ট্রালাইজেশানের চেয়ে ফেডারাইলেশানের বেশী পক্ষপাতী।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:২০ | 61.95.144.123
  • আমার যদ্দুর মনে আছে উমা-তে ভেক্টর/মেট্রিক্স ছিলো না। ISC-তে থাকতো। আইআইটি-তে আইসিএসই/আইএসসি বোর্ডের ছেলেপুলেরা একটু সুবিধা পেত সিলেবাসের জন্যে। তো এইগুলো এক লেভেলের করার কথা বলছিলুম - এই আর কি।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:১৬ | 61.95.144.123
  • ও না - সেরকম ডিট্টো এক বলছি না। একটা আঞ্চলিক সেকশন রাখা যেতেই পারে - ইতিহাস, ভূগোল ইত্যাদির ক্ষেত্রে। আমি মেইনলি অংক/সায়েন্স এগুলো নিয়ে বলছি - লেভেলটা এক রাখতে হবে। এখন সেরকম নয় - পঃবঃ বোর্ড আর আইসিএসই-র মধ্যে অনেক তফাত আছে অংক-টংকতে।
  • dri | ২৬ জুন ২০০৯ ১১:১৫ | 117.194.232.181
  • আলাদা সিলেবাস করার এক্তিয়ার থাকবে। অধিকাংশ সময়ই দেখা যাবে মোটামুটি একই সিলেবাস করছে সব বোর্ড। কিন্তু কোন কারণে কেউ যদি একটা সে¾ট্রাল কিছু চালাতে চায়, তখন তার এগেনস্টে প্রোটেকশান থাকে।
  • pi | ২৬ জুন ২০০৯ ১১:১৩ | 72.83.196.134
  • সর্বত্র অভিন্ন সিলেবাস ? তার মানে প্রতিটা রাজ্যের ছেলেপুলে এক ভূগোল, এক ইতিহাস পড়বে ? নিজের জায়গা সম্বন্ধে আলাদা করে কিছু জানবে না ? সেতো ভারি বজে ব্যাপার হবে।

    আঞ্চলিক ভাষাকে ফার্স্ট ল্যাংগুয়েজের রাখার অপশন রাখা হচ্ছে কি ? আর সেই ভাষার সিলেবাস ও সে¾ট্রাল বোর্ড ঠিক করবে ?

    তবে হ্যাঁ, wb board এর সিলেবাস নিয়ে আমার অনেক অভিযোগ ছিল। ICSE বেটার মনে হত। CBSE নিয়ে তেমন আইডিয়া নেই।

    আর পিপি কে এখানেও অভিনন্দন জানিয়ে রাখি ঃ)
  • r | ২৬ জুন ২০০৯ ১১:১১ | 121.245.57.54
  • সর্বাণীকে অভিনন্দন।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:০৯ | 61.95.144.123
  • কেন? অংক-ইতিহাস-ভূগোল-সায়েন্স - এগুলো আলাদা সিলেবাস হলে লাভটা কি হবে?
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:০৭ | 61.95.144.123
  • ইনফ্যাক্ট আমি আরো এগিয়ে বলবো নেশনওয়াইড এক স্কুল ইয়ার হোক। তবে যেহেতু আবহাওয়া ইত্যাদি খুব ড্রাস্টিক্যালি আলাদা, তাই অন্ততঃ প্রতি রাজ্যে স্কুল ইয়ার একই দিনে শুরু আর শেষ হোক। পাঠ ভবনের সেশন ১৬ তারিখ আর সেন্ট লরেন্সে ২ তারিখ - এই ব্যাপারটা বন্ধ হোক।
  • dri | ২৬ জুন ২০০৯ ১১:০৭ | 117.194.232.181
  • নেশান ওয়াইড এক সিলেবাসে খুব আপত্তি আছে!
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:০৬ | 61.95.144.123
  • স্টেট না, কনকারেন্ট লিস্টে ছিলো। নেশনওয়াইড এক সিলেবাসে আপত্তি নেই, গ্রেড সিস্টেমে আপত্তি নেই - একমাত্র যেটা মনে হচ্ছে সেটা হল টেনথ স্ট্যান্ডার্ডের পরীক্ষা না তুলে তার আগের প্রতি বছরের পরীক্ষাগুলো তুলে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন হলে ভালো হত - কারণটা আগে লিখেছি।
  • dri | ২৬ জুন ২০০৯ ১১:০৫ | 117.194.224.246
  • ফেডারালাইজেশানের উল্টোদিকে এই মুভটা আমার একদমই হজম হল না। একবার এডুকেশান সে¾ট্রালাইজ হয়ে গেলে, যদি বিজেপি কখনো পাওয়ারে চলে আসে পুরো শিক্ষাব্যাবস্থা গেরুয়াফাই করে ফেলবে। গুজরাট সরকার তো দেখি এই মুভটা সমর্থন করেছে। নট সার্প্রাইজিং।
  • dri | ২৬ জুন ২০০৯ ১০:৫৯ | 117.194.224.246
  • আচ্ছা, শিক্ষা ব্যাপারটা এতদিন স্টেট অ্যাফেয়ার ছিল না? এখন তো দেখি বলছে সারা ভারত জুড়ে এক সিলেবাসের কথা বলছে।

    উফ্‌, এই কংগ্রেস একচ্ছত্র আধিপত্য পেয়ে এবার যা খুশী তাই আরম্ভ করেছে। কারাতটা ডোবালো একেবারে।
  • dipu | ২৬ জুন ২০০৯ ১০:৫৬ | 207.179.11.216
  • কে ডাগদার হল? তারে কনগ্র্যা ঃ-)
  • dipu | ২৬ জুন ২০০৯ ১০:৫২ | 207.179.11.216
  • ওক্কে। স্যান্দির বাড়িটা বেশ কাছাকাছি। উনি রাজি না হলে আপনাকেই মেইল করে দেব।
  • sinfaut | ২৬ জুন ২০০৯ ১০:৪৬ | 203.91.207.30
  • হ্যাঁ, পিপিকে অনেক অনেক অভিনন্দন। বাপরে জার্মান ডাক্তার বলে কতা। ঃ-))
  • d | ২৬ জুন ২০০৯ ১০:৪০ | 144.160.5.25
  • সর্বাণীকে অভিনন্দন।
  • kallol | ২৬ জুন ২০০৯ ১০:২৭ | 220.226.209.2
  • দীপু - আমি কিন্তু যাবই। আমি কাউকে কখনো কামড়াই নি, বই কিনতে বল্লেও না।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১০:০৬ | 61.95.144.123
  • পিপি - ও পিপি রে - কনগ্র্যাটস।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১০:০৪ | 61.95.144.123
  • কে?
  • Bhuto | ২৬ জুন ২০০৯ ১০:০২ | 203.91.193.5
  • হ্যাঁ রে, কাল সকাল ৮ঃ২০ ।

    ওদিকে একজন ডাগতার হয়ে গেল
  • Arijit | ২৬ জুন ২০০৯ ০৯:৫৩ | 61.95.144.123
  • আমি মাধ্যমিক বা তার ইক্যুইভ্যালেন্ট তুলে দেওয়ার পক্ষপাতী নই - বরং তার আগে প্রতি বছর পরীক্ষা তুলে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের পক্ষপাতী (ব্রিটিশ সিস্টেম)। টেনথ স্ট্যান্ডার্ডের পর মোটামুটি কে কোন লাইনে যাবে সেই নিয়ে ভাবতে শুরু করে - ইলেভেন/টুয়েলভ হল সেই ভিত তৈরীর জায়গা - সেদিক থেকে দেখতে গেলে সবাই একসাথে টুয়েলভে গিয়ে ন্যাশনাল টেস্ট দেবে - এটা আমার মতে ঠিক অ্যাপ্রোচ নয়।

    তবে আবাপ যা বলবে তাই ঠিক - আনফরচুনেটলি।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ০৯:৪৩ | 61.95.144.123
  • আজ সকালে রেডিওতে শুনলাম। বল্ল নিউ ইয়র্কে লোকজন রাস্তায় নেমে আইপডে মাইকেল জ্যাকসনের গান চালিয়ে নাচছে - যেভাবে সকলে ওকে মনে রাখতে চায়।
  • dipu | ২৬ জুন ২০০৯ ০৯:৩৩ | 207.179.11.216
  • ওক্কে। তবে স্যান্দিকে বলে দেখি। ও স্যান্দি যাবে ৫ তারিখ বিকেলে ক্রসওয়ার্ডসে? যদি যাও তবে আমার জন্য কটা বই কিনে রাখবে?

    ভুতোদা, মনে আছে তো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত