র আর অপ্পনের লিস্টিতে যদি ম্যাঙ্গো রাইস, ট্যামারিন্ড রাইস, লেমন রাইস এইসব যোগ করা হয় , রসম ইডলি বাদ না দিয়ে, তো আম্মো আছি।
r | ২৩ জুন ২০০৯ ১৯:৫৩ | 198.96.180.245
প্লাস কেসরি ভাত-পুলিয়োগেরে-ওয়াঙ্গি বাত।
Arpan | ২৩ জুন ২০০৯ ১৯:৫১ | 216.52.215.232
ইডলি আর রসম বাদ দিলে আমি বাকিগুলিতে আছি।
পোঙ্গল আর উপমা অ্যাড করলাম।
r | ২৩ জুন ২০০৯ ১৯:৪৮ | 198.96.180.245
আমার পিত্তি অদাহ্য। ;-)
বাই দ্য ওয়ে, বেঙ্গালুরু অসহ্য বোরিং হলেও আমি প্রচন্ড ইডলি-রসম-সম্বর-বড়া-বিসি বেলে বাত-খারা বাত ফ্যান।
sayan | ২৩ জুন ২০০৯ ১৯:৪১ | 160.83.96.81
একটা প্রশ্ন অনেকক্ষণ মাথায় ঘুর্পাক খাচ্ছে -
ইন আ শর্টার স্প্যান, বিভিন্ন প্রদেশের লোকজনের একে অপরকে নিয়ে খিল্লি ওড়ানো - এটা রেসিস্ট কমেন্ট এর আওতায় পড়ে কি না। কম্যুনিটি সাপেক্ষে এটা বাঙালী, দক্ষিণী, পঞ্জাবী ইত্যাদিদের মধ্যে প্রকট।
d | ২৩ জুন ২০০৯ ১৯:৪১ | 144.160.5.25
হনুর সমস্যা আমারও হয়েছে। অ্যাডিশনালি মেয়ে বলে বাঙালী স্নেহপ্রবণ (আক্ষরিক অর্থেও) হয়ে প্রচুর বেশী মনোযোগ দেখিয়েছে এবং তাতে আরও বেশী করে পিত্তি জ্বলেছে।
arjo | ২৩ জুন ২০০৯ ১৯:৩৩ | 168.26.215.13
তা মানুষ মাত্রে তো দোষ গুন মিলিয়ে। অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে এই জাতীয় সমস্যা গুলো নিয়ে চিন্তা করে না বলে লোকে বাজার চলতি আইডিয়াতে সাবস্ক্রাইব করে। সেটা কতটা দোষের যে তার বাড়িতে আর যাওয়াই যাবে না সেটা ঠিক জানি না।
h | ২৩ জুন ২০০৯ ১৯:৩৩ | 206.195.19.42
হনেস্টলি এটা আমার কালচারাল ট্যুরিজমের একটা বড় মোটিভেশন;-)
stoic | ২৩ জুন ২০০৯ ১৯:৩২ | 160.103.2.224
বিদেশে, অপরিচিত বা স্বল্পপরিচিত বাঙালীর বাড়িতে ভর সন্ধ্যেবেলা গেলে কেউ আমাকে জিগেস করেনি 'বিয়ার খাবে?" সর্বদা জিগেস করেছে 'চা খাবে?" শুনেই পায়ের রক্ত মাথায় উঠে যেত। বিদেশি লোকজন, পুরোপুরি অচেনা, সন্ধ্যের দিকে বাড়িতে গেলেই বিয়ার বা ওয়াইন কি চাই জিগেস করেছে। ;-)
Arpan | ২৩ জুন ২০০৯ ১৯:৩১ | 216.52.215.232
না রে বাবা। এই অভিজ্ঞতা আমারো হয়েছে।
h | ২৩ জুন ২০০৯ ১৯:২৮ | 206.195.19.42
সেকি সকলে চলে গেল? যা শালা।
h | ২৩ জুন ২০০৯ ১৯:২৩ | 206.195.19.42
আন্তরিক রেসিস্ট ও বলতে নেই কম দেখিনি। আমাকে খুব ভালো বাসলেন, তার পরে গোটা ডিনার কনভার্সেশনে, মুসলমানদের নিন্দে করে গেলেন, এর বাড়িতে রান্না ভালো হলেও দ্বিতীয়বার যাব কী করে। এটা পার্সোনাল প্রবলেম।
Sags | ২৩ জুন ২০০৯ ১৯:২২ | 203.201.225.35
আজ্জো এক্দম হক কথা কইসে।
h | ২৩ জুন ২০০৯ ১৯:২২ | 206.195.19.42
একিরে ভাই সেটা তো বল্লাম ই।
arjo | ২৩ জুন ২০০৯ ১৯:২১ | 168.26.215.13
হানুদা, না না এর বাইরেও লোকজন আছে। যাদের সাথে মিশলেই মনে হয় সারাজীবন চিনি। তাদের বাড়ি গেলে ফিরতে ইচ্ছে করে না। কোনোবারই প্ল্যান করে যাই নি কিন্তু গিয়ে আর ফিরতে পারি নি, আন্তরিকতার জন্য। একটু বিরল কিন্তু আছে, বাঙালীদের মধ্যেই আছে।
h | ২৩ জুন ২০০৯ ১৯:২০ | 206.195.19.42
ঃ-)
Arpan | ২৩ জুন ২০০৯ ১৯:১৯ | 216.52.215.232
এছাড়াও পোপ দ্বিতীয় জন পল যখন কলকাতায় এসেছিলেন, তখন তিনি এই শহরের আতিথ্যে মুগ্ধ হয়ে যান। কলকাতার লোকেরা ভালোবেসে তাঁর নাম দিয়েছিল পোল্টুদা।
sayan | ২৩ জুন ২০০৯ ১৯:১৮ | 160.83.96.82
কিন্তু এক্ষেত্রে উনি বোধয় পল্টু = "পলিটিক্স' বলতে চেয়েছেন।
Sags | ২৩ জুন ২০০৯ ১৯:১৮ | 203.201.225.35
পল্টু বলতে আমি বাঙ্গালীর সেরা টাইমপাস পলিটিক্স বুঝিয়েছি। btw, তাঙ্কিÄক রাজনৈতীক আলোচোনা আমারো হেব্বি প্রিয়।
arjo | ২৩ জুন ২০০৯ ১৯:১৭ | 168.26.215.13
কার্ড রাইস তো ভালো। আমি রাঁধতে পারি।
h | ২৩ জুন ২০০৯ ১৯:১৭ | 206.195.19.59
দু চারজন ধ্রুপদী বিলিতি বাঙালীর পরে , আর বেশি সাহস হয় নি। প্রথম আলাপে আমাকে তিনটে প্রশ্ন জিগ্যেস করতেন, এক, কবে এসেচো ( তার পরে বলতেন, ও নতুন।), দুই কোথায় চাগরি করা হয় (তার পরে বলতেন কি করে পেলে, ভালো ছক কোরোচো), তিন, তোমাকে তো পুজোয় দেখলাম না( তার পরে বলতেন, ও পুজোয় কলকাতা গেছিলে। আর সঙ্গে বউ না থাকলে জিগ্যেস করতেন, বিয়ে করেচো? তার পরে মোটামুটি বাংলাদেশী, পাকিস্তানি, আর জেনেরালি মুসলমান দের নিন্দে দিয়ে শুরু করে, সাহেবদের বন্ধুঙ্কেÄর কথা অল্প বলে নিয়েই, বেশির ভাগ সাহেব কত খচ্চর এই নিয়ে দীর্ঘ আলোচনা করতেন। হাতে সময় থাকলে ইস্ট ইউরোপীয়ান কাজের লোকরা একটু নোংরা হলেও শস্তা সেটা বলে অথবা, নতুন খোলা বাঙালী রেস্তোরার রেকো করে বাড়ি যেতেন। আর মাঝে একবার আঁতকে উঠতেন আমি যে সব অঞ্চলে থাকি তার নাম শুনে, কারণ সেখানে মেনলি মুসলমান আর কালো রা থাকে। প্রপার পাড়া না।
এর পর থেকে আমার ঘনিষ্ঠ এবং অসম্ভব বড় মাপের মানুষ দু চারজন বাঙ্লাভাষী মানুষের সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন বোধ করি নি। দেশ বিদেশের বন্ধু বান্ধব আর ফুটবল নিয়ে থাকতাম। এটা জেনেরালাইজেশন হলে বা না হলে কোনোটাতেই আমার কিস্যু এসে যায় না। কারণ সব জায়্গাতেই বেশির ভাগ মানুষ বাজে। তবে লন্ডনে, অকারণে দু চারটে আলাপ হয়ে গিয়ে খুব বিপদ হয়েছিল, সেটা মনে পড়ে।
Arpan | ২৩ জুন ২০০৯ ১৯:১৫ | 216.52.215.232
যদুপুরে পলিটেকনিকের ছেলেদের পল্টু বলা হত। উচ্চ(বালের)মেধাহেতু অহংবোধ।
Sags | ২৩ জুন ২০০৯ ১৯:১৪ | 203.201.225.35
সমীক এই ঘটনাবহুল জীবনে আমি সেরকম লোক-ও দেখেছি - তারপরে কার্ড রাইস।
arjo | ২৩ জুন ২০০৯ ১৯:১৩ | 168.26.215.13
আমি বাসি না, আমার বউ সুযোগ পেলেই সাউথ ইন্ডিয়ান রেস্টোরেন্টে নিয়ে যেতে চায়।
Samik | ২৩ জুন ২০০৯ ১৯:১২ | 219.64.11.35
ইম্মামা!! আমি আজ পর্যন্ত একটাও ইডলিপ্রিয় বাঙালি দেখি নি।
তবে ধোসা আমি খুবি ভালোবাসি। তবে মাছের থেকে বেশি নয়।
arjo | ২৩ জুন ২০০৯ ১৯:১১ | 168.26.215.13
আচ্ছা এই পল্টু টা কি? এটাও জানি না। ঃ(
Sags | ২৩ জুন ২০০৯ ১৯:০৯ | 203.201.225.35
মিটিঙ্গে ছিলাম। কতকগুলো কথা বলার জন্যে নিশপিশ করছি। এই ফোরামের সকলের-ই বাঙ্গলার প্রতি একটা সফ্ট করনার থাকবে এটাই স্বাভাবিক। নইলে আমি এই বাঙ্গলা চ্যাট আর করছি কেনো। তার মানে এই নয় যে কলকাতার সব-ই ভালো - চাকরি নেই, লোড শেডিঙ্গ, পোল্টু - এগুলো খুবি খারাপ। তবে ট্রাফিক, জল জমা, গরম, পলুশান, অটোয়ালার সাথে ঝামেলা - এগুলো পুরো ভারোতেই আছে। তবে যেটা বাঙ্গালীর সবথেকে খারাপ তা হলো - হিপোক্রিসি। অবাঙ্গালীর সামনে বাঙ্গালীর আর কোলকাতার বদনাম করে হিরো সাজা; যে ছেলে সারাজীবন মাছ ভাত খেয়ে বড় হল সেই দেখি ইডলির জন্যে পাগল হয়ে যায়; আমার ছেলে USA থাকে - এদিকে আমি বামপন্থী বা শিল্পায়ন বিরধী। যাক আমিও আর পল্টু করব না।
শুরু হয়েছিল চাড্ডি শহরের নিন্দেমন্দ করা নিয়ে, অ্যান্ড দ্য রসম স্টিল কন্টিনিয়ুজ টু ফ্লো। ঃ)
h | ২৩ জুন ২০০৯ ১৯:০৪ | 206.195.19.59
র কে বল্লাম। কু এর পোস্ট টা।
h | ২৩ জুন ২০০৯ ১৯:০৩ | 206.195.19.59
এটা পড়েছি আগে। তবে রুদ্রাংশু তো এরকম ই লেখেন, এ আর নতুন কী। কাল্ট অফ কন্টেম্পোরারি বলে আমার মহান লেখাটা কদিন বাদে পড়তে পাঠাবো।
বস, হাতে একখান কাগজ থাকলে অনেক কিসু লেখা যায়। এই উচ্চ মেধার বাংলায় মোটামুটি মহান হতে লাগে শুধু যোগাযোগ, ছিদ্রান্বেষণ, দুটো ক্যাম্প ই তাই। মোটামুটি কোন কাগজ দেখে বোঝা যায় কে কি লিখবে। এই তো বালের মেধা।
stoic | ২৩ জুন ২০০৯ ১৯:০১ | 160.103.2.224
তবে থাক। ঃ)
arjo | ২৩ জুন ২০০৯ ১৯:০১ | 168.26.215.13
হানুদা কি আমারে কইল?
Arpan | ২৩ জুন ২০০৯ ১৯:০০ | 65.194.243.232
হনু কি টাইপো করলা? ঃ P
arjo | ২৩ জুন ২০০৯ ১৯:০০ | 168.26.215.13
বিদেশে দেখেছি ভারতীয়রা দেখলেও হাসে না মুখ ঘুরিয়ে চলে যায়। বাঙালী অবাঙালী নির্বিশেষে। অথচ সাহেবরা কি খেজুরই করে।
h | ২৩ জুন ২০০৯ ১৮:৫৯ | 206.195.19.59
তোমার মনে যা কু, হাতে মুকে কেবলি নিজেরে সেলাই দিতাছো ;-)
arjo | ২৩ জুন ২০০৯ ১৮:৫৮ | 168.26.215.13
লোকের কাছে জানতে চাইলেও কতদিক থেকে কতরকমের চাপ। হায় বাঙালী। ;)
r | ২৩ জুন ২০০৯ ১৮:৫৬ | 198.96.180.245
ঃ-
h | ২৩ জুন ২০০৯ ১৮:৫৫ | 206.195.19.59
র আমারে কেবলি থাক দিচ্চে।
san | ২৩ জুন ২০০৯ ১৮:৫৪ | 220.227.190.18
আমার অফিসেও অবাঙালী বন্ধুই বেশি। বেশি মানে কি, বাঙালীদেরই বরং একটু এড়িয়ে চলি ঃ-)
উফ্ফ... অ্যাত্তো কাজ আর ভাল্লাগেনা ঃ-( হাই তুলে তুলে চোয়াল ব্যাথা হয়ে গ্যালো
Samik | ২৩ জুন ২০০৯ ১৮:৫১ | 219.64.11.35
দিল্লিতে জামুনের ডাল। কিংবা কৃষ্ণচূড়া রাধাচূড়ার ডাল। কিংবা বোগেনভিলিয়ার ঝাড়।
Arpan | ২৩ জুন ২০০৯ ১৮:৫০ | 216.52.215.232
আমি এটাও দেখেছি অধস্তন বাঙালি বেশি সুবিধাপ্রাপ্ত হবার লোভে বেশিবেশি খেজুর করে। ঊর্ধ্বতনের সাথে।
অবাঙালি সহকর্মী অনেক সেফ। শুধু কাজের সম্পর্ক।
r | ২৩ জুন ২০০৯ ১৮:৪৯ | 198.96.180.245
কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। এটা কেরলে গিয়ে নারকেল গাছের গুঁড়ি বা দিল্লিতে গিয়ে বাবলা গাছের ঝাড় হতে পারে। চয়েস ইজ ইয়োর্স।
Arpan | ২৩ জুন ২০০৯ ১৮:৪৮ | 216.52.215.232
আজ্জো আগে রাশিফল পড়েছেন। তারপরে রাশিবিজ্ঞান।
সত্য ততদিনে ছিদ্রের আকার নিয়েছে।
Samik | ২৩ জুন ২০০৯ ১৮:৪৭ | 219.64.11.35
দিল্লি ও ভুবনেশ্বরে থাকার সুবাদে দেখেছি, বাঙালী, কর্মক্ষেত্রে নিজেকে বেশি নিরপেক্ষ দেখাতে গিয়ে অধস্তন বাঙালীকে বেশি বেশি বাঁশ দেয়। নিউট্রাল বিচার করার সুযোগ থাকলেও। সেই তুলনায় অবাঙালী বস বা সহকর্মী, অনেক সেফ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন