এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ২০:২৪ | 80.221.49.91
  • ক্যুইজঃ কার গলা?
  • Du | ২৯ জুন ২০০৯ ২০:২২ | 65.124.26.7
  • একদম ঠিক গানটা , অভ্যু ঃ)
  • Arpan | ২৯ জুন ২০০৯ ২০:২০ | 216.52.215.232
  • ঠিকই বলছে এই অভিধানে।
  • d | ২৯ জুন ২০০৯ ২০:১৬ | 117.195.36.109
  • ব্রিজিৎ জোনস কে? তিনি কেন বিখ্যাত? স্যান কী যোগাড় করেছে? তাঁর আত্মজীবনী?
  • san | ২৯ জুন ২০০৯ ২০:১৬ | 123.201.53.137
  • এই তো। ব্ল্যাংকি বহুকাল আগে সংসদের অনলাইন অভিধানের লিংক দিয়েছিল, ভুলেই গিয়েছিলাম। অভিধান বলে নিজেরই মনে পড়ল। সেখানে দাবি করছে বিস্ময়সূচক শব্দে কী হয়।

    অনলাইন অভিধানে কি ভরসা করা উচিৎ? মাইরি কারো কাছে একটা আস্ত অভিধান নেই?
  • Du | ২৯ জুন ২০০৯ ২০:১৩ | 65.124.26.7
  • এইজন্যই তো ব্যাকরণকে পাত্তা দিই না - মানুষের মাথাই যখন কমপাইলের-ইন্টারপ্রিটার ।
  • Arpan | ২৯ জুন ২০০৯ ২০:১০ | 216.52.215.232
  • অ্যাপীল নয়, অ্যাপিল।

    অকাদেমি বলেছে কোন ফোরেন শব্দে ঈ বসবে না। ঃ)
  • Du | ২৯ জুন ২০০৯ ২০:০৯ | 65.124.26.7
  • আকাশ ভেঙে বৃষ্টি এলো । সাত দিন ধরে প্রায় সারাদিন ১০০ -১০৫ ডিগ্রীর পরে ঃ)
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ২০:০৭ | 80.221.49.91
  • কোনটা দেখতে ঠিক লাগছে সেটা দিয়ে কিছু ঠিক হওয়া উচিত নয়। ওটা চোখের অভ্যেস। এই যেমন 'কাহিনি' আমার খুব চোখে লাগে !
  • sb | ২৯ জুন ২০০৯ ২০:০৭ | 141.80.168.31
  • মস্তিষ্কের সেল গুলো ছড়িয়ে ঘেঁটে কিচকিচ (না কি কীচকীচ) করে বেড়াচ্ছে। সব কী নিপাত যাক।

    জোনস ফার ফার বেটার। বার্দো বিগতযৌবনা। জোনস সেদিক থেকে দেখতে গেলে চিরকালীন অ্যাপীল।
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ২০:০৫ | 80.221.49.91
  • এই মাত্র একজন নলেজেবল ভদ্রলোককে কনসাল্ট করলাম। সম্ভবত ঠিকই বলছি।
  • Arpan | ২৯ জুন ২০০৯ ২০:০৩ | 216.52.215.232
  • জোন্সের থেকে বার্দো অনেক ভাল! ঃ-)
  • san | ২৯ জুন ২০০৯ ২০:০২ | 123.201.53.137
  • কী কান্ড!!!!
  • Samik | ২৯ জুন ২০০৯ ২০:০১ | 219.64.11.35
  • পিপি কিম্‌ ধাতু থেকেই কী। কি নয়। তা হলে অতঃকিম্‌ না হয়ে অতঃকীম হত।
  • san | ২৯ জুন ২০০৯ ২০:০১ | 123.201.53.137
  • কিমাশ্চর্যম। এদিকে অতঃ কিম ;-)

    পিপি, আমি আজকে ব্রিজিট জোনসকে জোগাড় করতে পেরেছি। আজকালের মধ্যে পড়ে ফেলব ঃ-)
  • Du | ২৯ জুন ২০০৯ ২০:০১ | 65.124.26.7
  • হ্রস্বই টাই ঠিক লাগছে।
  • sb | ২৯ জুন ২০০৯ ১৯:৫৯ | 141.80.168.31
  • সেই ব্যাকরণ শিং বোধ হয় আমাকেও ব্যা ব্যা করতে শিখিয়েছিল। কিমাশ্চর্য্যম নাকি কীমাশ্চর্য্যম?
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ১৯:৫৯ | 80.221.49.91
  • দমুদির হ্যাঁ না ফাণ্ডাটা একদম ঠিক। রবীন্দ্রনাথ নিজেও অল্প-স্বল্প ব্যাকরণ নিয়ে লিখেছিলেন। ভারি সুন্দর সে লেখা - টুকটুকে লাল আর টকটকে লালের মধ্যে তফাৎ - এই সব! এই সর্বনাম/অব্যয়-এর ফাণ্ডাটাও আমি স্যারের লেখাতেই পড়েছিলাম বলে মনে হচ্ছে। তবে উনি সহজপাঠে (এবং অন্য অনেক লেখায়) নিজেই বিভিন্ন রকম লিখেছেন।

    ডিঃ এই সব নিয়ে লাস্ট পড়া ১৯৯৪ সালে।
  • san | ২৯ জুন ২০০৯ ১৯:৫৮ | 123.201.53.137
  • না না না। হ্যাঁ/না এ উত্তর ছাড়া সবেতেই কী হয়।

    এক কাজ করো না। যারা কোলকাতায় আছো একটা ঠিকঠাক অভিধান খুলে কি আর কী এর মানে দেখে বলো।
  • d | ২৯ জুন ২০০৯ ১৯:৫৫ | 117.195.36.109
  • কলকাতার লোকগুলো এত্ত আলসে!!! অ্যাদ্দিনে কোথায় সমস্ত রেফারেন্স ঘেঁটে তুলে দেবে তা না .....
    মনে হয় আমি আর অভ্যু একই ব্যাকরণ বই পড়েছিলাম।
  • Samik | ২৯ জুন ২০০৯ ১৯:৫৩ | 219.64.11.35
  • অব্যয় (interjection) অর্থে "কি'? অভ্যু তুমি ঠিক জানো ঠিক বলছো? কি আশ্চর্য, কি সুন্দর? কী নয়?

    তা হলে আরেন্টি স্যারও ভুল লিখেছিলেন।
  • d | ২৯ জুন ২০০৯ ১৯:৫২ | 117.195.36.109
  • আজ্জো,
    ১। যখন প্রশ্ন করছ, তখন যদি "হ্যাঁ/না'তে উত্তর হয় তাহলে হ্রস্ব-ই কিন্তু যদি দীর্ঘ উত্তর চেয়ে প্রশ্ন কর, তাহলে দীর্ঘ ঈ।
    উদাঃ তুমি কি খেয়েছে? (হ্যাঁ/না)
            তুমি কী খেয়েছ? (ভাত, ডাল, মাছভাজা)

    ২। যখন বিস্ময়বোধক কিম্বা অভিব্যক্তিমূলকভাবে (অর্থাৎ অব্যয় হিসাবে) ব্যবহার করবে, তখন হ্রস্ব ই হবে।
    উদা কি ভয়ংকর
         কি আপদ!

    ইত্যাদি।
  • Arpan | ২৯ জুন ২০০৯ ১৯:৫১ | 216.52.215.232
  • মোটেও না।

    কী জ্বালা!

    আর কী!

    এই দুই জায়গাতেই কী হয়।

    অকাদেমির কথা জানি না। তবে আবাপ এইটা ফলো করে। দেশের সাম্প্রতিক সংখ্যায় তিলোত্তমা ও অন্য একজনের যে গল্প দুটো বেরিয়েছে তাতেই দেখা যাচ্ছে।
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ১৯:৪৮ | 80.221.49.91
  • আজ্জো এই বয়সে ফাণ্ডা করছ তো? তাহলে দীর্ঘ ঈ তুলে দাও, সব হ্রস্ব ই।

    ভঞ্জর গল্প মনে পড়ল। এস এন দের সম্পর্কে বলেছিল ক্লাসে, 'নিজেও শিখছে, ছেলেকেও শেখাচ্ছে' !
  • arjo | ২৯ জুন ২০০৯ ১৯:৪৪ | 168.26.215.13
  • এবারে বলো দিকি একটায় দীর্ঘ আর একটায় হ্রস্ব কেন লাগানো হয়? তাহলে এমন শিখব আর ভুল হবে না। নিয়ম ভুলে যেতে আর কতক্ষন? ফান্ডাটা হয়ে গেলে আর ভুল হবে না।
  • d | ২৯ জুন ২০০৯ ১৯:৪১ | 117.195.36.109
  • এইত্তো ও ও অভ্যু আমার মতই লেখে। তাহলে ঠিক জানতাম। অর্পণ ঘেঁটে দিয়েছে।
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ১৯:৩৯ | 80.221.49.91
  • দ্যাখো দমদি, আমার বানানের ফাণ্ডা অতি প্রাচীন। আমার জ্ঞানমতো অব্যয় হলে কি, আর সর্বনাম হলে কী।

    কী কী কিনলেন?

    কি জ্বালা !

    কিন্তু আজকাল তো দীর্ঘ ঈ-র ব্যবহার উঠেই গেছে। যেমন- কাহিনি, আগে হলে বলত ভুল বানান, এখন বলে ঠিক !
  • arjo | ২৯ জুন ২০০৯ ১৯:৩৮ | 168.26.215.13
  • বুনান চাপে এমন চেপ্টে গেছে যে ঘনত্বের সংরক্ষণ সূত্রে এবার দৈর্ঘ্যে বাড়বেই বাড়বে। এই বলে রাখলাম। মিলিয়ে নেবেন।
  • d | ২৯ জুন ২০০৯ ১৯:৩৬ | 117.195.36.109
  • আচ্ছা বুনান কই? সেই সব বৈপ্লবিক বুনানসমূহ নিয়ে গেল কোথায় ছেলেটা?
  • Samik | ২৯ জুন ২০০৯ ১৯:৩৫ | 219.64.11.35
  • ঃ-)))))
  • san | ২৯ জুন ২০০৯ ১৯:৩৪ | 220.227.190.18
  • বানান নিয়ে খোঁটা? সে তো অনেককাল আগে দিতাম ঃ-(
  • d | ২৯ জুন ২০০৯ ১৯:৩২ | 117.195.36.109
  • এই তো অভ্যু আছে ব্যাকরণ শিং। অভ্যুকে জিগিয়ে একবার কনফার্ম করে নিলে হয়।

    হ্যাঁগো অভ্যুরাম, বিস্ময়প্রকাশ ইত্যাদি অর্থে কি না কী? কি মিশকিল? নাকি কী মুশকিল?
  • Samik | ২৯ জুন ২০০৯ ১৯:৩২ | 219.64.11.35
  • স্যান আজ থেকে আর কোনওদিন বানান নিয়ে কাউকে খোঁটা দেবে না।

    কী বুঝলা?
  • Samik | ২৯ জুন ২০০৯ ১৯:৩১ | 219.64.11.35
  • হায়! আঁধার তো দেখে এলাম অল্প করে হুগলিতে। এই রেগিস্তানে তো আঁধার হয় না, আঁধি হয়। তবে শত্তুরের মুখে ছাই দিয়ে চাট্টি ফোঁটাও ঝরছে এখন।
  • san | ২৯ জুন ২০০৯ ১৯:৩০ | 220.227.190.18
  • লিখে দেখলাম খুবই বিচ্ছিরি দেখাচ্ছে। আবার কি তে ফেরৎ গেলাম ঃ-)
  • san | ২৯ জুন ২০০৯ ১৯:২৯ | 220.227.190.18
  • আরে 'কী' লিখতে কেমন জানি ইচ্ছেই করেনা।

    আমি জানি কখন কি আর কখন কী হয়, কিন্তু লিখি শুধু কি। সেদিন খুব কষ্ট করে একপিস 'কী' লিখেছি ঃ-)
  • d | ২৯ জুন ২০০৯ ১৯:২৯ | 117.195.36.109
  • ওহো ওটা ঈশানের সঙ্গদোষে। ঃ(
  • Arpan | ২৯ জুন ২০০৯ ১৯:২২ | 65.194.243.232
  • এঃ, দম আবার "কী' আর "কি' গুলাইসে। জনগণ বিভ্রান্ত হবেন না! ঃ-)
  • Arpan | ২৯ জুন ২০০৯ ১৯:১৯ | 65.194.243.232
  • মনে করার চেষ্টা করছি কখনো টক ওয়াইন কেউ খাইয়েছিল কিনা। ;-)
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ১৯:১৯ | 80.221.49.91
  • মেঘের পরে মেঘ জমেছে? আঁধার করে আসে?
  • arjo | ২৯ জুন ২০০৯ ১৯:১৭ | 168.26.215.13
  • এমন ফান্ডা দিলুম, ভয়ে সবাই পালিয়ে গেল। ঃ(
  • Samik | ২৯ জুন ২০০৯ ১৯:১৭ | 219.64.11.35
  • এখেনেও অবশেষে মেঘ করেছে।
  • arjo | ২৯ জুন ২০০৯ ১৯:১০ | 168.26.215.13
  • উদ্বায়ী না হলেও ওয়াইন খুলে রাখলে অক্সিডাইজড হয়ে ভিনিগার হয়ে যায়, এমনই কি সব ফান্ডা আছে। তাই ওয়াইন খুললেই পুরোটা খেয়ে নিতে হয়। নইলে যতই ঢাকাঢাকি দিয়ে রাখো টক ভাব হয়ে যায়। ওয়াইন বিশেষজ্ঞরা বলতে পারবে।
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ১৯:০৯ | 80.221.49.91
  • দমদি, কে "উফ" খাদক? আমি, না আজ্জো, না অন্য কেউ?
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ১৯:০৫ | 80.221.49.91
  • zআইকার থেকে আলাদীনের রুটি বেটার। তবে ওদের মোগলাই পরোটা আরো ভালো।
  • san | ২৯ জুন ২০০৯ ১৯:০৪ | 220.227.190.18
  • ওটা মজা করে। বলেছিলাম না, আমার বহুদিন অব্দি ধারণা ছিল মদ জিনিসটা উদ্বায়ী ঃ-)
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ১৯:০৪ | 80.221.49.91
  • ইন ফ্যাক্ট বুফোর্ড থেকে কোনো কুক্‌ড ফুডই খাবে না, হেল্‌থ রিস্ক।
  • Abhyu | ২৯ জুন ২০০৯ ১৯:০৩ | 80.221.49.91
  • না না ওগুলো বাসি বাকলাভা। বাসি যদি খেতেই হয় তো স্যামস/ওয়ালমার্ট থেকে খাবে। হোলফুড্‌স-এর বাকলাভাও ভালো। মেস্কেরেমে দাম বেশি, কিন্তু টাটকা আর ভালো। বুনান খেয়েছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত