এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৪ জুন ২০০৯ ০০:২৯ | 59.93.211.34
  • উরিত্তারা ঃ)
  • Blank | ২৪ জুন ২০০৯ ০০:২৯ | 59.93.211.34
  • কোলকেতায় খাবার দোকান গুলো ও খুব ভালো ঃ(
  • arjo | ২৪ জুন ২০০৯ ০০:২৯ | 168.26.215.13
  • আর খাওয়ার দোকান গুলো?
  • Tim | ২৪ জুন ২০০৯ ০০:২৬ | 198.82.167.98
  • হ্যা বন্ধুগুলো আর ফ্যামিলি আর কলেজস্ট্রিটটা বের করে নিলে আর কিসু নেই।
  • arjo | ২৪ জুন ২০০৯ ০০:২৬ | 168.26.215.13
  • কলকাতায় সব আছে এক নিশ্বাস নেবার বাতাস ছাড়া। ফোঁস। (বড় হয়ে কবি হবই হব)।
  • Blank | ২৪ জুন ২০০৯ ০০:২২ | 59.93.211.34
  • আর আজকাল কোলকাতায় সব রকমের মাল মেলে। লাইফে আর কোনো চাপ নাই
  • Blank | ২৪ জুন ২০০৯ ০০:১৯ | 59.93.211.34
  • আর কোলকেতার হলো সবচেয়ে ভালো শহর। আমার এত্ত বন্ধু বান্ধব অন্য কোনো শহরে নেই
  • Blank | ২৪ জুন ২০০৯ ০০:১৭ | 59.93.211.34
  • ulead video studio বা Adobe সব ই টরেন্টে পাওয়া যায়। বিলকুল ফ্রীতে। নেটের স্পীড ভালো হলে এক রাতে ই নেমে যাবে।
  • arjo | ২৪ জুন ২০০৯ ০০:১৬ | 168.26.215.13
  • উইন্ডোজ মুভি মেকারটা জালিস্য জালি। দুটো মাত্তর ফর্ম্যাট সাপোর্ট করে। একটা .avi আর একটা কি যেন, সেটা উইন্ডোজ ছাড়া কোথাও চলে না। এমনকি ভার্সন এক না হলেও বোধহয় চলে না।
  • Samik | ২৩ জুন ২০০৯ ২৩:৫৭ | 122.162.236.238
  • ইউলিড ভিডিওস্টুডিও। তবে বিনামূল্যে নাই। থাকলে কি আর আমি জানতাম না?
  • Du | ২৩ জুন ২০০৯ ২৩:২৮ | 65.124.26.7
  • জানি মানে হয় কিনা? হয় প্রতি বছর। গুয়াহাটী একটু উঁচু বলে বাঁচে, তা না হলে ব্রহ্মপুত্র, বরাকে প্রতিবছরই বন্যা হয়( হত )।

    ফ্লাড ক®¾ট্রাল ডিপার্টমেন্ট ওখানে ইঞ্জিনিয়ারদের খুবই কাঙ্খিত চাকরী ছিল, পেলে বন্ধুরা 'আরে তোর আর কোনো চিন্তা নেই যতদিন লুইতে জল আছে' টাইপের ইয়ার্কী মারত।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ২৩:২৩ | 122.252.231.12
  • অ্যাডোবের কপি পাইরেটেড পেয়ে যাবে। প্রায় "বিনামূল্যে'। কিনবে কিনা তোমার ব্যপার।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ২৩:২১ | 122.252.231.12
  • এইটা উইকিতে ভালো দিয়েছে।

    After the 2007 Nandigram episode where the CPI(M) government of West Bengal attempted to forcibly annex some farm lands for an industrial zone, Rudrangshu was among the more vociferous of the leftist intellectuals in Kolkata who protested the violent policies of the left. though he, and the ABP group, keep shifting their opinion from time to time and tend to more or less favour land acquisition, SEZs and the CPI(M)'s model of development.
  • rokeyaa | ২৩ জুন ২০০৯ ২৩:১২ | 203.110.240.21
  • উফ! adobe
    আর, আমার তো জানলা সাত, কাজেই লিনাক্ষের কিছু চলবে কি?
  • rokeyaa | ২৩ জুন ২০০৯ ২৩:১০ | 203.110.240.21
  • মুভি মেকারের থেকে ভলো কিছু চাইছি,অঅডোবে প্রিমিয়ার গোছের।
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ২৩:০৭ | 59.164.204.65
  • আমার পরিচিত একজন কিনেছেন ম্যাক্সটর ৫০০ জিবি কম বেশী সাড়ে তিন হাজার দিয়ে, নেহেরু প্লেস থেকে।

    মুভি এডিটরঃ লিনাক্ষতে কিনো ভাল অপশান। একদম ফ্রীতে।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ২৩:০৬ | 122.252.231.12
  • উইন্ডোজ মুভি মেকার?

    অরিজিত বা অন্য কেউ ওপেন সোর্স প্রোডাক্ট থাকলে বলে দেবে।
  • d | ২৩ জুন ২০০৯ ২২:৫৬ | 117.195.37.69
  • প্রথমটা তো চাঁদনিতে পাবে। আমি ক্ল্যারিয়ন থেকে কিনেছিলাম ৫০০ জিবি। দাম তখন এখানে লিখেছিলাম। কত যেন নিয়েছিল? দেখে বলতে হবে। তবে আমি বহুদিন আগে কিনেছি। একবছরের বেশী হয়ে গেল। এখন তার থেকে অনেক কমে গেছে নিশ্চিত।
  • rokeyaa | ২৩ জুন ২০০৯ ২২:৫০ | 203.110.243.22
  • দুটি ফান্ডা চাই।
    ১) এক্ষটার্নাল হার্ড ডিস্ক এর দাম এবং প্রাপ্তিস্থান (২৫০-৫০০ জিবি)
    ২) মুভি এডিটিং সফ্‌টওয়্যার, বিনামূল্যের হলে ভালো হয়।
  • d | ২৩ জুন ২০০৯ ২২:৪৮ | 117.195.37.69
  • কেউ বলল না তো অর্কুটের ডানপাশের বিজ্ঞাপন দূর করা যায় কী ভাবে?
  • d | ২৩ জুন ২০০৯ ২২:৪৭ | 117.195.37.69
  • রঙ্গনের পিত্তি কেন অদাহ্য? আমার তো যখন তখন পিত্তি জ্বলে যায়! এই যেমন আজকেই বাড়ী এসে জিমেল খুলে একখান অহেতুক নাক-গলানো টাইপ মেল পড়ে একেবারে ব্রহ্মপিত্তি জ্বলে গেল।
    ত্রিপিটক নিয়ে আরেকটু আগে বাড়লে কি তেমন কাজ হবে?

    আর দু কই? দু কি বরাক উপত্যকায় নিয়মিত বন্যা সম্পর্কে কিছু জান?
  • Paramita | ২৩ জুন ২০০৯ ২২:২৯ | 63.82.71.141
  • মানুষের স্ট্রেস ডিপ্রেশান ট্রমা ইত্যাদি যেভাবে বাড়ছে, সেগুলো প্রশমিত করার জন্য দু-একটা আউটলেট বা স্যান্ডব্যাগ খুবই দরকারি। কাজেই এসব হাস্যকর মেরুকরণের সামাজিক উপকারিতা দেখুন আর গায়ে না মেখে আগে বাড়ুন।
  • arjo | ২৩ জুন ২০০৯ ২২:১৯ | 168.26.215.13
  • ইন্দোদা, জিমেলে একখানা মেল করেছি একটু দেখো।
  • . | ২৩ জুন ২০০৯ ২২:০৫ | 204.253.245.126
  • এখানে যে সব লোকে ভাটে আসেন তাদের একটা representative sample ধরলে দেখছি প্রত্যকেই মনে করেন "প্রবাসী বাঙ্গালী অধিকাংশ বাজে, উন্নাসিক অন্য বাঙ্গালীকে বাঁশ দেয় ইত্যাদি। তাই বাইরে এলে আমি বাবা বাঙ্গালী এড়িয়ে চলি...."।
    আমার প্রশ্ন তাহলে এই বাঙ্গালীরা কারা?আর যারা এড়িয়ে চলেন তারাও অন্যধরনের complex এ ভুগছেন না তো? holier than thou মানসিকতায়?
    আমি প্রচুর অনাবাসী এবং প্রবাসী বাঙ্গালীদের সঙ্গে মিশেছি এবং আমার অভিঞ্জতা কিন্তু অন্যরকম। প্রত্যেকের মধ্যেই ভালো মন্দ মিশেয়ে আছেন এবং প্রচুর ভালো অভিঞ্জতা হয়েছে।
    এক্ষত্রে নিজের মানিয়ে নেবার ক্ষমতাটাও বোধহয় একটি গুরুত্বপুর্ণ ব্যাপার যেটা আমরা মনে করি আমারটাই সবচেয়ে বেশি বলে।
    ডিঃ এটা সম্পুণ জেনেরিক মত এবং কোনো ব্যাক্তিকে আঘাত করার উদ্দেশ্যে লেখা নয়।
  • d | ২৩ জুন ২০০৯ ২১:৪৬ | 117.195.37.69
  • কিন্তু হনু হঠাৎ কাজ সেরে সোজা এয়ারপোর্ট/স্টেশানে যাবার কথা বলল কেন? আমার তো শুধু কলকাতাটাকে বাড়ীর টয়লেটের মত মনে হয়। গোটা পশ্চিমবঙ্গকে তো আর মনে হয় না।
  • Ishan | ২৩ জুন ২০০৯ ২১:৩০ | 12.163.39.254
  • রেড সান বইটার পিছনে কনট্যাক্ট অ্যাড্রেস নেই?

    যদি ঠিকানা লেখা থেকে থাকে, আমার কাছে বইটি মনে হয় আছে। দেখে টুকে দেব।
  • d | ২৩ জুন ২০০৯ ২১:০৮ | 121.245.170.218
  • রবাহুত না রোচিষ্ণু, কাকে খুঁজছিস? দুজনের কন্ট্যাক্টই ইপ্পির কাছে আছে।

    আমিও প্রায় সবগুলোতেই আছি। শুধু ইদলিটা ফ্রায়েড হতে হবে। আর কার্ড রাইসে নেই।
  • r | ২৩ জুন ২০০৯ ২০:২৪ | 125.18.104.1
  • যে ভদ্রলোক গু চ-তে গ্রাফিক ডিজাইনের কাজ করেছিলেন তিনি কি আসেন? এলে আমাকে একটা মেল পাঠাতে পারবেন? আমার মেইল আই ডি রঙ্গনচক। জিমেইল ডট কমে।
  • sayan | ২৩ জুন ২০০৯ ২০:২০ | 160.83.96.82
  • * পোড়ি। ফুটকিটা কই গেল!
  • sayan | ২৩ জুন ২০০৯ ২০:১৯ | 160.83.96.82
  • আচ্ছা। তামিল আর তেলুগুতে পোডি। কন্নড়ে পুড়ি। এইমাত্র কনফার্মালাম।
  • r | ২৩ জুন ২০০৯ ২০:১৩ | 125.18.104.1
  • আমার তামিল ও অন্ধ্রের বন্ধুরা তো পোড়ি বলত।
  • dipu | ২৩ জুন ২০০৯ ২০:১৩ | 121.243.161.234
  • ব্রুকফিল্ড জায়গাটা তো বেশ সবুজ বলেই মনে হল। ভেতরের লেআউটটাও ব্যাপক।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ২০:১২ | 216.52.215.232
  • কত সালের কথা কে জানে! এখন তো রীতিমত মরূদ্যান।
  • Samik | ২৩ জুন ২০০৯ ২০:০৯ | 219.64.11.35
  • রঙ্গনের ব্রুকফিল্ডের মরুভূমিতে ... পড়ে আমার কীর'ম ঘনাদা পড়ছি মনে হল।

    ঘরে বসে আজকাল জমিয়ে ঘনাদা সমগ্র পড়ছি।
  • sayan | ২৩ জুন ২০০৯ ২০:০৮ | 160.83.96.81
  • ওটা পোড়ি না, পুড়ি, মানে গুঁড়ো। সাচ অ্যাজ চাটনীপুড়ি। এটা ঘী দিয়ে মেখে দোসার সাথে খেতে বেশ।

    তামিলদের রসুনের চাটনীটা লা-জবাব।
  • san | ২৩ জুন ২০০৯ ২০:০৪ | 220.227.190.18
  • আর শহর হিসেবে বেঙ্গালুরু খুব ভাল লাগে। শুধু একটু বাংলা বই যদি পাওয়া যেত। এছাড়া আমার কোনো কমপ্লেইন নেই। শুধু বই আর মা-বাবার জন্যই ....
  • r | ২৩ জুন ২০০৯ ২০:০৩ | 198.96.180.245
  • অসংখ্য বন্ধনমাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ।

    ডিঃ প্রো ম্যা ও সি এক্স ও ছাড়া।
  • san | ২৩ জুন ২০০৯ ২০:০২ | 220.227.190.18
  • হ্যাঁ, হ্যাঁ, পোড়ি, ঘি, ভাত। আমার হট ফেভারিট ঃ-)
  • san | ২৩ জুন ২০০৯ ২০:০১ | 220.227.190.18
  • বেঙ্গালুরু একটু বোরিং। রাইট। কিন্তু আবার একই সঙ্গে খুব শান্তিপূর্ণ জীবন। প্রাইভেসি। এইটা আমি খুব এনজয় করি। কোলকাতা পনেরো দিনের জন্য গেলেও দশরকম সম্পর্কের চাপ সামলাতে স্ট্রেস লেভেল বাড়তে থাকে। অন্যদের হয়তো এসব হয়না। কিন্তু আমাদের জন্য এতটাই সত্যি, না বলে পারলাম না।
  • r | ২৩ জুন ২০০৯ ২০:০১ | 198.96.180.245
  • সমনামী।
  • dd | ২৩ জুন ২০০৯ ২০:০০ | 122.167.25.122
  • Red sun
    Travels in Naxalite country
  • dd | ২৩ জুন ২০০৯ ২০:০০ | 122.167.25.122
  • sudeep chakravarti , লিখেছেন Red sun ঃঃ ত্রএল্‌স ইন নক্ষলিতে ঔন্ত্র্য।

    কেউ ওনার কনট্যাক্ট নাম্বার/আই ডি জানেন ?

    আরে ধ্যুর, গুগুল দেখাইয়েন না।
  • r | ২৩ জুন ২০০৯ ১৯:৫৯ | 198.96.180.245
  • ইন ফ্যাক্ট, বিভিন্নরকম পোড়ি দিয়ে ঘি ভাত মেখে খেতেও আমার বেশ লাগে। ব্রুকফিল্ডের মরুভূমিতে আপিস থাকার সময় আমার এক অন্ধ্রবাসী কলিগের আস্তানায় ওটাই ছিল আমাদের ফ্রিকোয়েন্ট লাঞ্চ।
  • vikram | ২৩ জুন ২০০৯ ১৯:৫৯ | 193.120.76.238
  • যাক, আমাকে বড়ো মাপের বাঙালী মানুষ বলেছে। অবশ্য হিসেঅবটা সার্কামফারেনশিয়ালও হতে পরে।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৯:৫৯ | 121.243.161.234
  • পাতি ইডলি না ভালো লাগে তো রাভা ইডলি খান। ভালো লাগতে বাধ্য।
  • r | ২৩ জুন ২০০৯ ১৯:৫৬ | 198.96.180.245
  • পুলিয়োগারে হল ট্যামারিন্ড রাইস।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৯:৫৬ | 160.83.96.81
  • ইডলি! ওয়াক্‌!
    পোড়া তেল সমেত মাছের নাড়িভুঁড়িভাজা উইথ গরম ভাত! ওয়াও!
  • r | ২৩ জুন ২০০৯ ১৯:৫৫ | 198.96.180.245
  • যদিও ধোসা-ইডলি-সম্বর ব্যাপারটা দক্ষিণ কান্নাডিগাদের থেকে তামিলরা বেশি ভালো বানায়। এই ব্যাপারে আমি তামিলদের সাথে একমত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত