এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৬:২৫ | 160.83.96.81
  • র'দা এবার উবু হয়ে বসে আপার কাট মারছে!
    আরেঃ, তোম্রা ব্যাঙ্গালোরের ব্যাপারে এমন হার্ডকোর ক্রিটিক তো আমি অপ্পন্দা ইত্যাদি দু'একজন নাজুক না থাকলে এতো সুন্দর শহরটা তো পথে বসবে! ঃ))
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৬:২৪ | 207.179.11.216
  • মারাথাল্লি তে সুদু ধুলো আর ধোয়াঁ।

    আমার শোবার ঘরের ঠিক পিছনে এক পাঞ্জাবী পরিবারের রান্নাঘর। তারা সারাদিন কি রাঁধে জানি না, কিন্তু হেবি খোসবাই ছাড়ে আর আমার মনটা উদাস হয়ে যায়। পাশে এক তামিল পরিবার ভোর ছটায় কিসব ভক্তিগীতি চালিয়ে আমার ঘুম ভাঙিয়ে দেয় (রোজ একই গান) আর আমি জেগে উঠেই মনে মনে ওদের গুছিয়ে খিস্তি দিই।
  • r | ২৩ জুন ২০০৯ ১৬:১৯ | 198.96.180.245
  • সায়ন আবার বেঙ্গালুরুর ব্যাপারে নাজুক। তাই সাবধানে। ;-)
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৬:১৮ | 216.52.215.232
  • আর সবচেয়ে যেটা ভাল লাগে সেটা হল চমৎকার কসমোপলিটান এনভায়রনমেন্ট। ভারতের সব জায়গার লোক কর্মসূত্রে এখানে আছে।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৬:১৭ | 160.83.96.81
  • দীপু, ব্যাঙ্গালোরে ধূলোর প্রাচূর্য একমাত্র হোসুর রোডের কিছু এরিয়াতে। তাও দশ কিমি লম্বা এলিভেটেড হাইওয়েটার কনস্ট্রাকশান চলছে বলে। আর এদিক সেদিক মেট্রোর জন্য খোঁড়াখুঁড়ির কারণে। এগুলোও বিচ্ছিন্ন এবং স্পেসিফিক কারণ। ;-)
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৬:১২ | 207.179.11.216
  • ওটা কলকাতার সবচেয়ে দূষিত এলাকা। বিচ্ছিন্ন ঘটনা ঃ-)
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৬:১২ | 160.83.96.81
  • একটা দুটো উটপটাং পার্টির অ্যাজেন্ডাবশত অর্ধশিক্ষিত বেকার লোকজনের দ্বারা তথাকথিত "আউটসাইডার'দের "আইটি গাইজ' বলে খিস্তিটা গায়ে না মাখলেও চলে। আর এই দৃষ্টিভঙ্গী তো সবখানে। কোলকাতায় নেই? বম্বে'র মত প্রকট নয় যদিও। দিল্লীর কথা জানি না।

    অপ্পন্দা, ইয়েস। গ্রীন কভার। ফুসফুস ভরে হাওয়া নিয়ে বেঁচে থাকা যায়। সারারাত বৃষ্টির পর বাড়ির পাশে বাদাম গাছটার পাতা থেকে সকালে দেখি টুপটাপ জলের ফোঁটা ঝরে। এতো পলিউশন সত্বের আকাশ এখানে এখনও নীল। ভালো লাগে না?
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৬:০৮ | 216.52.215.232
  • যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে আধঘন্টা শ্বাস নে। তারপরে বলিস। ঃ-)
  • r | ২৩ জুন ২০০৯ ১৬:০৬ | 198.96.180.245
  • কিন্তু সিফোঁ, পরিবার কি কয়? ;-)
  • r | ২৩ জুন ২০০৯ ১৬:০৫ | 198.96.180.245
  • ব্যাঙ্গালোরের এই সবুজ ব্যাপারটাও আমি কোনোদিন বুঝি নি। প্লেনে চড়লেই দেখা যায় কেমন খয়েরি বাদামী ছাই ছাই, অল্প সবুজের ছোপ। কলকাতায় পৌঁছলেই তলায় সবুজ কার্পেট।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৬:০৫ | 207.179.11.216
  • ইয়ে, ব্যাঙ্গালোরেও বড্ড ধুলো।
  • d | ২৩ জুন ২০০৯ ১৬:০৪ | 144.160.5.25
  • অপ্পন কিচ্ছু ভুল বলে নি। অন্যান্য ক্ষেত্রের প্রচন্ড হায়ারার্কিক্যাল স্ট্রাকচার থেকে এসে আইটির অপেক্ষাকৃত খোলামেলা আবহাওয়ায় অনেকেই মানাতে পারে না। SAIL বা LIC থেকে আসা অনেককেই দেখেছি বেশ একটা প্রভুত্ব দেখানোর চেষ্টা করে।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৬:০১ | 216.52.215.232
  • সায়ন যেটা বলে নাই। এই শহরে প্রচুর সবুজ। চোখ জুড়ানো এখনো। কলকাতায় গেলে প্রাণ হাঁপিয়ে যায়। গাছ থাকলেও সব পাতা ধোঁয়ায় ধুলোয় বিবর্ণ।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:০১ | 61.95.144.123
  • ইন্টারেস্টিং শহরের লিস্টিতে আরো তিনটে - রোম, ভেনিস, ফ্লোরেন্স। অল্পস্বল্প বোরিং-এর মধ্যে মিলান।
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৬:০০ | 219.64.11.35
  • দিল্লি কোন নদীটার পাড়ে?

    (যমুনাকে যেন আবার নদী বলিস না ... খিক খিক)
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৫:৫৮ | 61.95.144.123
  • আধ ঘন্টার পথ যেতে দুই ঘন্টা, আইটি গাইজ বলে খিস্তি - এগুলো বাদ দিলি যে?
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৫:৫৮ | 203.91.207.30
  • দুর, পদব্রজে কি দেখাবে বুয়েচি। এখানে বিদ্যাসাগরের সাথে কোনো তর্কালঙ্কারের খেয়োখেয়ি হইচিল। ওখানে দ্রুজু সাহেব শুয়ে আচেন। ঐখানে রায়চৌধুরির বাইজী বাড়ি ছেল। এইসব তো? যতই দেখাও, কলকাতার নোংরায় আমার গা ঘিনঘিন করে। পিত্তি জ্বলে যায়, আরও অনেক কিচু হয়। এব্যাপারে আমি একদম জেনেরেশন Z হয়ে গেচি। পুরোনো নোংরা গলি, ঘুঁটে দেওয়া দেওয়াল, শ্যাওলা ধরা ভাঙ্গা ইঁট এসব দেখতে ঠিক আছে, কিন্তু এসবের চারপাশে থাকতে মোটে পোষায় না।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৫:৫৭ | 160.83.96.81
  • প্যাচপ্যাচে ঘাম নেই, রাত্তিরে লোডশেডিং নেই, অতিকৌতূহলী পোতিবেশী নেই; থাকার মধ্যে ঠান্ডা প্রাণজুড়ানো বাতাস, রিমঝিম বৃষ্টি, এদিক সেদিক হারিয়ে যাওয়ার ঠিকানা, উইকেন্ডে কাছেপিঠে ট্যুর, অনুত্যক্ত প্রিভেসী -- বড় ভালো আছি ব্যাঙ্গালোরে।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৫:৫১ | 160.83.96.81
  • এই যে দীপু বাছা, ঐতিহাসিক চরিত্রদের ঐতিহাসিক নামেই ডাকতে হয়। আচ্ছা।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৫:৫১ | 65.194.243.232
  • সাউথে থাকার নয়। কিং খানের মুভি দেখে ফেলার।
  • Sags | ২৩ জুন ২০০৯ ১৫:৫১ | 203.201.225.35
  • মুম্বই খুব ইনটারেস্টিঙ্গ শহর। কিন্তু গ্যাঁটে কড়ি চাই ভালোমতন। নইলে চাপ। ব্যাঙ্গালুরু মোটামুটি - বোড্ড হাইপ। পুনে গোলা শহর।
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:৫০ | 198.96.180.245
  • প্যারাডাইম শিফট। খ্যাক খ্যাক খ্যাক। ঃ-))
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৫:৫০ | 65.194.243.232
  • বেঙ্গালুরুর ব্রিগেড রোড তো খুব ইন্টারেস্টিং জায়গা। ঐখানেই গেলেই ধর্মতলার কথা মনে পড়ে আর মনটা বেজায় ভাল হয়ে যায়।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৫:৪৯ | 207.179.11.216
  • সাউথে থাকার কুফল! অশোকা!!
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৫:৪৭ | 65.194.243.232
  • ভুবনেশ্বরেও নদী নাই। ঘন্টাখানেক জার্নি করে কটক গেলে মহানদীর দর্শন পাওয়া যাবে। অথবা ধৌলি গেলে শীর্ণকায়া দয়া নদী আসবে। যেখানে অশোকা উৎকল জয় করেছিল।
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:৪৭ | 198.96.180.245
  • সিফোঁর পদব্রজে কলকাতা ট্যুর দরকার। কেষ্টপুরে থেকে ছেলেটা হেজে গেল। গরমটা একটু কমুক। ;-)
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৫:৪৬ | 61.95.144.123
  • আমার ম্যাড্রাস বোরিং লেগেছে। হায়দ্রাবাদ যাইনি। ভুবনেশ্বরও খুব একটা ভালো লাগেনি।
  • d | ২৩ জুন ২০০৯ ১৫:৪৪ | 144.160.5.25
  • এদিকে পুণেতে দুই দুইখান নদী।

    তারমানে নয়ডার আপিসে গেলে সরিতা বিহার কিম্বা নিউ ফ্রেন্ডস কলোনীতে থাকতে হবে।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৫:৪৪ | 207.179.11.216
  • নদী একটা রোম্যান্টিক ব্যাপার। নদীর স্বাদ কি আর লেকে মেটে! শহর যতই ঠান্ডা হোক!
  • h | ২৩ জুন ২০০৯ ১৫:৪৩ | 206.195.19.49
  • নদী ভালো, তবে হোলি নদী বাজে। কারণ যখন তখন মড়া বা ভাসান যাওয়া ঠাকুর ভাসার সম্ভাবনা।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৫:৪৩ | 61.95.144.123
  • বিলেতের অধিকাংশ শহরই ইন্টারেস্টিং - এক্সেপ্ট সাউথের গুলো - যেমন সাউথ্যাম্পটন, পোর্টসমাউথ ইত্যাদি। আমার দেখা সবচে বোরিং শহর হল মিলটন কীনস - পুরো ফ্ল্যাট জ্যামিতিক শহর, একঘেঁয়ে আপিস বিল্ডিং।
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৫:৪২ | 203.91.207.30
  • তোর শহর তো এমনিতেই ঠান্ডা থাকে, আবার নদীর পাড়ের কুলকুলে হাওয়া দিয়ে কী হবে?

    আমি কলকাতার মত 'ইন্টারেস্টিং' এর থেকে ভুবনেশ্বর প্রতিদিন প্রেফার করব। যদি বাঁশের আধিক্য দ্বিতীয়টায় তুলনামূলকভাবে কম হয়ে থাকে।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৫:৪১ | 65.194.243.232
  • * পাড়ে
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৫:৪১ | 65.194.243.232
  • উলসুর লেকের পারে গিয়ে বসে থাকলেই তো হয়। গতর নাড়াবে না, এদিকে সাধ আছে ষোলাআনা। ঃ-)
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৫:৩৯ | 207.179.11.216
  • ধুস্‌স! নদী না থাকলে সে আবার শহর নাকি! বিকেলবেলা নদীর পাড়ে গিয়ে বসব, কুলকুল করে হাওয়া দেবে, তবে না!
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:৩৮ | 198.96.180.245
  • কলকাতা, দিল্লি, ইস্তামবুল, লন্ডন, নিউ ইয়র্ক, মϾট্রয়েল- ইন্টারেস্টিং শহর। বোম্বেও শুনেছি ইন্টারেস্টিং। থাকি নি।

    ব্যাঙ্গালোর, জেড্ডা, টরন্টো- অসহ্য বোরিং।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৫:৩৭ | 65.194.243.232
  • ভুবনেশ্বরের মত অজ পাড়াগাঁয় পাঁচবছর থাকো। বোরিং কাকে বলে বুঝবা!

    দীপুর মনে হচ্ছে গায়ে তেল মেখে রোজ গঙ্গা পারাপার করার অভ্যেস ছিল। ঃ)
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৫:৩৩ | 203.91.207.30
  • শহরের আবার বোরিং। হুঁহ। *** এ হুড়কো না হলেই হলো। সেতো হায়দ্রাবাদ হলো পৃথিবীর অন্যতম বোরিং শহর। তারউপর কিছুই ভালো খাবার পাওয়া যায় না। কিন্তু আমি ওখানেই ফিরে যেতে চাই। মানে, আমি এখানে থাকতে চাই না। ঃ((
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৫:৩২ | 207.179.11.216
  • শহরটায় একটাও নদী নেই। এটা আমার সবচেয়ে বড় অভিযোগ।
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৫:৩১ | 219.64.11.35
  • কাল কে কে কলা বেচবে?
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:৩০ | 198.96.180.245
  • বেঙ্গালুরু অসহ্য বোরিং শহর। নইলে নিশ্চিন্তে ঘর-আপিস করার জন্য ঠিক আছে।
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৫:২৯ | 219.64.11.35
  • ইন্টেলি আমারই পদাঙ্ক বা পাদাঙ্ক অনুসরণ করছে। এখানে তো গঙ্গাজল সাপ্লাইয়ের লাইন ফাটা বাইমান্থলি উৎসব। আগে যখন অনভ্যস্ত ছিলাম, জল ধরে রাখতে শিখি নি, তখন মগ হাতে আনসাল প্লাজায় চলে যেতাম। এসিতে বসে পটি করার যে কী আনন্দ ...
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৫:২৭ | 203.91.207.30
  • না সরি, সবকটাই ১৫ এমবির উপরে। ঃ( পাঠাতে পারবোনা।

    এই প্রসন্নঃ
    http://en.wikipedia.org/wiki/Guitar_Prasanna
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৫:২৭ | 65.194.243.232
  • আহা, ট্রাফিক জ্যামটা বাদ দিয়ে বেঙ্গালুরু সম্পর্কে কোন বড় কমপ্লেন নাই গো। সব ঠাকুরের লীলা।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১৫:২৭ | 65.194.243.232
  • সকালে ফ্যান না কমিয়ে দেওয়ায় ভোরে অল্প ঠান্ডা লেগে গেল।
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:২৬ | 198.96.180.245
  • এখনই শুনতে পারব না। পাঠিয়ে দে। সময়মত শুনব।
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৫:২৪ | 203.91.207.30
  • এখন জিমেলে পাঠালে শুনতে পারবে?
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৫:২৩ | 207.179.11.216
  • দ্বিতীয় থেকে-টা নিজগুণে ইগনোর করুন।
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:২৩ | 198.96.180.245
  • ঠিক। গরমে পাহাড় থেকে বেড়িয়ে দিল্লি ফেরাও একটা বিভীষিকা ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত