এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ১৯ জুন ২০০৯ ১৬:২৫ | 198.96.180.245
  • বুঝেছি কোনটা। থিওরির বই কোনো যখন ও থিওরি পরীক্ষা দেবে। তার অনেক দেরি আছে।
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৬:১৬ | 61.95.144.123
  • জেরক্সগুলো নাকি ব্যান করে দিয়েছে। সেদিন বল্ল। এটা কোহেনটা ছিলো, আর এই ওয়ার্ক বুকটা বলেছে - তাই কিনে আনলুম। এটা শুধুই এক্সারসাইজ টাইপের। ওর মধ্যে আবার আসল বইটা রেফার করেছে বলে ভাবলুম দুটোই বলেছিলো কিনা...
  • Blank | ১৯ জুন ২০০৯ ১৬:১৩ | 203.99.212.224
  • মনের দুঃখেই বেড়াতে যাই বরং। রোব্বার বিএকেল ফিরবো ঃ(
  • r | ১৯ জুন ২০০৯ ১৬:১৩ | 198.96.180.245
  • না না। ওভাবে কিনো না। টিচার যা বলবে তাই কিনো। কিছু হয় তো জেরক্স অবস্থাতেও পেতে পার। বইগুলোর প্রচুর দাম। ফালতু অত পয়সা খরচা করবে কেন? ঋকের এই মূহুর্তে ইটা কোহেনের ফার্স্ট বইটা ছাড়া আর কিছু লাগার কথা নয়। তবে জানি না। গ্রেড ওয়ানের আগে প্রেপ বলে আর একটা পরীক্ষা আছে মনে হয়। সেটারও আলাদা বইপত্র আছে।
  • shrabani | ১৯ জুন ২০০৯ ১৬:০৯ | 124.30.233.105
  • সব সেক্টরেই পাওয়া যায়। আমি তো খাই, খুব ভাল কিছু না হলেও খারাপও নয়।
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৬:০৯ | 207.179.11.216
  • না না। আসলে আমার মনটা না বড্ড নরম আর সরল। জীবজন্তুদের ওপর অত্যাচার - ও আমার ধাতে সয় না।
  • san | ১৯ জুন ২০০৯ ১৬:০৭ | 220.227.190.18
  • চলে গেল মানে? মারলিনা? দমদির যেমন গঙ্গাফড়িং দেখলে ঠ্যাং মচকাতে ইচ্ছে করে আমার তেমনি আর্শোলা দেখলেই চেপ্টে থেঁতলে দিতে ইচ্ছে করে, মানে আমি তাই করে থাকি ঃ-)
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৬:০৬ | 61.95.144.123
  • র - The AB Guide to Music Theory - এই বইটা কিনতে হয়েছে? ওয়ার্কবুকটা কিনে এনে তাপ্পর দেখি ওর মধ্যে এই বইটাকে রেফার করেছে। বইটার রিভিউ দেখে মনে হচ্ছে সিরিয়াস বই - মানে পরে লাগবেই। কিন্তু এক্ষুনি লাগবে কি?
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৬:০৪ | 219.64.11.35
  • @স্যান,

    :-P
  • r | ১৯ জুন ২০০৯ ১৬:০৪ | 198.96.180.245
  • কমল কাকড়ি।
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৬:০৩ | 207.179.11.216
  • গপ্পো আবার কি! এল, কামড়াল, চলে গেল। আমি খিস্তি দিলাম।
  • san | ১৯ জুন ২০০৯ ১৬:০৩ | 220.227.190.18
  • মানে এটা আলাদা প্রশ্ন। এর সঙ্গে পদ্মের কোঁড় বা আর্শোলা বা এই জাতীয় কিছুর সম্পর্ক নেই কিন্তু।
  • san | ১৯ জুন ২০০৯ ১৬:০০ | 220.227.190.18
  • একটু খানি জিভ ভেংচে দেওয়ার কোন স্মাইলি হয়না?
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৬:০০ | 219.64.11.35
  • শ্রাবণী,

    উনিশ সেক্টরের শনিবাজারে বিক্কিরি হয়। কেমন করে রাঁধে জানি না বলে কিনি নি কোনওদিন। পদ্মকোঁড় বা পদ্মডাঁটা বলে বাংলায়।
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৫:৫৯ | 122.160.115.202
  • @dipu সেই যে তুমি বল্লে তোমায় নাকি আরশোল কামড়েছিলো ঐ গপ্পো টা
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৫:৫৮ | 207.179.11.216
  • ওঃ, পদ্ম।
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৫:৫৮ | 207.179.11.216
  • শহীদ মিনারের কথা হচ্ছে?
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৫:৫৭ | 207.179.11.216
  • ঃ-)))
  • r | ১৯ জুন ২০০৯ ১৫:৫৫ | 198.96.180.245
  • সফেদ, লম্বে।
  • san | ১৯ জুন ২০০৯ ১৫:৫৪ | 220.227.190.18
  • সাদা লম্বা, কিন্তু হিন্দিতে কি বলে তা তো জানিনা !
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৫:৪৫ | 207.179.11.216
  • তা কি করে জানব!
  • shrabani | ১৯ জুন ২০০৯ ১৫:৪৪ | 124.30.233.105
  • আমরাও প্রথম এখানে আসার পর মাঝে মাঝে সিরি ফোর্ট, কামানি, পুরানা কিলা এসবে হানা দিয়ে দিয়ে যা পেতাম শুনতে দেখতে বসে যেতাম। তারপরে কেমন সব গিয়ে কাজের কাজী হয়ে গেছি।
    এ বছর আবার অনেক পরে পুরানা কিলায় গিয়ে ভাল লাগল।
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৫:৩৬ | 122.160.115.202
  • আমি শুধু ঐ দীপু আর আরশোলার গপ্পো ত সুনতে চাই ঃ-)
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৫:৩৫ | 61.95.144.123
  • হুঁ হুঁ বাবা - আমার ব্যাপক এক্সপিরিয়েন্স আছে। সেদিন ন্যাড়াদা বল্ল না - প্রায় ওইরকম।

    ডোভার লেনে কনফারেন্সে গেছি - তখন ওটা লেক-এর পাশে চলে এসেছে। সন্ধ্যেবেলা প্রথমে জনা দুই বাচ্চা মেয়ের গানের পর ছিলো বীণা সহস্রবুদ্ধে - ওই প্রথম শুনলাম, বেশ ভালো লেগেছিলো। অবিশ্যি পরে আর ওঁর নাম সেভাবে কোথাও দেখিনি। তারপর দীপক চৌধুরীর সেতার। তাপ্পর সংযুক্তা পাণিগ্রাহীর নাচ - আমি ওইরকম নাচ জীবনে একবারই দেখেছি - মহিলা পুরো বাহ্যজ্ঞানশুণ্যের মতন নাচলেন - বেসিক্যালি নাচের মধ্যে ঢুকে যাওয়া যারে কয়...অসাধারণ বল্লে কম বলা হবে। সেটা শেষ হতেই জাকির-আল্লা রাখা। ওঃ সে কি বাজনা রে ভাই বাপ ছেলের - অডিয়েন্স পুরো ব্যোম। তারপর আরো একজন কে ছিলেন মনে নেই - কিন্তু ভোর রাত্রে - তখন ভাবছিলুম বাড়ি যাবো কিনা - স্টেজে উঠলেন ভীমসেন যোশী আর জাকির। আর ওই ভোরবেলায় ভৈরবী...ওহোহোহোহো - ওর কোন তুলনা হয় না। ভৈরবী শেষ হতে সম্ভবতঃ আহির ভয়রোঁ - ঠিক মনে নেই - তখন আমি বেরিয়ে লেকের ধার ধরে হাঁটতে শুরু করলুম...ওই ভৈরবী তখনো মাথা থেকে যায়নি। হাঁটতে হাঁটতে সোজা আনোয়ার শাহ রোডে দিদিদের বাড়ি...সেখানে পৌঁছে ঘোর ভাঙলো।
  • shrabani | ১৯ জুন ২০০৯ ১৫:৩৪ | 124.30.233.105
  • স্যান একদিন পদ্মের স্টেম এর কথা বলেছিলে সেটা কি হিন্দীতে কমল কাঁকড়ি ? লম্বা সাদা ডাঁটা?
  • sinfaut | ১৯ জুন ২০০৯ ১৫:৩৩ | 203.91.193.5
  • আমি কাউরে লাইভ শুনিনি। আর খুব একটা শোনারও ইচ্ছাও নাই। অডিটোরিয়ামের অ্যামবিয়েন্সে এমন একটা স্যাংটিটি থাকে কেমন সব কিছুই ভালো লাগতে থাকে, ঘোরের মত। তারপর ঘুম পায়। তাছাড়া আমার ঘন্টায় একবার হিসু পায়। খিদেও পায়। এসব চেপে রেখে সঙ্গীত উপভোগ করা আমার দ্বারা সম্ভব না।
  • san | ১৯ জুন ২০০৯ ১৫:৩৩ | 220.227.190.18
  • স্ত্রী দিপু????
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৫:৩৩ | 122.160.115.202
  • তাপ্পর কি হলো দীপু?
  • Bhuto | ১৯ জুন ২০০৯ ১৫:৩২ | 203.91.193.5
  • পুং না স্ত্রী দীপু ?
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৫:৩০ | 207.179.11.216
  • বিশ্বাস করবে কিনা জানিনা, হোস্টেলে আমাকে আরশোলা কামড়েছিল।
  • sinfaut | ১৯ জুন ২০০৯ ১৫:৩০ | 203.91.193.5
  • গঙ্গাফড়িং মানে সবুজ রঙের গ্রাসহপার তো? ওগুলো কামড়ায় নাকি? তবে বড্ড লাফায়, আর পাগুলো খুব খরখরে। বরং আলোয় যে ছোট্ট সবুজ পোকা গুলো আসে ওগুলো প্রচুর কামড়ায়।
  • Bhuto | ১৯ জুন ২০০৯ ১৫:৩০ | 203.91.193.5
  • দাঁত = গঙ্গাফড়িং-এর
    জনগণ = গঙ্গাফড়িং-এর দল। আবার কামড়ে দেবে।

    এই প্রসঙ্গে একটা চুটকি মনে পড়ল। sms এ এসেছিলো।

    প্রথম পাঞ্জাবী - কাল ১০ আদমী নে মুঝে মারা।
    ম্যায় বোলা ' শালো এক এক করকে আও'

    দ্বিতীয় পাঞ্জাবী - ফির ক্যয়া হুয়া?

    প্রথম পাঞ্জাবী- ফির ক্যয়া , শালো নে এক এক করকে ফিরসে মারা।
  • san | ১৯ জুন ২০০৯ ১৫:২৯ | 220.227.190.18
  • আর্শোলায় চাটলেও তো কিসব ঘা ফা হয় শুনেছি
  • d | ১৯ জুন ২০০৯ ১৫:২৮ | 144.160.5.25
  • আমি শুধু ভীমসেন যোশি আর জাকির হোসেন লাইভ শুনেছি। ঃ((( তোর আর আমার কি দুঃখু রে ব্ল্যাংকিইইইই
  • shrabani | ১৯ জুন ২০০৯ ১৫:২৮ | 124.30.233.105
  • কাল আমাদের অফিসের একটা প্রোগ্রামে সিরি ফোর্টে শ্রেয়া ঘোষাল এসেছিল। অনেকেই গেছিল, আমি যাইনি। ওর নাকি একটা গ্রুপ আছে তাতে আরো জি সারেগামা র গায়করা ছিল।
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৫:২৬ | 207.179.11.216
  • গঙ্গাফড়িং তো তবু ভালো, ঘুরঘুরে কামড়ালে শুনেছি কিসব অসুখ হয়।
  • Bhuto | ১৯ জুন ২০০৯ ১৫:২৫ | 203.91.193.5
  • দাঁত উপড়ে লিব। জনগণ তার জবাব দেবে।
  • Bhuto | ১৯ জুন ২০০৯ ১৫:২৫ | 203.91.193.5
  • ঃ(( , জীবনটা বড় ছোট।
  • sinfaut | ১৯ জুন ২০০৯ ১৫:২৪ | 203.91.193.5
  • হ্যাঁ, কষের দাঁত দিয়ে কেমড়ে ল্যায়।
  • Bhuto | ১৯ জুন ২০০৯ ১৫:২৩ | 203.91.193.5
  • ওহ তাই মারা হয়। বেশ বেশ।
  • Blank | ১৯ জুন ২০০৯ ১৫:২৩ | 170.153.65.102
  • রবি শংকর এই তো সেদিন পেত্থম বার লাইভ শুনলাম। নেতাজি ইন্ডোরে। কিন্তু সে তো একটু খানি।
    জাকির শুনেছি। আর আমজাদ আলি শুনলাম এবারের ডোভার লেনে ঃ(
    আমি খুব দুখী মানুষ
  • shrabani | ১৯ জুন ২০০৯ ১৫:২১ | 124.30.233.105
  • গঙ্গা ফড়িং কিন্তু মানুষ ফ্রেন্ডলি নয় মোটেই, জোরে কামড়ায়!
  • san | ১৯ জুন ২০০৯ ১৫:২০ | 220.227.190.18
  • বাব্বাঃ। ভাগ্যিস আমি ফটোজেনিক নই একদম !
  • Bhuto | ১৯ জুন ২০০৯ ১৫:২০ | 203.91.193.5
  • আমি কারুর ই লাইভ শুনিনি ঃ(
  • Bhuto | ১৯ জুন ২০০৯ ১৫:১৭ | 203.91.193.5
  • দ-দি খালি মারধোর দেয় কেন? ঃ((
    তবে মনটা নরম ঃ)) ।
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৫:১৫ | 61.95.144.123
  • আম্মো শুনেচি - আমজাদ আলি, রবিশঙ্কর, জাকির, আল্লা রাখা, ভীমসেন যোশি, রশিদ খাঁ, ইমরাত খাঁ, বিলায়েত খাঁ। আর দেখেছি সংযুক্তা পানিগ্রাহী, সুতপা দত্তগুপ্ত।
  • r | ১৯ জুন ২০০৯ ১৫:১০ | 125.18.104.1
  • বড়ে গুলাম, ফৈয়াজ, আবদুল করিম, আমীর- লাইভ শুনি নি। ঃ-(
  • r | ১৯ জুন ২০০৯ ১৫:০৮ | 125.18.104.1
  • আমি শুনিচি। রবিশঙ্কর, আলি আকবর, বিলায়েত, ভীমসেন, বিসমিল্লা, আমজাদ, জাকির- সব লাইভ শুনিচি।
  • d | ১৯ জুন ২০০৯ ১৫:০৪ | 144.160.5.25
  • স্যান, গঙ্গাফড়িং খুবই সুন্দর ফটোজেনিক দেখতে, চমৎকার ইকোফ্রেন্ডলি সবুজ রং। দেখলেই ডানা ছিঁড়তে কিম্বা ঠ্যাং মচকাতে ইচ্ছে করে।
  • d | ১৯ জুন ২০০৯ ১৫:০১ | 144.160.5.25
  • যাঃ ''ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত