এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১৮:২০ | 203.91.193.5
  • কাঁপা হবেনা? বুঝেই তো গেছিলাম পাশে বৌঠান আছে। সেখানে আমি আলফাল উচ্চারণ করলে তো হাসির রোল উঠে যেত। তবে তোমাকে হ্যাটা করার কারন তো দেখি না। তুমি তো কন্নড়ে পদ্য লেখ। লেখ না?
  • sayan | ১৭ জুন ২০০৯ ১৮:১৯ | 115.108.25.26
  • শুনবি কি করে? আমারা থাকতাম কোন্নগরে। উল্টোদিকে ইলেকট্রিক আপিস। তার পাশে শীতলা মন্দির। সেখানে পূজোয় এই সবই বাজত। এছাড়া গয়লাপাড়ার মনসাপূজো। সেখানেও।
  • Arpan | ১৭ জুন ২০০৯ ১৮:১৯ | 65.194.243.232
  • আরে কী আশ্চর্য। আনিসুথিদে য়াকো ইন্দুও আমি শুনিচি।

    এদিকে এফএমে ইমোসনাল অত্যাচার শুনে শুনে কান পচে গেল। ঃ-(
  • Samik | ১৭ জুন ২০০৯ ১৮:১৮ | 59.160.206.226
  • ওড়িয়াতে ল আর ড় প্রায় কাছাকাছি উচ্চারণ। কন্নড়েও কি তাই?
  • Arpan | ১৭ জুন ২০০৯ ১৮:১৭ | 65.194.243.232
  • ছ্যা ছ্যা। মুঝে লিখলাম নাকি? মোতে হবে, বা মোত্তে।

    ঠিক, কৌঠু।
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১৮:১৬ | 203.91.193.5
  • বলছিস? নে তবে

    নিন্নিদালে নিন্নিদালে কনসন্দু শুরুআগিদে (ছোঃ বাংলা হরফে ক্যামন য্যান লাগতিসে)
    নিন্নিদালে নিন্নিদালে মানসিন্দু কুঁড়িদারিদে

    নিন্না এদেয়াল্লি সিহিয়াদ কোলাহলা
    নান এদুরাল্লে নি হিগে বান্দাগলে
    নিন্ন তুটিয়াল্লি নাগুবগুবা হম্বলা
    নান নিন্তাল্লে হালা(ড়া)দে নিন্নিদালে।

    দ্যাখ ক্যামন লাগে।

    ঝুমা ঝুমা গোলাপী বেড়া
  • sayan | ১৭ জুন ২০০৯ ১৮:১৬ | 115.108.25.26
  • ভুতোর কাঁপা কাঁপা গলায় ভরপুর আবেগ নিয়ে গাওয়া নিন্নিন্দালে'র এম্পিথ্রী অ্যাদ্দিন বাজারে ছেড়ে দিতাম নেহাত যদি আমার মাইক্রো এসডি কার্ডটা ভোগে না যেত। আর আনিসুথিদে য়াকো ইন্দু - সেটাও গেয়েছিলি তো। ওরেবাবা, ভুতোর কানাড়া গান শুনে আমার বউ আমাকে কী হ্যাটাটাই না কল্ল!

    এবার মত্বে ভক্ষ লাগুছি।

    (দু'দিন ফম হোম করে অনেক কাজিয়েছি। কাল আপিস না গেলে শনি রবি আপিসেই হত্যে দিতে হবে।)
  • Samik | ১৭ জুন ২০০৯ ১৮:১৪ | 59.160.206.226
  • মাইরি, ঘাটালে তো আম্মো ছিলুম। তোরই সাথে। একটাও ওড়িয়া দেখি নি বা শুনি নি তো! অবিশ্যি ঘাটালের বাংলা আর ওড়িয়ায় বিশেষ তফাৎ নেই।
  • Samik | ১৭ জুন ২০০৯ ১৮:১২ | 59.160.206.226
  • মুঝে নয়, মত্তে। মত্তে মানে আমাকে।
  • dipu | ১৭ জুন ২০০৯ ১৮:১২ | 207.179.11.216
  • ওও গোওও নিরুপমা, করিও ক্ষমাআআআ ..... টা কার য্যানো গাওয়া?
  • Arpan | ১৭ জুন ২০০৯ ১৮:১২ | 65.194.243.232
  • নিন্নিন্দালে আমি জানি। ভলভো বাসে রোজ বাজত একসময়। ঃ-)

    তবে বাকি লিরিক জানি না।
  • Samik | ১৭ জুন ২০০৯ ১৮:১২ | 59.160.206.226
  • কৌঠি মানে কোথায়? কৌঠি জাউছি? কোথায় যাচ্ছে?

    কৌঠু মানে কোথা থেকে। কৌঠু আসিলু? কোথা থেকে এলি?
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১৮:১২ | 203.91.193.5
  • মু ওড়িয়া শিখিবি
  • sayan | ১৭ জুন ২০০৯ ১৮:১১ | 115.108.25.26
  • কিকু'র আরও দুঃখের গান -

    "আমার ফুলের বাগানে
    তুমি যেও না
    সইতে পারবো না, আমি সইতে পারবো না
    গোলাপের সৌরভ
    কাঁটাতে ভরিও না
    সইতে পারবো না, ...'

    ফ্যাঁচ! ফোঁস!
  • Arpan | ১৭ জুন ২০০৯ ১৮:১১ | 65.194.243.232
  • আমার আর নবীন পট্টনায়কের ওড়িয়াজ্ঞান সমান।

    মুঝে টিক্কে সময়অ দিয়ন্তু, মু জলদি ওড়িয়া শিখি যিবি।

    খিক!
  • dipu | ১৭ জুন ২০০৯ ১৮:১১ | 207.179.11.216
  • ভুতোদা, নিন্নিন্দালে টা লিখে দাও তো। হুঁঃ, এরা কন্নড় গান তো শোনেনি!
  • Arpan | ১৭ জুন ২০০৯ ১৮:০৯ | 65.194.243.232
  • কৌঠু না! কৌঠি।
  • sayan | ১৭ জুন ২০০৯ ১৮:০৮ | 115.108.25.26
  • ১) ছোটবেলা থেকে বারদশেক পুরী ভ্রমণ
    ২) হস্টেলের দেবাশীষ মহান্তি ও স্বাগত রঞ্জন দাশ এর সাঁড়াশি আক্রমণ - ওড়িয়া শেখাবার জন্য
    ৩) ঘাটালে থাকাকালীন ওড়িয়া গানের প্রভাব

    আরেকটা ছিল না?

    "মচ্ছঅলি ও মচ্ছঅলি
    কুয়াড়ে যাউছু হলি হলি...'
  • Samik | ১৭ জুন ২০০৯ ১৮:০৪ | 59.160.206.226
  • আরে সায়ন তো হ্যাভক ওড়িয়া জানে! কৌঠু সিখিলু?
  • Samik | ১৭ জুন ২০০৯ ১৮:০৩ | 59.160.206.226
  • কিশোরকুমারের কান্নাকাটি-ওলা গানঃ

    ফোটে যে রক্তগোলাপ ... এর পরের লাইনগুলো কেউ লিখে দিতে পারবে? সুরটা মনে আছে।

    আর ... এ তো কান্না, এ তো নয় গান, এটা কি পারাবত প্রিয়ার গান?
  • sayan | ১৭ জুন ২০০৯ ১৮:০৩ | 115.108.25.26
  • "গাড়ি যাঁউ যাঁউ আটকি গালা রাণীবাজার চক্করে
    সিনেমা তলাকু লাগিছে ভিড়অ
    তাহারঅ উপরঅ বাঁধিছে নীড়অ
    জনাকু যাই কি পচারিলি ভাই
    মামলা হিইছি কনঅ
    শুনঅ শুনঅ কনঅ
    কি শুটিংঅ ধারে, নুয়া হিরোইন টা
    প্রডিউসারঅ সঙ্গে করে কুয়াড়ে গালা
    ষড়া এই তো জমানা ....'
  • quark | ১৭ জুন ২০০৯ ১৮:০২ | 202.141.148.99
  • খিক্‌!
  • Samik | ১৭ জুন ২০০৯ ১৮:০২ | 59.160.206.226
  • একবার কী দুর্মতি হয়েছিল, ভুবনেশ্বর থেকে বাসে করে কলকাতা ফিরেছিলাম, রাতে কেওঞ্ঝাড়গড়ে একটা ঢাবায় খাবারের জন্য দাঁড়িয়েছিল, সেইখানে একটা গান শুনে আমরা জাস্ট মুগ্‌ধ হয়ে গেছিলাম। পুরো লিরিক তো মনে নেই, কেবল মনে আছে, রাতি চলি জাউছি। চক্র (অভিজিৎ চক্রবর্তী) তো পাগলা হয়ে গোটা ভুবনেশ্বর খুঁজেছিল ঐ ক্যাসেটের জন্য, কিন্তু সে আর পাওয়া গেল্য না।

    রাতি চলি জাউছি ...
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১৮:০১ | 203.91.193.5
  • আমার মামাতো দিদির সঙ্গে ইন্দ্রানী হালদারের একসঙ্গে একটা গ্রুপ ফটো ছিল। স্কুলের নাচের অনুষ্ঠানের আগে। একই স্কুলে পড়ত দুজনে। সেটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলম। এখন কোথায় কে জানে। খুজে দেখতে হবে। তখন স্ক্যান ও করতে জানতাম না। স্ক্যানার কি তাই জানতাম না ঃ( ভাবলে অবাক লাগে।
  • Samik | ১৭ জুন ২০০৯ ১৭:৫৮ | 59.160.206.226
  • ইশ্‌শ্‌, সারাদিনে কত নির্মল শীতল আলোচনা হয়ে গেল, আর আমার পড়ে উঠতে লাগল এতক্ষণ।

    সেই সব দিন ... গুরুদক্ষিণা, বড্‌ডো মনে পড়ে গেল। সেই সব গান, শোনো শোনো, ওহে বাবাজীবন, কিংবা পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায় ...

    বিটিডব্লু, সলিউশন এক্স বলে একটা সিরিয়ালে আমার ইন্দ্রাণী হালদারকে হেব্‌বি সেক্সি লেগেছিল।
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১৬:৫৬ | 203.91.193.5
  • বাংলা গান? গাছে ফল পেকেছে,পাখির নজর পড়েছে। কদিন আগেই শুনলাম ঃ-(
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১৬:৪৬ | 203.91.193.5
  • দুর আমারো মাথাটা গেছে, হ্যাঁ লিজা রে (কসূর এর নায়িকা, কিতনা বেচ্যায়ন হো কে ,তুমসে মিলা) নয়

    সিজা রয়।

    কেউ জানো সিজা রয় এর খোঁজ। দেখি সার্চ করে।
  • intellidiot | ১৭ জুন ২০০৯ ১৬:৪৬ | 220.225.245.130
  • আমাদের হস্টেলের পাশে বাজত "জোরস জোরস বল্লা ঘুমাউলস, হামকো নাচ নাচাউলস' আর "ওয়ে গুড্ডি' ঃ-)
  • dipu | ১৭ জুন ২০০৯ ১৬:৪০ | 207.179.11.216
  • আমাদের হোস্টেলের পাশে ভয়ংকর গলায় "সোনালি, সোনালি, তুই তো সোনালি' আর "রঙ্গবতী, ও রঙ্গবতী' নামে দুটো গান বাজত। এ গুলো কি সিনেমার গান? কেউ জানে?
  • Arpan | ১৭ জুন ২০০৯ ১৬:৩৭ | 65.194.243.232
  • থুঃ? তাঃ হঃ।
  • dipu | ১৭ জুন ২০০৯ ১৬:৩৬ | 207.179.11.216
  • উঃ থুঃ
  • Arpan | ১৭ জুন ২০০৯ ১৬:৩৫ | 65.194.243.232
  • সরি, কিকিফাফা।

    কিঃ বিঃ তো উঃ থঃ।
  • rabaahuta | ১৭ জুন ২০০৯ ১৬:৩৫ | 121.241.111.12
  • ভারি তো সিনেমার গান। আমরা একটা সিডি কিনেছিলাম আগরতলার বটতলার ফুটপাথ থেকে, তাতে দুটো গান এরকম ছিল- 'এ গৌরা আজকাল কে নিচ্ছ/ গোরস্য/ এ গৌরা আজকাল কি খাচ্ছো/ আমিষ্য/ এ গৌরা দেশটার কি অবস্থা/ বিধ্বস্ত...'(গোরা নয়, গৌরা) আর 'আমাদের ব্যালকনি কি তোমাদের ব্যালকনি/ মা জেগেছে/ বাবা জেগেছে/ পড়বে ধরা এখনি'। তো, বাড়িতে কেউ এলেই আমরা এই গান গুলো শোনাতাম। তরপর কিছুদিন আমাদের বাড়িতে বন্ধু সমাগম কমে গেছিল। কেন কে জানে।
  • dipu | ১৭ জুন ২০০৯ ১৬:৩৫ | 207.179.11.216
  • উইনস্লেট দেবী পানুতে অভিনয় করে অ্যাদ্দিন বাদে অস্কার বাগালেন।
  • Arpan | ১৭ জুন ২০০৯ ১৬:৩৩ | 65.194.243.232
  • কিবিফাফাতে বেশ কিছু (দুঃ)সাহসী সিন আছে।
  • dipu | ১৭ জুন ২০০৯ ১৬:২৯ | 207.179.11.216
  • লিজাদেবী ওয়াটারে কি অভিনয়টাই করেছিলেন! ঝাঁটে দাবানল লেগে গেসল।
  • dipu | ১৭ জুন ২০০৯ ১৬:২৮ | 207.179.11.216
  • আজকালকার দিনে লোকে খোকার এমন আখাম্বা নাম রাখে কেন? ছেলেটাকে ইস্কুলে তো খেপিয়ে বাপের নাম ভুলিয়ে দেবে!
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১৬:২৬ | 61.95.144.123
  • যাই হোক - মামুকে যেটা বলার ছিলো - শতাব্দীর ছেলের নাম গোবিন্দ। কেন? কারণ শতাব্দী হল গালফোলা গোবিন্দের মা ;-)
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১৬:২৪ | 61.95.144.123
  • আম্মো তো তাই জানি।
  • intellidiot | ১৭ জুন ২০০৯ ১৬:২৩ | 220.225.245.130
  • লিজা রে তো একজন অভিনেত্রী বলেই জনতুম। হলিউড-বলিউড আর রিসেন্টলি কিল কিল ফাস্টার ফাস্টার এর নায়িকা (-ঃ
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১৬:২০ | 61.95.144.123
  • সিঁফো ডিকিবার্ডের ছড়া বলচে কেন?

    টু লিটল ডিকিবার্ডস
    সিটিং অন আ ওয়াল
    ওয়ান কলড পিটার
    ওয়ান কলড পল।
    ফ্লাই অ্যাওয়ে পিটার
    ফ্লাই অ্যাওয়ে পল,
    কাম ব্যাক পিটার
    কাম ব্যাক পল।
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১৬:১৮ | 61.95.144.123
  • লিজা রয় নয়। লিজা রে।
  • sinfaut | ১৭ জুন ২০০৯ ১৬:১৬ | 203.91.207.30
  • কাম ব্যাক লিজা কাম ব্যাক লিজা
  • dipu | ১৭ জুন ২০০৯ ১৬:১৪ | 207.179.11.216
  • কে লিজা? ওয়াটারের সেই গ্ল্যামারকন্যা?
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১৬:১২ | 203.91.193.5
  • খালি 'আর কতো রাত একা থাকবো' আর 'যে রাতে মোর দুয়ারগুলি' গুলি গানগুলো আজ পর্য্যন্ত গলা ছেড়ে গাইতে পারলাম না,শুধু এ পাপী সমাজের জন্য ঃ(
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১৬:১১ | 203.91.193.5
  • ইকি রে বাওয়া , আমি ভাই 'বাত বন যায়ে' ই জানতাম ।

    ** মুগ্‌ধ এ চোখে চেয়ে দেখেছি - এটা আমি মুখ ধুয়েই ভাবতাম। ভালো করে শুনে বুঝেছিলাম।

    আকাশের চাঁদ মাটির বুকেতে --গুরুদক্ষিণা
    (আবার বলছি কোনো কতা হবে নেকো,সব গান মুখস্থ,খালি আজি এ প্রভাতে টা পুরো জানিনা)

    আচ্ছা লিজা রয় এর খবর কি কেউ জান?

    লব পে আতি হ্যয় দুয়া বনকে তামান্না মেরি
    জিন্দেগী শাম্মা কি সুরৎ হো খুদা ইয়া মেরি

    তারপর

    মা সুনাও মুঝে ও কাহানী জিসমে রাজা না হো না হো রানী।

    এগুলো গেয়েছিল, খুব সুন্দর গলা , রঞ্জনদা কি জানো?
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১৫:৪৯ | 61.95.144.123
  • কুরবানীর গানগুলো পুরো ঝকাস্‌
  • h | ১৭ জুন ২০০৯ ১৫:৪৮ | 206.195.19.42
  • ও দ্য ডেজ অফ ইনক্রেডিবল অ্যাডভেনচারস অফ মিস্টার উইলি।
  • ranjan roy | ১৭ জুন ২০০৯ ১৫:৪৪ | 122.168.222.88
  • "" বাত বন জায়ে'' একটা ইডিয়মেটিক এক্সপ্রেসন--- মানে মামলা ফিট্‌, বা কাজের কাজ হল--এইসব।
    "" চোলি কে পিছে ক্যা হ্যায়'' নিয়ে ডঃ পার্থ চট্টঃ একটা কবিতা লিখেছিলেন। মাক্কালি! ভাট বকছি না।
    প্রথম লাইনটা বোধহয়-
    চোলির পিছে কি যে আছে,
    জানতে গোটা দুনিয়া ব্যাকুল,
    --- এমনি কিছু।

    ব্যস্‌, সেদিন থেকেই আমার সমাজবিজ্ঞানীদের ওপর ভক্তি কমে গেল।
    যেটা সারা দুনিয়া জানে সেটা জানতে এরা বচরের পর বচর রিসার্চ করে। ধুৎ!
  • sinfaut | ১৭ জুন ২০০৯ ১৫:৩৯ | 203.91.207.30
  • আপিসের এক বন্ধু চার্লি পার্কারের ১৩ টা আর ব্লাইন্ড উইলি ম্যকটেলের ২ টো অ্যালবাম ডাউনলোড করে এনে দিয়েছে, কি আনন্দ!! তেড়ে শুনছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত