এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৮ জুন ২০০৯ ১১:১৮ | 203.99.212.224
  • A pitched battle is on the cards in Maoist terrain. The guerrillas, however, shrugged off the crackdown threat. "We will use women in the forefront. Can the government stomach it if even three-four women get killed in the crossfire?" asked a Maoist leader.
  • dipu | ১৮ জুন ২০০৯ ১১:১৩ | 207.179.11.216
  • আগামী বছরের ফুটবল বিশ্বকাপে উত্তর কোরিয়া খেলবে।
  • san | ১৮ জুন ২০০৯ ১১:১২ | 220.227.190.18
  • সরি সরি। পরে হবে।
  • Arpan | ১৮ জুন ২০০৯ ১১:০৬ | 216.52.215.232
  • স্যান, একটা মিটিঙে আছি।
  • Samik | ১৮ জুন ২০০৯ ১১:০৬ | 122.162.236.150
  • ঐ সুতোতেই লিখতে শুরু কর না। আমি তো আছি।
  • intellidiot | ১৮ জুন ২০০৯ ১০:৫৯ | 220.225.245.130
  • শমীকদা, কালকের লিঙ্কটার জন্য ধন্যবাদ। কাল আর খুলে দেখা হয়নি। আজ দেখলাম। কিছু জ্ঞান প্রাপ্ত হল বটে কিন্তু আল্টিমেটলি যেখানে ছিলাম সেখানেই )-ঃ
  • Samik | ১৮ জুন ২০০৯ ১০:৪৫ | 122.162.236.150
  • অই জন্যেই আমাদের দ্যাশে এত সোয়াইন ফ্লু।
  • Samik | ১৮ জুন ২০০৯ ১০:৪৫ | 122.162.236.150
  • গণতন্ত্র? সে যে শুওরের খোঁয়াড়! ঃ-)
  • Arpan | ১৮ জুন ২০০৯ ১০:৩৫ | 216.52.215.232
  • * সমর্থন নিয়ে
  • Arpan | ১৮ জুন ২০০৯ ১০:৩৫ | 216.52.215.232
  • বোধির সাথে পূর্ণ সহমত হয়েই আরেকটা কথা বলি। এইবারের অভিযানের পরে "মাওবাদী' যোদ্ধারা হয়ত আবার আত্মগোপন করবেন গেরিলা যুদ্ধের স্ট্রাটেজিতে। খুব সম্ভবত শিশু মহিলা সহ স্থানীয় অধিবাসীদের ঢাল হিসেবে এগিয়ে দিয়ে।

    ছত্রিশগড়ে দণ্ডকারণ্যে সাধারণ মানুষের পূর্ণ সমর্থনে নিয়ে যাঁরা লো লেভেল অটোনমাস অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন তাদের গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে এত অনীহা কেন?
  • Samik | ১৮ জুন ২০০৯ ১০:২৮ | 122.162.236.150
  • বোধির সাথে সহমত।
  • Arpan | ১৮ জুন ২০০৯ ১০:২৬ | 216.52.215.232
  • অরিজিত, একমত। জাস্ট মজা করে বলা। ঃ)
  • Arpan | ১৮ জুন ২০০৯ ১০:২৫ | 216.52.215.232
  • অপ্পন কাল রাতে পারছিল। আজ সকালে পারছে না। আজ সকালে দেখলাম ওপরে লুটিস টাঙিয়ে দিয়েছে।

    কী কাণ্ড!
  • h | ১৮ জুন ২০০৯ ১০:২২ | 206.195.19.50
  • প্রত্যেকটা পক্ষের প্রত্যেকটা মানুষই আসলে হয় নিজের নয় অন্যের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ব্লাডি হরিবল। ম্যাডনেস। আমার সিরিয়াসলি আত্মহত্যা করতে ইচ্ছে করছে।
  • h | ১৮ জুন ২০০৯ ১০:১৮ | 206.195.19.49
  • রঞ্জনদা, লালগড় প্রসঙ্গে আর কি বলবো, কোল্যাটারাল ড্যামেজের এই প্রতিযোগিতায় ক্লান্ত হয়ে গেলাম। কত মানুষ মরলে যে সকলের শান্তি হবে ভেবে পাই না, সিরিয়াসলি ইচ্ছে করে, যাই গিয়ে বলি, ভাই, আমারে মার, তার পরে গ্র্যান্টি কর আর কেউ কাউকে মারবি না। এই রজ্য সরকার বনাম নৈরাজ্যবাদের লড়াইয়ের মিডিয়া সার্কাসে, সকলের মনে মনে কয়েকটা ভায়োলেন্সের অ্যাপ্রুভাল তৈরী হয়ে যাচ্ছে, ধরুন সাধারণ সিপিএম সমর্থক ভাবছেন, দশের নীচে মরলে ভালো হয়, ১৪ যেন না পেরোয়, যেন ওয়ার্ল্ড কাপ ফাইনল, ব্রাজিল যেন দুগোলের বেশি দিতে না পারে স্পেন কে, পুলিশ ভাবছে, উর্দি পড়া কেউ না মরলেই হল, রাজ্য সরকার ভাবছে, পুলিশ আর আদিবাসী যেন হিসেব করে একই সংখ্যায় মরে, কেন্দ্রীয় সরকার ভাবছে, যে মরুক যেন রাজ্য পুলিসের হাতে মরে, জওয়ান রা ভাবছেন, এত ঢ্যামনামোর কি আছে বাবা, একটু অন্যদিকে তাকা, দিচ্ছি পেছনমেরে খাল করে সবাই কে উড়িয়ে দিয়ে, তৃণমূল নেতৃঙ্কÄ ভাবছেন হার্মাদের চেয়ে মানুষ বেশি মরলে একটা লাভ, মানুষের চেয়ে হার্মাদ মরলে আরেকটা লাভ, ইংরেজি পত্রিকার সাংবাদিক ভাবছে, রাষ্ট্র বলে কিসু নাই, দেখি কত মরে, বাংলা পত্রিকার সাংবাদিক ভাবছে, হত আর আহতর মধ্যে মহিলা পুরুষ শিশুর হারটা যেন বাপু হেডলাইন যোগ্য হয় আর মাওবাদী যদি মরে তাইলে যেন কেন্দ্রীয় বাহিনীর হাতে মরে, পুলিশকে যেন একটু অসহায় লাগে। ইত্যাদি। এই সিনিকাল সমবেত মৃত সংখ্যার অপেক্ষা আর ভাল্লাগে না।
  • Samik | ১৮ জুন ২০০৯ ১০:১৪ | 122.162.236.150
  • রঞ্জনদা,

    সেই সুতোর লিংক এখানে কাল রাতেই দিয়ে দিয়েছি তো! পিছিয়ে পড়ুন!

    শ্রাবণী, তুমি কি মজুম? তুমি আমাকে FanIQ নামক কোনও সাইট থেকে কোনও প্রাইভেট মেসেজ পাঠিয়েছো?
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ১০:০৭ | 203.110.240.21
  • *শুরু
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ১০:০৬ | 203.110.240.21
  • লালগড়ে কি অভিযান শ্রু হয়েছে?
  • Arijit | ১৮ জুন ২০০৯ ০৯:৫৬ | 61.95.144.123
  • অপ্পনকে - একন আইটি ইন্ডাস্ট্রীও ওপেন সোর্সকে মোড়ল হিসেবে মানে। ভারতীয় কনসাল্টিং কোংগুলোই আইটি ইন্ডাস্ট্রীর একমাত্র প্রতিভূ নয়;-)
  • rokeyaa | ১৮ জুন ২০০৯ ০৯:৫৬ | 203.110.240.21
  • আবাপ আবার ন্যাকামো করে ওপরে ঝুলিয়ে দিয়েছে কিছু কিছু দেখা যাচ্ছে না! পুরোটাই যে দেখা যাচ্ছে না, সেটা এই ্‌্‌্‌ গুলোকে কে বোঝাবে?
  • arjo | ১৮ জুন ২০০৯ ০৯:৫১ | 24.42.203.194
  • কিছু করেই আবাপ পড়তে পারলাম না। অপ্পন যা যা বললে সেসব করেও কিছু হল না। ক্রমশ পিছিয়ে পড়ছি।
  • san | ১৮ জুন ২০০৯ ০৯:২৯ | 123.201.53.133
  • বিস্ময়সূচক অর্থে অবশ্যই 'কী' হওয়ার কথা। কী আশ্চর্য। কী সুন্দর।

    কিন্তু আকাদেমি পাল্টে দিয়ে থাকলে জানিনা।
  • Bratin | ১৮ জুন ২০০৯ ০৭:৫৯ | 117.194.97.55
  • কৌশলে ঘটি দের ল্যাদখোর বলার তীব্র প্রতিবাদ জানালাম।
  • kallol | ১৮ জুন ২০০৯ ০৭:২৩ | 122.167.17.67
  • এঃ আবাপ পুরো ঘেঁটে। কিছুতেই কিছু হচ্ছে না।
  • Tim | ১৮ জুন ২০০৯ ০২:৫৫ | 198.82.167.98
  • অপ্পনের পোস্টে নিরবচ্ছিন্ন স্তব্ধতা নেমে এসেছে।
  • Arpan | ১৮ জুন ২০০৯ ০১:২২ | 122.252.231.12
  • নিরবিচ্ছিন্ন নয়, নিরবচ্ছিন্ন।

    অ্যাড-অনটার জন্য থ্যাংকু!

    এইবার সত্যি সত্যি গুডনাইট। ঃ-)
  • intellidiot | ১৮ জুন ২০০৯ ০১:০৮ | 59.164.205.85
  • রঞ্জনদা, ঐ ভিডিওর তলায় দেখবেন একটা সিক বার আছে। তাতে একটা হালকা লাল দাগ আগে আগে যায় তার পরে গাড় লাল দাগটা। হালকা লাল দাগটা হল বাফারিং এর সূচক। মানে ঐ ভিডিওটার যতখানি ডেটা আপনার কম্পুতে এসে জমা হয়েছে আরকি। আর উপরের ডিপ লালটা ভিডিওর সময়ের সূচক।

    এখন ধরুন, আপনার কম্পুতে পাঁচ সেকেন্ডের ডেটা জমা হয়েছে, এদিকে ভিডিওটি পাঁচ সেকেন্ড দেখে ফেলেছেন, তখন ও এগিয়ে যাবার মত কোন রসদ (ডেটা) না পেয়ে থেমে গিয়ে ফারদার বাফারিং এর জন্য অপেক্ষা করে। কিছুক্ষন যদি পজ করে রাখেন আর ফিকে লাল দাগটাকে একটু এগিয়ে যেতে দ্যান তাহলে হয়তো নিরবিচ্ছিন্ন ভাবে দেখতে পাবেন।

    আর আপনি ফাফ ব্যবহার করলে https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006 এখানে গিয়ে অ্যাড অন টাকে ইন্সটল করে ফেলুন। এর পর ইউটিউবে কোন ভিডিও খুল্লে দেখবেন তিনটে রঙ্গীন বল নাচ্ছে। ওর গায়ে ক্লিক করলে ও ভিডিও টা ডাউনলোডানোর সুযোগ দেবে। ডাউনলোড করে নিন। তার পর সময় মত বারে বারে দেখুন (-ঃ
  • pi | ১৮ জুন ২০০৯ ০১:০৫ | 128.231.22.89
  • তারপর সেই শহীদদের মৃত্যুর বদলা নিতে শুরু হবে ... নাঃ, শুরু আর কি, ভিশাস সাইকেলের আবার শুরু আর শেষ কি !
  • pi | ১৮ জুন ২০০৯ ০১:০৩ | 128.231.22.89
  • সিম্পল তো।
    তাঁরা মরবেন।
    ইয়ে, মানে শহীদ হবেন।
  • ranjan roy | ১৮ জুন ২০০৯ ০০:৫৯ | 122.168.71.19
  • ঘুমুতে যাবার আগেঃ
    লালগড়ে কী হবে কেউ ফোরকাস্ট করছেন না যে!
    ই-টিভি ছত্তিশগড়ে দেখলাম জনৈক পাকাচুলো গৌরবাবু লিফলেট বিলি করছেন আর বলছেন দন্ডকরণ্যে আমরা লো লেভেল অটোনোমাস ইকনমি চালাচ্ছি। সবাই মোটা ভাত- মোটা কাপড়পাচ্ছে।
    কিন্তু কয়েক কোম্পানি সি আর পি নামার পর কী হবে? এঁয়ারা চলে যাবেন বস্তার বা দণ্ডকারণ্য স্পেশাল জোন, কিন্তু হলধর মাহাতো? স্থানীয় আদিবাসীরা?
  • Arpan | ১৮ জুন ২০০৯ ০০:৫৪ | 122.252.231.12
  • রঞ্জন্দা ওটা নেট কানেকশনের স্পিডের উপর নির্ভর করে। বাফারিং হয় বলে চক্র দেখায়। ঃ)

    গুডনাইট।
  • ranjan roy | ১৮ জুন ২০০৯ ০০:৫৩ | 122.168.71.19
  • হিন্দি লিঙ্গ নিয়ে আমি শমীক, শ্রাবণী ও আরও অনেকে একটা আলাদা সুতোয় উদাহরণ দিয়ে লিখেছি।
    শমীক বা কেউ তুলে দেবে।
  • Arpan | ১৮ জুন ২০০৯ ০০:৫২ | 122.252.231.12
  • * বিস্ময়সূচক বাক্যে
  • Arpan | ১৮ জুন ২০০৯ ০০:৫২ | 122.252.231.12
  • আবাপ-ও বলছে বিস্ময়সূচক চিহ্নে কী হয়। যেমন "কোথায় কী?"

    আজকের ম্যানড্রেক পশ্য।
  • ranjan roy | ১৮ জুন ২০০৯ ০০:৫১ | 122.168.71.19
  • ইন্টেলি! তুমি বড় ভাল ছেলে। পাগানিনি'র পর শুবার্টের আভা মারিয়া ও শুনলাম। আর এইপ্রথম কোন ইউ টিউব আমার পিসিতে without break চললো।
    বাকি সব সময় পাঁচ সেকেন্ড যেতেই ফ্রিজ হয়ে যায়। ওপরে একটা সুদর্শন চক্রের মত ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ফের শুরু হয়।
    আমাকে একটু গাইড করবে কী করে নিরবচ্ছিন্ন ভাবেদেখা যায়?
  • m | ১৮ জুন ২০০৯ ০০:৪৬ | 173.26.17.106
  • আবপ র শত্রুদের ভগা পাপ দিয়েছেঃ))
  • Samik | ১৮ জুন ২০০৯ ০০:৩৮ | 122.162.236.8
  • আম্মো। ফ্রাস্টু খেয়ে ঘুমোতে যাই।
  • Tim | ১৮ জুন ২০০৯ ০০:৩৬ | 198.82.167.98
  • পিছিয়ে পল্লাম!
  • Arpan | ১৮ জুন ২০০৯ ০০:৩৬ | 122.252.231.12
  • আবাপ দিব্যি পড়া যাচ্ছে। আমিই পড়ছি। তার আগে যেমনটি লিখেছি সেসব রিচুয়াল ফলো করতে হবে।
  • Arpan | ১৮ জুন ২০০৯ ০০:৩৫ | 122.252.231.12
  • কেন? বেঙ্গল টিমটার তো গত দু'বছর ও চিফ অ্যাডভাইসর না হাতি-ঘোড়া কী যেন ছিল। তারা তো একবার পা ফস্কাল। আরেকবার কোনরকমে এলিটে উঠেই হেরে ভূত হল।
  • Samik | ১৮ জুন ২০০৯ ০০:৩৪ | 122.162.236.8
  • থাম্ব রুল ঃ what মানে কী।

    what will you eat মানে তুমি কী খাবে?
    what a beautiful ... মানে কী সুন্দর!
    will you eat মানে তুমি কি খাবে?
  • arjo | ১৮ জুন ২০০৯ ০০:৩৩ | 168.26.215.13
  • মহিন্দর অমরনাথ ভালো কোচ হত। কেউ বুঝল না আবাপ ছাড়া।
  • Samik | ১৮ জুন ২০০৯ ০০:৩৩ | 122.162.236.8
  • সেরকমই ভেবেছিলাম। বুর্জোয়া আকাদেমির চক্কান্তো। আমি ব্যাকরণে বিস্ময়বোধক অর্থে "কী'ই পড়েছিলাম।
  • pepe | ১৮ জুন ২০০৯ ০০:৩২ | 165.91.215.12
  • বোঝো!!!! কে আমাকে আবাপ নিয়ে ফান্ডা দিছি্‌ছল এক্টু আগে ঃ-/
  • Arpan | ১৮ জুন ২০০৯ ০০:৩২ | 122.252.231.12
  • মানে তিনজনের একজনকে। ঃ)
  • Arpan | ১৮ জুন ২০০৯ ০০:৩২ | 122.252.231.12
  • অ। তাহলে আরো জেনে নাও। তিনজনকে কোচ করার কথা ভাবা হচ্ছে।

    হোয়াইটমোর, স্টিভ ও আর লালচাঁদ রাজপুত।
  • intellidiot | ১৮ জুন ২০০৯ ০০:৩১ | 59.164.205.85
  • ওক্কে
  • arjo | ১৮ জুন ২০০৯ ০০:৩১ | 168.26.215.13
  • যাঃ দিলে আবার গুলিয়ে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত