এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৩ জুন ২০০৯ ১২:৪২ | 170.153.65.102
  • এক দেশে এক কার্ড ছিলো। আর তার পাশের দেশে ছিল একটা পিকল ....
  • nyara | ২৩ জুন ২০০৯ ১২:৪১ | 64.105.168.210
  • ইংরিজি শেখার জন্যে কমিক্স অতি ধুর জিনিস। আমি ছেলেবেলায় দিস্তে দিস্তে কমিক্স ইংরিজিতে পড়েছি। লেখা স্কিপ করে সাইলেন্ট মুভি দেখার মতন ছবি দেখে সব বুঝে যেতাম।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:৪০ | 61.95.144.123
  • কিন্তু কার্ড অ্যাণ্ড পিকলের গপ্পোটা কেউ বলে দাও না।
  • d | ২৩ জুন ২০০৯ ১২:৩৯ | 144.160.5.25
  • এইটা ব্ল্যাংকি ভাল বুদ্ধি দিয়েছে। কিন্তু আমার কাছে তো কমিকস নাই। দাঁড়া বলি যোগাড় করে নিতে।
  • nyara | ২৩ জুন ২০০৯ ১২:৩৮ | 64.105.168.210
  • নেটে আমার কিছু পুরোন পোস্টিং-এর আড়ষ্ট ও ভুল ইংরিজি দেখলে আগে লজ্জায় মাথা কাটা যেত। এখন মনে মনে জিভ কেটে এগিয়ে যাই।

    বাকি রইল, ঘৃণা আর ভয়।
  • Blank | ২৩ জুন ২০০৯ ১২:৩৭ | 170.153.65.102
  • পড়ার অভ্যেস পুরোটাই চোখে দেখে তৈরী হয়। আমার দাদু (বাবার দিকে) কে দেখতাম সারাদিন কিছু না কিছু পড়তে। বই ছারা কখনো দেখিনি। দাদুর মাদুরে শুয়ে থাকলে, দাদুর পাশে ঐ ছেঁড়া রামায়নের দু পাতা, একটা হাঁদা ভোঁদার খোসা নিয়ে আমিও শুয়ে পড়তুম।
    আর আমার মামার বাড়ির দাদু কে বই পত্তর পড়তে দেখিনি কোনোদিন। তাই আমার ধারনা ছিলো মামার বাড়ির দাদু হলো মুখ্যু। পড়াশুনো জানে না।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১২:৩৫ | 216.52.215.232
  • টিনটিন বেশ কাজের।
  • r | ২৩ জুন ২০০৯ ১২:৩৫ | 125.18.104.1
  • উরিন্না! আই টি গোয়ালে ঢুকে প্যারাডাইম শিফ্‌ট!! পারিন্না! ঃ-))
  • nyara | ২৩ জুন ২০০৯ ১২:৩৪ | 64.105.168.210
  • বয়েস হচ্ছে তো, তাই আজকাল আর ভলোমন্দ, সাবজংক্টিভ মুড না ইনফিনিটিভ - এসব নিয়ে মাথা ঘামাই না। বিদেশী ভাষা, ছেলেবেলা থেকে ঘরে-বাইরে না বলে যদি যথেষ্ট কমিউনিকেট করতে পারার মতন শিখে থাকে - তাহলেই আমার কাছে দশে দশ। যে খুব ভাল মাখন বলবে তাকে এক্সট্রা ক্রেডিট হিসেবে ললিপপ দিয়ে দেব।
  • Blank | ২৩ জুন ২০০৯ ১২:৩৪ | 170.153.65.102
  • দমদি, ওকে ছোট ছোট পাতলা কমিকস দাও। কমিকস এসব ক্ষেত্রে খুব কাজের জিনিস।
  • san | ২৩ জুন ২০০৯ ১২:৩৩ | 220.227.190.18
  • বই পড়ার ইন্টারেস্ট ব্যাপারটা মনে হয় বাবা-মা-বাড়ির পরিবেশের উপরে ভয়ানক নির্ভর করে। এখনও অব্দি যা দেখেছি। এক আধজন হয়ত ব্যতিক্রম।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১২:৩২ | 216.52.215.232
  • যত স্যাম্পল ডেটা নেওয়া হচ্ছে তত দেখা যাচ্ছে টিসিএস একঘরে হয়ে যাচ্ছে। ঃ-)

    আরেকটা অবজার্ভেশন আছে। শুরু দিকে প্রচুর লোক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে এসে আইটি জয়েন করেছিলেন। এরকম কয়েকজনকে কাছ থেকে দেখে বুঝেছি তাদের প্যারাডাইম শিফ্‌ট করার সদিচ্ছা বা সংবেদনশীলতা নেই।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১২:৩১ | 160.83.96.81
  • মহিলা ম্যাঞ্জার্দের সম্বোধন অনেক সুমিষ্ট হয় - তুলনামূলকভাবে। ঃ)
  • d | ২৩ জুন ২০০৯ ১২:৩১ | 144.160.5.25
  • জানি অজ্জিত। কিন্তু এক্ষেত্রে ছেলেটির একেবারেই বই পড়ার ইন্টারেস্ট নেই। ড্যানদার বই দিয়েছিলাম। ফেরত দিয়ে দিল, আর অসহায়ভাবে বলল যে ওর ভালও লাগছে না, বুঝতেও পারছে না। অন্য একটি মেয়েকে দিয়েছিলাম। সে মেয়েটিও বেশ চালাকচতুর। এর ইংরাজী মোটামুটি ছিল। শুধু বলতে গেলে ঘাবড়ে গিয়ে চুপ করে যেত। এ মহা উৎসাহে ড্যান ব্রাউন পড়েছে। নিজে যোগাড় করেও অনেক পড়েছে। এবং বেশ চোখে পড়ার মত উন্নতি করেছে।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:২৯ | 61.95.144.123
  • দিল্লী টিসিএসে কেউ কেউ ওইভাবে প্লিজ বলে বলতো, আবার অনেকেই বলতো না। কিন্তু কোনো প্যাটার্ন পাইনি/মনে নেই।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১২:২৮ | 160.83.96.81
  • "ক্যান/উড' আর "প্লিজ' এর সহাবস্থান এখানেও। সে যেই হোন না কেন। এটুকু এটিকেট আশাই করা যায়।

    মুশকিল হল, ক্লায়েন্টকে (প্রধানত জাপানীজ/ চাইনিজ) খুব গুছিয়ে ইমেইল লিখলে তার মর্মোদ্ধারে ফলোআপ মেইল পাঠাতে হয়। এক ব্রিট একবার বেশ খার খেয়েছিলো তাকে "রিকোয়েস্ট ইয়ু টু ...' লিখতে। তার মতে সেটা নাকি ইনডিসেন্ট এবং অফেন্সিভ!
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১২:২৭ | 216.52.215.232
  • আর যার পড়ার ইচ্ছে/ধৈর্য নেই, ইএস্পিএনে ক্রিকেট কমেϾট্র বা এন্ডিটিভিতে বিগ ফাইট দেখলেও কাজে দেয়।
  • Arpa | ২৩ জুন ২০০৯ ১২:২৫ | 216.52.215.232
  • কার্ড আর পিকলের গল্পে তো দমুর কপিরাইট আছে। আমি কী করে বলব!
  • san | ২৩ জুন ২০০৯ ১২:২৪ | 220.227.190.18
  • শুধু বাঙালীদেরই যদি 'খুঁতখুঁতুনি' থাকত ন্যাড়াদা, তাহলে আমাদের দক্ষিণ ভারতীয় বসেরা কথ্য ইংরিজি আর উচ্চারণ শুধরোনোর জন্য ট্রেনিং সেশন অর্গানাইজ করত না। করে তো। তার মানে তাদেরও যথেষ্টই এসে যায় ।
  • d | ২৩ জুন ২০০৯ ১২:২৩ | 144.160.5.25
  • হ রঙ্গনের পিটপিটানিটা আমারও আছে।

    অজ্জিত ঐটে কলকেতার বৈশিষ্ট্য মনে হয়। কারণ দিল্লীতেও (মানে লোকের মতে দিল্লী তো বেশ অভদ্র জায়গা) লোকে ঐ ক্যান ইউ প্লীজ কাম টু মাই ডেস্ক কিম্বা "আপ জারা আওগে/আওগী প্লীজ' বলে। পুণেতে তো বটেই।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:২২ | 61.95.144.123
  • দমু - আমি দেখেছি এই ম্যাগাজিনের চেয়ে একটা ভালো গপ্পের বই অনেক বেশি উপকার করে। আসলে পড়ার ইন্টারেস্টটা হয়তো বেশি পায় - তাই...
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:২১ | 61.95.144.123
  • হুঁ। ফেসবুক আমাকে বলেছে ৭১ বছরের বুড়ো। রঙ্গনকে কত বলে দেখার ইচ্ছে আছে;-)
  • r | ২৩ জুন ২০০৯ ১২:১৯ | 125.18.104.1
  • একটু দাদুগোত্রের লোক তো, তাই ইংরিজি না, বাংলা নিয়েও আমার বেজায় খুঁতখুঁতুনি। যে ভাষা শিখবে, ভালো করে শেখো।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:১৭ | 61.95.144.123
  • কতকগুলো জিনিস আমার চোখে লাগে - এখানে একজন সুপিরিয়র তার অধস্তনকে ডাকে - "অমুক, কাম হিয়ার' - অ্যাজ ইফ অর্ডার করছে। এইটে আমার হজম হয় না। এর একটা কারণ হয়তো আমার ব্রিটিশ সিস্টেমে একটা অভ্যেস হয়ে যাওয়া - যত তলার লোকই হোক - "ক্যান ইউ কাম টু মাই রুম ফর অ মিনিট প্লিজ' বা "ক্যান ইউ সী মি ফর অ মিনিট প্লিজ' বল্লে অনেক ভালো লাগে।

    এটা লিঙ্গুইস্টিক বা কমিউনিকেশন প্রবলেম নয় - এটা জাস্ট মেন্টালিটি...
  • d | ২৩ জুন ২০০৯ ১২:১৪ | 144.160.5.25
  • ঐ গল্পের শেষে SME অধৈর্য্য হয়ে জিগালো "আর ইউ গোয়িং টু ডু ইট অর ইউ হ্যাভ ডান ইট?'। তাখন সে ছানা উত্তর দিল "ওকে'
    তারপর সে সমস্ত ফাইল টাইল খুলে সেটাপ দেখিয়ে তবে রক্ষা।

    কেলো হল উল্টোদিকে বিজনেস ইউজার থাকলে সে মোটেই ফাইল খুলে দেখতে উৎসাহী হয় না। তারা বলেই দেয় "লেট হিম ডু ইট ফার্স্ট'। তারপর মাইলস্টোন মিস বলে লাল লাল করে রিপোর্ট করে দেয়। ঃ(

    এই ছেলেটির সাথে ফেব্রুয়ারী থেকে মার্চের শেষ পর্যন্ত আমি প্রতিদিন ১৫ মিনিট বসতাম, ওকে গুচ্ছ আউটলুক আর ইন্ডিয়া টুডে দিয়েছি। কিন্তু সমস্যা হল "আই ডিড ইট' আর "আই ক্যান ডু ইট' এর পার্থক্য বোঝাতে গেলে একটা কমন কোন ভাষা জানা প্রয়োজন। এ ছেলে হিন্দী একেবারেই বোঝে না, ইংরাজীর মতই বোঝে বলা যায়। আর আমি তেলুগুর বিন্দুবিসর্গও জানি না।

    মুশকিল হল, ছেলেটাকে দোষ দেবার কিছু নেই। ওরা বর্ধিষ্ণু চাষী পরিবার। ওর বাড়ীর অধিকাংশ লোকের বেশ অনেক একর করে জমি আছে, তাতে চাষ করে এবং তার থেকে রীতিমত ভাল আয় হয়। ওদের পাঁচ ভাইয়ের মধ্যে ওরা ছোট দুই ভাইই কলেজে পড়েছে এবং চাকরী করছে। তো, এর আগে কারো কখনও ইংরাজীর কোন প্রয়োজন হয় নি। কাজেই বাড়ী থেকে বেচারী কোন সাহায্য কস্মিনকালে পায় নি। ছেলেটা বুদ্ধিমান। কাজেই আমি এখনও হাল ছাড়িনি। চেষ্টা আভি ভি জারী হ্যায়।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:১১ | 61.95.144.123
  • ন্যাড়াদা - সহি বাত।

    অপ্পন - কার্ড অ্যাণ্ড পিকল?
  • nyara | ২৩ জুন ২০০৯ ১২:০৯ | 64.105.168.210
  • ইংরিজি নিয়ে এই খুঁতখুঁতুনি বাঙালীদের একচেটিয়া। "বাঙালীকে ইংরাজী জানে না বলিবার বাড়া গাল হয় না'।

    চিনেদের সঙ্গে কাজ করুন, হীনমন্যাতা দুদিনে হুশ হয়ে যাবে। বিভিন্ন মানে থেকে আসল মানে বের করা স্কিল গোলা ডেভলপ করে যাবে। আর দেখবনে সাহেব-নির্বিশেষে সবাই কত ভুলভাল বলে এবং কেয়ার করে না। আমি তো আজকাল, "ইংরিজি বলছি, তোদের কেতাত্থ করছি' হাওয়া নিয়ে ঘুরি।

    জার্নালিজমে অবশ্য অন্য গল্প।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১২:০৯ | 160.83.96.82
  • হিন্দী সিনেমায় দেখানো বাঙালীদের ভুলভাল হিন্দী বলার মিথ নিয়ে কোনও বক্তব্য নেই? ;-)
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১২:০২ | 65.194.243.232
  • যাক, কাব্লিদার পোস্ট পড়ে নিশ্চিন্ত হলুম। আজকালকার ছোঁড়াছুঁড়িরা আগের জেনারেশনের চেয়ে অনেক বেটার আর কারেক্ট হিন্দি বলে। ঃ-)
  • r | ২৩ জুন ২০০৯ ১২:০০ | 125.18.104.1
  • গত একমাস ধরে একটা সিনিয়র লোক ভ্যালু প্রোপোজিশনকে ভ্যালু প্রোপোর্শন লিখে যাচ্ছে। আমি যতবার কেটে প্রোপোজিশনটা প্রোপোজ করি, সে ততবার আবার কেটে প্রোপোর্শন করে ব্যাপারটা ডিজপোজ করে দেয়।
  • h | ২৩ জুন ২০০৯ ১১:৫৫ | 206.195.19.51
  • আমার একটা অসুবিধে হয়, প্রায় ই , আমি ইংরেজি বল্লে, যেহেতু আমার ইংরেজি টা বুকিশ এবং এক্টউ ডিয়ার ছার উইঠ ডিউ রিগার্‌ড্‌স টাইপের, তাই লোকের বুঝতে অসুবিধে হয়। এটা নিয়ে নানা চাপ হয়েছে অতীতে। এখন আমি যেহেতু আপিসে গাল দেওয়া ছাড়া কথা বলি না, তই কম্যুনিকেশন আর সমস্যা নেই ;-)
  • nyara | ২৩ জুন ২০০৯ ১১:৫৪ | 64.105.168.210
  • কেডিদার ড্রাইভারের গল্প পড়ে প্রাণ খুলে হাসলাম।
  • san | ২৩ জুন ২০০৯ ১১:৪৬ | 220.227.190.18
  • হায় দমদি, এ আমার রোজকার গল্প ঃ-( আই ডু ইট মানে কখন যে 'আমি করেছি', আর কখন 'আমি করব' সে এখন আমি নিজে নিজেই বুঝতে পারি ঃ-)
  • kd | ২৩ জুন ২০০৯ ১১:৩৯ | 59.93.211.63
  • পুরোনো একটা ভাট বা টই পোস্টিং পড়ে মনে পড়ে গেলো। বছর দু-তিন আগে একটা গাড়ি ভাড়া করে দিল্লি, জয়্‌পুর, আগ্রা চক্কর মেরেছিলুম। ড্রাইভারকে বল্লুম, সামনেই সেকেন্দ্রা গিরেগা, না? ড্রাইভার থতমত খেয়ে বললো, হাঁ সাব, জরুর গিরেগা, এক্‌দম গাড়ি কে সামনেই গিরেগা, অউর হাম জোর সে ব্রেক মারেগা। তারপর নিউদিল্লি স্টেশন অবধি কাঠি করে গেলো ওর আগে শোনা বাঙালীদের হিন্দি নিয়ে - শেষ লেগটা বেশ embarassing, yet enertaining হয়েছিলো - ভালো টিপ দিয়েছিলুম।
  • d | ২৩ জুন ২০০৯ ১১:৩৭ | 144.160.5.25
  • আমার টিমে একখান ছানা, সাড়ে চার বছরের মত অভিজ্ঞতা, কাজেকম্মে ভালই। কিন্তু কাজেকম্মে যে ভাল- সেটা বোঝা এবং লোককে বোঝানো খুবই কঠিন কাজ। তো, আমার তখন IMS DBর লোক সাংঘাতিক দরকার। এ কোম্পানিতে যোগ দিয়ে এলো আমার কাছে। সবকিছুতেই দুদিকে ঘাড় নেড়ে বলে "ইয়েস ইয়েস, আই ডু ইট।' এদিকে ক্লায়েন্টের বায়না হল সমস্ত কোড, টেস্ট রেজাল্ট প্রতিদিন স্ট্যাটাস কলে লাইভ মিটিঙে ওয়াক থ্রু করাতে হবে। তো, একে বললাম দেখো বাবা, বেশী কথা বোলো না, শুধু কোডটা দেখাবে আর টেস্ট রেজাল্টের ফাইলগুলো আর সিস আউট দেখিও। রিহার্সাল দেওয়ালাম। সে শুরু করল ---- কোড ওয়াক থ্রু উৎরে গেল, টেস্ট রেজাল্টের সময় একজন SME বলল যে এক্ষেত্রে তার এক্সপেক্টেশান হল অমুক অমুক অমুক অমুক ডেটা সেট আপ এবং অমুক জবকে তমুক স্টেপ অবধি রান করানো আর তমুক তমুক ফাইলে এই ঐ তাই দেখা। ব্যাস! সমস্ত রিহার্সাল মায়ের ভোগে। ছানা বলল "ইয়েস ঈ ক্যান ডু ইট'। সে মহিলা ঘাবড়ে গিয়ে বলে "ওহ্‌ সো ইউ ডিডন্ট দু ইট?' ছানা আবারও দুদিকে ঘাড় নাড়ে আর বলে "ইয়েস আই ক্যান ডু ইট'। ফোনের ওপারে হিরন্ময় নীরবতা ---- আমিও ঘেঁটে গেছি ততক্ষণে। মিউট করে ইংরাজীতে, হিন্দীতে জিগালাম তুমি কি এই এই স্টেপগুলো করেছ? সে ভদ্রলোকের এক কথা --- সেই মেলায় কেনা ঘাড়নাড়া বুড়োর মত দুদিকে ঘার নাড়ে আর বলে "ইয়েস আই ক্যান ডু ইট'।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১১:৩১ | 65.194.243.232
  • এবং এইটা ইংরেজিপ্রীতির কারণে নয়। বাংলায় কেউ যদি কপিরাইটারের কাজ করেন তাঁরও উদ্ভাবনী ক্ষমতা, রসবোধ ইত্যাদির সঙ্গে ভাল বাংলাটা জানা জরুরি। সেটা যে হয়না তা অধিকাংশ বিজ্ঞাপনে আড়ষ্ট আর অক্ষম বাংলা শুনে/পড়ে বেশ বোঝা যায়।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১১:২৭ | 207.179.11.216
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু। বাড়ি থেকে ফিরে একদিন ঘুরে আসব।
  • san | ২৩ জুন ২০০৯ ১১:২৬ | 220.227.190.18
  • ভাল কথা দিপু, নান্দি হিলসের বাস ম্যাজেস্টিক থেকে ছাড়ে ৭।৩০,৮।৩০ আর ৯।৩০ এ। আবার দুপুরের পরে। ফেরার বাস ওখান থেকে ছাড়ে ৪।৩০, ৫।৩০, ৬।৩০। কাল বাড়ি গিয়ে দেখলাম।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১১:২৬ | 61.95.144.123
  • কার্ড অ্যাণ্ড পিকল কেসটা কি?
  • san | ২৩ জুন ২০০৯ ১১:১৮ | 220.227.190.18
  • ভুলভাল ইংরিজি লেখা মেইলের সিসিতে থাকা যে কি বিড়ম্বনা সে হাড়ে হাড়ে জানি বলে আমিও অপ্পন থেকে ইন্টেলি সব্বার সঙ্গে একমত ঃ-)
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১১:১৪ | 220.225.245.130
  • **শেষ
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১১:১৩ | 220.225.245.130
  • আমি কাবলিদাকে সমর্থন জানালুম। কথায় বলে প্রথম ইম্প্রেশান হল গিয়ে শেস ইম্প্রেশান। আমাদের এখানে একজন নতুন লিড জয়েন করার পর ওনার প্রথম মেলটা নিয়ে বাকিদের প্রচুর হাসাহাসি করতে দেখেছি। টেকনিকালি উনি ভাল, কিন্তু লিখতে গিয়ে ছড়ানোর জন্য প্রচুর চাপ খান।
  • san | ২৩ জুন ২০০৯ ১১:১২ | 220.227.190.18
  • আরে কেডিদা, বাংলা ভুল জানলেও চলে, ইংরিজি অবশ্যই ঠিক জানা দরকার, সে তো ঠিকই, মানে এখনকার সিস্টেমে। আম্মো তাই বলব।

    বাংলা বানান ভুল হওয়াটা আমি সরকারি শোষণের কথা প্রসঙ্গে বলছিলাম আর কি , এমনিতে জরুরি কিছু না ঃ-)
  • dipu | ২৩ জুন ২০০৯ ১১:০৯ | 207.179.11.216
  • কোন কোয়ার্টারের অ্যাপ্রাইজাল সেটা তত ইম্পর্ট্যান্ট নয় ঃ-)
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১১:০৯ | 220.225.245.130
  • তা ভালই করেছো বটে... একটু পরেই তো উত্তাল চাট খেতে হবে )-ঃ
  • kd | ২৩ জুন ২০০৯ ১১:০৭ | 59.93.211.63
  • স্যান, এটা কিন্তু ঠিক বললে না ভাই। আমরা মৌখিক ভাবে বাংলা যত ব্যবহার করি, সেই তুলনায় লিখি কতটুকু? সেই জায়গায় ইংরিজি আমাদের আস্টেপিস্টে জড়িয়ে আছে চাকরিজীবনে - সেখানে বলার থেকে লেখা ঠিক হওয়া খুব দরকার, তাই না? একজন অপরিচিত লোক আমার লেখা পড়ছে,আমার ভুল ইংরিজি তার মনে একটা অবাঞ্ছিত ইমেজ তৈরী করবে না? সে তো আমি যা বলতে চাইছি, তার কোয়ালিটিকেও সন্দেহ করবে।

    জানি না ঠিক কিনা, তবে আমার তো তাই মনে হয়।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১১:০৭ | 207.179.11.216
  • অক্কুটে যা কইলে? আম্মো রিপ্লাই করে দিইচি ঃ-)
  • sayan | ২৩ জুন ২০০৯ ১১:০৬ | 160.83.96.81
  • এখনি কিসের অ্যাপ্রাইজাল? Q1?

    বেল কার্ভ একটি অতি বৃহৎ ধুর বাল।
  • dipu | ২৩ জুন ২০০৯ ১১:০৫ | 207.179.11.216
  • হবু খ্যাঁটনের ফুত্তিতে ইন্টেলিকে খিস্তি দেওয়া থেকে বিরত হলাম।
  • san | ২৩ জুন ২০০৯ ১১:০৫ | 220.227.190.18
  • এঃ, আগে যেন কত লোক বই পড়ত। আমাদের আগের জেনারেশনেও এমন কিছু ঘরে ঘরে এক্সপোজারের ছড়াছড়ি ছিলনা। শতাংশের হিসেবে তখনও খুব কম লোকেই বই টই পড়ত। বললে হল?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত