এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৬ জুন ২০০৯ ১৪:১৫ | 72.83.196.134
  • সরস্বতী কিন্তু ভারি নক্ষী মেয়ে। নয় কি ?
  • sayan | ২৬ জুন ২০০৯ ১৪:০১ | 160.83.96.81
  • পিপিডাক্তারকে কনগ্র্যা!
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১৩:৫৮ | 220.225.245.130
  • এইটে দ্রি-দা একঘর বল্লেন ঃ-)

    দ-দি, হ্যাপি হ্যাপি কথাগুলি ঐ রকম কায়দা করে হাসমুখ-ক্যাপসুলে ভরে দি। গুঢ় অর্থ কিছু নাই ওতে, একটু গুড় মেশানোর প্রচেষ্টা আরকি ঃ-)
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১৩:৫৭ | 61.95.144.123
  • এখানে? ধুর। এখনো নয়, তবে পে কমিশনের পর শুনছি আগের চেয়ে একটু ভালো হয়েছে। এগজ্যাক্টলি কত, জানি না।
  • dri | ২৬ জুন ২০০৯ ১৩:৫৩ | 117.194.230.106
  • একটা উপায় বোধায় অধ্য'র য়নের বদলে পনা। তাতে লছ্‌মী সরস্বতীর একটা ব্যালেন্স থাকে।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১৩:৪৭ | 61.95.144.123
  • পুরোপুরি ডিচ করতে হবে না এরকম কিছু পেয়ে গেলে লছমী আরাধনাও চলেবল লাগবে। তবে সেটার সাথেও অ্যাডজাস্ট করা বেজায় কঠিন। স্পেশ্যালি যখন তোমাকে একটা নির্দিষ্ট ফর্ম বা রঙ বা স্টাইলের সরস্বতী দেখতে বাধ্য করা হবে।
  • sb | ২৬ জুন ২০০৯ ১৩:৪৪ | 78.52.237.245
  • স্যান, ঋজু ধইন্যযোগ
    দ্রি, এই প্রশ্নটা সব্বাই আমাকে করছে আর আমিও আমাকে করছি। উত্তর কিছু পাই নাই। মা লছমীকে পেলে বড় ভাল হয় তবে এতদিনের সরস্বতীকে ডিচ কত্তে হবে ভাবলে কেমন কষ্ট মত লাগছে। তবে আপাতত এই ডিবেটটা সরিয়ে রাখছি। কারণ পরবর্তী ছয় মাস সম্পূর্ণ অন্য গোয়ালে গিয়ে সম্পূর্ণ নতুন গরু খুঁজিব।
  • Ri | ২৬ জুন ২০০৯ ১৩:৩৯ | 203.197.96.50
  • পিপিকে ডাক্তার হবার জন্যে কনগ্র্যা।
  • d | ২৬ জুন ২০০৯ ১৩:২৩ | 144.160.5.25
  • এই গরু পোষ মানানো দেখে আমার একটা বাজে রসিকতা করতে খুব ইচ্ছা হচ্ছে।

    কিন্তু ইন্টেলিখোকার এই (ঃ               ঃ) এর মধ্যে কিছু লেখার অন্তর্নিহিত গুঢ় অর্থটি কী?
  • dipu | ২৬ জুন ২০০৯ ১৩:২১ | 207.179.11.216
  • ওক্কে। মেইল করছি।
  • dri | ২৬ জুন ২০০৯ ১৩:১৭ | 117.194.230.122
  • পিপির কি এবার প্ল্যান? উত্তরগরুপর্বের অধ্যয়ন, নাকি মা লছ্‌মির আরাধনা?
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১৩:১৩ | 220.225.245.130
  • আমি গরুর গপ্পটা একদম বুঝতেই পাল্লুম না। আমি কি গরু?
  • san | ২৬ জুন ২০০৯ ১৩:১২ | 123.201.53.133
  • পিপিকে কনগ্র্যা ঃ-)

    দিপু, আমার মনে হয় যাওয়া হবেনা। তাও লিস্টি দিয়ে রাখিস, যেতে পারলে কিনে রাখব।
  • sb | ২৬ জুন ২০০৯ ১৩:১০ | 78.52.237.245
  • অপ্পন, থ্যাঙ্কু। গরু খুঁজে পেয়েছি এইটুকু বলতে পরি। তবে তাকে পোষ মানানো দুঃসাধ্য। চেষ্টা জারি হ্যায়।
  • dri | ২৬ জুন ২০০৯ ১৩:০৫ | 117.194.230.122
  • ওক্কে, এই ডিবেটটা চলুক। ডিবেটটা স্টার্ট করাই আমার উদ্দেশ্য ছিল।

    কিন্তু আমার অন্য একটা পয়েন্ট করার ছিল। সেটা হল ঐ সারা ভারতে ইউনিক আইডি চালু করার উদ্যোগ। এটা ঐ সারা পৃথিবীতে চিপ্‌ড পপুলেশান বানানোর পথে একটি স্টেপ। অর্জিত আগেই বলেছে, এটা সারা পৃথিবীতেই চালু হয়েছে। ইউ কে তে নতুন একটা মাইক্রোচিপ্‌ড আই ডি কার্ড চালু করা নিয়ে খুব ডিবেট হচ্ছে। শুরুতে এটা ই®¾ট্রাডিউস করার চেষ্টা হবে এই করে কত সুবিধে হবে সেই গান গেয়ে। কিন্তু রিয়েলি আমি মনে করি এগুলো হল অ্যারন রুসো বর্ণিত সে¾ট্রালাইজ ক®¾ট্রাল্‌ড ওয়ান ওয়ার্ল্ডের দিকে একটি ছোট স্টেপ। যেসব দেশে আই ডি চালু নেই সে দেশে আই ডি বানানো। তারপর আসবে মাইক্রোচিপ, তাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হেল্‌থ ইনফো সব থাকবে।

    এবং এর অন্য সাইডটা হল মানুষকে ক্যাশ ব্যবহার করতে ডিসকারেজ করা। এটা হতে এখনও অনেক সময় লাগবে। কিন্তু অলরেডি এই নিয়ে পুশ আমরা দেখতে পাচ্ছি। জাপানে ক্যাশ অ্যাবলিশ করার প্রপোজাল উঠল। http://business.timesonline.co.uk/tol/business/economics/article6531299.ece। ডাচ সুপারমার্কেটেও ক্যাশ তুলে দেবার পরিকল্পনা হচ্ছে। http://www.dutchnews.nl/news/archives/2009/06/supermarkets_set_to_refuse_cas.php। ইলেকট্রনিক ট্র্যানজ্যাকশানের দিকে এগোচ্ছি আমরা। এবং এর সেষে আছে টোটাল ক®¾ট্রাল অফ দা পপুলেশান।

    এটা কি কনস্পিরেসির থ্রেডে যাওয়া উচিৎ?
  • pi | ২৬ জুন ২০০৯ ১৩:০২ | 72.83.196.134
  • ধুর , গরু খুঁজে এনে তারপর তাকে ধরে গাছে ওঠানোর বন্দোবস্ত করতে হয়।
  • Bratin | ২৬ জুন ২০০৯ ১৩:০১ | 117.194.96.250
  • আচ্ছা ঃ-)))
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:৫৯ | 61.95.144.123
  • আজ্ঞে না। ইহা হইল বন্য গরু - পাহাড়-পর্বত-অরণ্যে খুঁজিয়া বেড়াইতে হয়। ইহার দেখা মেলা কঠিন। ধরিতে পারিলেও বাগে আনা আরো কঠিন। সর্বশেষে ইহাকে ধরিয়া আনিয়া খোঁয়াড়ে ভরিতে হয়।

    বছর দুয়েক যেতে দাও, বুঝবে;-)
  • dipu | ২৬ জুন ২০০৯ ১২:৫৬ | 207.179.11.216
  • কাল সকালে। থ্যাঙ্কু।
  • Bratin | ২৬ জুন ২০০৯ ১২:৫৫ | 117.194.96.250
  • আরে গরু পোষ মানানো নয় 'খোঁজা'; গরু তো পোষ মেনে ই থাকে। ঃ-))
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১২:৫৫ | 220.225.245.130
  • অরিজিতদার শেষ পোস্টটার সাথে বিলকুল একমত।
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১২:৫৪ | 220.225.245.130
  • দীপুখোকা আজ বাড়ি যাচ্চ নাকি?
    (-ঃ শুভ যাত্রা ঃ-)
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:৫৪ | 65.194.243.232
  • আমি হলেও কর্তাম না। তারপরে এমনি শহুরে গড়পড়তা লোকেও প্রচুর অ্যান্টি-মুসলিম। চাপের জায়গা।

    ডিঃ ব্যক্তিগত অভিজ্ঞতা
  • dipu | ২৬ জুন ২০০৯ ১২:৫১ | 207.179.11.216
  • বোঝো! সে মোনয় অমন জাগায় চাগরি করবে না।
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:৫১ | 65.194.243.232
  • আরে, আমি এতক্ষণ ওয়েট কর্চ্চিলাম। ঃ-)

    পিপিদিদি, অনেক অনেক অভিনন্দন। গোরু পোষ মানল তালে?
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:৫০ | 61.95.144.123
  • ঠিক।

    তবে শুধু সিলেবাস নয় - গোটা টিচিং মেথডোলজি পাল্টাতে পারবে কি? ওইটা আগে দরকার। বেশি দরকার।
  • sb | ২৬ জুন ২০০৯ ১২:৫০ | 78.52.237.245
  • অজ্জিত, দময়ন্তীদি, সিঁফো, পাই, r, টিম, ইন্টেলি, দ্রি, ব্ল্যাংকু, সব গুরুভাই ও বোন সব্বাইকে ধন্যযোগ। হ্যাঁ, শেষমেষ শেষ হল। একটা যুগের অবসান।
    সিব্বাল মশায়ের সিদ্ধান্ত নিয়ে আমার দু আনাঃ
    সারা ভারত জুড়ে এক সিলেবাসঃ কন্ডিশনালি হ্যাঁ (যদি রিজিওনাল ইতিহাস, ভূগোল ও ভার্নাকুলার সমান গুরুত্ব পায়। নচেৎ বিগ নো)

    ক্লাস টেনের পরীক্ষা তুলে দেওয়াঃ কোনোমতেই না

    এক শিক্ষাবর্ষঃ হ্যাঁ
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:৫০ | 65.194.243.232
  • হ্যা, আছে। দমন গিয়ে খেতে হবে। বা দিউ।
  • dipu | ২৬ জুন ২০০৯ ১২:৪৯ | 207.179.11.216
  • আমার একটা পোশ্নো আছে। অলমোস্ট রামরাজ্য গুজরাতে মাল খাওয়ার উপর কি কোনরূপ নিষেধাজ্ঞা বলবৎ আছে?

    ডিঃ ইহার সহিত শিক্ষাব্যবস্থার কোন সম্পর্ক নেই। আমার এক বন্ধু গান্ধীনগরে চাকরি পেয়েছে, সে জিগাল।
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:৪৭ | 65.194.243.232
  • আর আইআইটি শুধু এলিটেরাই দেয় না। প্রচুর কম্পিটেন্ট নন-এলিট ছেলেমেয়ে স্টেটবোর্ডের এ¾ট্রান্সে ফাটিয়ে দেয়। তারা সর্বভারতীয় ক্ষেত্রে সুযোগ পাবে না কেন?

    অংক - বিজ্ঞান ইত্যাদি নন-সাবজেক্টিভ বিষয়ের ইউনিফর্ম সিলেবাসের ফেভারে আমি।
  • Blank | ২৬ জুন ২০০৯ ১২:৪৬ | 203.99.212.224
  • খুব ই বাজে ধারনা। ইতিহাসে সাথে 'যে' লিখেছে এই কথাটাই আসে না। বহুজন বিভিন্ন দৃষ্টিভঙ্গী থেকে কোনো ঘটনাকে ব্যখ্যা করার চেষ্টা করেন। তাই ইতিহাসে সবচেয়ে কালারফুল ডিবেট তৈরী হয়।
    আর বিজেপির মতন কিছু দল নোংরামীর চেষ্টা করে ইতিহাস নিয়ে। ওরা বেসিক স্কেলিটনটাকেই পাল্টে দেওয়ার নোংরা চেষ্টা করে।
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১২:৪২ | 220.225.245.130
  • অর্পণদার সাথে একমত। নিজের ইচ্ছেমত ইতিহাস পড়ানো হলে সেটা নতুন কিছু হবে না। ইতিহাসের জন্মলগ্ন থেকেই ইতিহাস একপেশে। যে জিতেছে সেই লিখেছে।
  • Bratin | ২৬ জুন ২০০৯ ১২:৪১ | 117.194.96.250
  • আমাদের বিবেকানন্দ univ তে MSc Computer Sc এ পড়ানো হচ্ছে combinatorial designs,Theory of NP completeness, ছেলে রা চাপে পড়ে যাচ্ছে ।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:৪০ | 61.95.144.123
  • লাও ল্যাদোষদা টই খুলে দিয়েছে। বাকি সব ওখানে। এবার এই ভাটের সবকটা পোস্টকে কপি করে টইয়ে তোলার দায়িত্ব এলসিএমকে দেওয়া হোক;-)
  • dri | ২৬ জুন ২০০৯ ১২:৩৬ | 117.194.234.34
  • শিক্ষা হ্যাজ অলওয়েজ বিন পোলিটিকাল। যে পাওয়ারে আসে সে তার মত করে শেখায়। এই বেসিক ব্যাপারটা হয়ত কোনদিনই বদলাবে না।

    কিন্তু স্টিল, ডিসে¾ট্রালাইজেশান ভালো। একটা রাজ্যে একরকম শেখালে, অন্য রাজ্যে তার কাউন্টারপয়েন্ট তৈরী হবার একটা জায়গা থাকে।

    আরেক স্টেপ এগিয়ে, আমি একটা কনস্পিরেটোরিয়াল হাইপোথেসিস দিচ্ছি। মনে করুন, সারা পৃথিবীতে এক সিলেবাস হয়ে গেল। সেটা কি ভালো হবে?

    বিভিন্ন রকমের কথা, মাল্টিপ্‌ল ভয়েস কিন্তু একেবারে হারিয়ে যাবে।
  • Blank | ২৬ জুন ২০০৯ ১২:৩৪ | 203.99.212.224
  • এবং বিজেপির সময়ে সত্যি তাই হয়েছিলো। হঠাৎ করে শুরু হয়েছিলো ইতিহাস বদলানো।
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:৩৩ | 65.194.243.232
  • একমত। কিন্তু এইটাই বলার নতুন কিছু হচ্ছে না। আরো বড় করে হবে।

    হত না, যদি আবার একটা নড়বড়ে সরকার পাওয়ারে থাকত। কোনটা যে ভাল, বুঝতে বুঝতেই সন্ধ্যা গেল। ঃ)
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:৩১ | 61.95.144.123
  • ডিবেট নেই - সেটাই হল চাপের। সমস্ত মিডিয়া মোটামুটি উদ্বাহু। বেসিক্যালি ব্যাপারটা দাঁড়াচ্ছে এর পর থেকে সকালে উঠে কি খাবো সেটাও গভর্ন করবে মিডিয়া!
  • dri | ২৬ জুন ২০০৯ ১২:৩০ | 117.194.234.34
  • অপ্পন, আপনার চাপটা কিন্তু সে¾ট্রালাইজ্‌ড শিক্ষা ব্যাবস্থাতেও থাকছে। সেন্টারে ধরুন কং থেকে বিজেপি এসে গেল।
  • dri | ২৬ জুন ২০০৯ ১২:২৮ | 117.194.234.34
  • ঃ-))। দুটো বড় বড় ইন্টারসেক্টিং গোল্লা আঁকা। আর কার্ডিনালিটি অফ এ ইউনিয়ান বি ইজিকাল্টু কার্ডিনালিটি অফ এ প্লাস কার্ডিনালিটি অফ বি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশান বি। এর বেশী কিছু আছে?

    ঠিক আছে। এইটা যদি সত্যিই কেউ শিখে এগিয়ে যেতে চায় তাহলে সে পশ্চিমবঙ্গে থেকেও আই এস সি তে পড়তে পারে। আর অনেকে যদি শিখতে চায় তাহলে পশ্চিমবঙ্গের সিলেবাসও বদল করা সম্ভব, অনেক আওয়াজ তুলে।
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:২৭ | 65.194.243.232
  • দ্রিয়ের পয়েন্টটা অত্যন্ত ভ্যালিড। কিন্তু একই ফাঁক তো স্টেটলেভেলেও হবে। ধরুন মধ্যপ্রদেশে যখন কং ছিল তখন সিলেবাস সবুজ ছিল, এখন বিজেপি আসায় সেগুলো রাতারাতি গেরুয়া হয় গেল।

    এটা চাপের নয়?
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:২৬ | 61.95.144.123
  • হায়ার এডুকেশনের সিলেবাস নিয়ে কিছু বলেছে? ওইটে নিয়ে অনেক কাজের কাজ করা যায়। অন্য সাবজেক্ট বলতে পারবো না, তবে কম্প সায়েন্সে তো ভীষণভাবে যায়। বিই কলেজে যা সিলেবাস ছিলো...ইভেন মাস্টার্সের সময় যদুপুরেও...
  • Arjiit | ২৬ জুন ২০০৯ ১২:২৫ | 61.95.144.123
  • হুঁ - দিদির মেয়েটা এইচ এস দিলো তো - শুনে মনে হল অনেক পাল্টেছে। তবে ডিটেইলস জেনে বলতে হবে।
  • pi | ২৬ জুন ২০০৯ ১২:২৩ | 72.83.196.134
  • হ্যাঁ , ব্রতীনদার পয়েন্টা লিখতে যাচ্ছিলাম। এগুলো না থাকা ভালোমতন ভোগায়, ভুগিয়েছে।

    তবে শুনছি নাকি এখন wb board এর সায়েন্সের সিলেবাসে অনেক (ভালো)পরিবর্তন এসেছে ।
  • Bratin | ২৬ জুন ২০০৯ ১২:১৯ | 117.194.96.250
  • কিন্তু ওদের অঙ্কে সিলেবাস এ 'Set Theory" , "probability" আছে। আমদের ছেলেপুলে রা যা শুধু additonial maths ই পড়ে।
  • intellidiot | ২৬ জুন ২০০৯ ১২:১৫ | 220.225.245.130
  • সত্যি, এটা নিয়ে তেমন বড়সর ডিবেট চোখে পড়ছে না। যেটা হওয়া খুব জরুরি বলে মনে হয়।
  • Blank | ২৬ জুন ২০০৯ ১২:১৫ | 203.99.212.224
  • CBSC (নাকি ICSC) র ইতিহাস আর ভুগোলের সিলেবাস অত্যন্ত বাজে। আমার ভাগ্নী পড়ে ক্লাশ এইটে।
    মিশর এর কথা জেনেছে কাকাবাবু পড়ে। ভারতীয় অনার্য সভ্যতা, আর্য দের আগমন এসব কোনো কিছুই ভালভাবে নেই। অত্যন্ত দায়সারা এবং খারাপ সিলেবাস।
    ভুগোলের ক্ষেত্রেও এক ই ব্যপার।
  • h | ২৬ জুন ২০০৯ ১২:১৫ | 206.195.19.51
  • ডিবেট ব্যাপারটা, বিশেষতঃ ফেডেরালিজম এর স্পিরিট ভিত্তিক ডিবেট ব্যাপারটা, মোটামুটি এই ইলেকশন - এ নতুন করে উঠে গেছে। বিজেপি অনেকদিন ধরে এই চেষ্টা চালাচ্ছিল। কংগ্রেস ও চালাচ্ছিল। এইবার কংগ্রেস বেশি ফায়দা পেয়েছে।
  • dri | ২৬ জুন ২০০৯ ১২:১৪ | 117.194.226.89
  • ভারতে অধিকাংশ রাজ্যেই খুব ঘনঘন সরকার বদলায়। ভারতেও স্বাধীনতার পর দীর্ঘদিন একই সরকার কেন্দ্রে ছিল। মেক্সিকোতে বোধহয় ৫০ বছর একই পার্টি পাওয়ারে ছিল। কোথায় কত ঘনঘন সরকার বদলাবে সে তো আগে থেকে বলা যায় না। সে¾ট্রালাইজেশানের পক্ষে গাওনা গাওয়া খুব ডিফিকাল্ট।
  • h | ২৬ জুন ২০০৯ ১২:১৩ | 206.195.19.51
  • এইবার, কোয়ালিশন পলিটিক্সের বিরুদ্ধে ভোট হয়েছে। সে¾ট্রাল একদলীয় সরকারের পক্ষে ভোট হয়েছে। যেটুকু নির্ভরতা রয়েছে কংগ্রেসের টুক টাক এন সিপি, ডি এম কে, আর তিণোমূলের উপরে, কদিন বাদেই কেটে যাবে, কারণ এর মধ্যে দুটো মেনলি মন্ত্রীঙ্কÄ র সংখ্যা নিয়ে আরেকটা রাজ্য সরকার গড়া নিয়ে চিন্তিত। পলিসিগত কোন ক্ল্যাশ নেই বাবা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত