এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২৫ জুন ২০০৯ ১০:৩১ | 173.26.17.106
  • ছেলের জ্ঞানের সীমাপরিসীমা নেই- কার্টুনে এক কুকুরের দুই গাল নজ্জায় লাল হয়ে গেলো,দেখে ছেলে বল্লো ,কি এমব্যারাসিং !!
  • Samik | ২৫ জুন ২০০৯ ১০:২৯ | 219.64.11.35
  • ওদেশে বিড়ি পাওয়া যায়? ঃ-) হাওড়া, না স্বদেশ?
  • Samik | ২৫ জুন ২০০৯ ১০:২৮ | 219.64.11.35
  • সুইমিং পুলে সাধারণত যে কোনও মেয়েকেই সুন্দরী দেখায় ... এ নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই।
  • dipu | ২৫ জুন ২০০৯ ১০:২৫ | 207.179.11.216
  • ভুতোদা তল্লাটে আছো?
  • dipu | ২৫ জুন ২০০৯ ১০:২৪ | 207.179.11.216
  • বেইবপ বিড়ি খাচ্ছে ঃ-))))
  • pi | ২৫ জুন ২০০৯ ১০:২৩ | 128.231.22.89
  • জটায়ু হওয়া তো একদিক দিয়ে কম ঝামেলার। ওড়াউড়ি করে দেখাতে হবে না।
  • m | ২৫ জুন ২০০৯ ১০:২১ | 173.26.17.106
  • আমরা কিছুদিন আগে পর্যন্ত সবাই ডাইনো ছিলাম- বাপ ছিলো সব চে ছোট সদস্য , যার নাম বেবিবপ, ও নিজে বিজে আর আমি পালের গোদা বার্নি- যে ধর্মে কর্মে এক্কেবারে আদর্শ- মিথ্যা বলবো না ছেলের চোখে আদর্শ ডাইনো হয়ে ভালো ই লেগেছিলো।মুশকিল হোলো, এরপর জনান্তিকে এবং সর্বসমক্ষে আমাদের ঐ নামেই রেফার করতো, একদিন বন্ধুর বাড়ি থেকে ফিরবো,বল্লাম বাবাকে ডাকো, বাবাকে দেখে এসে জানালো, 'বেইবপ' এখন বিড়ি খাচ্ছে একটু পরে যাবেঃ(

    কিন্তু তোমার চেয়ার টা নিয়ে আমি সিরিয়াসলি চিন্তায় রইলাম ঃ))
  • h | ২৫ জুন ২০০৯ ১০:১২ | 206.195.19.43
  • ফ্যাশন আর মেকাপ ইন্ডাস্ট্রিতে তোমার ছেলের উঙ্কÄল ভবিষ্যত বাঁধা। এখন-ই দেখতে না বলে দেখাতে বলছে।
  • m | ২৫ জুন ২০০৯ ১০:০৮ | 173.26.17.106
  • টমেঞ্জি কি? টম অ্যান্ড জেরি?ঃ))
    আরে ছেলের দাবী সে খুব ভালো সাঁতার জানে, আমার বা বাবার কোনো সাহায্য তার দরকার নেই। রোজ ঘটি ঘটি ক্লোরিন গন্ধী জল খায় আর কিছুতেই বাড়ি ফিরতে চায় না।তারপর আবার বিভিন্ন মেয়েদের 'কি সুন্দর দেখাতে'(দেখতে বলে না)বলে জোরে জোরে অবিরাম ধারাবিবরণী দেয়। কি আর বলবোঃ(
  • h | ২৫ জুন ২০০৯ ১০:০৩ | 206.195.19.43
  • ইন্টারেস্টিংলি একাধারে প্রমিথিউস ও কর্ণ হয়েছে আমার বন্ধুপুত্র আব্বাস দাদা, তার বয়স হল ভীষণ ম্যাচিওর্ড ৭ গো ইং অন ৮। মেয়ের এই আর্লি হিরো ওয়ারশিপ এ আমরা কিঞ্চিত চিন্তিত।
  • h | ২৫ জুন ২০০৯ ০৯:৫৯ | 206.195.19.43
  • ওরে না (এটা মিঠুকে)।
    উরিশ্লা (এটা ইশান কে)।

    আমার এখন বিভিন্ন নাম। মেয়ে যা গল্প শুনছে বা টিভিতে দেখছে সেই অনুযায়ে সমস্ত লোক -ই কোনো না কোন চরিত্র হয়ে যাচ্ছে। তার মধ্যে অবশ্য আভ্যন্তরীন চক্রান্ত ও অপপ্রচার-ও কিছু রয়েছে। এই কদিনে আমি গাছ (যার উপরে রবিন পাখি এসে বসবে), বাসুকী সাপ, জংলি হরিণ, হিপো দাশগুপ্ত, রাগী জিউস, কিং শিবি, কালিয়া দাদা যাকে কিস্না এসে হারিয়ে দেবে এসব নানা রকম হয়েছি। আপাতত অনেক ঘাটের জল ও লাথি ঝাঁটা খেয়ে আমার নাম হয়েছে জটায়ু পাখি। মাঝে মাঝেই চেয়ারের উপরে হা-মূলক ভাবে বসে আমাকে দাঁড়ে বসা দেখাতে হয়। রাষ্ট্র হয়তো এই ভাবে একই সঙ্গে দমন ও ক্রীড়া র মাধ্যমে নাগরিক দের ব্যায়াম করাচ্ছে, সেটাই আমার সন্দেহ।
  • Samik | ২৫ জুন ২০০৯ ০৯:৫৩ | 219.64.11.35
  • খি খি খি। প্যাঁক প্যাঁক প্যাঁক।
  • Arpan | ২৫ জুন ২০০৯ ০৯:৪৬ | 65.194.243.232
  • মামী, মেয়ের সাথে সেদিন মেয়ের ফেভারিট "টমেঞ্জি' দেখছিলাম। একটা হাঁস-মা ছানাপোনাদের প্যাঁক প্যাঁক করতে করতে সাঁতার শেখাতে নিয়ে গেল।

    তোমার পোস্ট পড়ে সেইটা মনে পড়ে গেল। তখন থেকে হাসছি। ঃ)
  • m | ২৫ জুন ২০০৯ ০৯:৪২ | 173.26.17.106
  • তোমার শরীর এখন কেমন আছে? ডাক্তার দেখালে?
  • m | ২৫ জুন ২০০৯ ০৯:৪২ | 173.26.17.106
  • হনু,
    পাখির নীড়ের মত চোখ নাই বলে নেহাত দীঘিভরা দিঠিখানি পাঠাতে পাল্লাম না।আমার এহেন সারল্যকে নিজগুণে মার্জনা কোরোঃ)))
  • Ishan | ২৫ জুন ২০০৯ ০৯:৪০ | 173.26.17.106
  • জলে থাকে মাছ
    গাছে থাকে পাখি
    হনু তারে কেন
    করে ডাকাডাকি?

    ডিঃ এটা পুউরো রাবিন্দিক।
  • h | ২৫ জুন ২০০৯ ০৯:৩৩ | 206.195.19.43
  • ওরে না, রবীন্দ্র প্লাস অঞ্জন দত্ত বাই টু।
  • h | ২৫ জুন ২০০৯ ০৯:৩২ | 206.195.19.43
  • গভীর জলের মাছদের কী শৈশব আই.. পোনাবেলা হয়? ডিঃ নিষ্পাপ প্রশ্ন।
  • m | ২৫ জুন ২০০৯ ০৯:৩১ | 173.26.17.106
  • যদিও খুব নিরাশ হবে জানি
    এ শুধু ছেলের রঙিন মাছখানি..ঃ)
  • Arpan | ২৫ জুন ২০০৯ ০৯:২২ | 216.52.215.232
  • ছানা তো জানি। পোনাটা কে?
  • m | ২৫ জুন ২০০৯ ০৯:২০ | 173.26.17.106
  • আর আমি এখন ছানাপোনাসহ বিকেল সাড়ে সাতটায় পুলে গিয়ে সাঁতার কাটছিঃ)
  • Arpan | ২৫ জুন ২০০৯ ০৯:১৪ | 65.194.243.232
  • আজ গরম জলে চান করে হি হি করে কাঁপছিলাম।
  • Samik | ২৫ জুন ২০০৯ ০৯:১৪ | 219.64.11.35
  • দিল্লি কাল ছিল চুয়াল্লিশ। আজ সকাল পৌনে আট্টায় অফিসের জন্য বেরোলাম। গায়ে ছ্যাঁকা পড়ছে একেবারে।

    এই দুর্দিনে একটাই সুখবর, বাড়ির মিটারটা খারাপ হয়ে গেছে। বিল উঠছে না। কমপ্লেন জমা করে দিয়ে এখন দিনরাত এসি চালাচ্ছি, যখনই বাড়িতে আছি।
  • Samik | ২৫ জুন ২০০৯ ০৯:১২ | 219.64.11.35
  • আমি এইদিক থেকে ফিরি। বাড়িতে কোনও খেলার চ্যানেলই নেই। ফ্রি ডিডি স্পোর্টস ছাড়া। তাও সেটা কত নম্বর চ্যানেলে, আমরা কেউই জানি না।
  • Ishan | ২৫ জুন ২০০৯ ০৯:০২ | 173.26.17.106
  • উফ আমেরিকান ফুটবলটা আরও অসহ্য। ওর চেয়ে দেশি ফুটবল অনেক ভালো।
  • Arpan | ২৫ জুন ২০০৯ ০৮:৫৬ | 65.194.243.232
  • সে অন্য ফুটবল হেজিমনি। এনেফেল ও অন্যান্য।

    ছেলে যখন স্কুল টিমের হয়ে খেলবে তখন টের পাবে। ঃ)
  • Ishan | ২৫ জুন ২০০৯ ০৮:৫২ | 173.26.17.106
  • ফুটবল হেজিমনিটা আরও বেশি চাপ। আম্রিকায় সে উপদ্রবটা নেই কি বাঁচোয়া। ঃ)
  • Arpan | ২৫ জুন ২০০৯ ০৮:৩৮ | 216.52.215.232
  • এই কার্টুন "হেগেমনি' টা সত্যি চাপের। কালকেই হাগেমারুকে নিয়ে এসে হাজির হয়েছে কোথা থেকে!
  • Samik | ২৫ জুন ২০০৯ ০৮:২৭ | 219.64.11.35
  • হ্যাঁ, কাল আবার রথের মেলাও ছিল। বিছড়ে যাবার বা জুড়ে যাবার চান্সটা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না।

    কলকাতাতে কি বৃষ্টি হচ্ছে?
  • d | ২৫ জুন ২০০৯ ০৮:২১ | 117.195.46.204
  • *রুদ্রাক্ষের মালা পরে
  • d | ২৫ জুন ২০০৯ ০৮:২০ | 117.195.46.204
  • কিন্তু দু আর ল্যাদোশের পাজলটার কি সমাধান হল?

    হ্যাঁ হ্যাঁ আমিও তিমিকে অনেক "আলোচনা' লিখতে দিলাম।

    দু,
    তোমার উদ্‌বেড়াল নিয়ে নয়। তুমি এমনভাবে "তোমার সব ভালো হোক' বললে ঠিক মনে হল যেন আনন্দময়ী মা টাইপের কেউ একজন ইয়ামোটা রুদ্রাক্ষের মালা পড়ে হাত তুলে আশীর্বাদ করছে। শুধু বরাভয় মুদ্রার ছবিটা বাক্যটার পাশে থাকলেই এক্কেবারে পার্ফেক্ট হত।
  • pi | ২৫ জুন ২০০৯ ০৭:৪২ | 128.231.22.89
  • থ্যাংকু পাচ্ছি এই বিষয়ে নিশ্চিত হয়ে তিমিভায়াকে একটা বাড্ডে উইশ করে গেলুম। ঃ)
    আর মামুর উইশ টাতে ও ডিট্টো দিয়ে গেলুম ঃ)

    পাজলে তো সির্ফ আর মাত্র একটা ব্লক জোড়া বাকি। পামিতাদির আর তিমির পিসতুতো দিদির জন্মোদিনটা মেলানো।
  • a x | ২৫ জুন ২০০৯ ০৭:৪১ | 75.53.200.141
  • প্রবলেম কোথায়? পিসতুতো দিদির নাম নিশ্চয়ই পারমিতা আর কাজিনের, মানে মামাতো ভাইএর নাম নিশ্চয়ই টিম।
  • Ishan | ২৫ জুন ২০০৯ ০৪:০০ | 12.163.39.254
  • তিমি কে জম্মোদিনে অনেক খবর্নয় লিখতে দিলাম। ঃ)

    কিন্তু কেসটা কি? তিমি কি পামিতাদির বিছড়ে হুয়ে ভাই? সত্যি সত্যি?
  • Tim | ২৫ জুন ২০০৯ ০৩:২১ | 198.82.167.98
  • বুনু, মামী, পামিতাদি ও আরো যারা পরে বলবে তাদের আগাম থ্যাংকু।

    পামিতাদির মত দেখতে আমার একটা পিসতুতো দিদি আছে। অলৌকিক?? কিজানি বাবা। ঃ-)
  • a | ২৫ জুন ২০০৯ ০২:৫৪ | 122.163.112.237
  • ২য় গোলটা হবার আগে-পরে স্পেন পুরো ছড়িয়ে দিল। র‌্যামোসের মত সিনিয়র ডিফেন্ডার ঐ ভুল করে!!!
  • m | ২৫ জুন ২০০৯ ০১:৪৯ | 173.26.17.106
  • হায় হায়!
  • Arpan | ২৫ জুন ২০০৯ ০১:৪৬ | 122.252.231.12
  • স্প্যানিশ আর্মাডা ডুবে গেল। ঃ-)
  • m | ২৫ জুন ২০০৯ ০১:২৭ | 173.26.17.106
  • ক্রিল তো চিংড়ি জাতীয় একটা বস্তু, যা তিমিরা কোঁৎ কোঁৎ করে খায়ঃ)
  • a x | ২৫ জুন ২০০৯ ০১:২৫ | 143.111.22.23
  • ফোন ধর
  • Paramita | ২৫ জুন ২০০৯ ০১:১৪ | 63.82.71.141
  • ক্রিল কি বস্তু?
  • Paramita | ২৫ জুন ২০০৯ ০১:১৪ | 63.82.71.141
  • টিমভাইকে শুভ জন্মদিন। আরে, আজ যে আমার সেই কাজিনেরও জন্মদিন যাকে তোমার মত দেখতে বলেছিলাম একদা। কি অলৌকিক রে বাবা!
  • m | ২৫ জুন ২০০৯ ০০:৫৬ | 173.26.17.106
  • তিমি , শুভ জন্মদিন- একগাদা ক্রিলের পায়েস দিয়ে রাখলাম ,সাঁতরে এসে খেয়োঃ)
  • Arpan | ২৫ জুন ২০০৯ ০০:৪৮ | 122.252.231.12
  • মারাত্মক খেলা হল ফার্স্ট হাফটা।
  • Du | ২৪ জুন ২০০৯ ২৩:৪৮ | 65.124.26.7
  • কালকে বাঙালী, অবাঙ্গালি মেলামেশা কম নিয়ে আমার একটা ছোট্ট পয়সা আছে।
    পুরোটাই নিজের রেস্পেক্টে। হাসি ঠাট্টা, ফক্কুড়ির অভ্যাস কম থাকা, অন্যের কথাকে লিটের‌্যালি নেওয়া, একটু সিরিয়াস টপিকে কথা বলার প্রবণতা থাকা এইটা গেনেরালিঅন্যেদের সঙ্গে মেশার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। বাঙালি হলেও যদি এই টাইপ না হয় তবে সে সবার সাথেই মিশতে পারবে।
    এটা হল 'দু' পয়সা।
  • Blank | ২৪ জুন ২০০৯ ২৩:৩২ | 59.94.2.226
  • ওরে টিম, তোরে হ্যাপি বাড্ডে। এই নে দুটি মিহিদানা খা। রথের প্রসাদ। হেব্বি খেতে।
  • Blank | ২৪ জুন ২০০৯ ২৩:৩১ | 59.94.2.226
  • হেব্বি রথ দেখলাম কোলকাতায়। এবারে মেলা গুলো দেখতে হবে। উত্তাল গরমে প্রায় আধ মরা
  • Blank | ২৪ জুন ২০০৯ ২৩:৩১ | 59.94.2.226
  • ইন্দো দা,
    নীল নির্জনে তে কাঁকড়া খেও। তবে আগের দিন বলে রাখতে হয়। ওদের রেস্টুরেন্টের নাম পালকি।
    ওদের একটা লাঞ্চ থালিও আছে, সেটাও ভালো। ঐ থালি আর সাথে কাঁকড়া
  • Du | ২৪ জুন ২০০৯ ২৩:৩০ | 65.124.26.7
  • ঃ)) একি আর এমনিতে? যখন সারা দিন গড়াতাম, স্নানে যাবার জন্য তাড়া দিতে গিয়ে দিম্মা বলতো 'উদের বালিশটিন, উঠ' তো সেইটার আমরা ইংরিজী করেছিলাম otters pillow
    তাই আপনিই হাত উঠে গেল ।
  • Tim | ২৪ জুন ২০০৯ ২৩:২০ | 198.82.167.98
  • আরিব্বাস! সব্বাইকে থ্যাংকু।ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত