এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২৬ জুন ২০০৯ ২২:৪১ | 173.26.17.106
  • দময়ন্তী আমি সেভেনে তিনবার ফেল তো,তোমার মত স্নেহময়ী দিদিমনি থাকলে টেনে টুনে ম্যাট্রিক টা দিয়ে ফেলতামঃ)
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২২:৩৯ | 80.221.25.236
  • বাকিদের কারো প্রব্লেম হচ্ছে এটা খুলতে? শুনতে বলছি না, যাস্ট খুলছে কি না জানান http://aaron.stat.uga.edu/]amandal/personal/meghbalika.mp3

  • m | ২৬ জুন ২০০৯ ২২:৩৯ | 173.26.17.106
  • আমার বাপু পান্নালাল দিব্য লাগে-তবে ঐ বিশেষ দিনে মাইকে কান ঝালাপালা করে যখন বাজে মনে হয় কানে তুলো দিই- এমনি দিনে কখনো সখনো বেশ লাগে।
  • d | ২৬ জুন ২০০৯ ২২:৩৭ | 117.195.43.94
  • ও হ্যাঁ হ্যাঁ ওটা পান্নালাল। সরি সরি।

    কিন্তু অভ্যুরাম এবারেও খুলতেছে না।
  • Arpan | ২৬ জুন ২০০৯ ২২:৩৬ | 122.252.231.12
  • আর কার দুক্কেই বা অভ্যুর চোখে জল আসে? শ্যামল মিত্তির?
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২২:৩৬ | 80.221.25.236
  • আমিও কটা গান রেকর্ড করব ভাবছি। মরে গেলে লোকে শুনবে।
  • arjo | ২৬ জুন ২০০৯ ২২:৩৫ | 168.26.215.13
  • ঈশানের পোস্টে 'একটু' টা লক্ষ্য করবেন। একটুটা একটু বেশি হলেই সেই আদিম মহাদ্রুম। তখন পান্নালাল, পিংক ফ্রয়েড, কারাখানার ভোঁ, গাড়ির হর্ন, প্রেমিকার গালি সব একই রকম শুনতে লাগে।
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২২:৩৪ | 80.221.25.236
  • ধনঞ্জয় শিওর? পান্নালাল না?
  • Arpan | ২৬ জুন ২০০৯ ২২:৩৩ | 122.252.231.12
  • ক্যনো? ব্যালুনের রং নীল ক্যানো?
  • arjo | ২৬ জুন ২০০৯ ২২:৩১ | 168.26.215.13
  • এই সিইও, ডাগদার এইসব জায়গায় সাপ্লাই অত্যন্ত বেশি কিন্তু ডিমান্ড কম। ওদিকে দাঁতের ডাগদারের সহকারীর ও ডিমান্ড একেবারেই কম কিন্তু সাপ্লাই নেইও হবার চান্সই নেই। তাই আমি ঠিক করেছি ঐ পদটার জন্য লড়ব। অপরচুনিস্ট। বিজনেসটা বুঝতে হয় দাদা।
  • Ishan | ২৬ জুন ২০০৯ ২২:৩১ | 12.163.39.254
  • তবে যে যাই বলু একটুস গ্যাঁজা খেয়ে নিলে পান্নালাল আর পিংক ফ্লয়েডে একই রকম ধুমকি আসে।
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২২:৩১ | 80.221.25.236
  • তা তো বটেই - দেখছো না ভাট করে ফাটিয়ে দিচ্ছি। এমনকি অর্কুটও করছি
  • d | ২৬ জুন ২০০৯ ২২:২৯ | 117.195.43.94
  • ধনঞ্জয়ের শ্যাস শুনলেই আমার কাউকে একটা ধরে ঠ্যাঙানি দিতে ইচ্ছ হয়। কারণ কোন্নগরে আমাদের ঠিক পেছনের বাড়ীতে রোজ সকালে ধনঞ্জয়ের ঐ ক্যাসেটটা বাজানো হয় (আমার সাধ না মিটিল ... ইত্যাদি) এবং সেটা গত ৩৩ বছর ধরে হয়ে আসছে। একদিনও অন্যথা হয় নি।
  • arjo | ২৬ জুন ২০০৯ ২২:২৯ | 168.26.215.13
  • হ্যাঁ, কিন্তু শোনার আগেই দুঃখী ভাব জেগে ওঠে, শুনতে হবে মনে করেই। তবে শোনার পরে ভ্যাকভ্যকিয়ে হাসি পায়।
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২২:২৮ | 80.221.25.236
  • দুখী ভাব তো আসাই উচিত। পান্নালালের বউকে নিয়ে শ্যামল মিত্তির না কি ভেগে গিয়েছিল। মনে পড়লেই চোখটা কেমন আর্দ্র হয়ে আসে ...
  • Ishan | ২৬ জুন ২০০৯ ২২:২৮ | 12.163.39.254
  • আর আমি আছি আরেকজন অ-ডাক্তার। অবশ্য আমি ভাবী সিইও। পেডিগ্রি কম ভাববেন না যেন। ঃ)

    অভ্যু, কোথা থেকে? ফিনল্যান্ড নাকি?
  • d | ২৬ জুন ২০০৯ ২২:২৬ | 117.195.43.94
  • গুচ'তে স্টেথোওয়ালা চাজ্জন ডাক্তার আছে। স্টেথো ছাড়া ডাক্তার প্রায় সবাই। শুধু আমি আর মিঠু আছি ক্লাশ এইট অবধি পড়া (পাশ না ফেল সেই নিয়ে ইতিহাস নীরব)।
  • Ishan | ২৬ জুন ২০০৯ ২২:২৬ | 12.163.39.254
  • ক্যানো? কি পাষণ্ড রে? পান্নালালের শ্যামা সঙ্গীত শুনে মনে দুখী দুখী ভাব আসেনা?
  • arjo | ২৬ জুন ২০০৯ ২২:২৪ | 168.26.215.13
  • শ্যাস শুনে আমারও চোখে জল চলে আসে (হাসতে হাসতে)।
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২২:২২ | 80.221.25.236
  • অ্যাঁ, তিনি কিনি বটেন? চান্নং পিহেইচডি?
  • m | ২৬ জুন ২০০৯ ২২:১৯ | 173.26.17.106
  • সর্বানীকে অনেক অভিনন্দন আর একটা নীল বেলুনঃ)
  • dd | ২৬ জুন ২০০৯ ২২:১৮ | 122.167.19.51
  • আচ্ছা, গু চতে (বত্তোমান,ভবিশ্যত ও অলরেডী) কতো জন ডাগদার?

    একজন তো একা একাই তিন নম্বর ডাগদারী শেষ করে বুক ফুলিয়ে চান্নং পি হেইচ ডি করছে। তার ভিজিটিং কার্ডে কি ল্যাকা থাগবে? ডক্টর কিউব?

    তাইলে তো ভুতো আর আমি,এ বাবদে নন ডাগদার কেউ নেই, কেউ না।
  • m | ২৬ জুন ২০০৯ ২২:১৮ | 173.26.17.106
  • আমার আবার দিব্য লাগে- যদিও ঐ আকুতিতে মাঝে মধ্যে চোখে জল এসে যায়ঃ(
  • arjo | ২৬ জুন ২০০৯ ২২:১৪ | 168.26.215.13
  • শ্যাসটা না আমার ভালো লাগে না। কখনোই লাগে না, এমনকি শ্যাপুর দিনও না।
  • d | ২৬ জুন ২০০৯ ২২:১৩ | 117.195.43.94
  • অ বেথে, মাহেশের রথেরমেলা দেখবা না?
  • d | ২৬ জুন ২০০৯ ২২:১১ | 117.195.43.94
  • নাঃ আমি নামাব না। আমি তো মাজ্যা শুনছি। এখন শ্যাস পোষাবেনা।

    আর এই যে অভ্যুরাম,
    সেদিনের সেই মেঘবালিকা নামক লিঙ্কটা খোলে নাই। ওটায় নির্ঘাৎ ভাইরাস ছিল।
  • Samik | ২৬ জুন ২০০৯ ২২:১১ | 117.194.0.13
  • ছব্বাণী, দেড়শোখানা এফসি তোমার টাকে। দুটো গোরুর দুই শিংয়ে দিয়ে দিও।

    আমি এখন ব্যাংডেলে। কলকাতা যাবার আর সময় হবে না। আজ গেসলাম, অজ্জিতের সাথে একটা আইসক্রিম খেয়ে এসেছি। কলকাতার কেউ ভাটাতে চাইলে ২৬৩১৫০২৭ এ ফোং করতে পারো। নয় তো আমার মোবাইল তো আছেই।
  • pi | ২৬ জুন ২০০৯ ২২:০৭ | 72.83.196.134
  • তাই? তাই ?
    আগাম থ্যাংকু, দমদি।
    ঃ)
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২২:০৪ | 80.221.25.236
  • এই ত্তো, দমুদি নামিয়ে তোমায় মেল করে দেবে এক্ষুনি
  • d | ২৬ জুন ২০০৯ ২২:০১ | 117.195.43.94
  • তাই তাই করে নামিয়ে ফেলো। :D
  • pi | ২৬ জুন ২০০৯ ২১:৫১ | 72.83.196.134
  • বোঝো !

    কিন্তু মনটা যে ভীষণ গানটা চাই চাই কচ্ছে! ঃ(
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২১:৪১ | 80.221.25.236
  • হয় তো বা সেফ, কিন্তু সম্ভবত ইল্লিগ্যাল, তাই আমি ডাউনলোড কত্তে চাই না
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২১:৩৫ | 80.221.25.236
  • আমি মোটেই জানি না ডাউনলোডানো সেফ কি না, যা করিবেন নিজ দায়িত্বে করিবেন। আমি হলে ডাউনলোডাতাম না এই টুকুই বলতে পারি :D
  • pi | ২৬ জুন ২০০৯ ২১:৩২ | 72.83.196.134
  • ওরে বাবা, অভ্যু এসব কিসব শয়তানি লিংক দিলো !!
    শ্মশান, শ্যামা, শয়তান এতো ধকল সইতে পারবে তো কম্পু ?
    মানে, ডাউনলোডানো সেফ তো ? আমি আগে কখনো টরেন্ট থেকে কিছু নামাইনি।
    আমার ল্যাপির রেসিস্ট্যান্স পাওয়ার টা আবার একটু কম, এই গত কয়েক মাসের মধ্যেই এতবার ভাইরাল অসুখে ভুগলো,যে বেচারাকে নিয়ে একটু যাকে বলে চিন্তাতেই থাকি ঃ(
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২১:২৬ | 80.221.25.236
  • ভাটের পাতা যে ভক্তিরসে ডুবে আছে সেটা খেয়াল করেছ ঈশান?
  • Ishan | ২৬ জুন ২০০৯ ২১:২১ | 12.163.39.254
  • পিপি ডাক্তার হয়ে গেছে? বাঃ বাঃ।

    পিপি এবার মোটাসোটা হোক আর একটা পাওয়ারলেস চশমা লাগাক, ভগমানের কাছে এই প্রার্থনা করি। ঃ)
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২১:১৮ | 80.221.25.236
  • গলায় ঢালা আবার কি? আমি গান দিলাম না শুক্রবারের জন্যে?
  • stoic | ২৬ জুন ২০০৯ ২১:১৫ | 160.103.2.224
  • খড়গপুর স্টেশনের পুরি তরকারি। আহা সেই সব দিন। শুক্কুরবারের বাজারে এরম নস্টালজিয়া, নাহ দু পাত্তর গলায় ঢালতে যাই এবার। হ্যাঃ ঊঃ এঃ সকলকে।
  • vikram | ২৬ জুন ২০০৯ ২১:০৭ | 193.120.76.238
  • খড়গ্‌পুরের তো স্টেশানে লুচি বিখ্যাত। খড়গপুরের অঙ্কের চেয়ে ম্যাডোনার অঙ্ক ভালো।
  • sb | ২৬ জুন ২০০৯ ২১:০৬ | 141.80.168.75
  • পাইএর সাথে একমত। আমি তো যা দেখি তাতে প্রি আর পোস্তর তফাৎ করতে পারি নে। হেসে খেলে গড়িয়ে!!! বাপরে!
    কিন্তু কিন্তু, ঐ অজ্জিত যে বলল ওর আগের ইউনিতে খালি লেকচার বাজি কর, নো গরু গোয়াল এটসেটেরা, ঐটে আমার মনে ধরেছে। তবে কি, ঐ মাস ফুরানোর আগেই ভাঁড়াঢ়ে টান এই এখন যেমন হয় তেমনটি না হলেই হল।
  • stoic | ২৬ জুন ২০০৯ ২১:০৬ | 160.103.2.224
  • খড়গপুর কি দোষ করল ? আমি অবশ্য কমপ্লিটলি আউট অব টাচ।
  • Abhyu | ২৬ জুন ২০০৯ ২১:০৪ | 80.221.25.236
  • যাই করো বাবা খড়গপুরে যেয়ো নি অংক কষতে। তাচ্চেয়ে ঘরে বসে মাংস কষা ভালো।
  • pi | ২৬ জুন ২০০৯ ২১:০৪ | 72.83.196.134
  • থ্যাংকু অভ্যু। কিন্তু আমার চেতনা চৈতন্য করে তো ইস্নিপস এ পাই নাই ঃ(
  • stoic | ২৬ জুন ২০০৯ ২১:০৪ | 160.103.2.224
  • ওকে। থ্যাঙ্কু। একবার খুঁচিয়ে দেখি তাহলে।
  • vikram | ২৬ জুন ২০০৯ ২০:৫৯ | 193.120.76.238
  • না ন। দা ইনভার্দ ইজ অলসো ট্রু। রামনের দিব্যি দিয়ে বাইরে থাকা লোকেদের দেশে নিচ্ছে তো। পাঁচ বছরের কড়ারে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত