ন্যাড়াদা, ফ্ল্যাশ-ব্লক ও ইনস্টল করেছি। 3.5 এখনও ব্যাগড়া দেয়নি কোনও।
nyara | ০১ জুলাই ২০০৯ ১১:২৩ | 64.105.168.210
কেউ কি ফায়ারফক্সে লেটেস্ট ফ্ল্যাশ-ব্লক প্লাগিন ইনস্টল করেছ, যেটা দিন দুয়েক আগে রিলিজড হয়েছে? ওটা রেগুলার আমার 3.0.8 ফায়ারফক্সকে ক্র্যাশ করিয়ে দিচ্ছে। লিনাক্সে। আগের ভার্সানে কোন গোলমাল ছিল না। আগে থেকে সাবধান করে দিলাম।
intellidiot | ০১ জুলাই ২০০৯ ১১:২১ | 220.225.245.130
জানালা সাত নিয়ে কালকেই কত্ত ঝামেলা হল রোকেয়ার, আবার জানালা সাত?
আমার IE8। ফাফ 3.5 ইনস্টল করতে যেতে বলল, করাপ্টেড। তাই 3.0.2ই লাগালাম। এখন কুল চলছে।
nyara | ০১ জুলাই ২০০৯ ১১:১৭ | 64.105.168.210
তোমার প্রক্সি নয়, এয়ারটেলের প্রক্সিতে ঘাপলা। আরও অনেক কিছুই হতে পারে - সুইচ-টুইচে। সেরে যখন গেছে কেন আর বৃথা মাথা ঘামনো!
sayan | ০১ জুলাই ২০০৯ ১১:১৬ | 160.83.96.81
ও হ্যাঁ, আমার ল্যাপিতে ঘাটের মড়া'র লাইভ আপডেট নিজেত্থেকে আইই ৮ আর ডট নেট ফ্রেঃওঃ ৩.৫ নামিয়ে দুমদাম ইনস্টল করে দিয়েছিল। তার পরেই ভিস্টা বার চারেক BSOD দেখিয়ে ক্র্যাশ করে। কিছু ফোরামে খুঁজে দেখি ডঃ নেঃ ফ্রেঃ ওঃ ৩.৫ ভিস্টা হোম প্রিমি তে সাপোর্ট করে না। এটা টেস্ট করতে "রিস্টার্ট অন ফ্যাটাল ক্র্যাশ'এর অপশন "নো' করে দেখি আইই ৮ এর ডিএলেল এর জন্য সিস্টেম বিএসোডি খাচ্ছে। ঘাটের মড়ার ঐ সব সঙ্গীদের দূর করে রেজিস্ট্রী ধুয়ে মুছে তবে সিস্টেম স্টেবল হয়।
নতুন কি লাগাবো? উইন্ডোজ ৭ না লিনাক্স? ফান্ডা দাও।
intellidiot | ০১ জুলাই ২০০৯ ১১:১৪ | 220.225.245.130
বাঃ তাইলে এঃটেঃ কে ফোন করে কিছু খচ্চাপানি দিয়ে দাও... যাতে ভবিষ্যতে এমন না করে ;-)
Samik | ০১ জুলাই ২০০৯ ১১:১৩ | 122.162.236.169
ন্যাড়াদা, এমনিতে আমার কোনও প্রক্সি সেটিং নেই। ডিরেক্টলি চলে। তবে অবশ্যই এয়ারটেলের পাঙ্গা ছিল। রিমোট প্রক্সি বা ডিএনএস হতে পারে।
intellidiot | ০১ জুলাই ২০০৯ ১১:১৩ | 220.225.245.130
চেনা আর কারও এই কানেকশান থাকলে তারে/তাদের জিগাও না একই সমস্যা হচ্ছে কি না...
Samik | ০১ জুলাই ২০০৯ ১১:১০ | 122.162.236.169
সব ঠিক হয়ে গেছে। সব চলছে বিন্দাস।
নির্ঘাৎ এয়ারটেলের ইস্যু ছিল।
nyara | ০১ জুলাই ২০০৯ ১১:০৯ | 64.105.168.210
শমীকের লেখা পড়ে মনে হচ্ছেঃ
১। এয়ারটেলের ডিএনস সার্ভারে গোলমাল
নয়তো
২। এয়ারটেলের প্রক্সিতে গোলমাল
আর নয়তো দুইই।
Samik | ০১ জুলাই ২০০৯ ১১:০০ | 122.162.236.99
জিটক সাইন আউট করে আনইনস্টল করেছিলাম, এখন আবার ফিরিয়ে এনেছি, সে লড়েই যাচ্ছে আর কানেক্ট হচ্ছে না। ওটাও বোধ হয় https-এ কানেক্ট করে। এতক্ষণ কীভাবে চলছিল কে জানে!
Samik | ০১ জুলাই ২০০৯ ১০:৫৮ | 122.162.236.99
এইমাত্র এয়ারটেলের ফোন এল, সব চলছে কিনা জানতে চেয়ে, বললাম কিছুই চলছে না। তারপরেই দেখি, ফাফ-তে অর্কুট গুগল ডক্স এগুলো খুলছে। তারপরে আরও টেস্টিং করতে গিয়ে দেখি, https কিছুই চলছে না, কেবল http চলছে।
আইইতে, কিছুই চলছে না। মানে আগে যেগুলোর লিস্টি দিয়েছিলাম, প্লাস সমস্ত https খুলছে না। আইসিআইসিআইয়ের ভেতরের পাতা, গুগল অ্যাকাউন্ট, এগুলো https। তেমনি hdfc-র ভেতরের পাতাও https সেটাও খুলছে না, ইত্যাদি।
intellidiot | ০১ জুলাই ২০০৯ ১০:৫৭ | 220.225.245.130
ওঃ এতেও হয়নি... তাইলে জানিনা ঃ-)
intellidiot | ০১ জুলাই ২০০৯ ১০:৫৩ | 220.225.245.130
শমীকদা, ঠিক এই সমস্যা আমার হয়েছিল জিমেল এর সাথে। ফাফতে গুগল এর প্রচুর কুকি থাকে দেখবে। সব কটাকে ডিলিট করে দাও। আমার এই ভাবে ঠিক হয়েছিল।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১০:৫১ | 61.95.144.123
ধুৎ - সখ করে বোরিং কাজ করতে যাবো কেন? আমার তো বইয়ের আকাল পড়ে নাই।
Arpan | ০১ জুলাই ২০০৯ ১০:৫০ | 216.52.215.232
একমাত্র ইন্টারেস্টিং জিনিস হল বিভিন্ন প্রোজেক্টে কী ধরণের বেস্ট প্র্যাকটিস ফলো হচ্ছে সেগুলো জানতে পারা যায়।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১০:৪৮ | 61.95.144.123
টুলবার হটিয়ে মানে ওটাকে পুরো আনইনস্টল করে।
কিন্তু এয়ারটেলের কানেকশন গুগুল/ওক্কুট ইত্যাদিকেই শুধু আলাদা করে আটকাবে কেন?
Arijit | ০১ জুলাই ২০০৯ ১০:৪৭ | 61.95.144.123
আর মোডেম-এর ভিতর ঢুকতে গেলে তোমাকে গেটওয়ে আইপি দিতে হবে ব্রাউজারে - যেমন 192.168.1.1 বা সিমিলার কিছু - মোডেমের ম্যানুয়ালেই লেখা থাকে। সেখানে ঢুকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করা যায়।
Samik | ০১ জুলাই ২০০৯ ১০:৪৬ | 122.162.236.99
ইয়াহু টুলবার নেই, কেবল গুগল টুলবার আছে। এইমাত্র হটিয়ে দেখলাম, তাতেও লাভ হল না।
ব্রাউজার পরিষ্কার করেছি।
সবচেয়ে বড় কথা, একই মেশিনে একই ব্রাউজারে, রিলায়েন্সের ডেটাকার্ডে সব খুলছে আর এয়ারটেলে খুলছে না কেন? আর ব্রাউজারের প্রবলেম হলেও একসাথে ফাফ আর আইই দুটোতেই একই প্রবলেম কী করে হচ্ছে?
Arpan | ০১ জুলাই ২০০৯ ১০:৪৬ | 216.52.215.232
ইন্টারেস্টিং তো নয়ই। সেজন্যই তো বল্লাম। ;-)
Arijit | ০১ জুলাই ২০০৯ ১০:৪২ | 61.95.144.123
স্পীডের প্রবলেম নয়? তাহলে কানেকশন নিয়ে এত ভাবছো কেন? কানেকশন কি গুগুল/ওক্কুট চিনে সেখানে বাওয়ালি করবে? বরং ব্রাউজার পোস্কার করো (কুকি ইত্যাদি), টুলবার সরাতে পারো - টুলবারে কাজের চেয়ে অকাজ বেশি হয় (ইয়াহু টুলবারের জন্যে ফাফ পুরো বসে যেত), বা দ্যাখো টুলবার আপডেট হয়েছে কিনা...ব্রাউজার থেকে অ্যাড-অন কমাও - স্ক্রিপ্ট/ফ্ল্যাশ এসব জিনিসে অনেক ঝামেলা।
Samik | ০১ জুলাই ২০০৯ ১০:৩৯ | 115.241.206.45
১) স্পীডেরও প্রবলেম না। বাকি সব খুলছে। বিন্দাস।
২) কীভাবে করে জানি না।
৩) কীভাবে করে জানি না।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১০:৩৮ | 61.95.144.123
আমাদের তো প্রোজেক্ট কনসেপ্টই নাই - মানে অন্য দোকানে যেরকম থাকে সেভাবে। বিভিন্ন ক্লায়েন্ট প্রোডাক্ট কেনে - তখন অন-সাইটে বস্তুটাকে বসিয়ে আসে, আর তাপ্পর ক্লায়েন্ট ট্রেনিং চলে, সাপোর্ট চলে - অনেকে পার্মানেন্ট কয়েকজনকে রেখে দেয় অন-সাইটে।
আর অডিট করার মধ্যে ইন্টারেস্টিং তো কিছু দেখি না।
Arpan | ০১ জুলাই ২০০৯ ১০:৩৬ | 216.52.215.232
আরে প্রসেস চ্যাম্পিয়ন হয়ে যাও। জানি না তোমাদের কতগুলি প্রোজেক্ট হয়। আমাদের সাইজের অর্গে প্রসেস চ্যাম্পিয়নদের মাসে তিন থেকে চারটে প্রোজেক্ট কম করে অডিট করতে হয়। ঃ))
Arijit | ০১ জুলাই ২০০৯ ১০:৩৩ | 61.95.144.123
(১) কানেকশন স্পীড চেক করো। (২) মোডেম অ্যাডমিন ফাংশনের মধ্যে ঢুকে সেটিংস দ্যাখো। (৩) মোডেম রিসেট করেও দেখতে পারো।
Samik | ০১ জুলাই ২০০৯ ১০:২৩ | 115.241.22.56
দেখেছি। কোনও রেসপন্সই আসছে না। কেবল জিমেল খুলছে আইই তে।
Samik | ০১ জুলাই ২০০৯ ১০:২২ | 115.241.22.56
ঘর আবছায়া, আর ভিজে ভিজে হাওয়ায় ঢাকা মাথার ওপর মিছিমিছি ঘুরছে পাখা ...
Arijit | ০১ জুলাই ২০০৯ ১০:২০ | 61.95.144.123
গ্যাপ অ্যানালিসিসের রেকো হল সিএমএমআই লেভেল থ্রী টার্গেট করা। চৈতালিদি এখন লোকজনকে ধরে ধরে "প্রসেস চ্যাম্পিয়ন' বানাতে চাইছে। টেবিলের নীচে লুকিয়ে থাকবো ভাবছি।
Arijit | ০১ জুলাই ২০০৯ ১০:১৮ | 61.95.144.123
গুগুল/ওক্কুট - সবের লাইটার ভার্সন আছে। যদি স্লো কানেকশন হয় তাইলেও এগুলো খুলবে - সেটা করে দেখেছ?
Samik | ০১ জুলাই ২০০৯ ১০:০৫ | 115.241.226.229
দোষটা ঘাটের মড়ার নয়। একই ল্যাপিতে রিলায়েন্সের ডেটাকার্ডে খুলছে, দোষটা সম্ভবত কানেকশনের। এয়ারটেলও কিছু বলে উঠতে পারল না।
ফাফ তো ঘাটের মড়া নয়। সেখানে খুলছে না কেন?
Bhuto | ০১ জুলাই ২০০৯ ০৯:৫৩ | 203.91.193.5
আহা আমিই তো ফোন করে নিতে পারি। সোমুদা ধরেছে ফোন?
Arijit | ০১ জুলাই ২০০৯ ০৯:৫০ | 61.95.144.123
কেন যে লোকে ঘাটের মড়া নিয়ে হল্লা করে...
আমি এখন বেজায় দোটানায় পড়েছি - ফাফ-র ফাংশনালিটি আর অত সোঁদর সোঁদর প্লাগইন, আর সাফারি-৪-এর জাগুয়ার-মার্কা স্লিক গেট-আপ। কোনটে ছেড়ে কোনটে রাখিঃ-(
Samik | ০১ জুলাই ২০০৯ ০৯:৪৭ | 122.162.236.99
লাস্ট যতদূর মনে পড়ছে, আইই ৮ এ উন্নীত হয়েছিলাম। তারপর থেকেই ...
১। গুগল অ্যাকাউন্ট খুলছে না। ২। অর্কুট খুলছে না। ৩। গুগল ডক্স খুলছে না। ৪। আইসিআইসিআই ব্যাঙ্কের ভেতরে যাচ্ছে না, কেবল হোমপেজটা খুলছে। ৫। গুগল টুলবারে সাইন আউট করলেও সাইন আউট হচ্ছে না। ৬। এক প্রবলেম ফায়ারফক্সেও। সেখানে সাইন আউট করার চেষ্টা করার পরে জিমেলও খুলছে না।
কেউ শুনেছে এমন রোগের কথা?
Ishan | ০১ জুলাই ২০০৯ ০৯:১৭ | 173.26.17.106
জীবনে প্রথম এই একটা বানান ভুল ধরেছি। দন্ত দন্ত, তালব্য নয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন