সে তো অবশ্যই। তবে প্রি লাইফ পার করে পোস্ত তে আছেন এটা অ্যাসিউম করে শুধু পোস্ত নিয়েই বলছিলাম। ঃ)
Abhyu | ২৬ জুন ২০০৯ ২০:৪৮ | 80.221.25.236
ন্নাঃ চেতনা চৈতন্য ক্যাসেটে ঃ(
pi | ২৬ জুন ২০০৯ ২০:৪৬ | 72.83.196.134
সেতো প্রি লাইফ ও স্থান কাল পাত্রের হাতে।
stoic | ২৬ জুন ২০০৯ ২০:৪৩ | 160.103.2.224
আরে সবই হল স্থান-কাল-পাত্র র খেলা। ঠিক সময়ে ঠিক জায়গায় পোস্ত লাইফ শুরু করাটাই হল প্রি লাইফের শিক্ষা। তা না অইলে আর অনুসন্ধান করতে শিখে ডিগ্রি পেয়ে কি লাভ হল ? ;-)
pi | ২৬ জুন ২০০৯ ২০:৩৮ | 72.83.196.134
হেসে খেলে, হাতা খুন্তি না নাড়িয়ে, এমনকি বাটাবাটি অব্দি না করে পোস্ত রাঁধা যায় ? :o কোন দেশের রান্নাঘরে আর কোন দেশি রেসিপি? এ অধম জানিতে ইচ্ছুক। এখনো তো প্রি আর পোস্ত লাইফের তফাত তেমন বুঝলুমনি।
stoic | ২৬ জুন ২০০৯ ২০:৩৪ | 160.103.2.224
পোস্ত ডাক্তার হয়ে হেসে খেলে কাটানো যায় ঠিকই কিন্তু ঐ সফ্ট মানির ওপর বেঁচে থাকা। সেটা তে প্রবলেম না হলে লড়ে যান।
pi | ২৬ জুন ২০০৯ ২০:৩২ | 72.83.196.134
অভ্যু, পান্নালাল পাওয়া যাবে কিছু ? আমার চেতনা চৈতন্য করে ?
stoic | ২৬ জুন ২০০৯ ২০:৩০ | 160.103.2.224
আরে এটা তো দেশের সাইন্টিশদের বাইরে রিসার্চ করতে আসার জন্য। উল্টো দিকের জন্য কিসু নাই ?
sb | ২৬ জুন ২০০৯ ২০:২৮ | 141.80.168.75
রামন স্পেক্ট্রা নিয়ে কাজ কত্তে হবে? আর পোস্ত রাঁধতে গেলে নিজে হাতা খুন্তি কিচ্ছুটি নাড়তে হয় না বলছ? হেসে খেলে গড়িয়ে যাওয়া সুখের জীবন?
vikram | ২৬ জুন ২০০৯ ২০:১৯ | 193.120.76.238
রামন ফেলোশিপ।
stoic | ২৬ জুন ২০০৯ ২০:১৬ | 160.103.2.224
এই রকম সাইন্টিশের চাগরি দ্যাশে কোথায় পাওয়া যাচ্ছে কেউ সুলুক সন্ধান জানাতে পারলে জানিয়ে দিন এই বেলা। আম্মো তাইলে আরামসে দেশে ফিরি। অনেক ত হল। আঃ কঃ দিঃ বাঃ।
vikram | ২৬ জুন ২০০৯ ২০:০৮ | 193.120.76.238
হ্যাঁ হ্যাঁ। মামলা। করলেই লোকে হেরে যায়।
ঐ হেসে খেলে গড়িয়ে বলেই তো পোস্ত ডক বললাম। বেশ কিছু সরকারি অফিসে সাইন্টিস্টও খুব ভালো। ঘুম, উল বোনা, আনন্দলোক, কনফারেন্স, সবই একসাথে করতে হয়।
sb | ২৬ জুন ২০০৯ ২০:০৫ | 141.80.168.75
অভ্যু, ক'টা জার্মান বলতে পারব না তবে এই মুহূর্তে দু দুটো ইনস্টিট্যুইশনের সাথে লড়াই করছি - ফরেনার্স অফিস আর এমপ্লয়মেন্ট অফিস। এমপ্লয়মেন্ট আপিসের এগেইনস্টে জার্মান আদালতে মামলাও ঠুকেছি। সে মামলায় হারি জিতি পরোয়া নেই তবে পাগলা জগাইয়ের মত লড়াই জারি হ্যায়ঃ-) কত্ত যে অভিজ্ঞতা হল... মা, মা গো। নাহ্ বই নামাতেই হবে।
ডিডিদাদা, হাসতে পাল্লেন? আমি এত্ত কেঁদেকেটে উদ্ধার হলাম আর আপনি তাই দেখে হে হে করে হাসতে পাল্লেন?
ভিক্কং, পোস্ত ডাকু হব কিনা সেটাও বুঝতে পারছি না। কিসুরই পেল্যান নাই। বেশ হেসে খেলে গড়িয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দেওয়া যায় এমন একটা চাগ্রি পেলে বাম্পার হয়।
অজ্জিত, নাহ ওটাই ভাল। কিচ্ছু বোরিং নয়। সরস্বতীও মাথায় থাকেন, লক্ষ্মীরও মান বজায় থাকে আর গরু/রাখালের পাল তাড়াতে হয় না।
তোর এক বাড়ি পাশে আমি বসে আছি, তবু তোর একা লাগে? তোর কোনো ইসে নেই?
intellidiot | ২৬ জুন ২০০৯ ১৯:১৩ | 220.225.245.130
ওঃ, ভুতুভাইয়ের এই দুঃখ চোখে দেখা যায়না ;-)
Bhuto | ২৬ জুন ২০০৯ ১৮:৩১ | 203.91.193.5
আজ রামবারে আমি একা। বোধিদা , বুনু কেউ নাই। যতদূর দেখা যায় শুধু আমি একা। অগত্যা কাজ করে যাই। পরে না হয়....
Blank | ২৬ জুন ২০০৯ ১৮:১৯ | 203.99.212.224
Harrier চিল জাতীয়।
vikram | ২৬ জুন ২০০৯ ১৮:১৪ | 193.120.76.238
ক দিন আগে বার্ডস অফ প্রে বলে একটা ওপেন এয়ার শো তে গেছিলাম, মাংসাশী পাখিদের খাওয়ানো হয়। ওয়ান অ্যাট আ টাইম এক্সেপ্ট এক ধরণের 'কাইট' (চিল?)। কারণ এরাই একমাত্র নিজেদেরকে মেরে না ফেলে এক সাথে শিকার করতে পারে। সেখানে যা খেল দেখলাম আকাশে যে কোনো এয়ার শো বোধ হয় হার মানবে। আর শুধু আকাশ না, আমাদের মাথার ঠিক ওপরে, কান ঘঁষে (১ মিমি রও কম) ইত্যাদিও ছিলো। তবে লক্ষ্য খাবার দিকে। আমরা অবস্ট্রাকশান মাত্র।
sinfaut | ২৬ জুন ২০০৯ ১৭:৩৮ | 203.91.207.30
ওহ্হ্হ্, এই দারুন সাইটটার জন্য অনেক অনেক অনেক থ্যাঙ্কু অরিজিতদা।
Arijit | ২৬ জুন ২০০৯ ১৭:৩৪ | 61.95.144.123
Harrier
Blank | ২৬ জুন ২০০৯ ১৭:০৭ | 203.99.212.224
প্যারাডাইস বার্ড গুলোর ল্যাজ অদ্ভুত, কিন্তু ময়ুর অনেক বেশী কালারফুল
Blank | ২৬ জুন ২০০৯ ১৭:০৫ | 203.99.212.224
হ্যারিয়ারের বানান লেখো, না হলে ছবির লিংক দাও
Blank | ২৬ জুন ২০০৯ ১৭:০৪ | 203.99.212.224
অসপ্রে আর চিল এর বংশ আলাদা শুধু। আর বাজার্ড যা দেখছি তাতে ওটা কোনো স্পেসিফিক পাখী না। তবে তুমি যাদের কথা ভাবছো হয়তো সেগুলো আবার হকের মতন। শুধু ঐ বংশ আলাদা।
dipu | ২৬ জুন ২০০৯ ১৭:০৩ | 207.179.11.216
কাজ করিয়ে করিয়ে মেরে ফেল্লো গোওও ঃ-(((
Sags | ২৬ জুন ২০০৯ ১৭:০২ | 203.201.225.35
আমি ডিসকভারিতে আর গুগুলে দেখেছি ;)
Blank | ২৬ জুন ২০০৯ ১৭:০০ | 203.99.212.224
আমি দেখেচি চিড়িয়াখানায়
Sags | ২৬ জুন ২০০৯ ১৬:৫৯ | 203.201.225.35
তোমরা কি কেউ প্যারাডাইস বার্ডদের দেখেছো?
Arijit | ২৬ জুন ২০০৯ ১৬:৪৬ | 61.95.144.123
বাংলার না হলেই কি বাংলা নাম থাকবে না? তাইলে উটপাখি আছে কি করে? ;-)
এমনি করা মুশকিল। বাজ আর চিল আলাদা অনেক ওপরের লেভেলে। ফ্যালকন আর চিলের শুধু বংশ আলাদা। অর্থাৎ এরা প্রায় একই। বাকিগুলো ঠিক জানিনা। সবার বাংলা হওয়া সম্ভব না, কারন বাংলার পাখী নয়। ছবি দেখালে আলাদা করতে পারবো হয়তো।
Abhyu | ২৬ জুন ২০০৯ ১৬:২৯ | 80.221.49.91
আসলে শ্যামাসঙ্গীত বলতে প্রথমেই আসেন রামপ্রসাদ, কিন্তু তাতে তঙ্কÄকথাই প্রধান। সুর একটাই। ওদিকে আপনার বন্ধু আবার বাংলা বোঝেন না। রাজা রামকৃষ্ণের কিছু গান বেশ ভালো। তাছড়াও অনেক গান আছে যেগুলোর কথা/সুর 'প্রচলিত'। আর ওদিকে ফাটাফাটি কিছু শ্যামাসঙ্গীত লেখেন নজরুল। ঠাকুর রামকৃষ্ণের ভক্তমণ্ডলীও কিছু শ্যামাসঙ্গীত লেখেন/জনপ্রিয় করেন।
কি আশ্চজ্জি, আমি প্রথমেই "সুরা পান করি নে আমি" ঐ গানটাই শুনলাম।
Abhyu | ২৬ জুন ২০০৯ ১৬:১৮ | 80.221.49.91
শুক্রবারের গানটা আর কারো লাগলে বলবেন, কেমন?
Arijit | ২৬ জুন ২০০৯ ১৬:১৬ | 61.95.144.123
এগুনো পছন্দ না হলে হিন্দি গান শুনিয়ে দ্যান ডিডিদা -
"কালি তেরি চোটি হ্যায় পরান্দা তেরা লাল নি, রূপ কি ও রাণী তেরি পরান্দেকো সমহালনি, কিসি মনচলেকা তুঝপে আ গ্যয়া যো দিল, হোগি বঢ়ি মুশকিল...'
vikram | ২৬ জুন ২০০৯ ১৬:১৫ | 193.120.76.238
কালো মেয়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন অতি উৎকষ্ট গান
Arijit | ২৬ জুন ২০০৯ ১৬:১৪ | 61.95.144.123
ফ্যালকন, বাজার্ড, হ্যারিয়ার, কাইট, হক, অসপ্রে - ডিফারেনশিয়েট করো, আর সবকটার বাংলা ইক্যুইভ্যালেন্ট বলো;-)
Abhyu | ২৬ জুন ২০০৯ ১৬:১৩ | 80.221.49.91
সাতদিনে শোনার জন্য সাতটা পাঠালাম
সোমঃ বলরে জবা বল মঙ্গলঃ বল মা শ্যামা কোথায় আছে নবঘন শ্যাম বুধঃ মা আমার সাগর পারের হরবোলা বৃহস্পতিঃ জয় মা তারা শুক্রবারঃ সুরা পান করি না আমি (খেয়াল করুন শুক্রবার) শনিঃ দে মা আমায় তহবিলদারী রবিঃ আমার কালো মেয়ে রাগ করেছে মাকে কে দিয়েছে গালি
প্রাপ্তি সংবাদ দিবেন।
Arijit | ২৬ জুন ২০০৯ ১৬:০৮ | 61.95.144.123
কিন্তু চিল একটা অতি বিচ্ছিরি পাখি, চুরি ডাকাতি করে। কেউ পোষে না। বাজ মোটেও তা করে না - কাঁধের ওপর রেলা নিয়ে বসে থাকে। রেড কাইট পোষে তো লোকে।
বাই দ্য ওয়ে - ফ্যালকন কি তাহলে?
Blank | ২৬ জুন ২০০৯ ১৬:০৩ | 203.99.212.224
কাইট হলো চিল হক হলো বাজ রেড কাইট অবশ্যই চিল, কোনোমতে বাজ না
Abhyu | ২৬ জুন ২০০৯ ১৫:৫২ | 80.221.49.91
মুশকিল কি জানেন ডিডিভাই, 'ভালো' শ্যামাসঙ্গীতগুলার অনেকেরেই রেকর্ডিং ভালো না। এই যেমন মৃণালকান্তি সেনের গাওয়া কালো মেয়ের পায়ের তলায়। যাগ্গে, চাট্টি পাঠিয়ে দিই।
dd | ২৬ জুন ২০০৯ ১৫:৩১ | 122.166.82.98
অভ্যু
আমার শ্যামা সংগীত নিয়ে কোনোই অভিজ্ঞতা নেই,
আমার দক্ষিনী বন্ধু কালী ভক্ত(এখন আম্রিগায় থাকে)- সে শ্যামা সংগীত শুনতে চায়। কিন্তু এক বর্ণও বাংলা বোঝে না। তাও শুনতে চায়।
সর্বানীকে অভিনন্দন। এই মার্কেটে কি পোস্টডক দাঁড়াচ্ছে তাহলে?
Arijit | ২৬ জুন ২০০৯ ১৫:২৫ | 61.95.144.123
ঈগল নিয়ে কনফিউজন নাই, তবে বাজ আর চিলের ইংরিজী নিয়ে এট্টু কনফিউজন আছে। বাজ তো hawk আর চিল কি kite? মুশকিল হল red kite বলে একটা পাখি আছে যেটাকে কিন্তু বাজ বলে...
Abhyu | ২৬ জুন ২০০৯ ১৫:২২ | 80.221.49.91
ডঃ পিপি, কনগ্রা। কটা জার্মানের সঙ্গে লড়বে জগাই এবার? ঃ-)
আর এই যে ডিডিদা, আমার কাছে একশ তেপান্নটা শ্যামাসঙ্গীত ছেলো। আপনার কেমন কেমন চাই? নজরুলের লেখা, নাকি সিনিমায় দেখা? নাকি ধনঞ্জয়ের গাওয়া, নাকি চায়ের দোকানে পাওয়া (সকলি তোমারি ইচ্ছা...)?
d | ২৬ জুন ২০০৯ ১৫:১৯ | 144.160.5.25
আচ্ছা স্যান সেদিন জিজ্ঞাসা করছিল না, বাজ আর ঈগল এক পাখী কিনা ...... তা, ইয়ে, মানে ..... বলছিলাম কি ....... মানে বলছিলাম যে ............... এটাও কি স্যানের সেই ইয়েইসে কেস নাকি? (এত এত গরুর রেফারেন্স দেখে মনে হল)
dd | ২৬ জুন ২০০৯ ১৫:০০ | 122.166.82.98
এই যে ! হেঃ হেঃ হেঃ। তাইলে পিপি ও ডাগদার হয়ে গ্যালো ! হেঃ হেঃ হেঃ। বেশ,বেশ।
পিপি - এখানে বেশির ভাগ ইউনিই ওই তুমি যা বলছো - মানে শুধু পড়ানো। সেটা বড় বেশি টায়ারিং কিন্তু...
sb | ২৬ জুন ২০০৯ ১৪:৪৭ | 141.80.168.31
দ্রি,
অধ্যাপনা মন্দ নয় মানে বেশ ভালই কারণ খুব বেশি লছমি মায়ের মনোযোগ অভ্যাসের পক্ষে বিপজনক তবে অধ্যাপনার সাথে গরু খোঁজা ব্যাপারটা প্রায় অঙ্গাঙ্গী জড়িত, মানে তখন গোয়াল মালিক হয়ে রাখালগুলোর উপর ছড়ি ঘোরাতে হবে। ঐটিতে এক্কেবারেই রাজি নই। শুধু যদি পঠনপাঠনের দায়িত্ব পাওয়া যায় উইদাউট গোয়াল/গরু/রাখাল এবং মোটামুটি গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা তবে আমি দুই পায়ে খাড়াঃ-) কিন্তু এমন সোনার পাথরবাটি কোথা পাই...... সায়ন, চ' ডিম ফাটাইঃ-)
হানুদা, দের সহি দুরস্ত্ সহিঃ-)
Bhuto | ২৬ জুন ২০০৯ ১৪:৪৫ | 203.91.193.5
গোরু খোঁজার হবে কেন? 'খাবার' হবে। মনে হয় সবার টাইপো হচ্ছে।
h | ২৬ জুন ২০০৯ ১৪:২৪ | 206.195.19.59
সর্বানী অভিনন্দন। ব্যাপক খবর। গরু ও ডাক্তারি র মধ্যে সম্পর্কটা বুঝতে একটু সময় লাগলো।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন