এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৫ জুন ২০০৯ ১৭:২৭ | 220.227.190.18
  • আমার শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময়েই কাজাতে ভাল্লাগে না ঃ-(
  • Blank | ২৫ জুন ২০০৯ ১৭:২২ | 170.153.65.102
  • ধুর, এই গরমে আর কাজাতে ভাল্লগে না। তার মধ্যে একটা বাজে বই পড়লাম
  • san | ২৫ জুন ২০০৯ ১৭:১৯ | 220.227.190.18
  • সত্যি, কুইজের ঠেলায় কেউ আর ভাট করলনা ঃ-)
  • Arijit | ২৫ জুন ২০০৯ ১৭:১৭ | 61.95.144.123
  • জিএসএম স্ট্যান্ডার্ডে একটা এলিমেন্ট ডিফাইন করা হয়েছিলো - Serving Mobile Location Centre - (SMLC) - সেটাতে ওই রকম ফাণ্ডা ছিলো - ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি এমার্জেন্সী ডায়াল করলে - তখন ওই SMLC ব্যবহার করে লোকেশন পিনপয়েন্ট করা যাবে - এমার্জেন্সী ভেহিকল চলে যাবে সেখানে। সিমেন্স বোকা রেটন কাজ করতে শুরু করেছিলো ২০০০ সালে - শেষ অবধি কি হয়েছে জানি না।
  • rokeyaa | ২৫ জুন ২০০৯ ১৭:১৬ | 203.110.246.230
  • আমি পড়েছিলুম কেউ কোনো অপরাধ করলে ঐ চিপে সিগন্যাল পাঠিয়ে তার স্নায়ু অবশ করে দেবে, পুলুশ ধরে নেবে তারপর।
  • sayan | ২৫ জুন ২০০৯ ১৭:১৬ | 160.83.96.81
  • আজ লোকজন অ্যামন মিইয়ে আছে কেন?? বিষ্টিতে সেঁতে গেছে না কি?
  • sayan | ২৫ জুন ২০০৯ ১৭:১৫ | 160.83.96.81
  • কে? কি?
  • Sags | ২৫ জুন ২০০৯ ১৭:১৪ | 203.201.225.35
  • নন্দুদা কোডিঙ্গ ছেড়ে শেষে লোকের লিস্টি বানাবে।
  • sayan | ২৫ জুন ২০০৯ ১৭:১২ | 160.83.96.81
  • আমাদের জীবনকালে এ হবার নয়।
    আরও পড়েছিলাম, ঐ চিপ এ এম্বেডেড জিপিএস পিঙ্গার ভিক্টিমের লোকেশন লক করে অ্যাম্বুলেন্সের সাথে ইন্টার‌্যাক্ট করবে। পুরো সাই ফাই।
  • Arijit | ২৫ জুন ২০০৯ ১৭:০৬ | 61.95.144.123
  • ডিএনএ ব্যাঙ্ক ব্যাপারটা নিয়েও বিলেতে প্রভূত ক্যাও হচ্ছে। বেসিক্যালি সব জায়গাতেই এক ধরণের প্রোফাইলিং-এর একটা ড্রাইভ দেখা যাচ্ছে। এই UID তারই শুরুর ধাপ।

    তবে ওই হাসপাতালে খবর পৌঁছে যাওয়া ব্যাপারটা খুব একটা খারাপ না। অনেকদিন আগে LSID নিয়ে একটা পোস্ট করেছিলুম - হেলথ গ্রিডের ব্যাপারে - সেখানেও ধারণাটা প্রায় একই। তবে চিপ নয়, একটা হেলথ কার্ড গোছের জিনিসের কথা ছিলো আর কি - ইনসিওরেন্স কার্ডের মতন। ওই LSID দিয়ে পুরো মেডিক্যাল হিস্টরি (কবে-কোথায়-কি-কোন হাসপাতালে কি চিকিৎসা হয়েছে-কোন ডাক্তার কি ওষুধ দিয়েছিলো ইত্যাদি) পাওয়া যাবে...
  • rokeyaa | ২৫ জুন ২০০৯ ১৭:০১ | 203.110.246.230
  • কবি মাম্মাম্মা বলেছেন, পুলুশ হলো ফুলুশ।
  • sayan | ২৫ জুন ২০০৯ ১৭:০০ | 160.83.96.81
  • এখনও এসব বলছো! এরপর পুলুশে তুলে নে যাবে ত্যাকোন বুঝবা। ;-)
  • rokeyaa | ২৫ জুন ২০০৯ ১৬:৫৮ | 203.110.246.230
  • সেটা তো on verge of possible মাওবাদী attackও হতে পারে!
  • sayan | ২৫ জুন ২০০৯ ১৬:৫৩ | 160.83.96.81
  • ডিএনএ!!

    অনেক জমানা আগে এরকম কি একটা চীপ এর কথা হচ্ছিল না যেটা অন ভার্জ অব পসিবল হার্ট অ্যাটাক অর এনি ফ্যাটাল ইনজুরি নিয়ারেস্ট হসপিটালে নিজের থেকে ম্যাসেজ পাঠাবে পেশেন্টের হোয়্যারঅ্যাবাউট সহ। কোনও একটা প্রজেক্টও শুরু হয়েছিল বলে শুনেছিলাম। তারপর আর কোনও সাড়াশব্দ নেই যথারীতি।
  • Arijit | ২৫ জুন ২০০৯ ১৬:৪৫ | 61.95.144.123
  • এর পর এই UID-র সাথে রক্তের গ্রুপ, আঙুলের ছাপ, ডিএনএ অবধি সব রাখা হবে;-)
  • Arijit | ২৫ জুন ২০০৯ ১৬:৩৬ | 61.95.144.123
  • সোশ্যাল সিকিউরিটি না - ওই একটা আইডেন্টিফায়ার - ব্যাস্‌। ইউকে-তে করতে চেয়েও এখনও পুরোপুরি পারেনি।
  • sayan | ২৫ জুন ২০০৯ ১৬:৩০ | 160.83.96.82
  • সেটা কি? সোশ্যাল সিকিওরিটি?
  • Blank | ২৫ জুন ২০০৯ ১৫:৩৯ | 170.153.65.102
  • এবারে UID ছারা form 16 জমা দেওয়া যাবে না
  • Arpan | ২৫ জুন ২০০৯ ১৫:১৫ | 216.52.215.232
  • মিতাদি এখন ওদেশে।
  • kallol | ২৫ জুন ২০০৯ ১৫:০৫ | 122.167.10.126
  • মিতা তুই কি ব্যাঙ্গালোরে ?
  • kallol | ২৫ জুন ২০০৯ ১৫:০৪ | 122.167.10.126
  • দীপু - পাঠিয়ে দিয়েছি।
  • sinfaut | ২৫ জুন ২০০৯ ১৪:৩৯ | 203.91.207.30
  • হানুদা, জিজ্ঞেস করেছো? দেখতে পাইনি। আমি টিভিতে দেখেচি, কিন্তু আমার কাছে নেই।
  • dipu | ২৫ জুন ২০০৯ ১৩:২১ | 207.179.11.216
  • আগেরবার তো পেইছিলাম। যাগ্গে, আবার পাঠ্যে দিচ্চি।
  • san | ২৫ জুন ২০০৯ ১৩:১৮ | 220.227.190.18
  • আমি মেইলটা পেয়েছি। মনে হয় দিপুর আইডি কল্লোলদার কাছে নেই। পাঠিয়ে দে, নয়তো পরের মেইলগুলোতেও বাদ পড়ে যাবি ঃ-)
  • dipu | ২৫ জুন ২০০৯ ১৩:০৯ | 207.179.11.216
  • কিন্তু আমি কোনো মেইল পাইনি।
  • dipu | ২৫ জুন ২০০৯ ১২:৪৪ | 207.179.11.216
  • আমি বাড়ি থেকে ফিরবো সাতই জুলাই বিকেলে ঃ-(((
  • kallol | ২৫ জুন ২০০৯ ১২:৩৭ | 122.167.15.9
  • ব্যাঙ্গালোরের গুরু এবং চন্ডালীরা - আগামী ৫ জুলাই, রবিবার, বিকাল ৫.৩০ এ আবার ক্রসওয়ার্ডস-এ চলে এসো। যারা আগেরবার আসতে পারোনি তারাও এসো।
    এবার নাগরিক(ব্যাঙ্গালোরের বাংলা ব্যান্ড) গাইবে, আর কলকাতার তৃতীয় ধারার নাটকের দল - আয়না নাটক করছে - তীর্যক।
    নতুন বই আসছে। তার তালিকা মেল-এ পাঠিয়েছি। তোমাদের কারুর কিছু বই আনানোর থাকলে মেল কোরো।
    দেখা হচ্ছে - হচ্ছেই - ৫ জুলাই, রবিবার, বিকাল ৫.৩০য়
    ওরে ভুতো খালি তুইই নেই.........
  • Balnk | ২৫ জুন ২০০৯ ১১:৫০ | 170.153.65.102
  • না ওটা পড়িনি।
  • Blank | ২৫ জুন ২০০৯ ১১:৪৯ | 170.153.65.102
  • অফসাইড আমি দেখিচি। এমনকি আমার কাছে আছেও হয়তো। আমার ধারনা আমি ডিভিডি টা ঝেরে দিয়েছিলাম। আশা করছি দেখাতে পারবো ঃ)
  • san | ২৫ জুন ২০০৯ ১১:৪৮ | 220.227.190.18
  • বেঙ্গালুরুরটা থেকে কিনে নিয়ে যাও ঃ-)
  • Arijit | ২৫ জুন ২০০৯ ১১:৪৬ | 61.95.144.123
  • টেকনোপলিসের ক্রসওয়ার্ডসটা ঝুল। ওদের সেই কব্বে বলেছিলুম আমাকে লর্ড অব দ্য রিঙসের প্রথম দুটো ডিভিডি এনে দিতে - পারেনি। শেষে সিটি সেন্টারের একটা দোকান থেকে কিনে আনলুম।
  • san | ২৫ জুন ২০০৯ ১১:৪৩ | 220.227.190.18
  • ক্রসওয়ার্ডসে পেয়ে যাবে
  • Arijit | ২৫ জুন ২০০৯ ১১:৪১ | 61.95.144.123
  • টিন ড্রাম আর ক্যাট অ্যাণ্ড মাউস - এই দুটোও যোগাড় করার ইচ্ছে আছে। স্টারমার্কের ক্লাসিক সেকশনে পেলুম না - ওরা দেখি সব সিক্যুয়েলগুলো রাখে - শ্রী-এর জন্যে She কিনতে গিয়ে পেলুম না, অথচ ওর সিক্যুয়েলটা পেয়ে গেলুম।
  • dipu | ২৫ জুন ২০০৯ ১১:৪০ | 207.179.11.216
  • অফসাইড সিনেমাটা ওয়ার্ল্ড মুভিজ চ্যানেলে প্রায় প্রতি সপ্তাহে দেখায়। আমি বার দুয়েক দেখেছি।
  • h | ২৫ জুন ২০০৯ ১১:৩৮ | 206.195.19.49
  • কাল সিঁফো কে একটা প্রশ্ন করলাম, উত্তর দিল না, তোরা কেউ দিবি?

    জাফর পানাহি র অফসাইড দেখেছিস? থাকলে দেখাবি?
  • h | ২৫ জুন ২০০৯ ১১:৩৫ | 206.195.19.49
  • রাইট, পড়লি? কেমন লাগলো। আমি শুধু রিভিউ পড়েছি। আর সমালোচনার জবাবে গ্রাসের লেখা একটা আর্টিকল পড়েছি, হয় গার্ডিয়ানে নয় এল আর বি তে।
  • Blank | ২৫ জুন ২০০৯ ১১:৩৪ | 203.99.212.224
  • Peeling the onion
  • h | ২৫ জুন ২০০৯ ১১:৩৩ | 206.195.19.49
  • মানে মোদ্দা হল, আমার এই যে বিভিন্ন রূপ, এটা তো তার মায়ের পক্ষে স্ক্যান্ডালাইজিং, আমার কী? ইত্যাদি।
  • h | ২৫ জুন ২০০৯ ১১:৩২ | 206.195.19.49
  • ডালপালা শিংওয়ালা রাশান মুশকো হরিন দেখে যদি মেয়ের বাপের কথা মনে করে তো আমি কি করবো।
  • h | ২৫ জুন ২০০৯ ১১:৩১ | 206.195.19.49
  • থ্যাংকু। আমি ডগ ইয়ার্স পড়িনি বোধ হয়। বাবা আমার বইটা ঝেড়ে দিয়ে বলছেন, ওটা নাকি ওনাকে ওনার কে ছাত্র দিয়েছে। এই বয়সে একটা লোক এরকম একটা জিনিস পুরো গেঁড়িয়ে দিলেন মাইরি।
    শুধু টিন ড্রাম পড়েছি। আমি ১৯৭৪ বলে একটা অসাধারণ গল্প পড়লাম এইবার গুন্টার গ্রাসের। অসম্ভব ভালো গল্প। ফুটবল নিয়ে।

    আর একটা জিনিস পড়ার ইচ্ছে আছে। গ্রাস যখন বল্লেন উনি ১৭ বছর বয়সে এস এস এর সদস্য ছিলেন, এতদিন বলেন নি, তার পরে ওনার একটা বই বেরিয়েছে, সেটা আমার খুব পড়ার ইচ্ছে। নামটা এই মুহুর্তে মনে পড়ছে না।
  • Blank | ২৫ জুন ২০০৯ ১১:২৯ | 203.99.212.224
  • তিনোমুলের লোকজন মন্ত্রী হয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলোর হেব্বি সুবিধে হয়েছে। ওরা উদ্বোধন করার জন্য কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছে।
    তাদের একজন জানালেন যে ওনাকে দিদি বলেছেন ইসকনের রথ খুব বিখ্যাত। তাই ইসকনের রথ দেখতে যাওয়া উচিৎ।
    আজকাল কি এসব ব্যপারেও দিদি সিদ্ধান্ত নেয় !!!!!
  • sayan | ২৫ জুন ২০০৯ ১১:০১ | 160.83.96.81
  • "দু' পয়সা টা খুব সত্যি।
  • d | ২৫ জুন ২০০৯ ১০:৪৪ | 144.160.5.25
  • ইয়ে, "জংলী হরিণ', বিশেষত "হরিণ'টা বড় বেশী কষ্টকল্পনা।
  • Arijit | ২৫ জুন ২০০৯ ১০:৪৩ | 61.95.144.123
  • কপিল সিবাল ক্লাস টেনের বোর্ড এগজাম বাতিল করার পরামর্শ দিয়েছেন।
  • Arijit | ২৫ জুন ২০০৯ ১০:৪০ | 61.95.144.123
  • রোকেয়া - কম্পু বাওয়ালির দুটো টইয়ের মধ্যে কোনো একটায় ভিডিও এডিটিং নিয়ে কথা হয়েছিলো, কিছু লিংকও দিয়েছিলাম, তার মধ্যে একটা ফোরামের লিংকও ছিলো। সেটা দ্যাখো - প্রচুর ইনফো পাবে।

    বোধি - ফেডোরাতে ঈশেনের এডিটর চলবে। জাভা ইনস্টল করো আর ফন্ট ইনস্টল করো।

    টিম - হ্যাপি বাড্ডে বিলেটেড।

    কাল গুন্টার গ্রাসের "ডগ ইয়ারস' কিনলুম - কেউ পড়েছ?
  • Samik | ২৫ জুন ২০০৯ ১০:৩৮ | 219.64.11.35
  • বাঃ!
  • m | ২৫ জুন ২০০৯ ১০:৩৪ | 173.26.17.106
  • শমীক,
    বিড়ি শব্দ টা শুনতে ভালো লাগে বলে ওটা আমি শিখিয়েছিঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত