শুধু বাক্সবদল? ছুটির ফাঁদে সেই তোয়ালেপরিহিতা অপন্না, এখানে পিঞ্জরের সেই একাকিনী অপন্না ... হায়!
dipu | ২১ জুন ২০০৯ ২১:৩৩ | 121.243.161.234
ঊনিশে এপ্রিল, তিতলির অপর্ণা সেন।
Arpan | ২১ জুন ২০০৯ ২১:১৮ | 122.252.231.12
হু, সেই বাক্সোবদলের অপন্না সেন।
Samik | ২১ জুন ২০০৯ ২১:১৬ | 122.162.236.64
অপন্নাসেনের ওপর আমারও একটু ইয়ে আরেট্টু ইসে ছিল। ওকে তাই আমি সবসময়েই ক্ষমাসুন্দর দিষ্টিতে দেখি।
dipu | ২১ জুন ২০০৯ ২১:১৫ | 121.243.161.234
ব্রাজিল-ইতালি মোনয় রাতের দিকে। ইএসপিএন এর ওয়েবসাইট টা দেখে নাও একবার।
Arpan | ২১ জুন ২০০৯ ২১:১২ | 122.252.231.12
খেলা ক'টায় বল্লি না তো!
dipu | ২১ জুন ২০০৯ ২১:০৮ | 121.243.161.234
অ্যাল। ওটা রাত আটটায় হবে।
dipu | ২১ জুন ২০০৯ ২১:০৫ | 121.243.161.234
CNN-IBN এ রোব্বর রাত নটায় The week that wasn't কেউ কি দেখো? এমন অসাধারণ প্রোগ্রাম আরো দু-চারটে হয়না কেন?!
r | ২১ জুন ২০০৯ ২১:০৩ | 121.245.47.230
চান্স দেয় নি তো। ঃ-(
d | ২১ জুন ২০০৯ ২০:৫২ | 117.195.46.197
"চিদু বুদ্ধু'বললে বেশী ভাল শোনায়। কিন্তু তোন্না অপন্নাসেনের ওপরেক্টু ইসে ছিল?
r | ২১ জুন ২০০৯ ২০:৪৮ | 121.245.47.230
ছাতাধর-মাম্মাম্মা-চিদু-বুদ্ধু-ম্যাঁওম্যাঁও সব ঠিক আছে- ভালো খারাপ নিয়ে। কিন্তু এই সবজান্তা ওপরচালাক ন্যাকা সেলিব্রিটিগুলোকে দেখলেই কাঁচে নখ ঘষার শব্দ হয়। ঃ-#
Arpan | ২১ জুন ২০০৯ ২০:৩৯ | 122.252.231.12
আজ ব্রাজিল-ইতালি ম্যাচ ক'টায়?
Suvajit | ২১ জুন ২০০৯ ২০:২৫ | 58.165.227.222
অরিজিৎ-কেঃ শুধু আবাপকে দোষ দিলে কি হবে, আজকালও তো বুদ্ধবাবুকে কোট করেছে তৃনমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ নিয়ে। http://www.aajkaal.net/report.php?hidd_report_id=114590 দিল্লিতে বুদ্ধবাবু যে প্রেস কন্ফারেন্স করেছিলেন তাতে দেখলাম বলেছেন তৃনমূলের সাথে ছত্রধরের পিসিপিএর যোগ নিয়ে। ওদিকে বিমান বসু কিষানজির কথা কোট করে তৃনমূল মাওবাদী যোগাযোগের কথা বলেছিলেন।
Arpan | ২১ জুন ২০০৯ ২০:২২ | 122.252.231.12
তা হতে পারে। আমি সহজ পাঠ পড়ার অভিজ্ঞতা থেকে বললাম।
d | ২১ জুন ২০০৯ ২০:২০ | 117.195.46.197
ধ্যুৎ। দাড়িদাদু কোন স্ট্যান্ডার্ডই নয়। বুড়ো যেসব বানান জানত না, সব ভুলভাল লিখে গেছে।
Arpan | ২১ জুন ২০০৯ ১৯:৩৯ | 122.252.231.12
* ছেঁটে
Arpan | ২১ জুন ২০০৯ ১৯:৩৮ | 122.252.231.12
শাড়ি, পাখি, বাড়ি।
অকদেমির কথা জানি না। দাড়িদাদুই এদের দীর্ঘত্ব ছেটে দিয়ে গিয়েছেন।
Arijit | ২১ জুন ২০০৯ ১৭:০৭ | 117.194.231.3
আবাপ বিক্কিরির জন্যে যা খুশি হেডিং দেয়, আর লোকে সেটা খেয়ে হৈহৈ করে।
বুদ্ধ বলেছেন "পিসিপিএ-র সাথে তৃণমূলের যোগ আছে' - ব্যাস ওইটুকুই। মমতা বলেছে বুদ্ধবাবুর বাড়িতে মাওয়িস্ট লিটারেচার আছে, উনি ওগুলো পড়েন, তাই উনি মাওবাদী। তাই সরকারকে বরখাস্ত করা হোক। (দুটোই টিভিতে দেখালো)।
আবাপ দেখলো এটা দিলে তো ঠিক রেসপন্স আসবে না, সুতরাং...এবং ওরা যে ঠিক সে তো দেখাই যাচ্ছে।
dipu | ২১ জুন ২০০৯ ১৬:৫৭ | 121.243.161.234
(Y) কি (মতান্তরে কী)?
d | ২১ জুন ২০০৯ ১৬:৪৫ | 117.195.46.197
আসলে স্যান বলতেই আমার খটকা লেগেছিল যে আমি বোধহয় গুলাচ্ছি। কিন্তু তারপর তালেগোলে ভুলে গেছিলাম।
d | ২১ জুন ২০০৯ ১৬:৩০ | 117.195.46.197
এইরে!তাহলে আমি নির্ঘাৎ ঢাকা অ্যাকাডেমির সাথে গুলিয়েছি। আচ্ছা এইটা বলত, শাড়ী, পাখী, বাড়ী? নাকি শাড়ি, পাখি বাড়ি? এইগুলোতে হ্রস্ব ই কোন একটা অ্যাকাডেমি করেছে। সেটা এপার না ওপার? নাকি দুপারই?
অপ্পনকে (Y) দেখা হলে একটা কিটক্যাট খাইয়ে দেব।
Arpan | ২১ জুন ২০০৯ ১৬:০৭ | 122.252.231.12
এইটা দম ও পাইদিদির জন্য।
আবাপ বিস্ময়সূচক অর্থে "একী' আর "আর কী' ব্যবহার করে। দেশের সাম্প্রতিক সংখ্যায় চোখে পড়ল।
কাজেই মনে হচ্ছে অকাদেমিও তাই বলে। বিস্ময়সূচক অর্থে "কি' নয়, "কী' হবে!
arjo | ২১ জুন ২০০৯ ১০:৪৩ | 24.42.203.194
কাব্লীদা এই প্রথম জেনারেশন গ্যাপ বুঝতে পারল। ঃ))
kd | ২১ জুন ২০০৯ ১০:৪২ | 59.93.194.254
দ্যাকো কান্ড!
Arpan | ২১ জুন ২০০৯ ১০:৩১ | 122.252.231.12
আরে ছোটবেলা থেকেই তো শুনে আর বলে আসছি। ঃ-)
Samik | ২১ জুন ২০০৯ ১০:২৬ | 122.162.236.21
তেরা তো ব্যাডলাক হিচ্ খারাব হ্যায়। ... এটা সম্ভবত গুলাম বা রঙ্গিলা, বা অন্য কোনও একটা হিন্দি সিনেমার হিট ডায়ালগ। আমরা সকলেই ইয়ার্কির ছলে এটা ইউজ করি।
ঃ-)
kd | ২১ জুন ২০০৯ ০১:০৬ | 59.93.194.254
কয়েক(শো?) পাতা আগে ইন্টেলের এক পোস্ট পড়লুম যেখানে ও লিখেছে কার যেন (ক্রিকেট সংক্রান্ত মনে হয়) 'bad luck সত্যিই খারাপ'। আমাদের জমানায় আমরা মনে হয় এটা পড়ে একটু ভুরু কোঁচকাতুম - কিন্তু এই জমানার কেউই কিছু কমেন্ট করে নি। মানে ইদানিং কারুর কারুর bad luck ভালোও হয়। যা বুঝলুম, শিং ভেঙ্গে বাছুর হওয়া খুব সোজা ব্যাপার না - অনেক শেখার আছেঃ)
একেই ভবিষ্যৎদ্রষ্টা কবি বলেছিলেন; তুই বেড়াল, না মুই বেড়াল।
d | ২০ জুন ২০০৯ ২২:৪৮ | 117.195.46.197
উফ্ ধমকটা ইন্ডোকে।
d | ২০ জুন ২০০৯ ২২:৪৭ | 117.195.46.197
চোওপ! জানে না শোনে না অথচ বাজে বকবে। এটা একটা সিরিকাস কোচ্চেন ছিল।
Samik | ২০ জুন ২০০৯ ২২:৪৬ | 122.162.236.161
হিংসক
I | ২০ জুন ২০০৯ ২২:৪৫ | 59.93.240.128
হিংস্রজী।
d | ২০ জুন ২০০৯ ২২:৪৫ | 117.195.46.197
আমাকে কেউ "হিংস্র'র হিন্দী বলে দিল না। ঃ(
I | ২০ জুন ২০০৯ ২২:৪১ | 59.93.240.128
চার, পুলিশের দখল করা এলাকা আবার হাতছাড়া হয়ে যাচ্ছে। যেমন, ভীমপুর। পাঁচ,কেউ একজন বড় গোছের লোক বলেছে, সরকারের লক্ষ্য হচ্ছে, মাওবাদীদের এবারের মত ঝাড়খন্ডে তাড়িয়ে দেওয়া-খতম করা নয়। কে বলেছে, নাম মনে করতে পারছি না। ২৪ ঘন্টা চ্যানেলে বলেছে। ছয়, বুদ্ধবাবু সিরিয়াসলি চিদুদা-র পরামর্শ ভেবে দেখছেন। মাওবাদীদের নিষিদ্ধ করার ব্যাপারে। সাত, বুদ্ধবাবু গোলগোল অ্যাক্সেন্টে ইংরেজী বলেন। উনি নিশ্চয়ই আলু এবং রসগোল্লা খেতে ভালোবাসেন। আট, লালগড় থানা দখল হয়েছে, গোটা লালগড় নয়। এনডিটিভি ঈশেণজীকে বিভ্রান্ত করছে।
ranjan roy | ২০ জুন ২০০৯ ২২:৩৪ | 122.168.28.223
উঃ মাইরি! ঘেন্না ধরে গেল। বুদ্ধ বলছে--- তুই মাওবাদী। মমতা বলছে -- তুই মাওবাদী। এদিকে সি আর পি'র এক বড়কত্তা বলছেন -""গেরিলা যুদ্ধ পজিশনাল ওয়ারফেয়ার বা পিচড্ ব্যাটল্ নয়। ওরা ছোট ছোট দলে আচমকা আক্রমণ করে পালিয়ে যাবে। ওরা অন্ততঃ দশ বছর ধরে কাজ করে এই মুক্তাঞ্চল বানিয়েছে। আমাদের লালগড় থানা দখল সিম্বলিক। অনেক সময় লাগবে গোটা এলাকা জুড়ে জনতা আর মাওবাদীদের বিচ্ছিন্ন করে আইনের শাসন ফিরিয়ে আনতে। আমাদের লক্ষ্য নিরীহ জনতার থেকে অ্যাকচুয়াল আক্রমণকারী, খুনীদের আইসোলেট করা। আর যাতে সাধারণ নিরীহ লোকের কোন ক্ষতি না হয়, দেখা। এটা কঠিন কাজ।'' স্কোরঃ তিনজায়গায় গুলিগোলা আর এস ডি পি ওর জিপে মাইন ফাটায় একজন সি আর পি নিহত। ছয়জন আহত। পুলিসের দাবে -জনাদুয়েক মাওবাদী মরেছে, আর চারজন গুরুতর আহত। সাংবাদিকরা এই দাবীকে ঠিক গুরুত্ব দিচ্ছেন না, কারণ কোন বডি পাওয়া যায় নি। মাওবাদী নেতা অনিমেষ জানাচ্ছে--এক, হাজার হাজার গ্রামবাসী ঘরছাড়া হয়েছেন। দুই,পুলিশের পেছন পেছন সিপিএম হার্মাদবাহিনী গাঁয়ে ঢুকছে। ( ঢুকবেনা? কী ভেবেছিলেন?) তিন, কিষেনজী পালান নি, রণক্ষেত্রেই আছেন।
a | ২০ জুন ২০০৯ ২২:২৫ | 122.163.218.135
মেয়ে ছেলে না ছেলে মেয়ে?ঃ)
I | ২০ জুন ২০০৯ ২২:২৪ | 59.93.240.128
দাদা না দিদি-তে উষা উত্থুপ কি বেমালুম মিথ্যা কথা বলে গেল রে ভাই!
বলে কিনা (কোট-আনকোট)-এই রাহুল দেব বর্মণ-ওঁর কোনো মেয়েছেলে ছিল না। |:-0)
Bratin | ২০ জুন ২০০৯ ২১:০৩ | 117.194.98.241
এ কি মার্কেট ফাঁকা নাকি??
dipu | ২০ জুন ২০০৯ ১৪:৩৫ | 121.243.161.234
ঐশিক, না আমি কলকাতায় নেই।
saikat | ২০ জুন ২০০৯ ১২:৫২ | 59.93.207.148
কিষাণজী বলেছেন তারা কথা বলতে রাজী যদি বুদ্ধবাবু ওখানে (দলিলবাড়ী চক ?) যান। কিন্তু এটা আগের কথা মনে হয়, তার পর থানা পুলিশের দখলে গেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন