এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ১৯ জুন ২০০৯ ১৮:১২ | 125.18.104.1
  • হার্জ, অ্যাভিস- সবই আছে। তবে বেস্ট হবে পাড়ায় যে গাড়ির ব্যবসা করে তার একটি গাড়ি বুক করে রাখা।
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৮:১০ | 121.243.161.234
  • দার্জিলিং কে ছুইজারল্যান করার পাশাপাশি দমদম এয়ারপোর্ট কে হিথরো বানানোর একটি পরিকল্পনার কথাও মনে হয় শুনেছি। আর তো মোটে দুবছর। একটু মানিয়ে নাও।
  • r | ১৯ জুন ২০০৯ ১৮:১০ | 125.18.104.1
  • হার্জ লাগলে বোলো। নম্বর দিয়ে দেব। তবে তোমার প্লেনভাড়ার থেকে বেশি পয়সা লাগবে হয়তো। ;-)
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৮:০৮ | 61.95.144.123
  • আর বছর দশেকের মধ্যেই এয়ারপোর্টে হার্জ, ইউরোপকার, থ্রিফটি, এন্টারপ্রাইজের বুথ খুলে দেবে। শমীক গটগট করে প্লেন থেকে নেমে একটা গাড়ি নিয়ে গড়গড়িয়ে ব্যাণ্ডেল চলে যাবে। পরদিন সকালে ওই কোং-এর ব্যাণ্ডেলের আপিসে গিয়ে গাড়ি জমা করে দেবে।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৮:০৮ | 219.64.11.35
  • আমি কোনওদিন খাই নি। ঃ-( দেখিও নি।
  • dipu | ১৯ জুন ২০০৯ ১৮:০৬ | 121.243.161.234
  • কুইজের টইয়ে এমন একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছি, ভয়ে সারাদিন কেউ ও রাস্তা মাড়ায়নি ঃ-)
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৮:০৫ | 219.64.11.35
  • র, হ্যাঁ। আমি আসলে হাওড়া স্টেশনের রেসপেক্টে বলছিলাম। সরাসরি গাড়িতে গেলে বালি ব্রিজ দিয়েই যাওয়া।
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৮:০৫ | 122.160.115.202
  • ব্যান্ডেল এ পাউরুটি কড়া করে সেকে তার ওপরে দুধের স্বর আর চিনি দিয়ে দোকান এ কিনতে পাওয়া যায়। আমার খেয়ে খুব ভালো লেগেছিলো।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৮:০৪ | 65.194.243.232
  • বহুযুগ পরে এগারোটায় অফিসে এসে ছ'টায় বাড়ি কাটছি।

    সকলকে শুভ সপ্তাহান্ত।
  • arjo | ১৯ জুন ২০০৯ ১৮:০৪ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ বেলঘরিয়ে এক্সপ্রেস ওয়ে। দুর্দান্ত। নিউ টাউন ফাউন যাবার দরকারই নেই।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৮:০৩ | 65.194.243.232
  • এই রঙ্গনও মাঝখান থেকে পড়া শুরু করল!
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৮:০৩ | 61.95.144.123
  • না না অপ্পনদের বাড়ি গেলে নিউটাউন ধরতে বারণ করছিলুম। এম্নি তো ওই এয়ারপোর্টের ওখান থেকেই যে রাস্তাটা হয়েছে দক্ষিণেশ্বর অবধি - সেটাই পেয়ে যাবে। ভালো রাস্তা।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৮:০২ | 65.194.243.232
  • ঠিকাছে! যা ভাল বোঝো। ঃ)
  • r | ১৯ জুন ২০০৯ ১৮:০২ | 125.18.104.1
  • ষষ্ঠীর রাতে অত ভয়ের কিছু নেই। আগে থেকে একটা গাড়িভাড়া করে রেখো। আরামসে পৌঁছে যাবে। কিন্তু নিউ টাউন ধরবেই বা কেন? বালি ব্রিজ দিয়ে যাবে না?
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৮:০১ | 219.64.11.35
  • ২৪ সেপ্টেম্বর ষষ্ঠী।
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৮:০১ | 122.160.115.202
  • পুজো কবে?
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৮:০০ | 219.64.11.35
  • অর্পণ, চিন্তা কোরো না। বাড়ির অত কাছে এসে বাড়ির বাইরে থাকতে আমি হারগিজ রাজি নই। ঃ-)
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:৫৯ | 219.64.11.35
  • হ্যাঁ, নিউটাউনের রাস্তা বেশি দূর পড়ে। উল্টোডাঙাই শর্ট রুট।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৭:৫৮ | 65.194.243.232
  • * প্রিপেড
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৭:৫৮ | 122.160.115.202
  • আমিও কাল বাড়ি যাবো, কি মজা ঃ), আজ রাত টা কোনো মতে কাটাতে পারলে হয়।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৭:৫৭ | 65.194.243.232
  • তবে একটা ব্যাকাপ প্ল্যানো রেডি রেখো।

    এবারের পুজোয় বাবা-মাকে এখানে নিয়ে আসার একটা হালকা সম্ভাবনা আছে। এক্ষুনি মনে পড়ল।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৭:৫৬ | 65.194.243.232
  • না। নিউটাউন নিও না। উল্টোডাঙা হয়ে এসো।

    এয়ারপোর্টের ভিতর থেকে প্রেপেড ট্যাক্সি ধরলে ওরা উল্টোডাঙা হয়েই আসবে। নইলে রাস্তা বেশি পড়ে।
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৭:৫৩ | 61.95.144.123
  • অত রাতে বৌ বাচ্চা নিয়ে গাড়িটাও খুব একটা সেফ নয়। অপ্পনের প্রস্তাবটাই ভালো। সেক্ষেত্রেও, ভুলেও নিউটাউনের রাস্তা নিও না - অত রাতে।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:৫২ | 219.64.11.35
  • ইস্টার্ন রেলের টাইম টেবিলটা খুলছে না। এই চন্দননগরের সাইটটা অনেক অনেক পুরনো।

    যাক, বাবাকে ফোন করে জেনে নেবো। অথবা, সামনের উইকেই যাচ্ছি, ট্রেনে, গিয়ে জেনে নেবো।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:৫১ | 219.64.11.35
  • ঐজন্যেই কম জানো। ঃ-) ব্যান্ডেল নৈহাটি লোকাল দিনের বেলাতেই দেড় ঘন্টায় একটা করে থাকে। রাতে কেমন থাকে সে আমি আরো ভালো জানি। নটার পরে বোধ হয় পৌনে বারোটায়। মাঝে একটা কাটিহার এক্সপ্রেস থাকে।

    ছোটো ছানা সঙ্গে নিয়ে, লাগেজ নিয়ে এত লেবার আদপেই পোষাবে না।
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৭:৫০ | 122.160.115.202
  • কিন্তু শমিক দা, আমার স্পস্ট মনে আছে, আমি এক বার ব্যান্ডেল থেকে ওনেক রাত্রে ট্রেন এ কোরে বাড়ি ফিরেছিলুম। কবে বা কত রাত্রে মনে নেইঃ)
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৭:৪৭ | 122.160.115.202
  • হ্যা, আমার মামা ওখেনে একটা ফ্ল্যাট কিনেছে। আমি ২-৩ বার গিয়েছি। আর আমার বাড়ি হোলো মধ্যমগ্রাম, মানে সোদ্‌পুর মেন রোড র পাসে, তাই আমি জানি।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৭:৪৭ | 65.194.243.232
  • স-পরিবারে স-লাগেজে অসুবিধা নেই। আমরা থাকিনা বলে ঘর ফাঁকাই পড়ে থাকে। কোন কিন্তু কোরো না।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:৪৫ | 219.64.11.35
  • ঐখানেই তো কবি কেঁদেছেন ঐশিক। সারারাত মোটেই ট্রেন নেই হাওড়া থেকে। লাস্ট ট্রেন ছাড়ে রাত সাড়ে এগারোটায়, তারপর সকাল চারটেয়।

    মানে, লোকাল ট্রেন। এক্সপ্রেসের খবর জানি না।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:৪৪ | 219.64.11.35
  • অর্পণ, ধন্যবাদ। এমনিতে কলকাতায় থাকার জায়গা জুটে যাবে অনেকই, তবে কয়েকটা পবলেম আছে। ঃ-)

    রাতটা ষষ্ঠীর রাত, মানে দুর্গাপূজোর ষষ্ঠী। আমি থাকব সপরিবারে, স-লাগেজ। দশটা চল্লিশে শিডিউল্‌ড ল্যান্ডিং।

    এখন প্রো-কন্‌ হচ্ছে, দুগ্গাপুজো উপলক্ষ্যে ইস্টার্ন রেল সারারাত লোকাল ট্রেন চালাতে পারে, না-ও পারে। সেক্ষেত্রে হুগলি থেকেই ট্যাস্কি নিয়ে নেওয়া বেটার হবে।

    ঐশিক, অতি খাজা আইডিয়া। তুমি কি কখনও নৈহাটি ব্যান্ডেল রুটে যাতায়াত করেছো?
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৭:৪৩ | 122.160.115.202
  • আর এয়ার পোর্ট থেকে হাওড়া ঐ রাত্রে মোটমুটি ২০০ টাকা ধরে নাও। হাওড়া এক বার পৌছে গেলে সারা রাত ট্রেন পাবে।
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৭:৩৯ | 122.160.115.202
  • শমিক্‌দা, ট্রেন এ কোরে বাড়ি, এইটা হলো ওনেকটা adventure টাইপ বারি যাওআ। গাড়ি তে গেলে এই মজা টা পাবে না।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৭:৩৮ | 65.194.243.232
  • শমীক, দরকার হলে আমার বাড়িতে রাত্রে থেকে সকালে বেরিয়ে পড়তে পারো। কোন অসুবিস্তা নাই। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিলে রাতের দিকে আধঘন্টাও লাগবে না।
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৭:৩৫ | 61.95.144.123
  • আর তোমার ক্ষেত্রে যেহেতু আসবে, বসে থাকবে - কতক্ষণ ঠিক নেই, কারণ প্লেন লেট হতেই পারে, ফের যাবে - আমার মনে হয় ঘন্টা হিসেবে ধরবে।
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৭:৩৫ | 122.160.115.202
  • শমিক্‌দা, আমি একটা আইডিয়া দিতে পারি, নৈহাটি ব্যান্ডেল ট্রেন এ গেলে কেমন হয়। দম্‌দম এয়ার পোর্ট থেকে গাড়ি নিয়ে দম্‌দম স্টেসন, ওখেন থেকে নৈহাটি তাপ্পোর ব্যান্ডেল।কিন্তু সাবধান, সাথে বৌ বাচ্চা থাকলে র ওফিস র রাত হোলে ট্রেন এ উঠতে পার্বে না!!!
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৭:৩৪ | 61.95.144.123
  • কলকাতাতেও ওইরকমই - তবে দুটোর মধ্যে যেটা বেশি এরকম কিছু আছে মনে হয়।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:৩০ | 219.64.11.35
  • দিল্লিতে কিলোমিটার হিসেবেও ভাড়া চলে।

    ৪ ঘন্টা / ৪০ কিমি ... এত টাকা।
    ৮ ঘন্টা / ৮০ কিমি ... এত টাকা।

    আর প্রাইভেট ক্যাবে, পার কিলোমিটার সাড়ে সাত টাকা / পনেরো টাকা। এই হিসেবে।
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৭:২৮ | 61.95.144.123
  • গাড়ি তো ঘন্টা হিসেবে ভাড়া হয় মনে হয়।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:২৬ | 219.64.11.35
  • দুই নংটাই বেটার হবে মনে হচ্ছে। কোনও আইডিয়া আছে কত নিতে পারে ব্যান্ডেল থেকে এয়ারপোর্ট অ্যান্ড ব্যাক?

    আর হাওড়া থেকে তো বোধ হয় রাত এগারোটার পরে সকাল চারটের আগে ব্যান্ডেলের দিকে ট্রেন নেই, না?
  • d | ১৯ জুন ২০০৯ ১৭:২৩ | 144.160.5.25
  • না শমীক। ট্যাক্সিমেনস অ্যা সাংঘাতিক পয়সা চাইবে, খারাপ ব্যবহার করবে। দুটো উপায় আছে।

    ১। দমদমের ট্যাক্সিগুলো আইনত বালিখাল অব অধি যেতে পারে। দমদমের প্রিপেড বুথ থেকে বালিখাল অবধি ভাড়া করে নাও। রাস্তায় অনুরোধ কর, বাড়তি পয়সা নিয়ে যাবে কিনা। কোন্নগর অবধি সাধারণত নিজেরা সেধেই রাজী হয়ে যায়। অতরাতে হুগলী -- রাজী নাও হতে পারে। সেক্ষেত্রে ওখানে নেমে আবার একটা ভাড়া কর।
    প্রিপেড ছাড়া কিছুতেই নিও না।

    ২। হুগলীতেই বাড়ীর পাড়ায় খোঁজ করে দেখো। অমনি কিনে এরকম ক্ষেপ খাটে -- এরকম লোক পেয়ে যাবে। তাকে ভাড়া করে আসতে বলো দমদমে।
    এতে অনেক সস্তায় পাবে।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:২২ | 219.64.11.35
  • হুঁ। এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন কত কিলোমিটার পড়বে?
  • Blank | ১৯ জুন ২০০৯ ১৭:১৭ | 203.99.212.224
  • হুগলী অব্দি পাবে না ট্যাক্সি। কেউ যেতে রাজি হলেও অনেক টাকা নেবে। গাড়ি ভাড়া করলে বরং সস্তা হবে।
  • h | ১৯ জুন ২০০৯ ১৭:১৪ | 206.195.19.59
  • র তুমি হার্টের ডাক্তার কারে দেখিয়েছিলে? আমার দেখাতে হবে মনে হয়।
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৭:১৩ | 61.95.144.123
  • রিস্ক না নেওয়াই ভালো। দশটার পর ট্যাক্সির কোনো নিয়ম নেই - মানে যাবে কি যাবে না ইত্যাদি। আর হুগলী অবধি আদৌ যায় বলে মনে হয় না। কাজেই নিজে গাড়ি বুক করে রাখা ভালো।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৭:১১ | 219.64.11.35
  • একটা ইন্‌ফর্মেশন চাই।

    রাত বারোটা নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে কোনও ট্যাক্সি কি পাওয়া যায় হুগলি যাবার জন্য? ইন ফ্যাক্ট, কলকাতার কোনও ট্যাক্সিই কি হুগলি যায়?
  • shrabani | ১৯ জুন ২০০৯ ১৬:৩৭ | 124.30.233.105
  • হ্যাঁ, কমল কাঁকড়ি কে বড়ে অঔর বেসন কি রোটী!
    যাদের কচকচে খাবার পছন্দ তাদের ভাল লাগবে, এগুলো সেদ্ধ হয়ে গলে যায়না কখনো। তবে তরকারী এদিককার স্টাইলের মশলা মানে ধনে জিরে আমচুর গরম মসালা এসব দিয়ে বানালেই ভাল হয়, মিডিয়াম ও ঘি।
  • Arijit | ১৯ জুন ২০০৯ ১৬:৩৪ | 61.95.144.123
  • আজকের অবস্থা কি লালগড়ে? চিদাম্বরম দেখলুম পঃবঃ সরকারকে এক হাত নিয়েছে মাওবাদিদের কেন ব্যান করা হয়নি বলে। আর বুদ্ধদেবের আলোচনার প্রস্তাবকে এনডর্স করেছে।
  • aishik | ১৯ জুন ২০০৯ ১৬:৩১ | 122.160.115.202
  • অভিমান বল্লেই মোনে পড়ে, "তেরে মেরে মিলন কি ইয়ে র‌্যনা"
  • p | ১৯ জুন ২০০৯ ১৬:২৬ | 203.171.241.50
  • কমল কাঁকড়ি- রান্নাটির উল্লেখ অমিতাভ/জয়া-র অভিমান সিনেমা তে ছিল না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত