এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৫:২৩ | 207.179.11.216
  • কল্কেতায় আগামী শনিবার থেকে দিন দশেক থেকে হেবি বিষ্টি হোক। কেষ্টপুরে হাঁটুজল জমে যাক।
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৫:১৯ | 220.225.245.130
  • না না, রদাই ঠিক। ধুলো আর গরমটা যদি ধরেও নি থাকবেনা তাহলেও এই গরমে অ্যাকাস্টমড বডিটাকে দুদিন ঠান্ডায় রাখলে পরে আবার বেশী কষ্ট পাবার সম্ভবনা থাকবে। তাই এটা প্র্যাক্টিকাল সমাধান নয়। ভাল হয় যদি মলগুলিতে চান করার ব্যবস্থা চালু করা যায় কোন গণ ডেপুটেশান দিয়ে। ইন ফ্যাক্ট এক মগ জলে চান বাদে বাকি কাজগুলি তো আমি স্পাইস মলে গিয়েই করেছিলাম। শুধু ওখানে চান করার বেওস্থা ছিল না ঃ-(
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:১৮ | 198.96.180.245
  • না তো।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৫:১৭ | 61.95.144.123
  • কোন প্রসন্ন? যে গুড় মাখিয়ে পরোটা খায় কাউকে ভাগ না দিয়ে না যে ঝিঁঝিঁ খেলতো? ;-)
  • Blank | ২৩ জুন ২০০৯ ১৫:১৩ | 170.153.65.102
  • এক টা বরফএর চাঙর কিনে আন মাছের বাজার থেকে।
    বেশী দাম নেবে না। একদিন দুদিন চলে যাবে।
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৫:১১ | 203.91.207.30
  • রদা, প্রসন্নর গিটার শুনেছো?
  • d | ২৩ জুন ২০০৯ ১৫:১০ | 144.160.5.25
  • ইন্টেলিখোকা,

    শনিবার খুব ভোরে উঠে আই এস বি টি চলে যাও। যে কোন বাস ধরে উখিমঠ কিম্বা দেরাদুন চলে যাও। সেখান থেকে যে কোন অটো বা ট্রেকার ধরে কোথায়ও একটা চলে যাও। আবার রবিবার বিকেলে ফিরে এসো।
  • shrabani | ২৩ জুন ২০০৯ ১৫:০৭ | 124.30.233.105
  • ছোট ছোট শহরে এসব বড় বড় ব্যাপার হয়েই থাকে!

    নয়ডা ইত্যাদিকে গৌরবে প্রায় দিল্লী বললেও শীলা মাসিমার দিল্লী আর বেহেনজীর ইউপি র মধ্যে অনেক ফারাক।
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:০৬ | 198.96.180.245
  • মোটে আড়াই? দিল্লি ইমপ্রুভ করছে। জুন মাসে টানা চোদ্দো দিন জলের সাপ্লাই ছাড়া থেকেছি। উরিবাবা!
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৫:০৬ | 203.91.207.30
  • তাহলে আর চিন্তা নেই ইন্টেলি, এই তোমার শেষ ভবে ফিরে আসা। এবার নির্বাণ প্রাপ্ত হবে।
  • r | ২৩ জুন ২০০৯ ১৫:০৫ | 198.96.180.245
  • দিল্লির গরমে পাহাড় যাওয়া ব্যাকফায়ার করতে পারে। নিজে ভুগেছি। অসহ্য গরমে নাকানিচুবানি খেতে খেতে পাহাড়ে পালিয়েছিলাম। সারা রাত বাসে গ্রিল-বেক-ফ্রাই সব করা হল। পাহাড়েও ঠান্ডা ছিল না। রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই সময় বৃষ্টি না হলে পাহাড়ের কিস্যু দেখা যায় না। ধুলো আর গরমের হেজে আকাশ ঢেকে থাকে।
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৫:০৩ | 220.225.245.130
  • আরো বলি?
    গত সপ্তাহান্তে, পাইপ ফেটে আমাদের বারো সেক্টরে জল ছেল না পাক্কা আড়াইদিন। এই গরমে এক মগ জল দিয়ে নমো নমো করে চান সারতে হয়েচে ঃ-(
  • Sags | ২৩ জুন ২০০৯ ১৫:০১ | 203.201.225.35
  • তিব্বত যাওয়ার রাস্তাটা আমাকে কেউ বলবে।
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৫:০০ | 203.91.207.30
  • দেখিস ভুতো, ধোঁয়া না বেরোয়।
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৪:৫৯ | 220.225.245.130
  • আর বিদ্যুৎ- পরিস্থিতি নিয়ে কিছু না বলাই ভাল। লোভোল্টেজ + লোডশেডিং সব মিলে যাতা অবস্থা।
  • Blank | ২৩ জুন ২০০৯ ১৪:৫৯ | 170.153.65.102
  • ঐ খানে আমার লজিকাল প্রবলেম হচ্চিলো।
  • Bhuto | ২৩ জুন ২০০৯ ১৪:৫৯ | 203.91.193.5
  • বেশ (গম্ভীর হয়ে) , তাহলে ব্যাপারটা একটু ধরে রাখছি।
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৪:৫৬ | 220.225.245.130
  • সেকী(কি?)

    দৌড়ে গিয়ে টিকিট কাটি তবে...
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৪:৫৬ | 219.64.11.35
  • ঠিক কলকেতা নয়, ব্যাংডেল যাচ্চি। তবে আড়াইদিন পরে ষষ্ঠীটা ঠিক বুঝলাম না!

    দুর্গাপুজোয় যাবো তো দুর্গাপুজোর সময়! এটা আলাদা জার্নি।
  • quark | ২৩ জুন ২০০৯ ১৪:৫৫ | 202.141.148.99
  • গরমে তাইলে তিব্বত যাচ্চে না কেউ!
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৪:৫৫ | 219.64.11.35
  • কাল রাত সাড়ে দশটাতেও খেতে বসতে পারছিলাম না। শখ করে কেনা রট আয়রনের ডাইনিং টেবিল চেয়ার, রট আয়রনের খাট, সব তেতে আছে। ভোল্টেজ এত কমে এসেছিল যে ঘরের মধ্যে সব ঘোলাটে ঘোলাটে দেখছিলাম। শেষে লোডশেডিং হওয়াতে বাঁচলাম।
  • Blank | ২৩ জুন ২০০৯ ১৪:৫৪ | 170.153.65.102
  • আর আড়াই দিন পরে ষষ্ঠী !!!
    কি মজা রে
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৪:৫৪ | 220.225.245.130
  • শমীকদা কোলকেতা যাচ্চ বুঝি...
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৪:৫৩ | 220.225.245.130
  • আরে ভুতুদা, তাজ্জন্নেও তো ছুটি চাই, সেটা নাই যে।

    হ্যাঁ, দিল্লীর ঠান্ডাটা বেশ জবর্দস্ত। বড্ড এক্সট্রীম আভাওয়া।
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৪:৫৩ | 219.64.11.35
  • ভূতো, বিষ্টিটাকে আর দু-আড়াইদিন ধরে রাখতে পারবি প্লিজ? আর আড়াইদিন পরেই আমি কলকাতায় পৌঁছচ্ছি।
  • d | ২৩ জুন ২০০৯ ১৪:৪৭ | 144.160.5.25
  • দিল্লীর গরম .... ২ বছরের পুরানো স্মৃতি। কিন্তু দিল্লীর ঠান্ডাটাও বড় ভাল।
  • Bhuto | ২৩ জুন ২০০৯ ১৪:৪৩ | 203.91.193.5
  • না রে , তুই সোজা কলকাতা চলে আয়,এখানে অনেক ঠান্ডা । আর আজকে রাতে বৃষ্টি হবে, কনফার্মড।
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৪:৪২ | 220.225.245.130
  • ঃ-( ছুটি কই? ছুটি নাই )-ঃ
  • sinfaut | ২৩ জুন ২০০৯ ১৪:৩৭ | 203.91.207.30
  • ইন্টেলি, পাহাড়ে চলে যাও না ছুটি নিয়ে।
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৪:৩৫ | 220.225.245.130
  • ঃ-( কিইইইইইইই গরওওওওওওওম )-ঃ
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১৪:২৬ | 220.225.245.130
  • ঃ-( আর বেশীদিন লাস্টিং করবনা আমি )-ঃ
  • Samik | ২৩ জুন ২০০৯ ১৪:০৮ | 219.64.11.35
  • দিল্লি ফুটছে। পঁয়তাল্লিশ চলছে বোধ হয়।

    নো রেস্পাইট।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৩:১২ | 61.95.144.123
  • সোফার অবর্তমানে লেদ মেশিনগুলো সোফার কাজ করতো...
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৩:০৭ | 160.83.96.82
  • লেদ মেশিনের কোনও পুর্জা ওয়েল রাউন্ড নয়?
  • h | ২৩ জুন ২০০৯ ১৩:০৫ | 206.195.19.58
  • শুধু মেটাফর যেন খুশিতে লেদ মেশিনে গিয়ে না বসে।
  • r | ২৩ জুন ২০০৯ ১৩:০৫ | 125.18.104.1
  • মেটাফোর, তোমায় দিলাম আজকে ছুটি।
  • h | ২৩ জুন ২০০৯ ১৩:০২ | 206.195.19.58
  • ঝিল বুঝি, যদিও না ডুবেই যা জল খেতে হয়েছে তার পরিমাণ কম কিসু না, স্কোয়ার আর কি করে বুঝবো, আই ওয়াজ অলওয়েজ ইনক্লাইনড টু থিংস ওয়েল রাউন্ড। কিন্তু সেটা বড় কথা নয়, লেদ মেশিন টা কি একটু বেশি এক্সপেরিমেন্টাল হয়ে গেল না, ইম্যাজিন দ্য শপ ফ্লোর উইথ অ্যাসেম্বলি লাইন্স অ্যাজ আ পেন্ট হাউজ। সকলে যখন বল্লো, সিঙ্গুর মোটরগাড়ির কারখানা মে অলসো বি ইমরাল, তখন আমি সব দিক টা ভেবে দেখিনিঃ-)
  • sayan | ২৩ জুন ২০০৯ ১৩:০১ | 160.83.96.82
  • বলে ফেল। নইলে বদহজম হবে।
  • r | ২৩ জুন ২০০৯ ১২:৫৪ | 125.18.104.1
  • আবার থাক। ঃ-X
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:৫৪ | 61.95.144.123
  • হঃ বিদিশার ঝিল, এল স্কোয়্যার, ওয়ার্কশপের রাস্তায় পুরনো লেদ মেশিন - তোমরা কি বুঝবা...
  • h | ২৩ জুন ২০০৯ ১২:৫৪ | 206.195.19.58
  • এবারেও বোধায় থাকাই ভালো।
  • h | ২৩ জুন ২০০৯ ১২:৫৩ | 206.195.19.58
  • সেদিন দুজনে দুলেছিনু ভাঙা মেশিনে, এই ভার্শন টা একমাত্র ইঞ্জীনীয়ার দের মত বদখৎ লোকদের পক্ষে গাওয়া সম্ভব।
  • r | ২৩ জুন ২০০৯ ১২:৫২ | 125.18.104.1
  • নাঃ, থাক।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:৫০ | 61.95.144.123
  • তখন এল স্কোয়্যারে বসার জায়গা থাকতো। এখন নাই - সেদিন গিয়ে দেখলুম - সব ভাঙা মেশিনগুলো হাপিস করে দিয়েছে গো...কি দুষ্কু কি দুষ্কু...
  • h | ২৩ জুন ২০০৯ ১২:৪৮ | 206.195.19.58
  • সে বোধ হয় পোথোম যৌবন, নাকি রে অরিজিত, যত ঘনিষ্ঠই হোক, যত ইংরেজি-ই হোক, শুধু দাঁড়ালে, কি আর ভাল্লাগে?

    ভারতীয় নারীদের ইম্যানিসিপেশনে, পেথমে বিদ্যাসাগর, তারপরেই অরিজিত। বলতে নেই;-)
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:৪৮ | 61.95.144.123
  • আর রিসেন্টলি একটা গপ্পো শুনে আমি পুরো ট্যান। আমি যখন এখানে জয়েন করলুম - প্রথম দিকে কিস্যু করার ছিলো না, আর আপিস বাসে আসতুম - তো ফিস্কের বইটা সঙ্গে থাকতো। বাসে পড়তুম, আর আপিসেও ফাঁক পেলে পড়তুম। আপিসে নাকি লোকজন বলাবলি করতো যে একটা নতুন লোক জয়েন করেছে - ওখানে বসে - বেজায় গম্ভীর আর পেল্লায় মোটা একটা বই পড়ে! তারা নাকি ঘুরে ফিরে বইটার সাইজ দেখে যেত। সেদিন শুনে আমি কি বলবো ভেবে পেলুম না।
  • san | ২৩ জুন ২০০৯ ১২:৪৬ | 220.227.190.18
  • এইটা ঠিক বলেছে। কত কত ইনহিবিশন তাড়ানো গেল, শিক্ষা-অশিক্ষা-পড়াশুনো অনুযায়ী মানুষকে কম-বেশি শ্রদ্ধার হিসেব কেমন অবচেতনে তৈরি হয়ে যায়। প্রাণপণ চেষ্টা করেও আর পাল্টানো যায়না ঃ-(
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১২:৪২ | 61.95.144.123
  • হুঁ বই পড়ার ইচ্ছেটা ম্যাটার করে। আমার বউকে আমি প্রথম ইংরিজী বই পড়িয়েছিলুম - কলেজে - রাইডার হ্যাগার্ডের "শি' - তাপ্পর আর দাঁড়াতে হয়নি।
  • d | ২৩ জুন ২০০৯ ১২:৪২ | 144.160.5.25
  • আবার অতটা টাইপাতে পারব না।
  • sayan | ২৩ জুন ২০০৯ ১২:৪২ | 160.83.96.81
  • একটা যুবক ত্যাখন থেকে কার্ড পিকল কার্ড পিকল করে মাথা কুটছে আর কার্ড পিকল দাতা ভাগলবা। ওরে কেউ বলে দে রে ...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত