এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২৩ জুন ২০০৯ ১১:০৫ | 173.26.17.106
  • এই দীপু, কি বলেছি মনে আছে তো?
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১১:০৩ | 220.225.245.130
  • কেন কালকে লাঞ্চ করতে দেয়নি?
  • dipu | ২৩ জুন ২০০৯ ১১:০১ | 207.179.11.216
  • আমার কালকে মিটিন ছিল। আজকে লাঞ্চ ঃ-)
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:৫৮ | 61.95.144.123
  • আমার তো সেই কব্বে ফর্ম ভত্তি হয়ে গেছে, এখনো মিটিন হয়ইনি...মাস দুই হয়ে গেছে।
  • intellidiot | ২৩ জুন ২০০৯ ১০:৫৭ | 220.225.245.130
  • সব কেমন ভয় ধরানো কথাবার্তা বলছে। আমার আজই আবার অ্যাপ্রেইজাল ওয়ান অন ওয়ান মিটিং। বেজায় ভয় লাগছে )-ঃ
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
  • কারিকুলাম উইক কিনা জানি না, তবে ইদানিং দেখি লোকজন এক্কেরে বই পড়ে না। বই না পড়াটা একটা মস্ত বড় কারণ।
  • Tim | ২৩ জুন ২০০৯ ১০:৫৫ | 71.62.2.93
  • আরে অন্যের মধ্যে নিজেকে দেখে আত্মহত্যা কত্তো। এতে না বোঝার কি আছে!
  • Tim | ২৩ জুন ২০০৯ ১০:৫৪ | 71.62.2.93
  • বোঝো! সোসন নিয়ে ভাট কচ্ছে!
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • হুঁ পড়বো না কেন - কিন্তু গোঁজ লাগানোর মতন সব জায়গায় বেল কার্ভ দেওয়া মিসইউজ। ভাবটা এমন যে দ্যাখো আমরা কি সায়েন্টিফিকভাবে লোক তাড়াই - শালা সায়েন্টিফিক যদি হতিসই তাইলে প্ল্যানিং না করে রিক্রুট করতিস?
  • arjo | ২৩ জুন ২০০৯ ১০:৫৩ | 24.42.203.194
  • ইন জেনারাল ভারতীয়দের ল্যাঙ্গুয়েজ উইক হয়। কারণ কোনো জোর দেওয়া হয় না। কারিকুলামটা উইক, ল্যাঙ্গুয়েজের খুব জায়গা নেই। অথচ খারাপ ভাষা নিয়ে গুচ্ছের অংক, বায়োলজি, সায়েন্স জেনেও খুব একটা লাভ হয় না। লেটে বুয়েছি। ছেলের ওপর নজর রাখব।
  • san | ২৩ জুন ২০০৯ ১০:৫৩ | 220.227.190.18
  • আত্মহত্যা করতো মানে? কবার করেছিল?
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:৫২ | 61.95.144.123
  • স্ট্যাটসের তো? সেও তো কেউ একজন বানিয়েছিলো - সে আত্মহত্যা করতো। প্রথমে শুনেই কেন কে জানে সি জে ডেট-এর নাম মনে এলোঃ-(
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১০:৫২ | 216.52.215.232
  • ধুর, বেল কার্ভ পড় নাই নাকি!
  • arjo | ২৩ জুন ২০০৯ ১০:৫১ | 24.42.203.194
  • আরে এ সে নর্মালাইজেশন নয়। অন্যটা।
  • san | ২৩ জুন ২০০৯ ১০:৫০ | 220.227.190.18
  • তবে আমি আজকাল বুনান লিখতে শুরু করেছি। যখন যা লিখতে কম পরিশ্রম হয় লিখে দিই। এই বানানবিপ্লব শুরু হলেই হয় ঃ-)
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১০:৪৯ | 216.52.215.232
  • অরিজিত, চিমটি কাটলে না বলে কিছু লিখলাম না। শুধু এইটুকু বলে যাই সেই প্লেটে কার্ড আর পিকল কেস হলে হাড়ে হাড়ে বুঝতে কী বলছি। ঃ)
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:৪৯ | 61.95.144.123
  • কি বালের নিয়ম রে ভাই - দেওয়া হল এ, আর নর্মালাইজেশনের জন্যে সে হয়ে যাবে সি? ডেট শুনলে আত্মহত্যা করতেন।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:৪৮ | 61.95.144.123
  • চার বছর ৭৯টা ম্যাচে মাঠে নেমেছিলো (২০০-র কাছাকাছি খেলা হয় চার বছরে), ৩০টা গোল, আয় - বিশ মিলিয়ন পাউণ্ডের ওপর। অর্থাৎ গোলপিছু প্রায় এক মিলিয়ন পাউণ্ডের কাছাকাছি।
  • san | ২৩ জুন ২০০৯ ১০:৪৭ | 220.227.190.18
  • সরকারি শোষণ না আরোকিছু। তাহলে এত বাঙালির এত এত বাংলা বানান ভুল হয় কিসেজ্জন্য?
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১০:৪৬ | 216.52.215.232
  • তবে শমীক, টিসিএসের কথা জানি না, তবে যত জায়গায় কাজ করেছি দেখেছি অ্যাবসোলিউট অ্যাপ্রাইজাল রেটিং দিয়ে কোন রিসোর্স কোন ব্যান্ডে আসবে সেইটা ডিটারমিনড হয় না। পিয়ার গ্রুপ ফর্ম করে ১০-৩০-৫০-১০ বেসিসে নর্মালাইজেশন করে ব্যান্ডিং ঠিক হয়। সেইখানে আমি যাকে A দিলাম সে ওই নর্মালাইজেশনের চক্করে দ্যান্ড C-তে চলে যেতেই পারে। তবে হ্যা, যাকে শুরুতেই আমি D দিয়ে রাখব তার জন্য ন্যাচারালি আমি নর্মালাইজেশনের সময় চেঁচাবো না। কাজেই ৯৯% কেসে সে D-তেই থাকবে।

    কাজেই দুটো অবজার্ভেশন আছে।

    ১) লাস্ট ১০% লোক D পাবেই। সে যত ভালো কাজই করুক না কেন। পার্সেন্টাইলের গল্প। এই ১০-৩০-৫০-১০ ডিস্ট্রিবিউশনটা অর্গভেদে আলাদা আলাদা হয়। মূল গল্পটা একই।

    ২) ভাল রিসোর্স হলে বা প্রোজেক্টের জন্য ক্রিটিকাল হলে ম্যানেজার কেন তাকে রিলিজ দেবে বা অ্যাপ্রাইজালে D দেবে?
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:৪৪ | 61.95.144.123
  • বীয়র তো খাও রে বাবা। তাই দিয়েই না হয়... ;-)
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:৪৩ | 61.95.144.123
  • অপ্পনের শেষ সেন্টেন্সটা নিয়ে একটা চিমটি কাটা যায় - সেইইইই ইংরিজী শিক্ষার সাথে জড়িয়ে - কিন্তু কাটুম না। এই জিনিসটা আম্মো দেখছি - এবং শুধু যারা এই সরকারিভাবে শোষিত তাদের মধ্যে নয় - অনেক সিনিয়র - যারা এই সরকারি শোষণ চালু হওয়ার আগেই কলেজ টলেজে পড়েছে তাদের মধ্যেও।
  • san | ২৩ জুন ২০০৯ ১০:৪৩ | 220.227.190.18
  • আর হ্যাঁ নাক ডাকা লোকেদের নাকে কাপড়মেলার ক্লিপ লাগিয়ে রেখে দিতে ইচ্ছে করে।
  • arjo | ২৩ জুন ২০০৯ ১০:৪৩ | 24.42.203.194
  • বীর কিন্তু বার খাই না। ঃ))
  • san | ২৩ জুন ২০০৯ ১০:৪১ | 220.227.190.18
  • ভয়! আজ্জোদা, তুমি না বীর !
  • arjo | ২৩ জুন ২০০৯ ১০:৪০ | 24.42.203.194
  • এই নিয়ে আমার একটা অবজারভেশন আছে, কিন্তু সাপোর্ট করার মতন কোনো পেপার নেই বলে ভয়ে দিতে পারলুম না। ঃ))
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১০:৩৮ | 216.52.215.232
  • ওকে। বুঝেছি। এ তো সব জায়গাতেই একই গল্প।

    কিন্তু যেইরকম ইংলিশ লিখেছে তাতে না বোঝারই কথা। রিলিজ মানে রিসোর্স রিলিজ, না কোডের প্রোডাকশন রিলিজ কিছুই বোঝা যায় না।

    কাব্লিদা, ইংরিজির হাল বেশির ভাগ লোকেরই এইরকম। রিটেন কমুনিকেশনের গুরুত্ব অনসাইট-অফশোর মডেলে অপরিসীম। শুধু ঠিকঠাক কোডিং করলেই দায়িত্ব খতম হয় না।
  • d | ২৩ জুন ২০০৯ ১০:৩২ | 144.160.5.25
  • আজ্জো যে কি কয়! এই দ্রিসেশানের বাজারে ঐ অ্যা অ্যা-ই তো ভসসা -- মাইনে কমে ণা যাবার কিম্বা ... কিম্বা খুব ভাগ্য ভাল হলে এমনকি দু চাট্টাকা বেতন বাড়বার
  • kd | ২৩ জুন ২০০৯ ১০:৩১ | 59.93.211.63
  • কমেন্টটা dexternewsএর আর্টিক্‌লটার জন্যে।
  • kd | ২৩ জুন ২০০৯ ১০:২৬ | 59.93.211.63
  • বাপ্‌ রে! লোকটা ইংরিজির কী হাল করেছে! পড়তে গিয়ে কতবার বিষম খেলুম।
  • arjo | ২৩ জুন ২০০৯ ১০:২৪ | 24.42.203.194
  • এই পারফরম্যান্স অ্যাপ্রাইসাল বস্তুটা লোকজনকে তাড়ানোর জন্যই রাখা। আর কোনো কাজ নেই। বিপদে আপদে কাজে লাগে।
  • Samik | ২৩ জুন ২০০৯ ১০:১৯ | 122.162.236.144
  • ওহ্‌হ্‌, যাই হোক, ওটাও ভ্যালিড। তবে আমার বলা PIPটা অ্যাপ্রেইজালের সাথে যুক্ত নয়।
  • Samik | ২৩ জুন ২০০৯ ১০:১৮ | 122.162.236.144
  • অর্পণ, এত বছর আইটি গাই হয়েও এই দুটো Dএর অর্থ বুঝলা না?

    অ্যাপ্রেইজালের আগে দু একজন মুর্গিকে প্রজেক্ট থেকে রিলিজ দেওয়া হয়, অন্য প্রজেক্টে অ্যাসাইন করার জন্য। তখন তার ম্যান্‌জার আলাদা, কিন্তু অ্যাপ্রেইজাল করে আগের ম্যান্‌জার। সেই আগের জন মুর্গিকে নিরাপদে D দিয়ে দেয়, কারণ সেই মুরগির তখন আর কিছুই করার থাকে না। ফলোআপ করেও কিসু করা যায় না, লড়াই করেও না।

    একই গল্প ঘটে। অ্যাপ্রেইজালের আগে অনসাইট ম্যান্‌জার তার দুএকজন রিসোর্সকে আবার ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। তারপরে নিজে অনসাইটে বসে তাদের D দেয়। ফল একই।

    টিসিএসে এইদুটো খুব কমন প্র্যাকটিস।
  • d | ২৩ জুন ২০০৯ ১০:১৮ | 144.160.5.25
  • উফ্‌ নীচে লেখা আছে দেখো
    PIP Performance Improvement Plan
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:১৭ | 61.95.144.123
  • সরি সরি - দেখি নাই। আগেই কোশ্চেন করে ফেলেছি। তবে শমীকের সাথে তো মিলছে না...এখানে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান বলছে।
  • Arpan | ২৩ জুন ২০০৯ ১০:১৫ | 216.52.215.232
  • প্ল্যান।

    ঐখানেই তো লিংক দেওয়া আছে।
  • Samik | ২৩ জুন ২০০৯ ১০:১৫ | 122.162.236.144
  • টিসিএসের PIP? প্রসেস ইমপ্রুভমেন্ট প্রোপোজাল।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:০৭ | 61.95.144.123
  • PIP কি বস্তু?
  • Arpan | ২৩ জুন ২০০৯ ০৯:২৩ | 122.252.231.12
  • হুঁ। কিন্তু পরপর দু বছর D পেলে অনেক কোং-ই ছাঁটাই করে দেয়।

    The story of his previous 2 D rating itself is a typical one, One for release and other for onsite - এইটার মানে বুঝিনি।
  • Ishan | ২৩ জুন ২০০৯ ০২:১২ | 12.163.39.254
  • নাক ডাকা খুব খারাপ। মানে অন্যরা ডাকলে। নিজে ডাকলে কোনো অসুবিধে নেই।

    আমি আজ্জোর মেমোটা একটু বদলে দিলাম।
  • Tim | ২৩ জুন ২০০৯ ০২:০৬ | 198.82.167.98
  • ইয়ে, কানে তুলো গুঁজে কিসু হয়না, সব শব্দগুলো গ্যালগ্যাল করে ঢুকে পড়ে। পরীক্ষা করে দেকেচি। ঃ(

    শব্দকে অল্টারনেটিভ ফর্মের এনার্জি ভাবলে কত শক্তির অপচয় হয় নাক ডেকে। হে ঈশ্বর, এরা জানেনা ..... ইত্যাদি।
  • ranjan roy | ২৩ জুন ২০০৯ ০০:১১ | 122.168.19.223
  • ডময়ন্টী,
    তোমরা না মাইরি! হিন্দি বেল্টে চাকরি করবে অথচ উচ্চারণ!
    ভদ্রলোকের নামের আসল উচ্চারণটা হচ্ছে--- বনছোড়্‌। রণছোড়্‌জীর মত।
    আসলে ""ড়'' কে ইংরিজিতে D দিয়ে বানান করায় বাঙালীদের উচ্চারণ সমস্যা হয়েছে। আমার ছোটবেলায় আবাপ ক্রিকেটার অশোক মাঁকড় কে লিখতো ""অশোক মানকাদ''।
    শুধু অক্ষর ধরে উচ্চারণ করলে তোমার নমটা শোনাবে ঐ ওপরে যেমন লিখেছি।
  • sayan | ২২ জুন ২০০৯ ২৩:৫৬ | 115.108.25.26
  • বর্ষাকাল। কেন্নো সহজলভ্য। পূর্ণাঙ্গ না, বাচ্চাগুলো, মেটে মেটে লালচে রঙের, পিঠে কালো ডোরা দাগ, চিপে দিলে বেগুনী-সবুজ ..., এগুলোও নাকের ফুটোয় ছাড়া যেতে পারে। লং টার্ম ভাবনা।
  • arjo | ২২ জুন ২০০৯ ২৩:৩৯ | 168.26.215.13
  • নিজে নাক ডাকুন ও অপরকে নাক ডাকার সুযোগ করে দিন। ইহাই আমাদের ভিশন স্টেটমেন্ট।
  • arjo | ২২ জুন ২০০৯ ২৩:৩৯ | 168.26.215.13
  • কি ভয়ংকর লোকজন, এদের জেলে দেওয়া উচিত। কানে তুলো গুঁজে রাখলে হয় না। নাক ডাকার বিরুদ্ধে এই নিরঙ্কুশ আধিপত্যের বিরুদ্ধে দুনিয়ার নাকিরা এক হউন। এ লড়াই নাকের লড়াই, এ লড়াই জীবনের লড়াই।
  • Arpan | ২২ জুন ২০০৯ ২৩:২৮ | 122.252.231.12
  • নাকের ফুটো দিয়ে তিনচাট্টে লাল পিঁপড়ে ছেড়ে দিলেও হয়।
  • arjo | ২২ জুন ২০০৯ ২৩:১৪ | 168.26.215.13
  • যাদের নাক ডাক্লে অসুবিধা হয় তাদের জন্য কানের ফুটোয় জল ঢালার প্রেস্ক্রিপশন। জল থাকলে শুনতে পাবে না। আর বেশি জল থাকলে কদিন বাদে কানটা পুরো খারাপ হয়ে গেলেই ল্যাটা চুকে গেল। সারাজীবন নাক ডাকার শব্দ থেকে অব্যাহতি। লং টার্মে ভাবুন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত