এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১৭ জুন ২০০৯ ১২:০৬ | 207.179.11.216
  • আর একটা সিনেমা, তাতে কেউ একজন মনসা ঠাকুর হয়েছিল। ধার্মিক মহলে সিনেমাটা নিয়ে রীতিমত খলবলি মচে গেসল। আমার মনে আছে, আমার ঠাকুমা চান করে কাচা কাপড়ে গলবস্ত্র হয়ে টিভির সামনে মনসা ঠাকুর দেখতে বসেছিল ঃ-))
  • sayan | ১৭ জুন ২০০৯ ১২:০৪ | 115.108.25.26
  • ল্যাদোশদা, প্রথমটা শিওর শট গুরুদক্ষিণা। দ্বিতীয়টা বোধয় বড়/মেজ/ছোটবউ।

    অনুরাগের ছোঁয়া'য় বেশ কিছু ঘ্যামা গান ছিল যেগুলো এখন মনে পড়ছেনা। দীপুউউ?
  • dipu | ১৭ জুন ২০০৯ ১২:০৩ | 207.179.11.216
  • আর কত রাত একা থাকবো এখনও গাঁয়েগঞ্জে খুব শোনা যায়।
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১২:০৩ | 61.95.144.123
  • গুরুদক্ষিণাই মনে হয়। "তুঁমি আঁমার আঁমি তোঁমার, আঁমি যে কেঁ তোঁমার তুঁমি তাঁ বুঁঝে নাঁও...
  • lcm | ১৭ জুন ২০০৯ ১২:০১ | 69.236.189.2
  • সায়ন, এ গুলো কোন সিনেমার গান? দ্বিতীয়টা শুনেছি, প্রথমটাও শুনেছি মনে হচ্ছে।
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১১:৫৯ | 61.95.144.123
  • উরি বাবা - এই লাইনটা ("আমি যে কে তোমার...') আমাকে ডিপ্‌ ওয়েলকামে এক্সটেম্পোর দিয়েছিলো। আমি তো তো করে প্রচুর আওয়াজ খেয়ে পালিয়ে এসছিলুম।
  • sayan | ১৭ জুন ২০০৯ ১১:৫৭ | 115.108.25.26
  • আকাশেএর চাঁদ মাটিইর বুকেএতে
    যঅতোও না রোং ভরেএ
    আআমাআর জীবনে কেন বাআরে বারে
    তোমাকে তোমাকে তোমাকে
    মঅনে পঅড়ে -

    ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

    আর কতো রাত একা থাকবো (২)
    চোখ মেলে .... তোমাকে
    স্বোপ্নের রোঙে ছোবি আঁকবো

    -- আশাজির সেই সব যুগান্তকারী বাংলা গান
  • dipu | ১৭ জুন ২০০৯ ১১:৫৭ | 207.179.11.216
  • আর একটা গান মাইকে বাজত। "আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও' বা এরকম কিছু। কোন সিনেমার?
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১১:৫৬ | 203.91.193.5
  • ক'মাস আগে গড়িয়াহাটে মিসেস সেন কে পের্থমবার দেখলাম। ইচ্ছা ছিল সামনে থেকে একবার গলার আওয়াজ পাব ঃ( অন্তত একবার বলবেন ' তোমার ভুঁড়িটা ভী ঈ ঈ ষণ সুন্দর' , কিন্তু কিসুই বললেননা ঃ(( , আমি ও বেশি সাহস দেখাইনি, শুনেছিলাম কোন সাংবাদিক ওনার হাতে থাপ্পড় খেয়েছিলেন গোপনে সুচিত্রাদেবীর ছবি তুলতে যাবার জন্য :-s
  • lcm | ১৭ জুন ২০০৯ ১১:৫২ | 69.236.189.2
  • ওহ! ভুতোর গানের লিরিক্‌স মনে আছে। এই গানটা হিট হয়েছিল, মাইকে বাজত।
  • Bhuto | ১৭ জুন ২০০৯ ১১:৪৯ | 203.91.193.5
  • এ আমার গুরুদক্ষিণা , গুরুকে জানাই প্রণাম।যার শুভকামনায় আমি ই ই,এ সুর পেলাম।

    বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুরে
    স্নেহ ...ভরা ??...মমতায় বাঁধা হলো সুর।
    তোমার আশিষে ধন্য হলাম
    তোমার আশিষে আমি ধন্য হলাম
    এ আমার গুরুদক্ষিণা।

    ফুল তো হাজার ফোঁটে শাখায় শাখায়
    সবাই তো দেবতার পরশ না পায়
    সবাকার পদরেণু মাথায় নিলাম
    সবাকার পদরেণু মাথায় নিলাম
    এ আমার গুরুদক্ষিণা।

    কোনো কথা হবে না, বাংলায় বুকে অনবদ্য সিনেমা।
    শতাব্দী রায় অবশ্য তখন থেকেই প্রশ্ন তুলেছেন ফুল কেন "লাল" হয়। পরে যখন জানতে পারলেন তখন সবুজ ফুলের চাষ করতে গেলেন ঃ-))
  • sayan | ১৭ জুন ২০০৯ ১১:৪৯ | 115.108.25.26
  • দীপু, বাংলা সিনেমা/সিরিয়ালে অসব্য সীনকে সাহসী দৃশ্য বলে ;-)

    নাভ্রাতিলোভাকে কেমন যেন রোবট রোবট লাগত। স্টেফি ঠিকঠাক, কিন্তু গ্যালারিতে বসে আগাসি'র খেলা দেখারত ব্রুক শীল্ড্‌স, উফ্‌ফ্‌। আর কোর্টে ক্রিস এভার্ট। কিন্তু মনিকা লি না সেলেসটাকে একদম সহ্য হত না। প্রতি শটে অমন চিক্কুর ছাড়লে মুখ নিশপিশ কত্ত।
  • lcm | ১৭ জুন ২০০৯ ১১:৪৫ | 69.236.189.2
  • সায়ন-এর পোস্টে "চৌধুরি ফার্মসিউটিক্যাল্‌স এর জর্জ বেকার' দেখে ঘাবড়ে গেছিলাম... জর্জ-দের তো হ্যালিবার্টন আর তেলে-র কোম্পানী-তে কি স্টেক ছিল... ফার্মাসিউটিক্যাল্‌স তো শুনি নি... আর, কন্সপিরেসি টই-তে দ্রি এ নিয়ে কিছু লেখে নি... তবে, জর্জ এখন বেকার সেটা ঠিক...
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১১:৪২ | 61.95.144.123
  • হুঁ - আমি জীবনে "গোরা' পড়বার এন্থু পেলাম না - কার্টেসী জর্জ বেকার। হাউমাউ করে "মা, তুমিই আমার মা' শোনার পর।
  • dipu | ১৭ জুন ২০০৯ ১১:৪০ | 207.179.11.216
  • এই হালের বো ব্যারাকস ফরএভার এ জর্জ বেকার - মুনমুন সেনের অসব্য সিন ছিল।
  • m | ১৭ জুন ২০০৯ ১১:৩৮ | 173.26.17.106
  • জর্জ বেকার কে মনে আছে চিত্রমালায় চামেলি মেমসাহেব বলে একটা ছবির গানে খুব দেখা যেতোঃ)
  • sayan | ১৭ জুন ২০০৯ ১১:৩৭ | 115.108.25.26
  • চৌধুরি ফার্মাসিউটিক্যাল্‌স এর জর্জ বেকার।
  • m | ১৭ জুন ২০০৯ ১১:২৯ | 173.26.17.106
  • দীপু, একটা 'এস' যোগ করে পড়ো, এরপর হনু এসে কানমলা দেবেখন!
  • dipu | ১৭ জুন ২০০৯ ১১:২৩ | 207.179.11.216
  • নাঃ, ধেড়ে হয়ে ধেড়েতরদের মুখে শুনেছি।

    কিন্তু টই দেখে মনে কুপ্রশ্ন জাগে। ফার্ট ক্লাস কি?
  • m | ১৭ জুন ২০০৯ ১১:১৯ | 173.26.17.106
  • দীপু কি ঐ সময় জন্মেছিলো? সেতো আমাদের ছোটোবেলায় দেখাতো!
  • Tim | ১৭ জুন ২০০৯ ১১:১৮ | 71.62.2.93
  • নাহ্‌ ঘুমিয়ে পড়ি। চাদ্দিকে উত্তেজক কথাবাত্তা শুরু হয়েচে।
  • dipu | ১৭ জুন ২০০৯ ১১:১৬ | 207.179.11.216
  • ইয়েস, ফার্মা ...। ভুলে গেসলুম।
  • rokeyaa | ১৭ জুন ২০০৯ ১১:১৫ | 203.110.243.22
  • কি সোসোন, আজ আবার ল্যাবে যেতে হবে। কাল গেছলাম, তবুও।
  • Tim | ১৭ জুন ২০০৯ ১১:১৪ | 71.62.2.93
  • পরিবার'টা হেব্বি দিলো। ঃ)
  • Ishan | ১৭ জুন ২০০৯ ১১:১৩ | 173.26.17.106
  • চৌধুরি ফার্মাসিউটিক্যাল্‌স।
  • Tim | ১৭ জুন ২০০৯ ১১:১৩ | 71.62.2.93
  • হ্যাঁ। কুক্কুটসূত্রে, উনি কে না জেনেই চিন্তাম। ঃ)
  • nyara | ১৭ জুন ২০০৯ ১১:১৩ | 64.105.168.210
  • আমার এক বন্ধুকে এই মুনমুন সেনের আধো আধো কথার উল্লেখ করতে সে জিগেস করেছিল, মুনমুন সেনের কথা শুনতে কে যায়?
  • dipu | ১৭ জুন ২০০৯ ১১:১২ | 207.179.11.216
  • সিরিয়ালটার নাম খুব সম্ভব চৌধুরি পরিবার।
  • Tim | ১৭ জুন ২০০৯ ১১:১২ | 71.62.2.93
  • হেহে, সেটা ""তেল মাখো রিয়া""'র আগের যুগ ঃ-))
  • m | ১৭ জুন ২০০৯ ১১:১১ | 173.26.17.106
  • নীল নির্জনের ডিঃ কে?সুব্রত সেন কে?
  • d | ১৭ জুন ২০০৯ ১১:১১ | 144.160.5.25
  • মুনমুন মুখ খুললেই কানে তুলো গুঁজতে হয়। ন্যাকাস্য ন্যাকা .... আবার আধোআধো বুলিতে কথা বলে। মনে হয় দুই গালে দুই থাপ্পর দিয়ে হাতে একটা জিবছোলা ধরিয়ে দিয়ে বলি, আগে জিভের আড় কাটা, তারপর কথা বলিস।
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১১:১১ | 61.95.144.123
  • হুঁ - ওই সিরিয়ালটার ওই এপিসোডটা দেখেছিলুম বটে - কিন্তু নাম মনে নাই।
  • pi | ১৭ জুন ২০০৯ ১১:১০ | 69.143.119.233
  • টিম, সইত্য যুগের নায়িকা হলে তো আবার মুশকিল আছে। বলরামদাদা কে আমার লাঙ্‌ল টাঙ্‌ল নিয়ে হাইট ঠিক করতে আসতে হবে।
  • Tim | ১৭ জুন ২০০৯ ১১:১০ | 71.62.2.93
  • আমি ঐ সিনিমার ডিঃ'কে এট্টু এট্টু চিন্তাম। ঃ)
  • rokeyaa | ১৭ জুন ২০০৯ ১১:১০ | 203.110.243.22
  • তবে ঐটাই। সিরিয়ালটার শুরুতে দেখাতো একজন গায়ে আগুন নিয়ে সারা ঘরে ছুটোছুটি করছে, ঐ সীনটা হয়ে গেলে আমি দেখতে শুরু করতাম।
  • m | ১৭ জুন ২০০৯ ১১:০৯ | 173.26.17.106
  • তিমিকে ধরে ক্যালাবো।
  • m | ১৭ জুন ২০০৯ ১১:০৯ | 173.26.17.106
  • হয় নি, নীল নির্জনে বলে একটা যুগান্তকারী বাংলা সিনেমায়ঃ)
  • pi | ১৭ জুন ২০০৯ ১১:০৮ | 69.143.119.233
  • হলিউডি সিরিয়াল হলে নায়ক নায়িকা রোল বদলাবদলি করে নেত।
  • Tim | ১৭ জুন ২০০৯ ১১:০৮ | 71.62.2.93
  • মামী রিতুপন্নাকে নিয়েও কাব্য কচ্ছে। কি অপচয়!
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১১:০৮ | 61.95.144.123
  • এই রে - তা তো মনে নেই। ঐন্দ্রিলা মেয়ে টা মরে যাবে - সবাই ওর বরকে সন্দেহ করবে। গার্গী মেয়েটার বন্ধু ছিলো - সে খুঁজে বের করবে কে খুন করেছিলো। এবং সম্ভবতঃ ঐন্দ্রিলার বরের সাথেই গার্গীর বে হবে...
  • dipu | ১৭ জুন ২০০৯ ১১:০৭ | 207.179.11.216
  • মুনমুন সেন সাঁতার কাটছে আর সুব্রত মুখোপাধ্যায় খালি গায়ে পাড়ে বসে খেজুর করছে - কোন সিরিয়াল?
  • m | ১৭ জুন ২০০৯ ১১:০৭ | 173.26.17.106
  • মন্দ মেয়ের উপাখ্যান আমার ঋতু কে প্রচন্ড উচ্চকিত লেগেছে-গোটা সিনেমাটায়।
  • Tim | ১৭ জুন ২০০৯ ১১:০৭ | 71.62.2.93
  • না না আরো আছে।
    নাইকারা যদিও হাতেগোনা, সব সইত্যযুগের।
  • m | ১৭ জুন ২০০৯ ১১:০৬ | 173.26.17.106
  • আমার রজতাভ কে বহুত ভাল্লাগে কোনো কথা হবে নাঃ)
  • dipu | ১৭ জুন ২০০৯ ১১:০৬ | 207.179.11.216
  • রিতুপন্না মনে হয় শ-চারেক সিনেমা করেছে। মন্দ মেয়ের উপাখ্যান আর দহন ছাড়া বাকি তিনশ আটানব্বইটাই ন্যাকাস্য ন্যাকা।
  • pi | ১৭ জুন ২০০৯ ১১:০৬ | 69.143.119.233
  • কোথায় আর দেখা যেতে পারে ?
    নির্ঘাৎ মামুর ঐ বান্ধবীর ফ্ল্যাটের উপরের তলার ব্যালকনিতে।
  • Arijit | ১৭ জুন ২০০৯ ১১:০৬ | 61.95.144.123
  • ঠিক। ময়ূরবাহন না থাকলে খেলবো না।

    আর এই জেড-এর কেসটা কি? কোথায় আছে?
  • rokeyaa | ১৭ জুন ২০০৯ ১১:০৬ | 203.110.243.22
  • অরিজিতদা, ওটা কি ঐ একটি মেয়ে গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করে, সেই গপ্পোটা?
  • pi | ১৭ জুন ২০০৯ ১১:০৫ | 69.143.119.233
  • শুধু শুভেন্দু আর অনিলের টিম হলে খেলবো না।ঃ(
  • m | ১৭ জুন ২০০৯ ১১:০৫ | 173.26.17.106
  • মুনমুন আর ঋতু না হোক মুনমুন আর রজতাভ কে বসে গপ্পো কত্তে দেখা গেছে- বলো তো কোথায়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত