কী আশ্চর্য! এরা কেউ MJ'র Liberian Girl শোনেনি! লাইবেরিয়ার পাশের রাষ্ট্র সিয়েরা নেভাডা।
হেঁ হেঁ, আমি কত কিছু জানি।
ranjan roy | ১৫ জুন ২০০৯ ২৩:৩৭ | 122.168.28.242
অপ্পন, ইহা কি বেঙ্গালুরুতে আড্ডা দিবার প্রচ্ছন্ন আমন্ত্রণ? হায়, তিনবছর এম জি রোডে বড় কন্যা ছিল। যাওয়া হয় নাই। আগামী বছর রিটায়ার করিব। হাতে প্রাপ্য ছুটি আছে। প্রোগ্রাম করিব। আড্ডা দিতে এবং ভাট বকিতে পাইলে নাওয়া-খাওয়া ভুলিয়া যাই। এইবছর দুর্গাপূজায় চিত্তরঞ্জন পার্ক ও ক্রিসমাসে কলিকাতা যাইবার বাসনা। তখন যথাক্রমে শমীক-শ্রাবণী-ভূতো এবং ভুতো-ব্ল্যাংকি কনভেনর হইলে এই অকালবৃদ্ধ কৃতজ্ঞ থাকিবে।
ranjan roy | ১৫ জুন ২০০৯ ২৩:২৯ | 122.168.28.242
জয়,এবং দু, খারাপ লাগবেই। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি-ডাক্তাররাভুল করেন নি। ঐ অবস্থায় কেমোতে শুধু কষ্ট বাড়ত। ঐ সময় রক্তে প্লেটলেট কাউন্ট কমে যায়, আলাদা করে রক্ত দিয়েও খুব লাভ হয় না। আমার ছোটভাই, দুই কাকা, দুই কাকিমা, এক মামা ক্যান্সারে গেছেন। বিভিন্ন স্টেজ ও ট্রিটমেন্ট কাছথেকে দেখেছি। গত ডিসেম্বরে শ্বশুরমশাই গেছেন, একবছর চিকিৎসার পর। আর বিলাসপুরের ক্যান্সার সার্জন আমার বন্ধু, মাঝেমধ্যেই কথা হয়।
Arpan | ১৫ জুন ২০০৯ ২৩:২৪ | 122.252.231.12
রঞ্জনদা, একবার না হয় মহম্মদই পর্বতের কাছে আসুন। ঃ)
ranjan roy | ১৫ জুন ২০০৯ ২৩:২২ | 122.168.28.242
একি দময়ন্তী! ""লাইবেরিয়ার উপকথা'', নাকি""রূপকথা'' আমার ছোটবেলাতেই পাওয়া যেত। তুমি পড়োনি, বিশ্বাস হয়না। আমি প্রথমবার ভেবেছিলাম বোধহয় ""সাইবেরিয়া''কে ভুল করে লাইবেরিয়া লিখেছে। বড়দের ভুল ধরার আনন্দে কাকাকে বলতেই কানমলা খেলাম।
স্যান, "" বেঙ্গালুরুর থেকে, একখানি মেঘ ধার দিতে পারো বিলাসপুরের বুকে''? ৪৫ থেকে ৪৬ ডিগ্রি গরম দিনের পর দিন, অন্ত্যহীন। আর বাঁচবো না।
Du | ১৫ জুন ২০০৯ ২৩:০৭ | 65.124.26.7
জয়, শুনে খারাপ লাগলো। গতবছর আমার মেসো মারা যান লন্ডনে প্যাংক্রিয়াসের ক্যানসারে তখন শুনেছিলাম হাসপাতালের ডাক্তাররা নাকি ওনাকে কেমো দিতেও ডিসকারেজ করেছিলেন। পলিসিই বোধহয় এরকম
Jay | ১৫ জুন ২০০৯ ২২:৩৫ | 90.209.141.186
আজ মনটা খারাপ হয়ে আছে। ৯৫ বছরের এক বুড়ি রেকারেন্ট ভালভার ক্যান্সার নিয়ে ভর্তি ছিল। গত হপ্তায় অপেরেশন হয়েছিল। উইকএন্ডে অবস্থা খারাপ হয়। আজ কন্সালট্যান্ট DNR- Do Not Resuscitate বলল, মানে মরমর অবস্থা হলে পেনকিলার/ অক্সিজেন এসমস্ত মামুলি ব্যবস্থা ছাড়া আর কিছু করা হবেনা। আমাকে আবার কাল রিলেটিভদের বলে সইসাবুদ করে রাখতে হবে। অতি বাজে। ভাল লাগেনা।
অরিজিত, ওখানে পদবী দেওয়া আছে আমেদ। এক লোক হতে পারে, জানিনা। লিংকের জন্য থ্যাংকস
intellidiot | ১৫ জুন ২০০৯ ১৯:৩২ | 220.225.245.130
ঐশিক মনে হয় যেটা লিখছে সেটা ডানদিকে দেখতে পাচ্ছে না। সেই জন্যই সমস্যা। তবে ওনার বক্তব্যের নির্যাসটা আমার বুকেও বাজছে )-ঃ
Samik | ১৫ জুন ২০০৯ ১৯:০৪ | 219.64.11.35
বাবা ঐশিক, তুমি কি ইংরিজি মিডিয়ামের ছেলে? এতদিনেও একটুও বাংলা লিখে উঠতে পারলে না?
আর কোচ্চেনটা আমাকে না-করে বেহেনজী কুঁয়ারী ইয়েকে করো। ঃ-)
aishik | ১৫ জুন ২০০৯ ১৯:০৩ | 122.160.115.202
শমিক দা, গাজিআবাদ এ থাকি বোলে কি ব্রিস্তি তে এক্তু ভিজে্তও পার্বো না ?
Bhuto | ১৫ জুন ২০০৯ ১৭:২৮ | 203.91.193.5
প্রাচীন বেঙ্গালুরুর প্রবাদ ঃ-)
dipu | ১৫ জুন ২০০৯ ১৬:৪৫ | 207.179.11.216
আমি ভুল বলি না।
intellidiot | ১৫ জুন ২০০৯ ১৬:৩৯ | 220.225.245.130
দীপু ঠিকই বলেছে। ভারতের রাজনৈতিক কেন্দ্র তো দিল্লীই। আমরা হলাম গিয়ে কোল্যাটারাল ড্যামেজের ভিকটিম )-ঃ
Arpan | ১৫ জুন ২০০৯ ১৬:৩৩ | 65.194.243.232
যারা ফুটবলের খবর রাখে তারা লাইবেরিয়ার নাম জানে। জর্জ উইয়া লাইবেরিয়ার লোক।
dipu | ১৫ জুন ২০০৯ ১৬:২৩ | 207.179.11.216
কোনো শহরে বৃষ্টিপাত সেই শহরে বসবাসকারী পাপীদের মোট সংখ্যার ব্যাস্তানুপাতিক - এ তো সবাই জানে!
Samik | ১৫ জুন ২০০৯ ১৬:১৮ | 219.64.11.35
এ দেশে পিনকোড মেইনটেইন করে বৃষ্টি হয়। নিউ দিল্লিতে সেদিন বৃষ্টি হয়েছিল। আমাদের পাড়ায় হয় নি।
Arijit | ১৫ জুন ২০০৯ ১৬:০১ | 61.95.144.123
লোকজন চালাক হয়ে গেছে - ইন্টারভিউয়ের সময় ফোন মিউট করে নেটে সার্চ করছে। শুধু মিউটটা কয়েক সেকেন্ড দেরিতে করেছিলোঃ-)
Sags | ১৫ জুন ২০০৯ ১৫:৫৫ | 203.201.225.35
২৪ জুলাই নাকি tide of century আসবে Mumbai তে।
intellidiot | ১৫ জুন ২০০৯ ১৫:৫১ | 220.225.245.130
আমাদের এখানেও হয়েছিল, গত পরশু, ২০ সেকেন্ড মত। চার কি পাঁচ ফোঁটা হবে ঃ-(
Bhuto | ১৫ জুন ২০০৯ ১৫:৪৩ | 203.91.193.5
আরে তোদেরও? আমাদের তো সকাল থেকে হয়ে হয়ে এই একটু ধরেছে। মনে হচ্ছে ১ঘন্টার মধ্যেই আরেক প্রস্থ হয়ে যাবে।
san | ১৫ জুন ২০০৯ ১৫:৪৩ | 220.227.190.18
আম্মো আনিনি। তার কারণ আমার ছাতাই নেই।
ডিঃ রিসেশনের আগেও ছিলনা। বেঙ্গালুরু এসে থেকে আর কেনা হয়ে ওঠেনি।
dipu | ১৫ জুন ২০০৯ ১৫:৩২ | 207.179.11.216
সত্যি মাইরি। আকাশটা কিরম কালো হয়ে গেছে। আমি আবার ছাতা আনিনি ঃ-(
san | ১৫ জুন ২০০৯ ১৫:৩০ | 220.227.190.18
ফের বিষ্টি। আর পারিনা বাপু। রোজ একবার করে।
intellidiot | ১৫ জুন ২০০৯ ১৫:১৬ | 220.225.245.130
লাইবেরিয়া আফ্রিকার পশ্চিমে। সিয়েরা লিওনের প্রতিবেশী। দুজনের অবস্থা প্রায় একই রকম খারাপ। সিয়েরা লিওন কে মনে পড়ছে তো, "ব্লাড ডায়মন্ড' মুভিতে যে দেশটিকে দেখা গিয়েছিল।
dipu | ১৫ জুন ২০০৯ ১৫:১৩ | 207.179.11.216
সোমনাথদা, ওক্কে। ডকু যতগুলো পারি নিয়ে যাব। কিন্তু মাটি মায় -এর সাবটাইটেলের কি হল?
এখন কেমন সত্যি সত্যি মনে হচ্ছে ল্যাদ কাটিয়ে কেষ্টপুর যেতে হবে। জায়গা টা বড্ড দূর।
san | ১৫ জুন ২০০৯ ১৫:০৯ | 220.227.190.18
ক্যাপসিকামের বদলে কুমড়ো। আচ্ছা। তা, সেইসব প্রাচীন কন্জার্ভেটিভেরা এখন কোথায়? ঃ-)
বাই দ্য ওয়ে, সবজি কিনতে গিয়ে রোজ দেখি 'লোটাস স্টেম' রাখা আছে জলে ডুবিয়ে। পদ্মের কোঁড়? কি রান্না হয় ওগুলো দিয়ে? (সত্যিই জানিনা)
Somnath | ১৫ জুন ২০০৯ ১৫:০৭ | 220.226.186.71
পাইরেটবে ভালো সাইট। সেফ। দীপু, ওম দর বদর নামছে। তোকে আনতে হবে না। এসে আমার থেকেই নিতে পারবি। তুই পারলে তোর ডিসকভারি, ন্যাটি্জও ইত্যাদি যে যে সমস্ত ডকুগুলো আছে সেগুলো আলাদা ডিভিডি করে আনিস। তবে চাপ থাকলে না আনলেও সমস্যা নেই তেমন। আয় তো। প্রচুর আড্ডা হবে।
dipu | ১৫ জুন ২০০৯ ১৫:০৩ | 207.179.11.216
জিজ্ঞাসাচিহ্ন আসে কেন?!
dipu | ১৫ জুন ২০০৯ ১৫:০২ | 207.179.11.216
টাইগার উডসের বিখ্যাত উক্তি .....?Hockey is a sport for white men. Basketball is a sport for black men. Golf is a sport for white men dressed like black pimps.?
dipu | ১৫ জুন ২০০৯ ১৪:৫৮ | 207.179.11.216
বাড়িতেই খুলবো। কিন্তু খুল্লেই আমার কম্পুতে ভাইরাস ঢুকে পড়বে না তো? সাইটটার নামটা কেমন যেন সন্দেহজনক।
Arijit | ১৫ জুন ২০০৯ ১৪:৫৭ | 61.95.144.123
আপিসে সাইটটা খুলো না। ছবি দেখার অপরাধে তাড়িয়ে দিতে পারে।
dipu | ১৫ জুন ২০০৯ ১৪:৫৭ | 207.179.11.216
লাইবেরিয়ার নাম তো ছোটোবেলা থেকে শুনছি। পশ্চিম আফ্রিকায়। সারাবছর গৃহযুদ্ধ হয়। আর ভারতের সেনারা জাতিসঙ্ঘর বকলমে কিসব শান্তিরক্ষা করে।
Sags | ১৫ জুন ২০০৯ ১৪:৫৬ | 203.201.225.35
আমিও কোথাও একটা পড়েছিলুম, USA তে golf এর অনেক ক্লাবে কালোদের কিছুদিন আগেও ঢুকতে দেওয়া হতনা। বাঘ কাঠ এসে সব উলটে দিয়েছে।
Bhuto | ১৫ জুন ২০০৯ ১৪:৫৬ | 203.91.193.5
সাইটটা তুখোড় একটা টরেন্ট সাইট এটা বলতে পারি, কিন্তু বিপজ্জনক কিছু বলে তো শুনি নাই। তবে কিছু হলে চাঁদু আমাকে বলো না, কলিকালে সবই হতে পারে। পরে আমাকে ফাঁসাবে না ;)।
d | ১৫ জুন ২০০৯ ১৪:৫৩ | 144.160.5.25
একটা দেশ আছে, নাম লাইবেরিয়া। আমি আগে কক্ষণো দেশটার নাম শুনি নি। আমার এক তুতো জামাইবাবু মিত্তালগ্রুপে চাকরী নিয়ে সেখানে গেলো। হালহকিকত শুনে আমি পুরো থ। তখন একটু খোঁজাখুজি করে যা তথ্য পেলাম, ভয়াবহ। একটা আস্ত দেশ, তাতে কোন বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নেই। খুব বিশিষ্ট কিছু লোকেদের বাড়ীতে সর্বদা জেনারেটর চলে আর বাকী সব এলেবেলে হয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যশস্য উৎপাদন --- সবকিছুর অবস্থাই ভয়াবহ বীভৎস। অথচ দেশটার মাটি নাকি সাংঘাতিক উর্বর। সব পড়েশুনে এমন ধাক্কা খেয়েছিলাম ..... অ ক্ষ'কে মেলালাম, সব জানে ভেবে। সেও সেই প্রথম জানল বলে জানাল।
dipu | ১৫ জুন ২০০৯ ১৪:৪৮ | 207.179.11.216
আচ্ছা, এই thepiratebay.org সাইটটা কি খুব বিপজ্জনক কিছু? আমি লেনি ব্রুসের আত্মজীবনী অনলাইন পড়তে চাই, সেটা এই সাইট ছাড়া অন্য কোথাও পাওয়া যাচ্ছে না।
dipu | ১৫ জুন ২০০৯ ১৪:৩৯ | 207.179.11.216
হ্যাঁ, কোথাও একটা পড়েছি যে বর্ণবিদ্বেষ যুগ শেষ হওয়ার পর কিছু কিছু অঞ্চলে সাদাদের মধ্যে গরীবি হুহু করে বাড়ছে। কোথায় পড়েছি ভুলে গেছি ঃ-(
h | ১৫ জুন ২০০৯ ১৪:৩২ | 206.195.19.50
তাও ভালো যে বলনি, শুনেছি, দঃ আফ্রিকায় কালো এবং/বা গরীব লোক আছে ;-)
এই ক¾ট্রাস্ট টা অন্য খেলায় আরো বেশি। রাগবী মাঠে কালো দের প্রবেশাধিকার নিয়ে কেপটাউন ইউনির ছেলেপুলেদের বিরাট আন্দোলনের গপ্প টপ্প আছে। ক্রিকেট রাগবি টেনিস এই গুলো মূলতঃ সাদাদের খেলা।ওদেশে। সোয়েটো তে ফুটবল হত। কালোদের আলাদা ফুটবল। সেইখানে স্ট্যানলি ম্যাথুজ একবার খেলা শেখাতে গিয়ে হেবি মজার একটা ইন্সিডেন্ট হয়েছিল। ইত্যাদি।
অর্থাৎ দঃ আফ্রিকায় কালো এবং/বা গরীব লোক আছে। তারা মাঝে মাঝে মজা করে। সাদা গরীব লোক ও আছে। তাদের নিয়ে মাঝে মাঝে সকলে খুব দুশ্চিন্তা প্রকাশ করে, এবং তাড়া তাড়ি ইকোনোমি ভালো করার জন্য, নানা রকম নিও লিবেরাল প্রেসক্রিপশন দেয়। মাইরি।
dipu | ১৫ জুন ২০০৯ ১৪:২১ | 207.179.11.216
কালকে টিভিতে সাউথ আফ্রিকার ফুটবল ম্যাচ দেখতে দেখতে একটা ব্যাপার লক্ষ্য করলাম। টিমে দু-একজন ছাড়া সবাই কালো। স্টেডিয়ামে প্রায় সব দর্শক কালো। ওদের মাঠে ক্রিকেট খেলা হলে কিন্তু দেখেছি প্রায় সব দর্শক সাদা।
নির্ঘাৎ ফুটবল টিকিটের দাম খুব কম। কারণ কালোরা শুনেছি সাদাদের মত আর্থিকভাবে অত স্বচ্ছল নয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন