ঐটেই ঝামেলা! মফঃস্বলের ইস্কুল আর সল্লেকের ইস্কুল। মফঃস্বলের ইস্কুলে মায়েরা সকাল থেকে সন্ধ্যে অব্দি হত্যে দিয়ে বসে থাকে না। মফঃস্বলের ইস্কুলে প্রায় সব ছেলেমেয়ে গাড়ি জুতিয়ে আসে না।
Bhuto | ১১ জুন ২০০৯ ১৪:২০ | 203.91.193.5
গুল্লু, মাছের বাজার বসে। রোজই বসে। তাই তো দেখেছি এতদিন।
dipu | ১১ জুন ২০০৯ ১৪:১৬ | 207.179.11.216
ওক্কে। দশটা?
ভেতরে ঢুকিনি, মাছেদের ব্যাপার জানি না।
Arpan | ১১ জুন ২০০৯ ১৪:১৫ | 65.194.243.232
কিছু লোকে উইকডেতে মাছের বাজার বসে কিনা জিগ্যেস করে। উইকডেতে এত সময় কোত্থেকে পায়! ঃ-(
Arpan | ১১ জুন ২০০৯ ১৪:১৪ | 65.194.243.232
ধুত, নেব।
Arpan | ১১ জুন ২০০৯ ১৪:১৪ | 65.194.243.232
দীপু রাতে ফোং করিস। কথা বলে দেব।
san | ১১ জুন ২০০৯ ১৪:১৩ | 220.227.190.18
না না, মানে উইকডেতে মাছের বাজারের কথা জিগ্গেস করছি ঃ-)
dipu | ১১ জুন ২০০৯ ১৪:১২ | 207.179.11.216
আমি মাঝে মাঝে আম, জাম, মিষ্টি, মুড়ি ইত্যাদি কিনেছি।
shrabani | ১১ জুন ২০০৯ ১৪:১১ | 124.30.233.105
সল্টলেকের ওগুলো কে ফুটপাথ বলে না? কি জানি! আমাদের মত পায়ে হাঁটা লোকেদের ওগুলো ফুটপাথই মনে হয়। তবে সবকিছু থেকেও ওগুলো এমন চওড়া যে তাতে গুমটি, দোকান, বাজার এসব বসার মত জায়গা আছে।
san | ১১ জুন ২০০৯ ১৪:১০ | 220.227.190.18
এবং আমার জানা খুব দরকার উইকডেতে হ্যাল মার্কেটের গল্পটা কি হয় না হয়। কেউ কি কখনো গেছে?
dipu | ১১ জুন ২০০৯ ১৪:০৯ | 207.179.11.216
কর্পোরেশন থেকে সুলভ বানিয়ে দ্যায় না ক্যানো!
অপ্পন্দা, তুমি সেই টাটা স্কাইয়ের জন্য কিসব রেকো দেবে বলেছিলে, মনে আছে?
san | ১১ জুন ২০০৯ ১৪:০৯ | 220.227.190.18
অপ্পন কি ঘন ঘন কলকাতা যায় ! এত ছুটি পায় কোথায় ঃ-(
Samik | ১১ জুন ২০০৯ ১৪:০৫ | 219.64.11.35
রঙ্গনদের পাড়াটা ঠিক আমাদের পাড়ার মত। কেবল স্কুলের বদলে মল্। আনসাল প্লাজা, ইস্টএন্ড মল্, গ্যালাক্সি মল্, সুপারটেক মল্, শপ্রিক্স মল্, অ্যাঞ্জেল মেগা মল্, কাদের যেন ব্লু মল্, মহালক্ষ্মী মেট্রো টাওয়ার, প্যাসিফিক মল্, ইস্ট ডেলহি মল্ ... মলে মলাক্কার! কেউ প্রতিবাদ করে না! ঃ-)
তাই তো শুনলুম। কিন্তু সপ্তমীর দশদিন আগে থেকে ছুটি নেওয়ার খ্যামতা আর কজনের আছে!
Bhuto | ১১ জুন ২০০৯ ১৩:৪৮ | 203.91.193.5
ট্যাক্সো নিয়ে?
dipu | ১১ জুন ২০০৯ ১৩:৩২ | 207.179.11.216
সপ্তমী পঁচিশে সেপ্টেম্বর। সবকটা এয়ারলাইন পনেরোই সেপ্টেম্বর অবদি প্রচুর ছাড় দিচ্ছে। ব্যাঙ্গালোর - কলকাতা ২০০০ টাকা ঃ-)
saikat | ১১ জুন ২০০৯ ১৩:১৮ | 202.54.74.119
আর একটা ব্যাপার আছে। সল্লেকের একটা মাস্টার প্ল্যান আছে। সেই অনুযায়ী কোথায় স্কুল-বাজার-মাঠ হবে সে সব ঠিক করা আছে (৫০-এর দশকে একজন চেক architect ব্যাপারটি নামিয়েছিলেন)। তা নতুন কিছু করতে করতে গেলে, ঐ প্ল্যান নষ্ট হচ্ছে এবং সল্লেকের চরিত্র (!!!) নষ্ট হচ্ছে বলে ধুয়ো তোলা হয়।
saikat | ১১ জুন ২০০৯ ১৩:১৫ | 202.54.74.119
হ্যা, ফুটপাথ আছে, তবে তার মধ্যে দিয়ে ডজ করে, গাছ, ল্যম্পপোস্ট কাটিয়ে হাটতে হয়। সারা সল্লেকে এটা সত্য। এখন ঐ হাঁটার জায়গাটাকে একটু সারাবার চেষ্টা করছে, এটা ধরে নিয়ে যে কিছু সরানো যাবে না । ঃ-)
r | ১১ জুন ২০০৯ ১৩:১২ | 125.18.104.1
আমার নিজের বাড়ির ঠিক গায়ে লাগানো মেয়েদের হাইস্কুল, ছেলেদের হাইস্কুল, জুনিয়র হাই স্কুল, জুনিয়র বেসিক স্কুল, ভোকেশনাল ট্রেনিং স্কুল, দুই থেকে তিনটি নার্সারি স্কুল, একটি কলেজ, একটি পি জি বি টি কলেজ। মফঃস্বল এলাকার রাস্তার প্রস্থ সল্ট লেকের রাস্তার পাঁচভাগের একভাগ। সংবাদবপত্র ও মিডিয়া গিয়ে নাচানাচিও করে না। কোনোদিন শুনি নি স্কুলের সংখ্যা কমানোর জন্য মানুষ একটা কথাও বলছে। বিচিত্র!
Arpan | ১১ জুন ২০০৯ ১৩:০৬ | 216.52.215.232
সবকটা মেট্রোর মধ্যে বেঙ্গালুরুতে ফুটপাথের অবস্থা সবচেয়ে করুণ।
r | ১১ জুন ২০০৯ ১৩:০১ | 125.18.104.1
কলেজ স্ট্রিটের স্কুলকলেজগুলো রিলোকেট করা দরকার।
Arpan | ১১ জুন ২০০৯ ১২:৫৯ | 216.52.215.232
সেক্টর ফাইভ রেসিডেনশিয়াল এরিয়া নয়।
Arpan | ১১ জুন ২০০৯ ১২:৫৮ | 216.52.215.232
টেলিফোনের খুঁটি বা বৃক্ষ থাকলেও পাশ দিয়ে হাঁটা যায়। অধিগ্রহণ করে বাগান বানিয়ে দিলে পুরোটাই তো মায়ের ভোগে গেল। তখন কেবল রাস্তায় এবার নামো সাথী।
Blank | ১১ জুন ২০০৯ ১২:৫৫ | 170.153.65.102
সেক্টর ফাইভে এত আপিস কেন? কি যান জট হয় রে বাবা, ধুর !!!
Arpan | ১১ জুন ২০০৯ ১২:৫৪ | 216.52.215.232
মাইরি শব্দদূষণ বলতে বাচ্চাদের চেঁচামিচিকে বোঝায়?
nyara | ১১ জুন ২০০৯ ১২:৫৩ | 64.105.168.210
কস্মিনকালেও কেউ কোনদিন সল্ট লেকে হাঁটার মতন ফুটপাথ দেখেনি। সামনে চারফুট না কত জায়গা ছাড়তে হয়, তাই ছাড়া আছে। কিন্তু তাতে টেলিফোন বা ইলেট্রিকের খুঁটি আছে, বৃক্ষ আছে, আর কয়েকফুট অন্তর ড্রাইভওয়ে আছে। এটা সল্ট লেকের বাসিন্দাদের একটা পেট পীভ যে ফুটপাথ নেই। বাই ডিজাইন। সেক্টর ওয়ানে এখনও নেই। নতুন পাড়ায় কি হচ্ছে সেটা জানতে চাইলাম।
Arpan | ১১ জুন ২০০৯ ১২:৫০ | 216.52.215.232
ফুটপাথ তো সব বাগানে ভর্তি। কিছু লোক তো গ্রিল দিয়ে সেইটুকু জমিও আপন করে নিয়েছে।
কিন্তু চার নং আইল্যান্ড থেকে বিডি স্টপেজ পর্যন্ত বেশ কটা স্কুল আছে। স্কুলবাস আটকে জায়গাটা কেমন বিচিত্র হয়ে থাকে ভুক্তভোগী মানেই জানে।
saikat | ১১ জুন ২০০৯ ১২:৪৭ | 202.54.74.119
ক্যান? আছে তো? এখন তো আবার interlocking(?) ইঁট দিয়ে বাঁধানো হচ্ছে, তা না হলে বছর বছর ভাঙে। অবস্য এটা হচ্ছে বড় রাস্তার ওপরে।
তবে শ্রাবাণীর কথাটা ঠিক। অনেক বাড়ীর সামনের ফুটপাথ্টা বেড়া দিয়ে আপন করে নেয়া হয়েছে। বিরক্তিকর এবং বড় রাস্তার ওপর হলে অসুবিধাকর। কয়েক বছর আগে মনে হয় বল হয়েছিল, ঐগুলো ভেঙে দেয়া হবে, কিন্তু সে সব হয়নি।
nyara | ১১ জুন ২০০৯ ১২:৪৬ | 64.105.168.210
বিডি মার্কেটকে মল বানালে খারাপ হয়না। কি জঘন্য হয়ে গেছে মার্কেটটা। গেটের ঠিক সামনে একটা মন্দিরও বসিয়েছে।
প্রবলেমটা অন্য জায়গায়। মার্কেট যখন মল হবে তখন মার্কেট কোথায় যাবে? এই বলে, সামনের বিডি পার্ককে অস্থায়ী মার্কেট বানানো হচ্ছে। বেসিকালি পার্ক মায়ের ভোগে। মল বননো শেষ হলেও সে আর ফেরত পাওয়া যাবে কিনা সন্দেহ।
nyara | ১১ জুন ২০০৯ ১২:৪২ | 64.105.168.210
সল্ট লেকে আবার পায়ে চলার ফুটপাথ কোথায়? কবে হল?
saikat | ১১ জুন ২০০৯ ১২:৪২ | 202.54.74.119
সল্লেকে এ রকম ঝামেলা বেশ কিছুদিন ধরেই চলছে। যেমন BD ব্লকের পুরোনো বাজার (সল্লেকের সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে বড়) ভেঙে শপিং মল করার ব্যাপরে। পুরসভা সেই ব্যাপারে এগোতে বাধা পায়। ঐ ব্লকে স্কুল আছে, প্রচুর লোকের আনাগোনা, তার ওপর মল হলে, গাড়ী এবং লোকের জন্য সমস্যা বাড়বে - এই নিয়ে বেশ কিছুদিন ধরেই ঐ ব্লকের লোকেরা আপত্তি জানিয়েছিল। এখন মনে হয় ব্যাপারটা চাপা পড়ে গেছে।
Bhuto | ১১ জুন ২০০৯ ১২:৩৮ | 203.91.193.5
ভোটাভুটির পর্ব সমাপ্ত হোক জলদি।
উরিবাওয়া, আ হাই, মা মা গো, যাই গতরটা তুলে একটু খেয়ে আসি।
Bhuto | ১১ জুন ২০০৯ ১২:৩৬ | 203.91.193.5
সব ই ভোট মাম্মাম্মাবাব্বাব্বা মাব্বাম্মাব্বাম্মাব্বা
shrabani | ১১ জুন ২০০৯ ১২:২৬ | 124.30.233.105
সল্লেকের ফুটপাথ গুলো বাজার বসিয়ে আর হকার বসিয়ে যে পায়ে চলার অযোগ্য হয়ে গেছে তা নিয়ে সেখানকার বাসিন্দারা কথা কয় না কেন? এনিয়ে বললে কোনো নেতা বা নাগরিকই আসবেনা, ভোট কমে যাবে যে! অবশ্য অনেক দায়িত্ববান নাগরিকরা নিজেরাই ফুটপাথ এনক্রোচ করে বাগান বানিয়েছে, তারা আর কোন মুখে কথা বলবে!
quark | ১১ জুন ২০০৯ ১২:২৪ | 158.144.55.47
আগে অন্যরকম ছিল নাকি?
তবে একটা ব্লকে গোটাতিনেক ইস্কুল হ'লে একটা হিজিবিজি টাইপের ঝামেলা হওয়াটা আশ্চয্যি নয়।
ও... শব্দ দূষণ... বাচ্চাদের চেঁচামেচি, গাড়ীর ধোঁয়া, হর্ন... সিঙ্গুর/নন্দীগ্রামের লোক জমি বাঁচানোর জন্য প্রতিবাদ করেছে, কিন্তু শহরের লোক যদি আওয়াজ খাবে না বলে প্রতিবাদ শুরু করে ... কিন্তু, সৌরভ বেহালা ছেড়ে সেই সল্টলেকে স্কুল করছে কেন? কি ধরনের স্কুল? এটা কি সৌরভের কোনো চ্যারিটেবেল ভেঞ্চার?
বিক্ষোভের কারণটা সঙ্গত। একই ব্লকে পাশাপাশি দুটো স্কুল রয়েছে। তার জন্য জ্যামজট, দূষণ ইত্যাদি হয়ই। তার সাথে আরেকটা স্কুলের পারমিশন দেবার আগে এইটা ভাবা উচিৎ ছিল। সল্লেকের প্রত্যেক ব্লকে স্কুল বা কলেজ হবার জন্য আলাদা জমি ছেড়ে রাখা হয়েইছে। সেখানে কোথাও জমি দিলেই হত। আমাদের ব্লকের জমিটাই তো এখনো ফাঁকা পড়ে রয়েছে।
অ্যাড-হক বেসিসে কাজ করল এমনটাই হয়ে এসেছে। হবেও।
Arpan | ১১ জুন ২০০৯ ১১:৫৪ | 216.52.215.232
কাল বা পরশু বেরিয়েছিল। আবাপ বা প্রতিদিন, কোন একটা হবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন