এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ০৫ জুন ২০০৯ ২০:৪৫ | 117.195.45.56
  • আজ্জো,

    ছেলেমেয়েদের মারধোর বিষয়ে টই ছিল? স্কুলশিক্ষা'র ওপর ছিল। মারধোরের ওপর বুবুভা ছিল। কিন্তু টই ছিল কিনা মনে পড়ছে না। ঃ( ঃ( ঃ(

    ঈশানচন্দর,
    "কী' ই তো হবে। হ্যাঁ কিম্বা না তে উত্তর হলে "কি' হয়, নাহলে দীর্ঘ ঈ দিতে হয়।

    যদ্দুর মনে পড়ছে কটকি, সম্বলপুরী শাড়ীর কথা আর মাদুরাই কটন, গাড়োয়াল/গাদোয়াল শাড়ীর কথা পড়েছি। বেশ বেস কালার, বুটি, আঁচল সমস্ত কিছুর রঙ ইত্যাদির বর্ণনা থাকত। তবে প্রতিবেদকরা তেমন শাড়ীফাড়ি চিনত না --- সেটা বড় হয়ে বুঝেছি।
  • arjo | ০৫ জুন ২০০৯ ২০:৩৭ | 168.26.215.13
  • এইয়ো দ, স্কুলে ছেলেমেয়েদের মারা নিয়ে একটা টই ছিল না? সেটার নাম কি বলতে পারবে? একটা খবর তুলে দিই।
  • Ishan | ০৫ জুন ২০০৯ ২০:৩৫ | 173.26.17.106
  • ইন্দিরা কী শাড়ি পরতেন? (আমি কস্মিনকালেই কী তে ঈ দিইনা, আজকে দিলাম)
  • d | ০৫ জুন ২০০৯ ২০:৩৩ | 117.195.45.56
  • আরে হ্যাঁ কোন একটা কাগজে ইন্দিরা গান্ধীর শাড়ীর বেশ বিস্তৃত বিবরণ দিত। আমি গোগ্রাসে গিলতাম। আহা তখন সাদাকালো ছবির যুগ। ঃ( কিন্তু সেইটা কি আবাপ না যুগান্তর?
  • Ishan | ০৫ জুন ২০০৯ ২০:২৯ | 173.26.17.106
  • বঙ্গের দুইটি স্তম্ভের একটি তো প্রাপ্য ঝাড় খেয়েই গেছে। বামফ্রন্ট সরকারের পর এখন বাকি রইল অভীক সরকার। এবার ওনার পতন হবে। এই বিশ্ব পরিবেশ দিবসের সক্কালবেলা ভবিষ্যদ্বাণী কল্লাম।
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৯:৪৯ | 219.64.11.35
  • কিন্তু এগুলো আলোচনা করে কী হবে? অজ্জিৎ কি দেশ পত্রিকার মলাটে ঘুঁষি মারল?
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৯:৪৯ | 219.64.11.35
  • সঠিক।
  • r | ০৫ জুন ২০০৯ ১৯:৩৭ | 198.96.180.245
  • বিগ ক্যাপিটাল আর স্মল ক্যাপিটালেরও একটা গল্প আছে এখানে। বিগ ক্যাপিটালের একটা নিজস্ব শক্তি থাকে, যার ফলে সে স্টেটকে অপেক্ষাকৃত কম তেল মারে। স্মল ক্যাপিটালের সাথে স্টেটের সম্পর্ক আরও ঘনীভূত প্যাট্রন-ক্লায়েন্ট সম্পর্ক, বিশেষতঃ আমাদের দেশে। আবাপ বঙ্গদেশে যতই হাঁকডাক করুক, একমাত্র পেঙ্গুইন ছাড়া অল ইন্ডিয়া পারস্পেক্টিভে মূলতঃ স্মল ক্যাপিটাল। টি ও আই বিগ ক্যাপিটাল হওয়ার জন্য খুব ব্ল্যাট্যান্টলি কাউকে সাপোর্ট করে না, আদার দ্যান মেইনস্ট্রিম মিডিয়ার শাইনিং ইন্ডিয়া-সংক্রান্ত ইউজুয়াল হ্যাংওভার।
  • Du | ০৫ জুন ২০০৯ ১৯:৩১ | 70.104.18.100
  • যখন সৌগত রায়কে বলতে হয়, আমাদের নীতি নিয়ে যা বলার মমতা বন্দোপাধ্যায় বলবেন, আর অসীম দাশগুপ্তের বক্তব্য শুনে মমতা বলেন সবার কথার প্রতিক্রিয়া আমাকে দিতে হবে কেন, মদন বলবে যা বলার তখন এমনিতেও আর সে রাজ্যের কোন খবর পাওয়া না পাওয়ার অর্থই থাকে না।
  • Du | ০৫ জুন ২০০৯ ১৯:২০ | 70.104.18.100
  • আমি দুদিন হল আবাপ খুলছি না। তাতে আবাপর খুব কিচু যায় না কিন্তু ক্লিকগুলো তো আমার, ওগুলো আমি বরং টাইমস অফ ইন্ডিয়াকেই দেব , কোন অপেক্ষা ছাড়াই।
  • arjo | ০৫ জুন ২০০৯ ১৯:০৫ | 168.26.215.13
  • হ্যাঁ সেটাও ঠিক। আবাপ অতি জালি কাগজ। তবে, আমি যতক্ষণ জানি আবাপ জালি আর আবাপ যতক্ষণ জানে যে আবাপ বেওসা করছে ততক্ষণ আমার কোনো অসুবিধা নেই। ঃ)
  • r | ০৫ জুন ২০০৯ ১৯:০৩ | 198.96.180.245
  • আবাপ মাঝে মাঝেই পশ্চিমবঙ্গে মধ্যমেধার বাড়বাড়ন্ত নিয়ে হা-হুতাশ করে। নিজেদের দিকে তাকিয়ে দেখলেই তো হয়, মধ্যমেধার আধিপত্য কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ;-)
  • r | ০৫ জুন ২০০৯ ১৯:০১ | 198.96.180.245
  • না, সেটা ঠিক নয়। প্রত্যেক ব্যবসার একটা কোড অফ এথিক্স থাকে। যেটা প্রফিট ম্যাক্সিমাইজেশনের একটা কনস্ট্রেন্ট, কিন্তু লং টার্ম ইমপ্যাক্টের কথা ভেবে সবাই মানে। অন্ততঃ, বড় ব্যবসায়ীরা মানে। নিউ ইয়র্ক টাইম্‌স, বা গার্ডিয়ান আবাপ বা আজকালের মত নির্জলা গুলতাপ্পি দিলে ঝাড় খেয়ে উঠে যাবে। কিন্তু এক, ভার্নাকুলার মিডিয়াতে সিরিয়াস জার্নালিজ্‌মের চর্চা অনেকদিনই বন্ধ হয়ে গেছে, অতএব ঠগ বাছতে গেলে গাঁ উজাড় হয় যাবে, বা, রেস টু বটম। আর তার উপর আবাপর প্রায় একচেটিয়া ব্যবসায় লং টার্ম ইমপ্যাক্ট ভাবারও খুব একটা দরকার পড়ে না।
  • arjo | ০৫ জুন ২০০৯ ১৮:৫৫ | 168.26.215.13
  • তা ব্যবসা করতে নামলে তো সেটাই নিয়ম। আমি যদি কোনোদিন নামি আমিও করব।
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৮:৫০ | 59.160.206.225
  • দে গো উইথ দ্য বাজার। বাজার যা বলবে, আনন্দবাজার তাই লিখবে।

    এর পরেও ওরা কী করে লস্‌ খেল, কে জানে!
  • saikat | ০৫ জুন ২০০৯ ১৮:৪১ | 202.54.74.119
  • ফলে গত ক' বছরে অন্তত বুদ্ধবাবুকে তোল্লাই দেয়া (কারণ শিল্পায়নের জয়গান গেয়ে তিনি এককালে জয়ী) আর আজকে মমতা - এই দুটো কেস হয়ত ওনার কথা দিয়ে মেলে। তার বেশী কিছু নয়।
  • r | ০৫ জুন ২০০৯ ১৮:৩৬ | 198.96.180.245
  • আশিসবাবুর কথা পুরো ঠিক নয়। সাতাত্তরের পর থেকে কারা উইনার আর আবাপ কি লিখেছে - মনে করলেই লজিকের ভুলটা ধরা পড়ে।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১৮:৩২ | 61.95.144.123
  • শুনেছি একসময় ইন্দিরা গান্ধী কি শাড়ি পরতেন সেটাও লিখতোঃ-)
  • saikat | ০৫ জুন ২০০৯ ১৮:৩০ | 202.54.74.119
  • র -এর কথার সুত্র ধরে। (পেছনের গল্পের একটু সামনে কী আছে) -

    আপিসের এক বন্ধুর কাছে শুনলাম, আবাপে আশীষ চক্রবর্তী বলে কাউকে বন্ধুটি চেনে। তা বন্ধুটি কিছু দিন আগে তাকে জিগ্যেস করে, যে স্টার আনন্দ-আবাপ মমতা কি খায়, তার কী ভাল লাগে ইত্যদি নিয়ে পড়েছে কেন ?

    আশীষ বাবু বলেন - we go with the winners
  • r | ০৫ জুন ২০০৯ ১৮:৩০ | 198.96.180.245
  • ব্যাপারটা খুবই সম্ভব। এতে রা কাড়ার কি হল?
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১৮:২৭ | 61.95.144.123
  • টইতেই প্রথম শুনলুম তো!
  • d | ০৫ জুন ২০০৯ ১৮:২৩ | 144.160.5.25
  • আচ্ছা টইতে প্লে-উইনের কেসটা নিয়ে তো কেউ রা কাড়ল না?
  • r | ০৫ জুন ২০০৯ ১৮:১৪ | 198.96.180.245
  • বাজারে গুজব আবাপ ডেইলি নিউজপেপারে গুচ্ছ লস খাচ্ছিল। দিল্লি থেকে একজন বিশেষ মন্ত্রী তাদের একটি বড়ধরনের গ্রান্টের ব্যবস্থা করে দেন। তারপর থেকে হাওয়ামোরগ ঘুরে গেছে। প্রায় সব কটা বাংলা নিউজপেপার নিয়েই এই পেছনের দেওয়ানেওয়ার গল্প চালু আছে। একমাত্র প্রতিদিনের কেসটা খুব সামনাসামনি কেস। যেহেতু মালিক নিজেই পার্টির এম পি।
  • Blank | ০৫ জুন ২০০৯ ১৮:০২ | 170.153.65.102
  • ফিরে এসে কুশল জানাবো
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১৮:০২ | 61.95.144.123
  • আর কইও না - ভিতরে যা ল্যাখসে - মাটির মেয়ে ইত্যাদি বলে - সুনন্দ আর সুমিত বলে দুইজন - লোকজনে চন্নামৃত খেতে বলেনি সেই ঢের।
  • arjo | ০৫ জুন ২০০৯ ১৮:০২ | 168.26.215.13
  • যাও সাবধানে যেও আর গিয়েই কুশল জানিয়ে দিও।
  • Blank | ০৫ জুন ২০০৯ ১৮:০১ | 170.153.65.102
  • যাই ঘুরে আসি
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৭:৫২ | 219.64.11.35
  • এবারের দেশ পত্রিকার মলাটে মমতা ব্যানাজ্জীর কী সুন্দর একটা হাসি হাসি মুখের ছবি দিয়েছে। অরিজিৎ ওতে ট্রাই করতে পারো।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১৭:৪৯ | 61.95.144.123
  • কাউকে একটা ক্যালাতে চাই
    ঢিপ ঢাপ
    হাতের কাছে কেউ যে নাই
    বেজায় চাপ।
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৭:৪৩ | 219.64.11.35
  • মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ!!
    মানুষ কী বলছে রে, বাপ্‌!
  • stoic | ০৫ জুন ২০০৯ ১৭:৪১ | 160.103.2.224
  • বিশ্বাসে মিলায়ে বস্তু। সাঁতরে বহুদূর। ;-)
  • dipu | ০৫ জুন ২০০৯ ১৭:৩০ | 207.179.11.216
  • ঃ-)))
  • RATssss | ০৫ জুন ২০০৯ ১৭:২৮ | 63.192.82.30
  • এত জায়গায় যখন বলেছে তখন উনি কিছু একটা পেরিয়েছিলেন। সে দামোদরই হোক বা টালির নালা।
  • r | ০৫ জুন ২০০৯ ১৭:২৮ | 198.96.180.245
  • বে থে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।

    পঞ্চবটীর পাশে গঙ্গায় সাঁতার কটছি। এমন সময় উপর থেকে কে গেয়ে উঠল "ডুব ডুব রূপসাগরে ডুব দে আমার মন"। ব্যাস, অমনি সমাধি। মানে, আমার না। কি কেলো! তারপর হলধারীর কিছু চ্যালাচামুন্ডা গঙ্গায় ঝাঁপ দিয়ে বাঁচালো। উফ্‌!
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৭:২০ | 219.64.11.35
  • নো আইডিয়া। তবে উনি "সাঁতরে' দামোদর পেরোন নি।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১৭:১৭ | 61.95.144.123
  • বিলেতে লোকাল ইলেকশনে লেবার যাতা ঝাড় খাচ্ছে।
  • dipu | ০৫ জুন ২০০৯ ১৭:১৪ | 207.179.11.216
  • হুগলীর আরামবাগ সাইডে যেতে দামোদর পেরোতে হয় না?
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৭:১২ | 219.64.11.35
  • দামোদর পার হবার গল্পটা নিয্যস গল্পই। "উনি' কোনওদিনই দামোদর পার হন নি।

    জানো কি, "উনি' যখন জন্মান, তখন বীরসিংহ গ্রাম ছিল হুগলি জেলার অন্তর্গত। অনেক পরে তা মেদিনীপুরে ঢোকে।
  • dipu | ০৫ জুন ২০০৯ ১৭:০৬ | 207.179.11.216
  • দামোদর পেরোলে তবে তো মেদনীপুর!
  • arjo | ০৫ জুন ২০০৯ ১৭:০৫ | 24.42.203.194
  • না না ঢপ দেয় নি, আমি ছিলাম তো সাথে, ক্যামেরাটা নিই নি বলে ছবি তুলতে পারি নি।
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১৭:০৫ | 65.194.243.232
  • আচ্ছা উনি দামোদর সাঁতরে পার হয়েছিলেন বলে কথিত আছে না? কিন্তু বীরসিংহের পাশে দামোদর কোথায়?
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৭:০০ | 219.64.11.35
  • এইটা তো র নিজ্জলা ঢপ দিল।
  • dipu | ০৫ জুন ২০০৯ ১৬:৫৯ | 207.179.11.216
  • আমার ক্যামন সন্দ হচ্চে রদা ই চ্যালা সহযোগে বুঁচকিদের বাড়ি ঘাঁটি গেড়েছিল।
  • dipu | ০৫ জুন ২০০৯ ১৬:৪৫ | 207.179.11.216
  • ঃ-))
  • Blank | ০৫ জুন ২০০৯ ১৬:৪৩ | 170.153.65.102
  • তিন নাম্বারটা ভালো না। ওটাতে ঐ বড় উপন্যাসটা আছে যেটা বেশ বোরিং
  • r | ০৫ জুন ২০০৯ ১৬:৪৩ | 198.96.180.245
  • গঙ্গায় সাঁতার কাটার গল্পটা অন্যরকম। আহিরীটোলা ঘাটের কাছে যখন সাঁতার কাটছি, পাশেই দেখি এক বেঁটে ব্রাহ্মণ এপার ওপার করছে। খুব কৌতূহল হল। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। বলে, গ্রামের বাড়ি যাব, তাই একটু প্র্যাক্টিস করছি। জিগালাম বাড়ি কোথায়। বলে বীরসিংহ।
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১৬:৪১ | 216.52.215.232
  • দীপু ঃ-)))
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৬:৪০ | 219.64.11.35
  • ঐখান্টা ভুলে গেছি।
  • r | ০৫ জুন ২০০৯ ১৬:৪০ | 198.96.180.245
  • ঐ পাঁচটা প্রশ্নচিহ্ন উচ্চারণ করে কিভাবে?
  • Samik | ০৫ জুন ২০০৯ ১৬:৩৯ | 219.64.11.35
  • বিটিডব্লু,

    তিন খন্ডে ঘনাদা সমগ্র বউকে দিয়ে কিনিয়ে আনিয়েছি কলকাতা থেকে। জমিয়ে গাঁতাচ্ছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত