এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ০৪ জুন ২০০৯ ০৯:৫৮ | 173.26.17.106
  • রহস্যটা আমি ভেবে ভেবে বার করেছি।

    ইশকুলে নির্ঘাত কাউকে "বেব' বলেছিল। তখন টিচার নির্ঘাত বলেছেন, "এখনই বেব নয়, ওসব বলার সময় পরে হবে'। সেই জন্য বেব মানে, "যা এখন নেই, পরে হবে'।

    লিখতে একটু দেরি হয়ে গেল। কিন্তু আমার বুদ্ধির জন্য অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। ঃ)
  • Bhuto | ০৪ জুন ২০০৯ ০৯:৪৭ | 203.91.193.5
  • ওরে আমি ওবাত্তু খাবো ও ও ও ও
  • RATssss | ০৪ জুন ২০০৯ ০৯:২৬ | 63.192.82.30
  • মামু এত রহস্য করে রহস্য বোঝে কেন?
  • Du | ০৪ জুন ২০০৯ ০২:২৩ | 65.124.26.7
  • ???
  • Ishan | ০৪ জুন ২০০৯ ০১:৪৩ | 12.163.39.254
  • ছেলে সেদিন "বেব' কথাটা বলল কি একটা সেনটেন্সের মধ্যে। তার মানে কি? জিজ্ঞেস করতে বলল, "যা এখন নেই, পরে হবে'।

    খেয়ে দেয়ে, রহস্যটা এই মাত্র বুঝতে পারলাম।
  • Ishan | ০৪ জুন ২০০৯ ০১:৩৩ | 12.163.39.254
  • আমার তো ইডলি হেব্বি লাগে। বড়াও। ধোসার কথা আর বললাম ই না।
  • Tim | ০৪ জুন ২০০৯ ০১:১০ | 198.82.167.98
  • হ্যাঁয়েস
  • Arpan | ০৪ জুন ২০০৯ ০০:৫০ | 122.252.231.12
  • তবে সাধারনত বিয়ের মেনুতে বোধহয় থাকে। এরা উচ্চ/মধ্যবিত্ত বলে মনে হল অনেককিছু ফিউশন করিয়েছে।
  • Arpan | ০৪ জুন ২০০৯ ০০:৪৫ | 122.252.231.12
  • না। নো ইডলি। নো ভড়া।
  • Paramita | ০৪ জুন ২০০৯ ০০:৪৩ | 63.82.71.141
  • সম্বর রসম ছিল না?
  • Arpan | ০৪ জুন ২০০৯ ০০:৪০ | 122.252.231.12
  • নাঃ। কন্নড় বিয়েবাড়ির ভোজ পেট ভরে সাঁটিয়ে এলুম। তিন রকমের স্যালাড, তিন রকমের নিরামিষ তরকারি, ঘি জবজবে পরোটা, গাওয়া ঘিয়ে ভাজা লুচি, ভেজ বিরিয়ানি, পাঁপড়, মশলা দোসা, দুই রকমের মিষ্টি, আইসক্রিম, একটি চাঁপাকলা। এইসব খেয়েই পেট ভরে গেল। শেষে যখন বালতি করে সাদা ভাত আর দই নিয়ে এল তখন সবিনয়ে প্রত্যাখ্যান করলাম।

    আর সবাইকে কাজ করা সুদৃশ্য ব্যাগে করে একটা নারকেল আর দুটো সাদা পান দিল। বাড়ি নিয়ে যাবার জন্য। আর অনেকদিন পরে সামনে কলাপাতায় খাবার আর মাটির ভাঁড়ে জল দেখলাম। ঃ-)
  • arjo | ০৪ জুন ২০০৯ ০০:৩৯ | 168.26.215.13
  • ইউ মিন সকার?
  • Tim | ০৪ জুন ২০০৯ ০০:৩৬ | 198.82.167.98
  • কারা যেন সব রোগা হতে চাইছিলো। খুব সোজা। হপ্তায় তিন্দিন ফুটবল আর দুদিন টেনিস খেলুন। গোলকিপার বাদে যেকোনো জায়গায় খেলতে হবে কিন্তুক। মাসখানেকের মধ্যেই ছিলিম। গ্র্যান্টি। ঃ)
  • arjo | ০৪ জুন ২০০৯ ০০:৩০ | 168.26.215.13
  • তোমার বয়সে ১৫ সেঃ দৌড়তাম এখন ২২ সেঃ। ঃ))
  • intellidiot | ০৪ জুন ২০০৯ ০০:২৮ | 59.164.204.176
  • একশো মিটার দৌড়নো কোন ব্যপারই না। কতক্ষনে দৌড়লে সেইটাই কথা। আমিও তো ১০০ মিঃ দৌড়াতে পারি মিনিট দশেক টাইম দিলে।
  • arjo | ০৪ জুন ২০০৯ ০০:১৬ | 168.26.215.13
  • আব্বে মস্কো হচ্ছে। না কেউ কোনো কাজের না। যত্তসব।

    দুদি আমাকে না মাঝে মাঝেই ২০০ মাইল ড্রাইভ করতে হয়। এমনিতে আমি খুব ফিট মানে ১০০ মিটার দৌড়তে পারি কিন্তু ২০০ মাইল? না কোনো চান্স নেই।
  • Ishan | ০৪ জুন ২০০৯ ০০:১০ | 12.163.39.254
  • তাহলে কি তোমরা বলতে চাও, আজ্জোকে ভিয়েতনামে যেতে হবে, টিটি খেলতে হবে, মাছের ব্যবসা করতে হবে? নইলে হবেনা?
  • intellidiot | ০৪ জুন ২০০৯ ০০:০৮ | 59.164.204.176
  • নাঃ... ফরেস্ট গাম্পের দৌড়টাকে কখনই সাইকেল দিয়ে রিপ্লেস করা যাবে না।
  • Ishan | ০৪ জুন ২০০৯ ০০:০৩ | 12.163.39.254
  • হ্যাঁ। দৌড়তে না পারলে একটা সাইকেল কিনে নাও। ইকো ফ্রেন্ডলি। ঃ)
  • Du | ০৪ জুন ২০০৯ ০০:০১ | 65.124.26.7
  • Run Forrest, run

    ইন্টার্নেটে রিনিউ করতে দিলে তো ঐ রিসিটটাই টেম্পোরারি লাইসেন্স হিসেবে ইউজ করা যায়। তুমি ওদের থেকে চেয়ে নাও ওরকম।
  • arjo | ০৩ জুন ২০০৯ ২৩:৪৬ | 168.26.215.13
  • আচ্ছা এখানে কারুর SAVE ডেটাবেস ভেরিফিকেশন সম্বন্ধে আইডিয়া আছে। আমার ড্রাইভার লাইসেন্স গত মার্চ মাসে এক্সপায়ার করেছে। কেউ আমাকে জানায় নি আমারও মনে পরে নি। সে যা হোক, গত সপ্তাহে যখন দেখে রিনিউ করতে গেলাম তখন বললে তোমার দত SAVE এর সাথে ভেরিফাই করা যাচ্ছে না, ছয়দিন পরে ঘুরে এসো। তো, গতকাল গেলাম এবারে বললে ৩০ দিন বাদে ঘুরে এসো।

    http://www.uscis.gov/portal/site/uscis/menuitem.eb1d4c2a3e5b9ac89243c6a7543f6d1a/?vgnextoid=3194c2ec0c7c8110VgnVCM1000004718190aRCRD&vgnextchannel=3194c2ec0c7c8110VgnVCM1000004718190aRCRD

    এই ওয়েব সাইটটা দেখলুম, প্রথমবার ওরা ই-ভেরিফিকেশন রিকোয়েস্ট করেছিল, কেউ কিছু করে নি। এবারে ডকুমেন্ট মেলে পাঠাচ্ছে USCIS এর কাছে। তাই ৩০ দিন সময় চেয়েছে। এবারে মুশকিল হল এই গ্রামে গাড়ি না চালিয়ে বেঁচে থাকব কি করে? এটা নিয়ে কারুর কোনো অভিজ্ঞতা আছে? বহু খোঁজখবর করে আমি যা বুঝলাম ওয়েট করা ছাড়া উপায় নিই।
  • arjo | ০৩ জুন ২০০৯ ২২:২৮ | 168.26.215.13
  • দুঃখটা কার জন্য হওয়া উচিত ভাবছি, রঙ্গনের জন্য নাকি যে জায়গায় পড়েছে সেখানকার জন্য? ঐ যে কত ফুট জল উঠেছে তার কারণটা নাকি এখনো জানা যায় নি।
  • intellidiot | ০৩ জুন ২০০৯ ২২:২৬ | 59.164.204.176
  • ধুমা ভারত-পাকিস্তানের খেলা অনেকদিন পরে।
  • d | ০৩ জুন ২০০৯ ২২:১৭ | 117.195.40.173
  • আচ্ছা রঙ্গন সেই যে বললে ওর বাড়ী নাকি সুন্দরবনে ঢোকার ঠিক মুখেই ..... আর ওর বাড়ী থেকে নাকি শোঁ ওওও শোঁওওওও করে আওয়াজ শোনা যাচ্ছে ....................... তাপ্পর থেকে বেমালুম নিপাত্তা। বাপ্‌রে অত্ত বড় চেহারাটা আইলা উড়িয়ে নিয়ে গেল?? নিয়ে গিয়ে কোথায় ফেলল? সেখানে নেট নাই? গুরু খোলে না?
  • intellidiot | ০৩ জুন ২০০৯ ২১:২৯ | 59.164.204.176
  • যেটুকু বল্লেন সেটুকু তো একটা ব্লগেই মিটে যেত, কিন্তু সেটা হবে না। গুগল সাইট একটা অপশান। কিন্তু উ আর এল টা ঠিক নিজের মত হবে না। http://sites.google.com/site/ এর পর নিজের সাইটের নাম থাকবে। গুগলে free web hosting সার্চ করলে আরো অনেক এমন সাইট পাবেন যারা এই সুযোগ দেয়।

    গুগল অ্যাপইঞ্জিন ব্যবহার করতে পারেন। এতে নিজের রেজিস্টার্ড ডোমেন নাম ব্যবহার করা যায় অথবা domain_name.appspot.com এমন একটা নাম নিতে হয়, যদ্দুর মনে পড়ছে। আর অ্যাপইঞ্জিন ব্যবহার করতে হলে পাইথন জানতে হবে।
  • rokeyaa | ০৩ জুন ২০০৯ ২১:০৭ | 203.110.243.22
  • প্রয়োজন-
    ১) লোকের কাছে নিজের/নিজেদের ঢাক পেটানো
    ২) লোককে কিছু ছবি-লেখা ডাউনলোডানোর অমূল্য সুযোগ পৌঁছে দেওয়া
    এইটা ব্লগ করে, বা একটা পেজ বানিয়ে করতে চাইছি না। এট্টু চালিয়াত গোছের কল্লে ভালো হবে।
  • Du | ০৩ জুন ২০০৯ ২১:০২ | 65.124.26.7
  • ভেবে দেখলাম ভূতেরাই হয়তো গ্লোব্যাল ওয়ার্মিংকে ঠেকিয়ে রেখেছে প্রাণ(?)পণে
  • intellidiot | ০৩ জুন ২০০৯ ২১:০২ | 59.164.204.176
  • গুগল অ্যাপইঞ্জিনে বিনামূল্যে খোলা যেতে পারে। ঠিক কি প্রয়োজনে ওয়েবসাইটটি দরকার জানতে পারলে আর একটু জ্ঞান দিতে পারবো হয়ত।
  • Samik | ০৩ জুন ২০০৯ ২০:৩১ | 59.160.206.225
  • শান্তনু জানে। গুগল পেজে খোলা যায় বোধ হয়।
  • rokeyaa | ০৩ জুন ২০০৯ ২০:১০ | 203.110.240.21
  • বিনামূল্যের ওয়েবসাইট খোলার গ্যান কেউ দিতে পারবে?
  • arjo | ০৩ জুন ২০০৯ ২০:০৯ | 168.26.215.13
  • দঃ মেরুতে মনে হয় সবথেকে বেশি। তবে সব পেঙ্গুইনের ভূত। খুব কিছু ক্ষতি করতে পারবে না।
  • Samik | ০৩ জুন ২০০৯ ১৯:৫১ | 219.64.11.35
  • দিল্লিতে মনে হয় আছে।
  • Du | ০৩ জুন ২০০৯ ১৯:৩১ | 65.124.26.7
  • আর ভূত কাছে থাকলে ঠান্ডা লাগে । কলকাতায় নেই ধরেই নিতে পারো।
  • Du | ০৩ জুন ২০০৯ ১৯:৩০ | 65.124.26.7
  • জিম করে মনে হয় রোগা থেকে মাসলদার হওয়া যায়। আমার একটা টু ডাইমেনশন্যাল ভাইপোকে হতে দেখেছিলাম। অব্‌শ্‌য় তার তখন সতেরো, কাজেই জিম না এমনিতেই হত গ্যারান্টী দিতে পারছি না।
  • dipu | ০৩ জুন ২০০৯ ১৯:১৪ | 121.243.161.234
  • আমারো বড্ড ভূত পোষার শখ! কোথা পাই? কাগজে অ্যাড দোবো?
  • Samik | ০৩ জুন ২০০৯ ১৯:০০ | 59.160.206.225
  • এ তো শীর্ষেন্দুর ভূত!
  • sb | ০৩ জুন ২০০৯ ১৮:৫৫ | 92.225.73.132
  • জিনির মত একটা ভূত পোষার শখ অনেকদিনের।
  • arjo | ০৩ জুন ২০০৯ ১৮:৫০ | 168.26.215.13
  • হঠাৎ ঘাড়ের কাছে একটা নিশ্বাস পড়ল বলে মন হল কিন্তু কিছু দেখতে পেলে না। আছেন, উপস্থিতি টের পাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছ না। ক্যামেরাটা সবসময়ই কাছে রাখো। আর র‌্যান্ডম ছবি তুলতে থাকো।
  • Blank | ০৩ জুন ২০০৯ ১৮:৪৯ | 170.153.65.102
  • আমার ধারনা আমি খুব কম ভাটাই। গত ঘন্টা খানিক বাদে এই আমার প্রথম পোস্ট
  • arjo | ০৩ জুন ২০০৯ ১৮:৪৬ | 168.26.215.13
  • এই যেমন ধর, ডেস্কে বসে আছো, উনি আছেন, তোমার ভাটানো দেখছেন কিন্তু তুমি বুঝতেও পারছ না।
  • arjo | ০৩ জুন ২০০৯ ১৮:৪৩ | 168.26.215.13
  • উনি শুধু রাতের বেলাই আছে এরম মনে করার কোনো কারণ নেই। সবসময়েই আছেন শুধু রাতে টের পাওয়া যায়। মশার মতন কানের কাছে এলেই ভোঁ ভোঁ করে।
  • Samik | ০৩ জুন ২০০৯ ১৮:৩৬ | 219.64.11.35
  • গুড। নাইটগার্ডের একটা দুটো চাকরি খালি আছে তা হলে।
  • Blank | ০৩ জুন ২০০৯ ১৮:৩৫ | 170.153.65.102
  • কিন্তু এ ভুত বাজে ভুত। আমার কদ্দিনের শখ একটা হিন্দি সিনেমা মার্কা ভুত দেখবো ঃ(
  • san | ০৩ জুন ২০০৯ ১৮:৩২ | 12.144.134.2
  • জিনের সঙ্গে এট্টু লাইমও রাখিস
  • arjo | ০৩ জুন ২০০৯ ১৮:২৯ | 168.26.215.13
  • ব্ল্যাংকি এই সুযোগ, একটা ভুতের ছবি তুলতে পারলেই জীবন সার্থক।
  • Blank | ০৩ জুন ২০০৯ ১৮:২৮ | 170.153.65.102
  • বোতলে তো জিন রাখতে হয়। আলাদিন বলে গেছেলো
  • sb | ০৩ জুন ২০০৯ ১৮:২৩ | 92.225.73.132
  • চাড্ডি ভূত ধরে বোতলে বন্দী কল্লেও তো পারিস
  • Blank | ০৩ জুন ২০০৯ ১৮:২১ | 170.153.65.102
  • একটা হানাবাড়ি তে কোডিং করচি। কি শোষন
  • sinfaut | ০৩ জুন ২০০৯ ১৮:১৯ | 203.91.207.30
  • এই ভূতের গল্পটা আমাদের আপিসেও চালু হয়েছিল। কেউ একটা ব্লগে লিখেছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত