এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৭:০৯ | 124.30.233.105
  • আবাপ পছন্দ আর অপছন্দের মধ্যে শুধু পড়া ও একটা অপশন। অনেকেই অপছন্দ করেও পড়ে। কিন্তু কাঁঠাল অপছন্দ করে কেউ খায় না। ওখানে দুটোই অপশন।
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:০৯ | 141.80.168.31
  • মালদা, মুর্শিদাবাদ মানে উত্তরবঙ্গটা নাগালের বাইরে রয়ে গেল - এই একটা বড় আক্ষেপ থেকে গেছে।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:০৯ | 61.95.144.123
  • হুঁ। ইন্টেলিও ছিলো। এই হাইপোথিসিসের একটা এক্সটেনশন ছিলো আবাপ-কাঁঠাল এবং মাইক্রোসফট - সেখানেও বেশ মিলেছিলো ;-)
  • san | ২৮ মে ২০০৯ ১৭:০৯ | 12.144.134.2
  • বললাম যে, আবাপ কাঁঠালের ন্যায় রসালো ঃ-)
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:০৮ | 141.80.168.31
  • অর্থাৎ আবাপ কাঁঠালের ন্যায় সুগন্ধী (মতান্তরে তীব্রগন্ধী)
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:০৭ | 141.80.168.31
  • প্রেমের ভাষা হিসেবেও হিন্দী ও ইংরাজী এগিয়েঃ-)
    ডিঃ একান্তই ব্যক্তিগত অভিমত।
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৭:০৬ | 220.225.245.130
  • দুইই অপছন্দে আমিও আছি। প্লাস মাঃসঃ।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৭:০৪ | 207.179.11.216
  • ওদিক থেকেই বেশী আসে। অ্যাটলিস্ট আমি যা দেখেছি।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:০৪ | 61.95.144.123
  • ঠিক পড়ে নয় - ছিলো পছন্দ করে। তো তোমার 4.51-র পোস্ট সেটাকেই ভ্যালিডেট করছে। এরম স্যাম্পল আরো পাওয়া গেছে - রঙ্গন, ল্যাদোষদা, স্যান, শমীক ইত্যাদি। আবার এর উল্টোটা - মানে আবাপ এবং কাঁঠাল দুইই অপছন্দ - এরকমও পাওয়া গেছে - আমি, সিঁফো, স্টইক ইত্যাদি। এখনও অবধি একটাও কনট্র্যাডিকশন মেলেনি - যে আবাপ পছন্দ অথচ কাঁঠাল অপছন্দ, বা আবাপ অপছন্দ অথচ কাঁঠাল পছন্দ ;-)
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৭:০৪ | 124.30.233.105
  • রাজমিস্ত্রী কি শুধু মুর্শিদাবাদের লোকই হয়?
  • dipu | ২৮ মে ২০০৯ ১৭:০৩ | 207.179.11.216
  • মুর্শিদাবাদি বাংলা হেবি চাপের কেস। রাজমিস্ত্রীরা যখন নিজেদের মধ্যে কথা বলে, বোঝা বেশ টাফ।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৭:০০ | 124.30.233.105
  • ঘটি বাঙাল ছাড়া বাংলার কত কিছু আছে জেলায় জেলায় ভাষা, খাবার দাবার আমরা অনেকেই মনে হয় কিছু জানিনা।
    আমি প্রথম যখন ফরাক্কা যাই কাজে, বাগানে ঘুরছি, গেস্ট হাউসের মালি খুব খুশী বাঙালী মেয়ে শুনে। কাছে এসে কত কথা বলল। সেই মুর্শিদাবাদী বাংলা আমি একবর্ণও বুঝলাম না। শুধু ঘাড় নেড়ে হেসে গেলাম।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৭:০০ | 61.95.144.123
  • পরশুরাম লিখেছিলেন গালাগাল দিতে হলে হিন্দি অনেক বেটার ভাষা, এবং তার ওপরেও হল ইংরিজী।
  • sb | ২৮ মে ২০০৯ ১৭:০০ | 141.80.168.31
  • হাইপোথিসিস কি এইরকম যে যারাই আবাপ পড়ে তারাই কাঁঠাল ভালবাসে? নাকি যারা আবাপ ভালবাসে তারা কাঁঠালও ভালবাসে? প্রথমটা হলে অনেক স্যাম্পল পাবে আমি শুদ্দু, দ্বিতীয়টায় আমি নাই। আর যদি এর মধে আরেকটা ভ্যারিয়েবল দেশ ঢোকাও তো আমি এক্কেবারেই নাই। তবে সানন্দায় আছিঃ-)
  • san | ২৮ মে ২০০৯ ১৬:৫৯ | 12.144.134.2
  • শান্তিপুরি বাংলা একদমই জম্পেশ হয়না। খুব বোরিং ভাষা, কোন তীব্র অভিঘাতওলা শব্দটব্দ নেই। ভাল করে রাগ প্রকাশ করার কিছু নেই। ছ্যাঃ।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৬:৫৬ | 61.95.144.123
  • আমি যখন আমার হাইপোথিসিসটা প্রেজেন্ট করবো তখন পিপিকে রাখবো স্যাম্পল হিসেবে;-)
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৫৬ | 141.80.168.31
  • শান্তিপুরি ধুতি শাড়ি জম্পেশ হয় জানি ও মানি। শান্তিপুরি বাংলা কি?
  • san | ২৮ মে ২০০৯ ১৬:৫৪ | 12.144.134.2
  • ইন ফ্যাক্ট এখন আমার সন্দেহ হচ্ছে আমি নিরিমিষি শান্তিপুরি বাংলা ছাড়া কখনোই কিছু শুনিনি ঃ-(
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৫৩ | 141.80.168.31
  • ছব্বা মানে ছিরি। ব্যাঙ্গার্থে ব্যবহৃত।
  • san | ২৮ মে ২০০৯ ১৬:৫২ | 12.144.134.2
  • যাক। আম্মো এতক্ষণ ধরে যা যা শব্দাবলী নিয়ে কথা হচ্ছে তার একটাও শুনিনি। গুরুর পাতায় না শুনে এমনি শুনলে বাংলা শব্দ ভাবতামও না ঃ-০
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৫১ | 141.80.168.31
  • @ অজ্জিত, হাঁ হাম গর্ব সে বোলতে হ্যায় কে হাম কাঁঠাল অউর আবাপ দোনো মেহি হ্যায়। কিউঁকি -
    আম বাদে আর কোন ফল নাই যা কাঁচা, পাকা, দরকচা, মজা সবেতেই সুস্বাদু। মায় বীচি অবধি। (এইখানে আমও ফেল)।
    আবাপ বাদে বাকি কোন বাংলা কাগজের ফন্ট ও প্রেসেন্টেশন চোখে ধরে না, মন ভরে না প্লাস এত ভাল মেলোড্রামা এত ছিরিয়াছলি কেউ পরিবেশন কত্তে পারে না। টোটাল এনটারটেনমেন্ট।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৬:৫১ | 124.30.233.105
  • ছব্বা মানে কি? আমি শুনিনি।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:৫১ | 207.179.11.216
  • মেদিনীপুরের ব্যাপার কিছু অন্যরকম। আমরা "খেলা' লিখলেও উচ্চারণ করি খ্যালা। ওরা খেলা - ই উচ্চারণ করে। অথচ আমরা বলি লেখাপড়া, ওরা বলে ল্যাখাপড়া।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৬:৫০ | 61.95.144.123
  • আমি কোনোটাই শুনি নাই।

    বাই দ্য ওয়ে - স্কাইপ প্লাগইনই সম্ভবত কালপ্রিট। ওটাকে বন্ধ করার পর ফাফ মস্তিতে রয়েছে।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৬:৪৯ | 124.30.233.105
  • দ,
    আমার কোঙ্কনী মালয়ালী শাশুড়ীমা ভাকরির মতনই বানান চাল দিয়ে। সেটাও ভাল খেতে হয়। কিন্তু ঐ বাজরার ভাকরি খাওয়ার পর থেকে আমি এখানে বাজরার আটা খুঁজছি, পাচ্ছিনা।
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৬:৪৮ | 203.91.207.30
  • আমি আবার ছব্বা শুনি নাই।
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৪৭ | 141.80.168.31
  • ছব্বা শুনেছি কিন্তু মেদিনীপুর না ২৪ পরগণা মনে করতে পারছি না। নিয়াগ্গুন এর তুলনায় এটা রাদার কমন।
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৪৬ | 141.80.168.31
  • ঠিকঠিক, মেদিনীপুরটা বাদ দিলাম কি করে। ওখেনে চলে বটেক।
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৪৫ | 141.80.168.31
  • @ ছিঁফো, এখনো হই নাই। হলে জানতে পাবা।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৬:৪৩ | 124.30.233.105
  • এই কথাগুলো মেদিনীপুরেও শোনা যায়। পিপি, আমার বাবার মামাবাড়ি কোলাঘাটে।
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৪৩ | 141.80.168.31
  • কেমং আছি - জটিল প্রশ্ন। এককথায় প্রকাশ করা দুরূহ।
    আর কত পড়াল্যাখা - আমি কত্তে চাই না কিন্তু ভবি আমার পিছন ছাড়ে না। ১/৩ চুল ফস্‌সা হয়ে গেল তবু পাঁচন বাড়ি হাত থেকে নামল না।
    কবে ফিচ্ছি - আরো কঠিং প্রশ্ন। উত্তর জানা নাই। পাস।
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৬:৪২ | 203.91.207.30
  • পিপি ডাক্তার হলে?
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:৪১ | 207.179.11.216
  • শুধু ছিরি বা ছিরিছাঁদ আমরা অনেকেই শুনেছি। হাওড়াতে আমি সমার্থক একটা শব্দ শুনেছি - "ছব্বা'। এটা কি আর কোথাও চলে?
  • san | ২৮ মে ২০০৯ ১৬:৩৯ | 12.144.134.2
  • ইয়েস অরিজিত, আমি রসালো জিনিস পছন্দ করি ঃ-)
  • Samik | ২৮ মে ২০০৯ ১৬:৩৯ | 115.241.48.49
  • এইবার পালাবো। কিন্তু তার আগে,

    ছব্বানি, কেমং আছো? তুমি আর কতো পড়াল্যাখা করবে? আমার ব্যান্ডেলের এক বন্ধু দম্পতি দুজনে ডাক্তারি পড়তে মিউনিখ গেছিল সেই কব্বে, তারা অবশেষে পোস্ত ডাক্তার হয়ে দুজনের জায়গায় তিনজন হয়ে এই আগস্টে পাকাপাকি ফিরছে। দিল্লিতেই।

    তুমি কবে ফিচ্চো?
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৬:৩৮ | 61.95.144.123
  • আরো দুটো স্যাম্পল - স্যান আর পিপি - কাঁঠালে এবাং আবাপ-তে ;-)
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৩৮ | 141.80.168.31
  • @ dipu, তাহলে তো অবশ্যই লতায়পাতায় তুতো কারণ বাগনানে আমার জমা আছে আরো এক যুগঃ-)
  • Samik | ২৮ মে ২০০৯ ১৬:৩৫ | 115.241.48.49
  • আম্মো আছি। কাঁঠালেও, এঁচোড়েও। আমি কস্মিনকালেও হাওড়া জেলায় রাত কাটাই নি।
  • san | ২৮ মে ২০০৯ ১৬:৩৪ | 12.144.134.2
  • আমি বাগনানের কেউ নই, কিচ্ছু নই, কিন্তু কাঁঠাল ভালবেসেই খাই।
  • d | ২৮ মে ২০০৯ ১৬:৩৪ | 144.160.5.25
  • হ। আমিও হুগলীতে জীবনের আড়াইযুগ কাটিয়েও "নিয়াগ্গুন' আজই প্রথম শুনলাম।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:৩৪ | 207.179.11.216
  • আমার বাপেরবাড়ি আন্দুলে। আমার বাপের বাপেরবাড়ি বাগনানে।
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:৩৩ | 141.80.168.31
  • আমি আছি। কাঠালেও, এঁচড়েও। রসে বশে।
    তাহলে কি দাঁড়াল? দীপু ও আমি বাগনান তুতো।
  • Samik | ২৮ মে ২০০৯ ১৬:৩২ | 115.241.48.49
  • চিকচিকি আমরা বলতাম তো! তবে পলিথিনকে নয়, সেলোফেন পেপারকে বলতাম। লাল হলুদ রঙের সেলোফেন।
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৬:৩১ | 203.91.207.30
  • দিপু কখন ব্যবহার করেছিল জানি না, অরিজিতদা বললো রোয়াব দেখানো অর্থেই গরম 'নেওয়া' তাতে আমি বললুম সেটা 'দেওয়া' হলেই আমার ঠিক শুনতে লাগছে।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:৩০ | 207.179.11.216
  • ই কি! আমি মোটেও গরম পড়লে অর্থে গরম দিলে ব্যবহার করিনি। কাঁঠালের বিরুদ্ধে লাগাতার অপপ্পোচার আর চক্কান্তের বিরুদ্ধে গর্জে উঠে টই খোলার হুমকি দিয়েছিলাম।

    ফিনি কাগজ সামান্য পরিবর্তিত হয়ে ফেনিকাগজ রূপে হাওড়াতেও শোনা যায়। চিকচিকি কথাটা হাওড়া শহর বা সংলগ্ন মফস্বলে খুব একটা শোনা যায় না। শোনা যায় একটু গ্রাম টাইপ এলাকায়। বাগনানে খুব শুনেছি।
  • san | ২৮ মে ২০০৯ ১৬:৩০ | 12.144.134.2
  • ঃ-))))
  • Samik | ২৮ মে ২০০৯ ১৬:২৯ | 115.241.48.49
  • ১) দূঃখের দিন শুরু হল। প্রচন্ড দূঃখের দিন। আপিস থেকে সব ছেড়ে গুরুচন্ডালি ব্লক করে দিয়েছে। এমংকি বাংলালাইভও খুলছে। এদিকে পুরো অফিসে আমি ছাড়া আর কেউ গুচ খোলে না, আমি শিওর। নুকিয়ে নুকিয়ে ডেটা কার্ড লাগিয়ে এই একখান পোস্ট মেরে যাচ্ছি।

    ২) নিয়্যাগ্গুন কথাটা জীবনে আজ প্রথম শুনলাম। এটা একটা বাংলা কথা?
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:২৯ | 141.80.168.31
  • স্যান,
    হ্যাঁ। পিপি মেলার মাঠে খেলতে গেছে। ধরতে পেলেই নিয়ে আসব।
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:২৭ | 141.80.168.31
  • হুগলী অঞ্চল, গঙ্গার এপার ওপার মায় ডনকুনি রেয়ন এসব বহু বচ্ছর যাবৎ সাঁতরেও কোথাও নিয়াগ্গুন শুনি নাই। তবে আমার দেখা শোনার বাইরেও যে কিছু থাকতে পারে অস্বীকার করি না। তবে ডানকুনি একমাত্র হুগলী অঞ্চল নয় এবং তাবৎ হুগলী অঞ্চলে ও শব্দ অদ্যাবধি শুনি নাই যদিও হুগলীতে বসবাস এক যুগের উপর।
  • d | ২৮ মে ২০০৯ ১৬:২৫ | 144.160.5.25
  • "চোখে ন্যাবা' একটি বহুল প্রচলিত ভুল প্রয়োগ।

    সিঁফো হে,
    দীপুবাবু "গরম পড়লে" অর্থে "গরম দিলে' ব্যবহার করেছিলেন। ঃ))

    sb
    হুগলী জেলার প্রচলিত একটি কথা হল "ফিনি কাগজ', পলিপ্যাক অর্থে। মূলতঃ সিঙ্গুর, হরিপাল অঞ্চলের লোকে বেশী ব্যবহার করে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত